Back
বিজেপির ডাকা এই বনধে মিশ্র প্রভাব দেখা গেল বাঁকুড়ার জঙ্গলমহলে।
Ranibandh, West Bengal
নবান্ন অভিযানে অংশ নেওয়া ছাত্রদের উপর বর্বরোচিত পুলিশী আক্রমণ, রাজ্যের মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। বিজেপির ডাকা এই বনধে সকাল ১০ টা পর্যন্ত মিশ্র প্রভাব দেখা গেছে বাঁকুড়ার জঙ্গল মহলে। এই এলাকার রানীবাঁধে অধিকাংশ দোকান বন্ধ থাকলেও রাস্তার পাশে সব্জীর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে বনধের সমর্থণে রানীবাঁধে যখন মিছিল করছেন বিজেপি কর্মী-সমর্থকরা, ঠিক তখনই বনধ ব্যর্থ করতে দলীয় পতাকা হাতে পথে নেমেছেন তৃণমূল কর্মী সমর্থকেরাও।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement