বিজেপি কর্মীদের গ্রেফতার: মাথাভাঙ্গা বিধায়কের প্রতিবাদে ধর্না!
কোচবিহারে বিনা অপরাধে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করার প্রতিবাদে ঘোকসাডাঙ্গা থানার সামনে ধর্না দেন মাথাভাঙ্গা বিজেপি বিধায়ক সুশীল বর্মন ও অন্যান্য নেতা-কর্মীরা। তারা অভিযোগ করেন, গত রাতে মাথাভাঙ্গা ২ ব্লকের বড় শোলমারি গ্রাম পঞ্চায়েত থেকে চারজন বিজেপি কর্মীকে পুলিশ বিনা অপরাধে গ্রেফতার করেছে। তাদের মুক্তির দাবিতে তারা ধর্না কর্মসূচি পালন করেন। বিধায়কের অভিযোগ, পুলিশ কর্মীদের নাম প্রকাশ না করে অন্য রাস্তা দিয়ে আদালতে নিয়ে যায়। আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার পরিকল্পনার কথাও জানান তিনি।
পায়রা সাপ্লাই বন্ধ, কোচবিহার মন্দিরে প্রথমবার বলি হয়নি
বিল বাকি থাকায় পায়রা সাপ্লাই বন্ধ। ফলে বলি হয়নি কোচবিহার মদনমোহন মন্দিরের আনন্দময়ী কালী ও জয়তারা পুজোতে বলি হয়নি। ঘটনা নিয়ে ধরনায় মন্দিরের পুরোহিতরা । যদিও পায়রা আসার পর তারা পূজায় যোগ দেয় । এই প্রথম এমন নজিরবিহীন ঘটনা ঘটল কোচবিহার মদনমোহন মন্দিরে। পুজো না দিয়ে মন্দিরে বাইরে ধরনায় বসে রয়েছেন পুরোহিতরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মদনমোহন মন্দির সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনই কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ড এর অধীনে থাকা মদনমোহন মন্দিরে আনন্দময়ী কালী ও জয়তারা পুজোতে বলি হয়।
তুফানগঞ্জে ডাক বিভাগের গাড়ি থেকে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার!
কোচবিহার তুফানগঞ্জে বেসরকারি ডাক বিভাগের একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে পুলিশ জানায়, নাটাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের কালজানি সেতুর কাছে নাকা চেকিং পয়েন্টে শনিবার মধ্যরাতে কর্তব্যরত পুলিশ একটি ডাকের লরি আটক করে। তল্লাশির সময় ওই লরির থেকে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে। তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক বৈভব বাঙ্গার সাংবাদিক বৈঠকে এ তথ্য জানান।
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলে উপবর্ধন
বিজেপি ছেড়ে আবার তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন বিজেপির এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান । মঙ্গলবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মাথাভাঙ্গা ২ ব্লকের বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপ্না মজুমদার সরকার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত টি বিজেপি দখল নিয়েছিল। তবে লোকসভা নির্বাচনের পরে ধীরে ধীরে গ্রাম পঞ্চায়েত সদস্যরা আমাদের পার্টিতে যোগদান করছে ।
তুফানগঞ্জ বিজেপি প্রধানের বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার
কোচবিহারের তুফানগঞ্জ অন্দোরান ফুলবাড়ী ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান ননীবালা বর্মার বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সকালে গোয়াল ঘর থেকে গরু বের করার সময় বোমাটি দেখতে পান তিনি। পরে তুফানগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। ননীবালা বর্মা অভিযোগ করেন, তৃণমূলের পক্ষ থেকে এলাকায় অশান্তি সৃষ্টির জন্য এই বোমা রাখা হয়েছে, তবে তৃণমূল নেতা আশার আলী এসব অভিযোগ অস্বীকার করেছেন।
বিজেপি মহিলা মোর্চার থানা শুদ্ধিকরণ অভিযান
দিনহাটায় ৪২ কেজি গাঁজা সহ গ্রেফতার আনারুল মিয়া!
