নাবালিকা অপহরণ মামলায় তৃণমূল নেতার ১০দিনের জেল হেফাজত
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
আগামী ৯ নভেম্বর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হবে মা এর আহ্বানে বিজয় উৎসব। এর আয়োজক বর্ধমান দুর্গাপুজা সমন্বয় সমিতি।ওই অনুষ্ঠানে বিভিন্ন দুর্গাপুজা কমিটিকে পুরস্কার প্রদান করা হবে।দেওয়া হবে দুর্গোৎসব শিল্প সম্মান। পুরস্কার দেওয়া হবে মৃৎশিল্পী, মন্ডপ ( থিম)শিল্পীদের। এছাড়াও পুরস্কার দেওয়া অঙ্কন প্রতিযোগিতায় স্থানাধিকারীদের। সম্মান জানানো হবে পুলিশ ও প্রশাসনের সাথে যুক্তদের। আজ গঙ্গাকিশোর ভাট্টাচার্য প্রেস কর্ণারে এই অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হল।
ছুটির পরে স্কুল খুলতেই স্কুলের প্রতিটি শিশুর হাতে পৌঁছে গেলো নারিকেলের নাড়ু,তিলের নাড়ু এবং মুড়ির মোয়া।আগের মতো এবছরেও দ:দিনাজপুরের কুশমণ্ডি পূ:চক্রের বেড়ল প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এইরকম মজার প্রাপ্তিযোগে ভীষণ খুশি শিশুরা।জানা গেছে ওই বিদ্যালয়ের প্রধানশিক্ষক বিভাষ দাস বিগত বেশ কয়েক বছর ধরেই পুজোর ছুটির পরে স্কুল খুললেই ব্যাগ বোঝাই নাড়ু-মোয়া ইত্যাদি নিয়ে এসে শিক্ষার্থীদের মধ্যে বিলি করেন।
খনি অঞ্চলে বিশেষ করে অ বাঙ্গালীদের বাস। পাতায় খনি অঞ্চলের ছট পূজার ধুমধাম রয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা পাণ্ডবেশ্বর এর বিভিন্ন এলাকার ছট ঘাট ইতিমধ্যেই পরিদর্শন করেছেন। সব ব্রতীদের কোনোরকম সমস্যা যাতে না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রয়েছে তাদের এমনটাই তৃণমূলের তরফে জানানো হয়েছে। শাসক দলের পাশাপাশি পাণ্ডবেশ্বর এর বিভিন্ন ছট ঘাটের নিরাপত্তা খতিয়ে দেখতে বুধবার পাণ্ডবেশ্বর থানার ইন্সপেক্টর রাহুল দেব মন্ডল সশরীরে বিভিন্ন ছটঘাট পরিদর্শন করলেন। খতিয়ে দেখলেন ঘাট গুলির নিরাপত্তা।
কয়েক দফা দাবিকে সামনে রেখে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরের সামনে বিক্ষোভ দীশম আদিবাসী গাঁওতা সংগঠনের। বুধবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরের সামনে ব্লকের শতাধিক আদিবাসী সমাজের লোকেরা কয়েক দফা দাবিকে সামনে রেখে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিলেন। দীশম আদিবাসী গাঁওতার রাজ্য সম্পাদক বুবুন মান্ডি জানান, "ব্লকের ভূমি রাজস্ব অফিসের দপ্তরে হয়েছে ঘুঘুর বাসা।