আরজি কর কাণ্ডের পর এবার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে টহল দুবরাজপুর থানার পুলিশের। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনার খবর সর্বত্রই ছড়িয়ে পড়েছে। আরজি কর কাণ্ডের ঘটনার প্রতিবাদে চিকিৎসক, নার্স, স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছেন। তাই বীরভূম জেলা পুলিশ ও দুবরাজপুর থানার পক্ষ থেকে মহিলাদের নিরপত্তা সুনিশ্চিত একাধিক জায়গায় টহল দেয়।