বুধবার ভোর ৫টা থেকে গৌড় প্রগাণায় বৈতালিক নিবেদন করা হয়, মন্দিরে ফুল দেওয়া হয় এবং উদয়ন বাড়িতে প্রসাদ দেওয়া হয়। বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্বভারতী কর্তৃপক্ষ পুরাতন মেলার মাঠ স্থানান্তর করেছে। 22শে থেকে 30শে শ্রাবণ পর্যন্ত বৃক্ষরোপণ, হলদর্শন, রবীন্দ্র সপ্তাহ, স্বাধীনতা দিবস, বর্ষমঙ্গল উপলক্ষে বিশ্বভারতীর কর্মচারীদের দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। রবীন্দ্রনাথ তার জীবনে বহুবার বৃক্ষরোপণের উৎসব পালন করেছেন।