
চুরি হওয়া বাস উদ্ধার করলো পুলিশ
কন্ট্রাক্টরের দাদাগিরি দুবরাজপুর পৌরসভায়, বলে অভিযোগ পৌর কর্মীদের
দুবরাজপুর পৌরসভায় এক কর্মীকে হুমকি ও গালিগালাজ করল এক ঠিকাদার। নিরাপত্তার অভাবে দুবরাজপুর পৌরসভার সকল কর্মচারীরা দুবরাজপুর থানার দ্বারস্থ। পুরসভা সূত্রে খবর, পুরসভায় ই-টেন্ডারের কাজ চলছে। এ বিষয়ে খবর পেয়ে এক ব্যক্তি পৌরসভার আইটি সমন্বয়কারীকে হুমকি ও মারধর করেন বলে অভিযোগ। নিরাপত্তার অভাবে দুবরাজপুর থানায় যোগাযোগ করেন পৌর নিগমের কর্মীরা। কিন্তু মেয়রের হস্তক্ষেপে পৌর করপোরেশনের কর্মীরা অভিযোগ না করেই চলে যান। সূত্রের খবর, ঠিকাদার বড় নেতার ঘনিষ্ঠ।
মল্লারপুরে সচেতনতা শিবির
গ্রাহকদের সজাগ করতে জেলা ক্রেতা সুরক্ষা দফতর ও নইশুভা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার় উদ্যোগে খাদ্য সুরক্ষা সম্পর্কিত একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হলো। আজ বীরভূমের মল্লারপুর লপসা হেমব্রম ও টুরকু হাঁসদা কলেজের সভাকক্ষে এই শিবিরের আয়োজন করা হয়। খাদ্য সহ বিভিন্ন পণ্য ক্রয় করতে গিয়ে যাতে গ্রাহকদের প্রতারিত না হতে হয় সেই বিষয়ে সাধারণ মানুষদের সচেতনতা করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন জেলা ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিক বিভুভুষন সাহা সহ এলাকার ছাত্র ছাত্রী ।
শান্তিনিকেতনে যথাযথ মর্যাদায় 22 শ্রাবণ উদযাপন
বুধবার ভোর ৫টা থেকে গৌড় প্রগাণায় বৈতালিক নিবেদন করা হয়, মন্দিরে ফুল দেওয়া হয় এবং উদয়ন বাড়িতে প্রসাদ দেওয়া হয়। বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্বভারতী কর্তৃপক্ষ পুরাতন মেলার মাঠ স্থানান্তর করেছে। 22শে থেকে 30শে শ্রাবণ পর্যন্ত বৃক্ষরোপণ, হলদর্শন, রবীন্দ্র সপ্তাহ, স্বাধীনতা দিবস, বর্ষমঙ্গল উপলক্ষে বিশ্বভারতীর কর্মচারীদের দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। রবীন্দ্রনাথ তার জীবনে বহুবার বৃক্ষরোপণের উৎসব পালন করেছেন।
অঙ্গনওয়ারী কেন্দ্রে তালা মেরে বিক্ষোভ
বরাদ্দ অনুযায়ী খাবার না পাওয়া ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অনিয়মিত কার্যক্রমের প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন পড়ুয়াদের অভিভাবকরা। সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের বসানো তালা ভাঙার অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানা এলাকার মেহগ্রামে। বীরভূমের নলহাটি থানা এলাকার মেহগ্রামে অবস্থিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্রছাত্রীদের অভিভাবকরা অভিযোগ করেছেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার পাওয়া যায়। বরাদ্দ দিলেও ডিম দেওয়া হয় না।