বাঁকুড়ায় ডিভিসি ফের জল ছাড়লে নতুন বন্যার সম্ভাবনা তৈরি হতে পারে, তাই প্রশাসনকে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বৃষ্টির মধ্যে তিনি দুর্গাপুরের বন্যাদুর্গতদের সঙ্গে দেখা করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। মুখ্যমন্ত্রী জানান, ভেঙে যাওয়া বাড়ির জন্য সরকারি প্রকল্পে সহায়তা নিশ্চিত করতে হবে এবং বানভাসিদের পর্যাপ্ত ত্রাণ পৌঁছানোর নির্দেশ দেন। এছাড়া, আপৎকালীন ত্রাণ শিবির চালু রাখার কথাও বলেন তিনি।
বাঁকুড়ায় বন্যা: মুখ্যমন্ত্রীর সতর্কতা ও ত্রাণ সহায়তা
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের মালদা জেলা কমিটির সহযোগিতায় গাজোল ব্লক কমিটির উদ্যোগে গাজোল বি এল আর ও দপ্তরে পাশে ধর্ণায় বসে তাদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেন এবং তাদের বিভিন্ন দাবি নিয়ে গাজোল বিএল আরো দপ্তরে দরখাস্ত জমা করেন। দরখাস্ত জমা করার জন্য লোকের লম্বা লাইন পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বি এল আর ও অফিস চত্বরে পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোন অঘটন না ঘটে।
দুর্গা পুজোর দিন গুলিতে বিকেল ৩ টে থেকে ভোর ৩ টে অবধি মেদিনীপুর শহরে ঢুকতে পারবে না কোন বড় গাড়ির পাশাপাশি ৩ বা ৪ চাকার যানবাহন। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে শুক্রবার বিকেলে দুর্গাপূজার গাইডম্যাপ উদ্বোধন করে পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, "মুমূর্ষু রোগীদের জন্য গ্রীন করিডর এর ব্যবস্থা থাকছে। এর জন্য বিশেষ কন্ট্রোলরুম খোলা থাকছে। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার, সংশ্লিষ্ট থানার আইসি, ওসিরা দায়িত্বে থাকবেন। কন্ট্রোলরুম নম্বর যোগাযোগ করলে পুলিশ সহায়তা করবে।"
কোচবিহারে বিনা অপরাধে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করার প্রতিবাদে ঘোকসাডাঙ্গা থানার সামনে ধর্না দেন মাথাভাঙ্গা বিজেপি বিধায়ক সুশীল বর্মন ও অন্যান্য নেতা-কর্মীরা। তারা অভিযোগ করেন, গত রাতে মাথাভাঙ্গা ২ ব্লকের বড় শোলমারি গ্রাম পঞ্চায়েত থেকে চারজন বিজেপি কর্মীকে পুলিশ বিনা অপরাধে গ্রেফতার করেছে। তাদের মুক্তির দাবিতে তারা ধর্না কর্মসূচি পালন করেন। বিধায়কের অভিযোগ, পুলিশ কর্মীদের নাম প্রকাশ না করে অন্য রাস্তা দিয়ে আদালতে নিয়ে যায়। আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার পরিকল্পনার কথাও জানান তিনি।
বুনো শূকরের হামলায় নিহত এক শ্রমিকের পরিবারকে রাজ্য সরকার পাঁচ লক্ষ টাকার সরকারি অনুদানের চেক প্রদান করেছে। মন্ত্রী সাবিনা ইয়াসমিন কালিয়াচক বন দপ্তরে নিহত শ্রমিক টুলু চৌধুরীর স্ত্রীর হাতে এই চেক তুলে দেন। ১৭ই সেপ্টেম্বর কালিয়াচক-২ ব্লকের সকুল্লাপুর এলাকায় পাট কাটার সময় হামলার শিকার হন টুলু, যার ফলে তিন নাবালক সন্তানসহ তার স্ত্রী অন্ধকারে পড়ে যান। রাজ্য সরকারের এই সহায়তায় ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে।
সুবর্ণরেখা নদী পারাপারের সময় একটি হস্তি শাবক জলে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের মহাপাল এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা যায়, ভোররাতে প্রায় ৩০ থেকে ৩৫টি হাতির একটি দল নয়াগ্রামের দিক থেকে নদী পেরিয়ে মহাপালের দিকে আসছিল। নদী পার হতে গিয়ে একটি শাবক ডুবে যায়। স্থানীয়রা জানান, গত কয়েকদিনের বৃষ্টির কারণে নদীর জল বেড়ে ছিল, যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।