Back
Cooch Behar736101blurImage

মাথাভাঙ্গার ঘটনায় তিনজনকে গ্রেফতার করল মাথাভাঙ্গা থানার পুলিশ

SHASHIKESH ROY
Sept 06, 2024 04:49:06
Cooch Behar, West Bengal

মাথাভাঙ্গার ঘটনায় তিনজনকে গ্রেফতার করল মাথাভাঙ্গা থানার পুলিশ ।এদিন সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার সন্দীপ গড়াই । সাংবাদিক সম্মেলন করে তিনি জানান গতকাল সন্ধ্যায় শহরে ভারতীয় গণনাট্য সংঘ ও ভারতীয় শিল্পী সংঘ নামে সংগঠন আর জি করের ঘটনা নিয়ে প্রতিবাদ সভার আয়োজন করে। স্থানীয় কিছু বাসিন্দা ও প্রদূত সাহা বলে ব্যক্তির সাথ রাস্তায় কিছু ছবি নিয়ে বাকবিতন্ডা হয় ।জা নিয়ে থানায় লিখিত অভিযোগ হয় ।অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করে মাথাভাঙ্গা থানার পুলিশ

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com