দুবরাজপুর থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে একটি অভিযান চালায়। জাতীয় সড়ক থেকে গড়গড়া গ্রামের দিকে যাওয়ার পথে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ডাবল বারেল পাইপ গান, ছয় রাউন্ড গুলি, একটি সেভেন এমএম পিস্তল এবং সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ধৃতের নাম শেখ আইনুল, বাড়ি খয়রাশোলের ঈদলপুর গ্রামে। পুলিশের কাছে সে স্বীকার করেছে যে এই আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ তার সহযোগীকে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
বীরভূমে বিক্রির আগে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে জেলায় পৌঁছল ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সোমবার থেকেই জেলা পুলিশ আধিকারিকদের নেতৃত্বে টহল বা রুট মার্চ শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শালবনী থানা, গুড়গুড়িপাল থানা এবং কোতোয়ালী থানার অধীন এলাকাগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তথা এলাকাবাসীদের আশ্বস্ত করতেই এই রুট মার্চ বলেও জানিয়েছেন পুলিশ সুপার ধৃতিমান সরকার।
ব্যাংক মিত্রদের অভিযোগ, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প "জন ধন যোজনা" বাস্তবায়নকারী ব্যাংক মিত্রদের উপর কোম্পানি ও ব্যাংক এর স্বৈরাচারী মনোভাব ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে সামঞ্জস্য বজায় না রেখে পারিশ্রমিক কমানো এবং দিন দিন গ্রাহক সেবা কেন্দ্রের গ্রাহকদের হয়রানীর প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ ও ডেপুটেশন। তাদের এই দাবিগুলি যদি না মানা হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন ব্যাঙ্ক মিত্ররা।