Back
Mritunjoy Das
Bankura722122

Bankura - বাঁকুড়ায় মুষলধারে বৃষ্টিতে দারকেশ্বর নদীর বিপত্তি

Mritunjoy DasMritunjoy DasMay 22, 2025 09:54:59
Bishnupur, West Bengal:
প্রায় প্রতিদিনই বিকাল হলেই বৃষ্টি নামছে মুষলধারে। গত তিন দিন ধরে বাঁকুড়া জেলায় এমনটা চলায় এবার দারকেশ্বর নদের জল বেড়ে ঘটলো বিপত্তি। জলের তোড়ে ভেসে গেলো দারকেশ্বর নদের প্রকাশ ঘাটের উপর থাকা অস্থায়ী রাস্তা। বিচ্ছিন্ন হয়ে পড়লো দুপাড়ের যোগাযোগ। বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা সদরের সঙ্গে ইন্দাস ও পাত্রসায়ের ব্লকের বিস্তীর্ণ এলাকার যোগাযোগের অন্যতম মাধ্যম প্রকাশ ঘাটের অস্থায়ী রাস্তা। নদের উপর মাটি ও বালি দিয়ে তৈরী অস্থায়ী রাস্তা দিয়েই ইন্দাস ও পাত্রসায়ের ব্লকের হাজার হাজার মানুষ প্রতিদিন মহকুমা সদর বিষ্ণুপুরে যাতায়াত করেন। ছাত্র ছাত্রীদের স্কুল কলেজে যাতায়াত থেকে শুরু করে এলাকার কৃষিজীবী মানুষ তাঁদের উৎপাদিত কৃষিজাত পণ্য বাজারজাত করার জন্য নদীর উপর তৈরী এই অস্থায়ী রাস্তাই সারা বছর ব্যবহার করেন। আজ সকালে ওই রাস্তা দিয়ে পারাপা
0
Report
Bankura722122

Bishnupur: বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর সঙ্গে দেখা হতেই প্রাপ্য টাকা চেয়ে বসলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী

Mritunjoy DasMritunjoy DasMay 22, 2025 09:51:04
Bishnupur, West Bengal:
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর সঙ্গে দেখা হতেই প্রাপ্য টাকা চেয়ে বসলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। যদিও সেই প্রাপ্য টাকা কিসের তা বুঝতেই পারিনি বলে দাবী প্রাক্তন সাংসদের। এভাবে প্রকাশ্যে টাকা পাওয়ার প্রশ্নে বেশ অস্বস্তিতেও পড়তে দেখা যায় সাংসদকে।
0
Report
Bankura722146

Bankura - মুরগীর হ্যাচারি থেকে লক্ষ লক্ষ মাছির আতঙ্কে এলাকাবাসী

Mritunjoy DasMritunjoy DasMay 21, 2025 09:58:28
Puabagan, West Bengal:
স্থানীয় মুরগীর হ্যাচারি থেকে লক্ষ লক্ষ মাছি ছড়িয়ে পড়ছে এলাকায়। মাছির উৎপাতে অতিষ্ঠ এলাকার মানুষ। ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগ অসুখ। প্রতিবাদে বাঁকুড়া পুরুলিয়া ৬০ এ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়া সদর থানার কশিবেদিয়া সহ আশপাশের গ্রামের মানুষ।
0
Report
Bankura722101

Bankura - বাঁকুড়া মেডিক্যাল কলেজে চিকিৎসা সেবার সংকট: আন্দোলনে জনস্বাস্থ্য রক্ষা সংগঠন

Mritunjoy DasMritunjoy DasMay 21, 2025 09:31:13
Bankura, West Bengal:
চিকিৎসার ব্যাপারে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের উপর নির্ভরশীল শুধু এ রাজ্যের পশ্চিমের জেলাগুলি নয় ঝাড়খন্ড রাজ্যের একাংশও। কিন্তু পরিকাঠামোর অভাবে সেই হাসপাতালেই ধুঁকছে পরিসেবা এমন অভিযোগ তুলে এবার আন্দোলনে নামলো হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন। রাজ্যের চিকিৎসক নেতা সজল বিস্বাসের নেতৃত্বে আজ সংগঠনের কর্মীরা বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সুপারের দফতর ঘেরাও করে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন। অবিলম্বে পরিকাঠামোগত অভাব পূরণ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ওই সংগঠন।
0
Report
Advertisement
Bankura722134

