
বিজেপি কর্মীদের গ্রেফতার: মাথাভাঙ্গা বিধায়কের প্রতিবাদে ধর্না!
কোচবিহারে বিনা অপরাধে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করার প্রতিবাদে ঘোকসাডাঙ্গা থানার সামনে ধর্না দেন মাথাভাঙ্গা বিজেপি বিধায়ক সুশীল বর্মন ও অন্যান্য নেতা-কর্মীরা। তারা অভিযোগ করেন, গত রাতে মাথাভাঙ্গা ২ ব্লকের বড় শোলমারি গ্রাম পঞ্চায়েত থেকে চারজন বিজেপি কর্মীকে পুলিশ বিনা অপরাধে গ্রেফতার করেছে। তাদের মুক্তির দাবিতে তারা ধর্না কর্মসূচি পালন করেন। বিধায়কের অভিযোগ, পুলিশ কর্মীদের নাম প্রকাশ না করে অন্য রাস্তা দিয়ে আদালতে নিয়ে যায়। আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার পরিকল্পনার কথাও জানান তিনি।
পায়রা সাপ্লাই বন্ধ, কোচবিহার মন্দিরে প্রথমবার বলি হয়নি
বিল বাকি থাকায় পায়রা সাপ্লাই বন্ধ। ফলে বলি হয়নি কোচবিহার মদনমোহন মন্দিরের আনন্দময়ী কালী ও জয়তারা পুজোতে বলি হয়নি। ঘটনা নিয়ে ধরনায় মন্দিরের পুরোহিতরা । যদিও পায়রা আসার পর তারা পূজায় যোগ দেয় । এই প্রথম এমন নজিরবিহীন ঘটনা ঘটল কোচবিহার মদনমোহন মন্দিরে। পুজো না দিয়ে মন্দিরে বাইরে ধরনায় বসে রয়েছেন পুরোহিতরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মদনমোহন মন্দির সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনই কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ড এর অধীনে থাকা মদনমোহন মন্দিরে আনন্দময়ী কালী ও জয়তারা পুজোতে বলি হয়।
তুফানগঞ্জে ডাক বিভাগের গাড়ি থেকে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার!
কোচবিহার তুফানগঞ্জে বেসরকারি ডাক বিভাগের একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে পুলিশ জানায়, নাটাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের কালজানি সেতুর কাছে নাকা চেকিং পয়েন্টে শনিবার মধ্যরাতে কর্তব্যরত পুলিশ একটি ডাকের লরি আটক করে। তল্লাশির সময় ওই লরির থেকে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে। তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক বৈভব বাঙ্গার সাংবাদিক বৈঠকে এ তথ্য জানান।
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলে উপবর্ধন
বিজেপি ছেড়ে আবার তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন বিজেপির এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান । মঙ্গলবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মাথাভাঙ্গা ২ ব্লকের বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপ্না মজুমদার সরকার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত টি বিজেপি দখল নিয়েছিল। তবে লোকসভা নির্বাচনের পরে ধীরে ধীরে গ্রাম পঞ্চায়েত সদস্যরা আমাদের পার্টিতে যোগদান করছে ।
তুফানগঞ্জ বিজেপি প্রধানের বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার
কোচবিহারের তুফানগঞ্জ অন্দোরান ফুলবাড়ী ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান ননীবালা বর্মার বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সকালে গোয়াল ঘর থেকে গরু বের করার সময় বোমাটি দেখতে পান তিনি। পরে তুফানগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। ননীবালা বর্মা অভিযোগ করেন, তৃণমূলের পক্ষ থেকে এলাকায় অশান্তি সৃষ্টির জন্য এই বোমা রাখা হয়েছে, তবে তৃণমূল নেতা আশার আলী এসব অভিযোগ অস্বীকার করেছেন।