চুরি হওয়া বাস উদ্ধার করলো পুলিশ
কন্ট্রাক্টরের দাদাগিরি দুবরাজপুর পৌরসভায়, বলে অভিযোগ পৌর কর্মীদের
দুবরাজপুর পৌরসভায় এক কর্মীকে হুমকি ও গালিগালাজ করল এক ঠিকাদার। নিরাপত্তার অভাবে দুবরাজপুর পৌরসভার সকল কর্মচারীরা দুবরাজপুর থানার দ্বারস্থ। পুরসভা সূত্রে খবর, পুরসভায় ই-টেন্ডারের কাজ চলছে। এ বিষয়ে খবর পেয়ে এক ব্যক্তি পৌরসভার আইটি সমন্বয়কারীকে হুমকি ও মারধর করেন বলে অভিযোগ। নিরাপত্তার অভাবে দুবরাজপুর থানায় যোগাযোগ করেন পৌর নিগমের কর্মীরা। কিন্তু মেয়রের হস্তক্ষেপে পৌর করপোরেশনের কর্মীরা অভিযোগ না করেই চলে যান। সূত্রের খবর, ঠিকাদার বড় নেতার ঘনিষ্ঠ।
মল্লারপুরে সচেতনতা শিবির
গ্রাহকদের সজাগ করতে জেলা ক্রেতা সুরক্ষা দফতর ও নইশুভা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার় উদ্যোগে খাদ্য সুরক্ষা সম্পর্কিত একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হলো। আজ বীরভূমের মল্লারপুর লপসা হেমব্রম ও টুরকু হাঁসদা কলেজের সভাকক্ষে এই শিবিরের আয়োজন করা হয়। খাদ্য সহ বিভিন্ন পণ্য ক্রয় করতে গিয়ে যাতে গ্রাহকদের প্রতারিত না হতে হয় সেই বিষয়ে সাধারণ মানুষদের সচেতনতা করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন জেলা ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিক বিভুভুষন সাহা সহ এলাকার ছাত্র ছাত্রী ।
শান্তিনিকেতনে যথাযথ মর্যাদায় 22 শ্রাবণ উদযাপন
বুধবার ভোর ৫টা থেকে গৌড় প্রগাণায় বৈতালিক নিবেদন করা হয়, মন্দিরে ফুল দেওয়া হয় এবং উদয়ন বাড়িতে প্রসাদ দেওয়া হয়। বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্বভারতী কর্তৃপক্ষ পুরাতন মেলার মাঠ স্থানান্তর করেছে। 22শে থেকে 30শে শ্রাবণ পর্যন্ত বৃক্ষরোপণ, হলদর্শন, রবীন্দ্র সপ্তাহ, স্বাধীনতা দিবস, বর্ষমঙ্গল উপলক্ষে বিশ্বভারতীর কর্মচারীদের দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। রবীন্দ্রনাথ তার জীবনে বহুবার বৃক্ষরোপণের উৎসব পালন করেছেন।
অঙ্গনওয়ারী কেন্দ্রে তালা মেরে বিক্ষোভ
বরাদ্দ অনুযায়ী খাবার না পাওয়া ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অনিয়মিত কার্যক্রমের প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন পড়ুয়াদের অভিভাবকরা। সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের বসানো তালা ভাঙার অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানা এলাকার মেহগ্রামে। বীরভূমের নলহাটি থানা এলাকার মেহগ্রামে অবস্থিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্রছাত্রীদের অভিভাবকরা অভিযোগ করেছেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার পাওয়া যায়। বরাদ্দ দিলেও ডিম দেওয়া হয় না।
তারাপীঠ মন্দিরে পুজো দিলেন মন্ত্রী সুজিত বসু
লাভপুর বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন সভাধিপতি কাজল সেখ
বীরভূমের লাভপুরের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন বীরভূম জেলা সভাপতি কাজল সেখ। বীরভূমের লাভপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কুয়ে নদীর বাঁধ ভেঙে লাভপুরের থিবা এলাকার ১৫টি গ্রাম বিলীন হয়ে গেছে। নদীর বাঁধ ভেঙে যাওয়ায় প্রায় ৫০টি গ্রামের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ জয়চন্দ্রপুর গ্রামে ত্রাণ বিতরণ করলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। এছাড়া তিনি হরিপুর গ্রামে গিয়ে দ্রুত পানি ও ওষুধের ব্যবস্থা করবেন বলে জানান।
বৃষ্টির জেরে জলের তলায় চন্দ্রভাগা নদীর ব্রিজ
কঙ্কালীতলায় জলে ডুবে মৃত্যু হলো বিশ্বভারতীর ছাত্রের
বিশ্বভারতীর সঙ্গীত ভবনের তবলা বিভাগের ছাত্র মহাদেব হাজরা কঙ্কালীতলায় জলে ডুবে মৃত্যু বরণ করেন। তিনি স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছিলেন এবং বোলপুরের কালিমোহনপল্লির বাসিন্দা ছিলেন। মঙ্গলবার, পাড়ার এক মৃতদেহ সৎকার করতে গিয়ে সতীপীঠ কঙ্কালীতলায় আসেন মহাদেব। শব দাহের পর, অস্থি বিসর্জনের জন্য কোপাই নদীর ঘাটে পৌঁছে, স্নানের সময় অন্ধকারে পড়ে গিয়ে জলাশয়ে ডুবে মারা যান। তার মৃত্যুতে বিশ্বভারতী ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
পাথর বোঝাই লরির ধাক্কায় দুই শিবভক্ত মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বীরভূমের রামপুরহাটে রানীগঞ্জ-মোড়গ্রাম জাতীয় সড়কে দুর্ঘটনায় দুই শিবভক্তের মৃত্যু হয়েছে। বিহারের কাটিহার থেকে আসা বিশাল কুমার ও নীতিশ কুমার নামে দুই যুবক পাথর বোঝাই লরির ধাক্কায় মারা যান। তারা তারাপীঠ মন্দিরে জল ঢালতে এসেছিলেন। দুপুরে পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে সড়কে উঠতেই দুর্ঘটনা ঘটে। লরি চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। রামপুরহাট থানার পুলিশ ঘাতক লরির খোঁজে তল্লাশি চালাচ্ছে।
বীরভূমে বিক্রির আগে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ
দুবরাজপুর থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে একটি অভিযান চালায়। জাতীয় সড়ক থেকে গড়গড়া গ্রামের দিকে যাওয়ার পথে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ডাবল বারেল পাইপ গান, ছয় রাউন্ড গুলি, একটি সেভেন এমএম পিস্তল এবং সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ধৃতের নাম শেখ আইনুল, বাড়ি খয়রাশোলের ঈদলপুর গ্রামে। পুলিশের কাছে সে স্বীকার করেছে যে এই আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ তার সহযোগীকে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।