Back
Cooch Behar736101blurImage

নিউ কোচবিহার স্টেশন এলাকা থেকে ৯ বাংলাদেশিকে আটক করলো আরপিএফ

SHASHIKESH ROY
Sept 13, 2024 11:43:39
Cooch Behar, West Bengal

কোচবিহার :- ৯ জন বাংলাদেশী যুবককে আটক করল নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে কর্তব্যরত আরপিএফের সিপিডিএস টিম। আরপিএফ সূত্রে খবর, গতকাল রাতে নিউ কোচবিহার স্টেশন এলাকা থেকে এই ৯ জন যুবক কে আটক করা হয়েছে । এরা হল বাংলাদেশের দৌলতপুর থানার, কুষ্টিয়া জেলার বাসিন্দা--আব্দুল করিম, শাহিন আলম, সাজিব মণ্ডল, জুয়েল মন্ডল, মোহম্মদ আলী, কামরুল ইসলাম, আব্বাস শেখ, সুমন হোসেন এবং রুকন মন্ডলী । তারা দালালের মাধ্যমে ভুয়ো নথি বানিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে কেরল রাজমিস্ত্রির কাজে উদ্যেশ্যে যাচ্ছিল

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com