Bankura - বাঁকুড়ায় মর্মান্তিক বাইক দুর্ঘটনা, দুই যুবকের মৃত্যু, একজন আশঙ্কাজনক

Mritunjoy DasMritunjoy DasMay 19, 2025 05:02:23
Raipur, West Bengal:

গতকাল গভীর রাতে বাঁকুড়ার রাইপুর থানার কদমা থেকে সোনাগাড়া যাওয়ার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। স্থানীয় সূত্রে জানা গেছে, তিন যুবক একটি বাইকে করে যাচ্ছিলেন, সেই সময় ঢেঙাম বড়তলা সংলগ্ন এলাকায় আচমকাই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান রবিন সোরেন ও ফকির সোরেন। দুর্ঘটনার খবর পেয়ে রাইপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত লক্ষ্মীকান্ত মান্ডিকে উদ্ধার করে রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করা হয়, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0
Report
Bankura722101

Bankura - বিকাশ ভবনের সামনে চাকরীহারা শিক্ষকদের উপর নির্বিচারে লাঠিচার্জের প্রতিবাদে বাঁকুড়ায় বিক্ষোভ, সভা চাকরীহারাদের

Mritunjoy DasMritunjoy DasMay 16, 2025 15:10:00
Bankura, West Bengal:
বিকাশভবনের সামনে আন্দোলনরত চাকরীহারা শিক্ষকদের উপর নির্বিচারে লাঠিচার্জের প্রতিবাদে আজ বাঁকুড়ার মাচানতলায় বিক্ষোভ সভা করলেন চাকরীহারা শিক্ষকেরা। আজ চাকরীহারা শিক্ষক শিক্ষিকা ও তাঁদের পরিবারের লোকজন জমায়েত করেন বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলার আকাশ মুক্ত মঞ্চে। সেখানে বিক্ষোভ দেখানোর পাশাপাশি চাকরীহারারা শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদ সভাও করেন। চাকরীহারা শিক্ষক শিক্ষিকাদের দাবী আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ ও বলপ্রয়োগ করে পুলিশ বা সরকার যদি মনে করে আন্দোলন থামিয়ে দেবেন তাহলে তাঁরা ভুল ভাবছেন।
0
Report
Bankura722148

Bankura - ঝড়ে বাঁকুড়ার রানীবাঁধ জুড়ে ব্যপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্থ বহু বাড়ি

Mritunjoy DasMritunjoy DasMay 16, 2025 07:46:47
Ranibandh, West Bengal:
মাত্র ১৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হল বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের বিস্তীর্ণ এলাকা। গতকাল সন্ধ্যায় আচমকাই ব্যাপক ঝড় বয়ে যায় রানীবাঁধের উপর দিয়ে। আর তাতেই ভুইয়াসাই, চিলাগাড়া, ভুড়কুড়া, রাজাকাটা, কামারকুলি সহ বিভিন্ন গ্রামে বহু বাড়ির টিন ও এজবেস্টাসের চাল উড়ে যায়। বহু জায়গায় গাছ পড়ে সাময়িক বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। ঝড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ, কেবল ও ইন্টারনেট সংযোগও।
0
Report
Bankura722101

Bankura - দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন আঁচুড়ি গ্রামের বাসিন্দারা

Mritunjoy DasMritunjoy DasMay 16, 2025 05:38:11
Panchbaga, West Bengal:

গ্রামে বাড়ি বাড়ি নল পৌঁচেছে কিন্তু সেই নল দিয়ে পৌঁছায় না পানীয় জল। মাঝেমধ্যে জলের ট্যাঙ্ক গ্রামে যায় বটে, কিন্তু তা থেকে মেলেনা গৃহস্থের প্রয়োজনীয় যথেষ্ট জল। সামান্য জলের জন্য হাহাকার করতে হয় বাঁকুড়া এক নম্বর ব্লকের আঁচুড়ি গ্রামের মানুষকে। নল পথে নিয়মিত জল সরবরাহের দাবীতে শালবনির পর এবার পথে নেমে বিক্ষোভে সামিল হলেন বাঁকুড়া এক নম্বর ব্লকের আঁচুড়ি গ্রামের বাসিন্দারা। আজ সকাল থেকে বাঁকুড়া ছাতনা রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

0
Report
Bankura722101

Bankura - বিষ্ণুপুরে পশু প্রেমির হত্যাকাণ্ড: দুই যুবক গ্রেপ্তার

Mritunjoy DasMritunjoy DasMay 15, 2025 13:49:55
Bankura, West Bengal:
বাঁকুড়ার বিষ্ণুপুরের পশু প্রেমি হত্যার ঘটনায় গ্রেপ্তার 2 যুবক,দুই যুবককে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ। অভিযুক্ত দুই যুবকের নাম শৈলেনপাল ও টোটন পাল।এই দুজনের যুবকের বাড়ি বিষ্ণুপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ড এলাকায়।
0
Report
Bankura722101

উদ্বাস্তুদের দাবি করতে পুলিশের সামনে বাঁধা! কি হচ্ছে বাঁকুড়ায়?

Mritunjoy DasMritunjoy DasSept 11, 2024 11:36:00
Bankura, West Bengal:

আজ বাঁকুড়া জেলা শাসকের দফতরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখাল বামপন্থী উদ্বাস্তু সংগঠন ইউ সি আর সি। সিপিএম-এর বাঁকুড়া জেলা কার্যালয় থেকে মিছিল করে জেলা শাসকের দফতরে পৌঁছান কর্মীরা। জেলা শাসকের দফতরের প্রবেশমুখে পুলিশ ব্যরিকেড করে তাদের আটকে দেয়, ফলে সেখানেই বিক্ষোভ করতে থাকে তারা। তাদের দাবির মধ্যে ছিল সরকারি ভাবে দেওয়া জমির রেকর্ড, পড়চা এবং অন্যান্য মালিকানা সংক্রান্ত নথি প্রদান।

0
Report
Raipur492009

ছুটির দিনে ভূমি সংস্কার দফতরের নথি পোড়ানো নিয়ে বিতর্ক

Mritunjoy DasMritunjoy DasSept 08, 2024 10:57:02
Raipur, Chhattisgarh:
রবিবার সাপ্তাহিক ছুটির দিনে ভূমি সংস্কার দফতরের নথি পোড়ানো নিয়ে তৈরী হল বিতর্ক। স্থানীয়দের দাবী দফতরের দূর্নীতি ঢাকতেই ছুটির দিনে বহু গুরুত্বপূর্ণ ওই নথি পুড়িয়ে ফেলা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। ভূমি সংস্কার দফতরের এক কর্মী জানান অপ্রয়োজনীয় ও নষ্ট হয়ে যাওয়া কাগজই পোড়ানো হচ্ছিল। তবে ওই কাগজ পোড়ানোর কোনো বৈধ অনুমতি দেখাতে পারেননি ওই কর্মী।
1
Report
Bankura722101

বাঁকুড়া মেডিকেলের আউটডোরের বাইরে খোলা হল অভয়া ক্লিনিক

Mritunjoy DasMritunjoy DasSept 08, 2024 10:38:04
Bankura, West Bengal:
গত এক মাস ধরে আর জি করে ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অব্যাহত।বাঁকুড়া মেডিকেলে চিকিৎসা পরিষেবা অব্যাহত রাখতে ভরসা একমাত্র সিনিয়র চিকিৎসকেরা।আর জি করের ঘটনার সুবিচার না পাওয়া পর্যন্ত কাজে যোগ দেবেন না তারা।তাই বাঁকুড়া মেডিকেলে সাধারণ মানুষের পরিষেবা স্বাভাবিক রাখতে আউটডোর এর বাইরে খোলা হলো অভয়া ক্লিনিক।লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের দেয়া হলো চিকিৎসা পরিষেবা,বিনামূল্যে দেওয়া হলো ওষুধ
0
Report
Bankura722206

দোকানে বড় অঙ্কের টাকা চুরি, সিসি ক্যামেরায় ধরা পড়ল চোর।

Mritunjoy DasMritunjoy DasSept 06, 2024 05:50:08
Patrasayer, West Bengal:
ক্রেতা সেজে গহনা ও দামী ধাতুর বাসনের দোকানে ঢুকে দোকানদারের অসতর্কতার সুযোগ নিয়ে ক্যশবাক্স থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে চম্পট দিল দুই দুস্কৃতি। গতকাল ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের থানার পান্ডুয়া বাজারে। ঘটনার খবর পাওয়ার পর পাত্রসায়ের থানার পুলিশ তদন্তে নামে। বাইক নিয়ে দুস্কৃতিদের পালিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে স্থানীয় একটি দোকানের সিসি ক্যমেরায়।
0
Report
Bankura722122

বিষ্ণুপুরে রহস্যজনক মৃত্যুর ঘটনা! মহিলারা শাসকের সামনে বিক্ষোভ করেছেন

Mritunjoy DasMritunjoy DasSept 05, 2024 10:17:05
Bishnupur, West Bengal:

বিষ্ণুপুরের জঙ্গলে পাতা কুড়াতে গিয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকার মহিলারা আজ মহকুমা শাসকের সামনে বিক্ষোভ করেছেন। ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়ে তারা মহকুমা শাসকের দফতরে ঢুকতে গেলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয়। বিক্ষোভকারীরা সরকারের প্রতি দ্রুত ও সঠিক তদন্তের আহ্বান জানান।

1
Report
Bankura722101

আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের জনরোষে পড়ার হুমকি দিয়েছেন রাজ্যের শাসক দলের নেতারা

Mritunjoy DasMritunjoy DasSept 05, 2024 09:35:16
Bankura, West Bengal:
আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের জনরোষে পড়ার হুমকি দিয়েছেন রাজ্যের শাসক দলের নেতারা। এই অভিযোগ তুলে এবার আর জি কর মেডিক্যাল কলেজের পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে মোতায়েন করা হোক কেন্দ্রীয় বাহিনী। এই আর্জি জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার প্রাক্তন সাংসদ সুভাষ সরকার।
1
Report
Bankura722141

ফের কাঠ পাচার রুখতে বড়সড় সাফল্য বন দফতরের

Mritunjoy DasMritunjoy DasSept 04, 2024 06:01:35
Kotulpur, West Bengal:
কাঠ পাচার রুখতে ফের বড়সড় সাফল্য পেল বাঁকুড়ার বিষ্ণুপুর বনবিভাগ। গতকাল বিশেষ সূত্রে খবর পেয়ে কোতুলপুর থানার জলিঠা মোড় সংলগ্ন এলাকায় হানা দিয়ে বেশ কয়েকটি কাঠ বোঝাই লরি আটক করল বন দফতর। আটক করা হয়েছে বিপুল পরিমাণ কাঠ। কে বা কারা কোথায় এই অবৈধ কাঠ পাচার করছিল তা খতিয়ে দেখছে বন দফতর
0
Report
Bankura722101

ট্রেনের কামরার নীচ থেকে ধোঁয়া, যাত্রীদের মধ্যে আতঙ্ক

Mritunjoy DasMritunjoy DasSept 03, 2024 07:39:06
Bankura, West Bengal:
ফের ট্রেনে আগুনের আতঙ্ক। আজ সকাল ৬ টা ৫০ মিনিট নাগাদ খড়্গপুর রাঁচি ফাস্ট প্যসেঞ্জার খড়্গপুর দিক থেকে রাঁচি যাওয়ার পথে বাঁকুড়া স্টেশনে এসে থামতেই যাত্রীরা লক্ষ্য করেন ইঞ্জিন থেকে চার নম্বর কামরার নীচ থেকে ধোঁয়া বের হচ্ছে। এই ঘটনায় প্রাথমিকভাবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে আনলে রেল পুলিশ ও রেলের ইঞ্জিনিয়াররা ছুটে আসেন। ধোঁয়ার উৎস কোথায় এখন তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ট্রেনটিকে এখনো বাঁকুড়া স্টেশনেই দাঁড় করিয়ে রাখা হয়েছে।
1
Report
Bankura722141

বহুতল নির্মাণের সময় উঁচু থেকে মাথায় নির্মাণ সামগ্রী পড়ে মৃত্যু শ্রমিকের, এলাকায় চাঞ্চল্য

Mritunjoy DasMritunjoy DasSept 03, 2024 07:05:53
Kotulpur, West Bengal:

বাঁকুড়ার কোতুলপুর থানার মিলমোড় এলাকায় বেশ কিছুদিন ধরেই একটি বহুতল নির্মাণের কাজ চলছে। অন্যান্যদিনের মতো আজ সকালেও নির্মানের কাজ শুরু হয়। বহুতলের গা ঘেঁসে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক অশোক হেমব্রম। আচমকাই তার ছিঁড়ে নির্মাণ সামগ্রী বোঝাই ডুলি তার মাথায় এসে পড়ে। ঘটনায় গুরুতর জখম হন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে মৃত্যু হয় ওই নির্মাণ শ্রমিকের। জানা গেছে ওই নির্মাণ শ্রমিকের বাড়ি কোতুলপুর থানার বাগরোল আদিবাসী পাড়ায়।

0
Report
Paschim Bardhaman713210

পার্টির নির্দেশে দীর্ঘদিন পর মাঠে ময়দানে নামলেন খাতড়ার তৃণমূল নেতা জয়ন্ত মিত্র

Mritunjoy DasMritunjoy DasAug 29, 2024 05:39:58
Durgapur, West Bengal:

বুধবার দুর্গাপুর শহরের কেন্দ্রস্থলে ডিওয়াইএফআই-এর শান্তিপূর্ণ মিছিলে তৃণমূল কংগ্রেস কর্মীরা বোমা হামলা চালায় এবং সিপিএম পার্টি অফিসের সামনে বিমল দাশগুপ্ত স্মৃতি ভবনও রেহাই পায়নি এই খবরে দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডের সিপিএম কর্মীরা ক্ষুব্ধ। . এখন আমরা বিচার চাওয়া তৃণমূল নেতাকর্মীদের টার্গেট। এই আন্দোলন থেকে আমাদের কোনোভাবেই ঠেকানো যাবে না, আমরা এখন আরও বড় আন্দোলনের দিকে এগোব।

0
Report
Bankura722141

ভারত জাকাত মাঝি পারগানা মহলের কর্মীরা কর্মীরা কান্ডের চমকে বিডিও অফিসে ঢুকল

Mritunjoy DasMritunjoy DasAug 22, 2024 06:34:39
Kotulpur, West Bengal:
আর জি কর কান্ডের পরিপ্রেক্ষিতে বর্ধমানে আদিবাসী তরুণীকে খুনের ঘটনার বিচার চেয়ে ক্রমশই সুর চড়াচ্ছে আদিবাসী সমাজ। আজ বাঁকুড়ার কোতুলপুরে পুলিশের ব্যরিকেড ভেঙে বিডিও অফিস ও থানায় ঢুকে চরম বিক্ষোভে ফেটে পড়েন আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের কর্মীরা।
0
Report
Bankura722136

দরজা খোলার আগে পড়ল সিলিং, সভাপতি সহ কর্মধ্যক্ষরা গৃহহীন হলেন

Mritunjoy DasMritunjoy DasAug 22, 2024 06:28:25
Indpur, West Bengal:
সরকারি প্রকল্পে এলাকার গৃহহীনদের মাথার উপর ছাদ তুলে দেওয়ার দায়িত্ব স্থানীয় পঞ্চায়েত সমিতির। কিন্তু খোদ পঞ্চায়েত সমিতির সভাপতির চেম্বারেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফলস সিলিং। অল্পের জন্য সভাপতি সহ কর্মধ্যক্ষরা প্রাণে বাঁচলেও গৃহহীন হলেন তাঁরা। ঘর হারিয়ে খোলা আকাশের নীচে গাছের তলায় বসে পরিসেবা দিতে বাধ্য হচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরা।
0
Report
Bankura722141

মুখ্যমন্ত্রীর আশ্বাসে আলু ব্যবসায়ীদের কর্মবিরতি প্রত্যাহার

Mritunjoy DasMritunjoy DasAug 21, 2024 10:40:22
Kotulpur, West Bengal:
ত্রিপাক্ষিক বৈঠকে অবশেষে মিলল সমাধান সূত্র। রাজ্য সরকার আপাতত সাত দিনের জন্য রাজ্যের সীমানায় আলু রপ্তানির ক্ষেত্রে ধরপাকড় শিথিল করার আস্বাস দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করে নিল আলু ব্যবসায়ীরা। কর্মবিরতি প্রত্যাহার হতেই আজ সকাল থেকে ফের বাজারে বাজারে আলু সরবরাহ স্বাভাবিক ছন্দে ফিরেছে।
0
Report
Bankura722101

প্রতিবাদী গানের তালে রঙে প্রতিবাদ ফুটিয়ে তুললেন শিল্পীরা

Mritunjoy DasMritunjoy DasAug 21, 2024 10:37:02
Bankura, West Bengal:
আর জি কর কান্ডের ঘটনায় প্রতিবাদে মুখর রাজ্য থেকে দেশ। বিদেশের মাটিও কাঁপছে আর জি করের বিচারের দাবীতে। রাত দখল, মিছিল, সভার পর এবার এ রাজ্যের বাঁকুড়ায় সেই প্রতিবাদে নিজেদের মতো করে রাস্তায় নামলেন শিল্পীরা। ইজেল ক্যনভাসে রঙ তুলির আঁচড়ে ফুটিয়ে তুললেন প্রতিবাদের ছবি। সেই ছবি আঁকায় শহরের নামী শিল্পী থেকে যোগ দিল ক্ষুদে শিল্পীরাও। রঙ তুলিতে ক্যনভাসে ক্ষুদেরাও ফুটিয়ে তুলল বিচারের দাবী
0
Report
Bankura722101

এস ইউ সি আই কর্মীদের সাথে পুলিশ কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি

Mritunjoy DasMritunjoy DasAug 16, 2024 07:25:53
Bankura, West Bengal:
এদিন এস ইউ সি আই এর কর্মীরা বাঁকুড়া শহরের মাচানতলায় স্টেট ব্যঙ্কের মূল দরজায় জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ সেখানে পৌঁছে ধর্মঘটীদের সরানোর চেষ্টা করলে ধস্তাধস্তি বাধে। ঘটনাস্থলে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ধর্মঘটীরা। এখনো বিক্ষোভ চলছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী।
0
Report
Bankura722101

আর জি কর কান্ডের প্রতিবাদে বাঁকুড়ায় মহিলাদের মিছিল

Mritunjoy DasMritunjoy DasAug 16, 2024 03:42:27
Bankura, West Bengal:

আর জি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বাঁকুড়ায় মহিলাদের মিছিল হয়েছে। কৃষক বাজার থেকে শুরু হওয়া এই মিছিলে সাধারণ মহিলা, সাংস্কৃতিক সংগঠনের কর্মী, শিক্ষক ও অধ্যাপকরা অংশগ্রহণ করেন। মিছিলটি কলেজ মোড় হয়ে মাচানতলায় শেষ হয়।

0
Report
Bankura722101

ভাঙচুর থামাতে পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর নিয়ে বাঁকুড়া স্টেশন চত্বরে তল্লাশি চালায়

Mritunjoy DasMritunjoy DasAug 16, 2024 03:30:01
Bankura, West Bengal:

রাত নামার পর স্বাধীনতা দিবস। সারাদেশে জাঁকজমকপূর্ণভাবে দিবসটি পালিত হবে। তার আগে গোটা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া রেল পুলিশকে সতর্ক করা হয়েছে। স্বাধীনতা দিবসে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ডগ স্কোয়াড এবং মেটাল ডিটেক্টর পুরোদমে কাজ করছে। ভাঙচুর রোধ করতে, রেলওয়ে পুলিশ পুলিশ কুকুর এবং মেটাল ডিটেক্টর দিয়ে স্টেশন চত্বরের প্রতিটি কোণে চেক করছে এবং বাঁকুড়া স্টেশন চত্বরে যাত্রীদের লাগেজগুলি পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হচ্ছে। রেলওয়ে পুলিশ বলেছে যে এটি একটি অতিরিক্ত সতর্কতা কারণ এটি একটি বনাঞ্চল।

0
Report