Back
Bankura722202blurImage

বিধায়ক অলোক মুখার্জির নতুন উদ্যোগে বাঁকুড়া গ্রামের শিশুদের হাসি ফোটাতে

Moheet Das
Sept 09, 2024 04:59:57
Barjora, West Bengal
পূজার আগে জঙ্গল লাগোয়া গ্রাম গুলির কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নিল বাঁকুড়া (উত্তর)বনবিভাগ বড়জোড়া রেঞ্জ । রবিবার সাহারজোড়ায় বড়জোড়া বিধায়ক অলোক মুখার্জির উপস্থিতিতে সাহারজোড়া , বিস্থমা , মুক্তাতোড় গ্রামের শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় । এদিনের এই কর্মসূচিতে বিধায়ক ছাড়াও বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ, বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পোড়েল, বড়জোড়া রেঞ্জার সঈফ, বিশিষ্ট সমাজসেবী অজয় পরামানিক, গৌতম মন্ডল প্রমুখ।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com