কোচবিহার: দিনহাটা থানার পুলিশ বৃহস্পতিবার রাতে ৪২ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দিনহাটা কোচবিহার রাজ্য সড়কে একটি গাড়ি আটক করে এবং তল্লাশির সময় গাঁজা উদ্ধার করে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আনারুল মিয়া, তার বাড়ি ফকিরটারি এলাকায়। জানা গেছে, ওই গাঁজা দিনহাটার সীমান্তবর্তী এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের প্রয়াণ দিবস পালন করা হল
যথাযোগ্য মর্যাদার সাথে কোচবিহারে পালিত হল কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের প্রয়াণ দিবস। এদিন সকালে কোচবিহার জেলা আদালতের সামনে অবস্থিত মহরাজা নৃপেন্দ্র নারায়ণ ভুপবাহাদুরের মূর্তিতে মাল্যদান ও ফুল দিয়ে মহারাজ কে শ্রদ্ধায় স্মরণ করা হয়। এদিন মহারাজ প্রয়াণ দিবসে উপলক্ষে কোচবিহার রাজ পরিবারের ইতিহাস পাঠ্যপুস্তকে তুলে ধরার দাবি ওঠে।
ডাকাতির ছক বানচাল করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ
ডাকাতির ছক বানচাল করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ । ডাকাতির জন্য জমায়েত হওয়া ৬ জনকে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ । জানা যায় এদের মধ্যে একজন আজ সকালে পুলিশের লকপ থেকে পালিয়ে যায় । যদিও পরবর্তী তাকে পুনরায় গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে তোলা হলে আসলতা তাদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ।অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মীনা জানান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
তুফানগঞ্জের আদিবাসী সমাজ।কারাম পূজা উদযাপন হল
কোচবিহার:- ধামসা মাদলের তালে করম পুজো উদযাপনে মেতে উঠলো তুফানগঞ্জের আদিবাসী সমাজ। কারাম পূজা ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসবে মেতে উঠেন আদিবাসীরা। ভাইবোনের সম্পর্ক উদযাপন করে এই পুজোয় থাকে প্রকৃতির আরাধনা। ধামসা-মাদলের তালে, নাচের ছন্দে এই পুজো পালিত হয়। সঙ্গে চলে বিশেষ রীতি। যা পালিত হয় নিষ্ঠা ভরে। উদযাপনের মাঝে অনেককেউ দেখা গেল নাচের তালে মেতে উঠতে। কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ নং ব্লকের রসিকবিল আদিবাসী বস্তিতে সবচেয়ে বেশি রয়েছে আদিবাসী সমাজের লোক।
কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে পিংক পেট্রোল ভ্যান চালু করা হলো
কোচবিহারে মহিলা সুরক্ষার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে দুটি মহিলা পরিচালিত পিংক পেট্রোল ভ্যান চালু করা হয়েছে। সোমবার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে এই ভ্যানগুলোর উদ্বোধন করেন। একটি ভ্যান কোচবিহার শহর এবং অন্যটি দিনহাটা শহরে নিয়োজিত থাকবে। এই ভ্যানগুলি মহিলাদের জমায়েত স্থানে যেমন স্কুল ও কলেজ এলাকায়巡 করবে। এছাড়া, যে কোনও অভিযোগ ১১২ বা ১০০ নম্বরে জানালে ভ্যান সেখানেও পৌঁছে যাবে।
ব্রাউন সুগার সহ একজনকে গ্রেফতার করলো কোচবিহার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান
তুফানগঞ্জ বারকোদালি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ চারজন পঞ্চায়েতে সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। শনিবার সন্ধ্যায় কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে প্রধান সুদর্শন রায় সহ পঞ্চায়েতে সদস্যদের হাতে বিজেপির পতাকা তুলে দেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় তথা তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মালতি রাভা রায়। যার ফলে এই গ্রাম পঞ্চায়েত টি বিজেপির দখলে চলে আসলো। উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যায়।তবে এদিন তিনি পুনরায় বিজেপিতে যোগদান করেন
