Sudipta Garainপতঙ্গ বাহিত রোগ সম্পর্কে সচেতনতামূলক শিবির দুবরাজপুরে
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে'র ডাকে নবান্ন অভিযান, খয়রাশোল থেকে নবান্ন রওনা দিল ছাত্ররা
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে'র ডাকে নবান্ন অভিযানের উদ্দেশ্যে মঙ্গলবার সকাল আটটা নাগাদ খয়রাশোল ব্লকের পাঁচরা রেলস্টেশন থেকে নবান্ন রওনা দিল ছাত্র-যুবকেরা। খয়রাশোল ব্লক এলাকা থেকে বিপুল সংখ্যক ছাত্র-যুবক নবান্নে ছাত্র সমাজের কর্মসূচিতে যোগদান করতে চলছে। শুধু ছাত্র নয়, বহু শিক্ষানুরাগীও ওই কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে রওনা দিলেন। মঙ্গলবার দিন এমন চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায়।
বাবুইজোর গ্রামে আরজি কর মামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী
বীরভূম জেলার খয়রাসোল ব্লকের অন্তর্গত বাবুইজোর গ্রামে আরজি ট্যাক্স মামলার বিচারের দাবিতে স্থানীয় লোকেরা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল। বাবুইজোর গ্রামে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় শিক্ষার্থী ও মহিলারা। এই প্রতিবাদ মিছিলে সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেয়। আরজি মামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের ফাঁসির আদেশ দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। এ দাবি নিয়ে এলাকাবাসী প্ল্যাকার্ড নিয়ে পুরো বাবুইজোড় গ্রাম প্রদক্ষিণ করে।
মহিলাদের নিরপত্তা সুনিশ্চিত করতে টহল দুবরাজপুর পুলিশ
আরজি কর কাণ্ডের পর এবার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে টহল দুবরাজপুর থানার পুলিশের। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনার খবর সর্বত্রই ছড়িয়ে পড়েছে। আরজি কর কাণ্ডের ঘটনার প্রতিবাদে চিকিৎসক, নার্স, স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছেন। তাই বীরভূম জেলা পুলিশ ও দুবরাজপুর থানার পক্ষ থেকে মহিলাদের নিরপত্তা সুনিশ্চিত একাধিক জায়গায় টহল দেয়।