Back
Birbhum731125blurImage

বাবুইজোর গ্রামে আরজি কর মামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী

Sudipta Garain
Aug 23, 2024 10:31:38
Babuijore, West Bengal

বীরভূম জেলার খয়রাসোল ব্লকের অন্তর্গত বাবুইজোর গ্রামে আরজি ট্যাক্স মামলার বিচারের দাবিতে স্থানীয় লোকেরা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল। বাবুইজোর গ্রামে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় শিক্ষার্থী ও মহিলারা। এই প্রতিবাদ মিছিলে সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেয়। আরজি মামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের ফাঁসির আদেশ দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। এ দাবি নিয়ে এলাকাবাসী প্ল্যাকার্ড নিয়ে পুরো বাবুইজোড় গ্রাম প্রদক্ষিণ করে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com