কোচবিহার এ বি এন শিল কলেজ অডিটোরিয়াম কাজের সূচনা করলেন মন্ত্রী উদয়ন গুহ
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শনিবার কোচবিহার এ বি এন শীল কলেজ অডিটোরিয়ামের এবং গুড়িয়াহাটি গার্লস হাই স্কুলের রাস্তার কাজের সূচনা করেন। মন্ত্রী জানান, গত দুই দিনে প্রায় ১১০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ বি এন শীল কলেজের অডিটোরিয়াম নির্মাণে সাড়ে পাঁচ কোটি টাকা খরচ হবে। অনুষ্ঠানে কলেজের প্রিন্সিপালসহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন।
নিউ কোচবিহার স্টেশন এলাকা থেকে ৯ বাংলাদেশিকে আটক করলো আরপিএফ
কোচবিহার :- ৯ জন বাংলাদেশী যুবককে আটক করল নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে কর্তব্যরত আরপিএফের সিপিডিএস টিম। আরপিএফ সূত্রে খবর, গতকাল রাতে নিউ কোচবিহার স্টেশন এলাকা থেকে এই ৯ জন যুবক কে আটক করা হয়েছে । এরা হল বাংলাদেশের দৌলতপুর থানার, কুষ্টিয়া জেলার বাসিন্দা--আব্দুল করিম, শাহিন আলম, সাজিব মণ্ডল, জুয়েল মন্ডল, মোহম্মদ আলী, কামরুল ইসলাম, আব্বাস শেখ, সুমন হোসেন এবং রুকন মন্ডলী । তারা দালালের মাধ্যমে ভুয়ো নথি বানিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে কেরল রাজমিস্ত্রির কাজে উদ্যেশ্যে যাচ্ছিল
শীতলকুচির ঘটনা গাঁজাসহ আটক ভিন্ন রাজ্যের চার যুবক
সাফল্য শীতলকুচি থানার পুলিশেরগাঁজা সহ গ্রেফতার ভিনরাজ্যের চার ব্যক্তি । একটি বিহারের নম্বর প্লেটের ভিআইপি কারে, চার ব্যক্তি শীতলকুচি থেকে মাথাভাঙ্গার দিকে যাচ্ছিলো । ধরলা সেতু সংলগ্ন পুলিশের নাকা চেক পোস্টে গাড়িটি আটক করে শীতলকুচি থানার কর্তব্যরত পুলিশ অফিসার । চার ব্যক্তির কথার অসংলগ্নতা থাকায় নাকা চেক পোস্টেই আটকে রাখে পুলিশ । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাথাভাঙ্গা এসডিপিও সমরেন হালদার সহ বিশাল পুলিশ বাহিনী। গাড়িটি তল্লাশি চালায় পুলিশ গাড়ির পিছনের সিটের ভিতর থেকে ৭টি গাঁজা প্যাকেট উদ্ধার হয়
রাজ আমলের ঐতিহ্যে মেনেই রাধা অষ্টমীট অনুষ্ঠিত হলো কোচবিহার ঐতিহ্যবাহী বড় দেবীর পূজা
কোচবিহার ঐতিহ্যবাহী বড় দেবীর পূজা উপলক্ষে রাজ আমলের ঐতিহ্যে রাধা অষ্টমী পালিত হলো। মঙ্গলবার রাতে মদনমোহন বাড়ি থেকে মাতৃরূপী ময়না কাঠকে কোচবিহার বড় দেবী বাড়িতে আনা হয়। বিশেষ পূজার পর কাঠামিয়াতে স্থাপন করা হয়। রাধা অষ্টমীর দিনে বিশেষ পূজা ও পায়রা বলির পর তিনদিন ধরে কাঠামিয়াকে হাওয়া করা হবে। এরপর বংশপরম্পরায় কোচবিহার দেবত্র ট্রাস্টবোর্ডের মূর্তি প্রস্তুতকারক প্রভাত চিত্রকর খড় ও মাটির কাজ শুরু করবেন। মহালয়ার দিন মায়ের চক্ষুদান করা হবে এবং তারপর বড় দেবীর বিশেষ পূজা শুরু হবে।
কোচবিহারের তুফানগঞ্জ বিজেপি বিধায়ক ও সংসদের নিখোঁজ পোষ্টার কে ঘিরে চাঞ্চল্য
কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভার ছিট বড় লাউকুঠী এলাকায় বিজেপি বিধায়ক মালতি রাভা রায় ও সাংসদ মনোজ টিগ্গার বিরুদ্ধে গ্রামবাসীরা নিখোঁজ পোস্টার লাগিয়ে বিক্ষোভ জানিয়েছেন। গঙ্গাধর নদীর ভাঙনের কারণে প্রতি বছর অনেক জমি ও বাড়ি নদীগর্ভে চলে যাচ্ছে। দ্রুত নদী বাঁধ না দিলে পুরো এলাকা নদীগর্ভে চলে যাবে। গ্রামবাসীরা অভিযোগ করেছেন, নির্বাচিত প্রতিনিধিরা ভোটের পরও এলাকায় এসে তাদের পরিস্থিতি দেখতে আসেননি, যা নিয়ে তারা বিরক্ত।
কোচবিহার ইউনিটের উদ্যোগে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো
নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোচবিহার ইউনিটের উদ্যোগে এবং লাইস ক্লাব অফ কোচবিহারের সহযোগিতায় রক্ত দান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো । রবিবার কোচবিহার মৈত্রী সংঘ ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় । নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোচবিহারের উত্তরবঙ্গ জুড়েই আজ এই কর্মসূচি করা হচ্ছে । কোচবিহার লায়ন্স ক্লাব ও বি ডি জৈন লায়ন্স আই হাসপাতালে সহযোগিতা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে
মাথাভাঙ্গা শহরে আরজিকর ঘটনায় নাগরিক কমিটির প্রতিবাদ মিছিলে উত্তপ্তি
মাথাভাঙ্গার ঘটনায় তিনজনকে গ্রেফতার করল মাথাভাঙ্গা থানার পুলিশ
মাথাভাঙ্গার ঘটনায় তিনজনকে গ্রেফতার করল মাথাভাঙ্গা থানার পুলিশ ।এদিন সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার সন্দীপ গড়াই । সাংবাদিক সম্মেলন করে তিনি জানান গতকাল সন্ধ্যায় শহরে ভারতীয় গণনাট্য সংঘ ও ভারতীয় শিল্পী সংঘ নামে সংগঠন আর জি করের ঘটনা নিয়ে প্রতিবাদ সভার আয়োজন করে। স্থানীয় কিছু বাসিন্দা ও প্রদূত সাহা বলে ব্যক্তির সাথ রাস্তায় কিছু ছবি নিয়ে বাকবিতন্ডা হয় ।জা নিয়ে থানায় লিখিত অভিযোগ হয় ।অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করে মাথাভাঙ্গা থানার পুলিশ
আর জি করের আন্দোলনে শামিল হওয়া ব্যক্তিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আরজিকর ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিবাদকারী এক ব্যক্তিকে মারধরের অভিযোগ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, বিরোধী দলগুলো প্রতিবাদ কর্মসূচির নামে রাজনীতি করছে। তৃণমূল কংগ্রেস বলছে, আমরা মানববন্ধন করলাম, মারধরের কোনো ঘটনা ঘটেনি।
অপারেশন আনন্দ: কোচবিহারে ৫৯ টি নিখোঁজ শিশু উদ্ধার
কোচবিহার জেলা পুলিশ অপারেশন আনন্দ এর মাধ্যমে আগস্ট মাসে মোট ৫৯ টি নিখোঁজ শিশুকে উদ্ধার করেছে কোচবিহার জেলা পুলিশ। আরক্ষায় এ ভবনে সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা। তিনি বলেন, দীর্ঘদিন থেকেই কোচবিহার জেলা পুলিশ এমসিটিপি পোর্টালের মাধ্যমে অপারেশন আনন্দ অভিযান চালিয়ে নিখোঁজ শিশুদের উদ্ধার করে আসছে। গত এক থেকে ৩১ তারিখ পর্যন্ত অপারেশন আনন্দের মাধ্যমে মোট ৫৯ জন শিশু উদ্ধার করেছে। নিখোঁজ ডায়েরি করা হয়েছিল সেইসব ঘটনার তদন্ত করে এখন পর্যন্ত মোট ১৯৪ জন।
কোচবিহার সদর মহকুমা শাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপি
SFI, DYFI, AIDWA কোচবিহারে নারী নিরাপত্তার দাবিতে ২৪ ঘন্টা অবস্থান বিক্ষোভ
আরজি করে ঘটনার দোষীদের শাস্তির দাবি সহ রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারীদের নিরাপত্তার দাবিতে SFI, DYFI, AIDWA কোচবিহার জেলা কমিটি পক্ষ থেকে 24 ঘন্টার অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন । মঙ্গলবার দুপুর ২ টা থেকে কোচবিহার শহরের ব্রাহ্ম মন্দির সংলগ্ন সুনীতি রোডের পাশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয় । আগামীকাল দুপুর ২ টা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে। অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তোলেন তারা।
বিজেপির জেলা শাসক কর্মসূচি নিয়ে উত্তেজনা, পুলিশ লাঠিচার্জে বিজেপি কর্মীরা
কোচবিহারে বিজেপির জেলা শাসক ঘেরাও কর্মসূচি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। সোমবার বিজেপি জেলা কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বেরিয়ে জেলাশাসক দপ্তরের সামনে পৌঁছায়, তবে পুলিশ ব্যারিকেড বসিয়ে মিছিল থামানোর চেষ্টা করে। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে এবং বিজেপি কর্মীরা পাল্টা পুলিশকে ঢিল ছুঁড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা সোনালি গুহকে গ্রেপ্তার করে।