Bankura - বাঁকুড়ায় মর্মান্তিক বাইক দুর্ঘটনা, দুই যুবকের মৃত্যু, একজন আশঙ্কাজনক
গতকাল গভীর রাতে বাঁকুড়ার রাইপুর থানার কদমা থেকে সোনাগাড়া যাওয়ার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। স্থানীয় সূত্রে জানা গেছে, তিন যুবক একটি বাইকে করে যাচ্ছিলেন, সেই সময় ঢেঙাম বড়তলা সংলগ্ন এলাকায় আচমকাই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান রবিন সোরেন ও ফকির সোরেন। দুর্ঘটনার খবর পেয়ে রাইপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত লক্ষ্মীকান্ত মান্ডিকে উদ্ধার করে রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করা হয়, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com