বাঁকুড়ায়, আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা আরজি ট্যাক্স মামলায় জড়িতদের শাস্তি এবং পূর্ব বর্ধমানে এক যুবতী আদিবাসী মহিলার হত্যা এবং মহিলাদের নিরাপত্তার দাবিতে রাস্তা অবরোধ করে। সংগঠনের সদস্যরা গঙ্গা অববাহিকায় অমরকানের কাছে জাতীয় সড়ক 60 অবরোধ করে। জামিং ভারত জাকাত মাঝি পরগণা মহল তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
নারীদের নিরাপত্তার দাবিতে পথ অবরোধ করেছে আদিবাসী সংগঠনগুলো
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে এবার দ্বিতীয় বর্ষের দুর্গাপুর উৎসব হতে চলেছে। রবিবার খুঁটিপূজোর পর বক্তব্য রাখতে গিয়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি চন্দন দত্ত সহ শিল্পপতি ব্যবসায়ী,মন্ত্রী প্রদীপ মজুমদার সহ বিশিষ্ট জনদের সামনে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কড়া ভাষায় বলে দেন উৎসব কারো ব্যক্তিগত না হয় যেন,উৎসব হবে দুর্গাপুরের সবার জন্য।
বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদির মন কি বাত অনুষ্ঠানে।সুভাষ কর্নার এলাকায় বড় স্ক্রিনে মন কি বাত দেখানো হচ্ছে।প্রধানমন্ত্রীর মন কি বাতে দেখার পর সুকান্ত মজুমদার জানান, ডিজিটালি ফ্রড,অবলুপ্তির পথে চলা চড়ুই পাখি নিয়ে সচেতনতা প্রচার করতে হবে।
হরিশ্চন্দ্রপুর: মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরনায় মন্ত্রী তাজমুল হোসেনের এর বরাদ্দকৃত অর্থে হরিশ্চন্দ্রপুর মহারাজ মন্দিরের নতুন গার্ডওয়াল তৈরি শুভ শিলান্যাস করলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। এদিন হরিশ্চন্দ্রপুর বারোডাঙ্গা এলাকার মহারাজ মন্দিরের লাগোয়া একটি গার্ড ওয়াল উদ্বোধন করেন। এই কাজে প্রায় ৪.৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই গার্ড ওয়াল নির্মাণের।
নেপালের বাসিন্দা শের ওম বাহাদুর ১৮ তারিখে দুর্গাপুরের মহকুমা হাসপাতালে ভর্তি হন।পেটে ব্যাথা সহ বিভিন্ন উপসর্গ নিয়ে তার চিকিৎসা শুরু হয়।হাসপাতালের সুপার ডাঃ ধীমান মন্ডল বলেন ১৯শে অক্টোবর ছুটির কথা ছিল রোগীর।কিন্তু ছুটির আগে রোগী নিখোঁজ হয়ে যায়। সিসি ক্যামেরা নাকি খারাপ।পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মহকুমা হাসপাতালে বেসরকারি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। তারপর ও রোগী নিখোঁজের ঘটনায় দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিলো।