
Bankura - বাঁকুড়ায় মুষলধারে বৃষ্টিতে দারকেশ্বর নদীর বিপত্তি
Bishnupur: বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর সঙ্গে দেখা হতেই প্রাপ্য টাকা চেয়ে বসলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী
Bankura - মুরগীর হ্যাচারি থেকে লক্ষ লক্ষ মাছির আতঙ্কে এলাকাবাসী
Bankura - বাঁকুড়া মেডিক্যাল কলেজে চিকিৎসা সেবার সংকট: আন্দোলনে জনস্বাস্থ্য রক্ষা সংগঠন
Bankura - বাঁকুড়ায় মর্মান্তিক বাইক দুর্ঘটনা, দুই যুবকের মৃত্যু, একজন আশঙ্কাজনক
গতকাল গভীর রাতে বাঁকুড়ার রাইপুর থানার কদমা থেকে সোনাগাড়া যাওয়ার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। স্থানীয় সূত্রে জানা গেছে, তিন যুবক একটি বাইকে করে যাচ্ছিলেন, সেই সময় ঢেঙাম বড়তলা সংলগ্ন এলাকায় আচমকাই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান রবিন সোরেন ও ফকির সোরেন। দুর্ঘটনার খবর পেয়ে রাইপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত লক্ষ্মীকান্ত মান্ডিকে উদ্ধার করে রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করা হয়, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Bankura - বিকাশ ভবনের সামনে চাকরীহারা শিক্ষকদের উপর নির্বিচারে লাঠিচার্জের প্রতিবাদে বাঁকুড়ায় বিক্ষোভ, সভা চাকরীহারাদের
Bankura - ঝড়ে বাঁকুড়ার রানীবাঁধ জুড়ে ব্যপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্থ বহু বাড়ি
Bankura - দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন আঁচুড়ি গ্রামের বাসিন্দারা
গ্রামে বাড়ি বাড়ি নল পৌঁচেছে কিন্তু সেই নল দিয়ে পৌঁছায় না পানীয় জল। মাঝেমধ্যে জলের ট্যাঙ্ক গ্রামে যায় বটে, কিন্তু তা থেকে মেলেনা গৃহস্থের প্রয়োজনীয় যথেষ্ট জল। সামান্য জলের জন্য হাহাকার করতে হয় বাঁকুড়া এক নম্বর ব্লকের আঁচুড়ি গ্রামের মানুষকে। নল পথে নিয়মিত জল সরবরাহের দাবীতে শালবনির পর এবার পথে নেমে বিক্ষোভে সামিল হলেন বাঁকুড়া এক নম্বর ব্লকের আঁচুড়ি গ্রামের বাসিন্দারা। আজ সকাল থেকে বাঁকুড়া ছাতনা রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
Bankura - বিষ্ণুপুরে পশু প্রেমির হত্যাকাণ্ড: দুই যুবক গ্রেপ্তার
উদ্বাস্তুদের দাবি করতে পুলিশের সামনে বাঁধা! কি হচ্ছে বাঁকুড়ায়?
আজ বাঁকুড়া জেলা শাসকের দফতরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখাল বামপন্থী উদ্বাস্তু সংগঠন ইউ সি আর সি। সিপিএম-এর বাঁকুড়া জেলা কার্যালয় থেকে মিছিল করে জেলা শাসকের দফতরে পৌঁছান কর্মীরা। জেলা শাসকের দফতরের প্রবেশমুখে পুলিশ ব্যরিকেড করে তাদের আটকে দেয়, ফলে সেখানেই বিক্ষোভ করতে থাকে তারা। তাদের দাবির মধ্যে ছিল সরকারি ভাবে দেওয়া জমির রেকর্ড, পড়চা এবং অন্যান্য মালিকানা সংক্রান্ত নথি প্রদান।
ছুটির দিনে ভূমি সংস্কার দফতরের নথি পোড়ানো নিয়ে বিতর্ক
বাঁকুড়া মেডিকেলের আউটডোরের বাইরে খোলা হল অভয়া ক্লিনিক
দোকানে বড় অঙ্কের টাকা চুরি, সিসি ক্যামেরায় ধরা পড়ল চোর।
বিষ্ণুপুরে রহস্যজনক মৃত্যুর ঘটনা! মহিলারা শাসকের সামনে বিক্ষোভ করেছেন
বিষ্ণুপুরের জঙ্গলে পাতা কুড়াতে গিয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকার মহিলারা আজ মহকুমা শাসকের সামনে বিক্ষোভ করেছেন। ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়ে তারা মহকুমা শাসকের দফতরে ঢুকতে গেলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয়। বিক্ষোভকারীরা সরকারের প্রতি দ্রুত ও সঠিক তদন্তের আহ্বান জানান।
আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের জনরোষে পড়ার হুমকি দিয়েছেন রাজ্যের শাসক দলের নেতারা
ফের কাঠ পাচার রুখতে বড়সড় সাফল্য বন দফতরের
ট্রেনের কামরার নীচ থেকে ধোঁয়া, যাত্রীদের মধ্যে আতঙ্ক
বহুতল নির্মাণের সময় উঁচু থেকে মাথায় নির্মাণ সামগ্রী পড়ে মৃত্যু শ্রমিকের, এলাকায় চাঞ্চল্য
বাঁকুড়ার কোতুলপুর থানার মিলমোড় এলাকায় বেশ কিছুদিন ধরেই একটি বহুতল নির্মাণের কাজ চলছে। অন্যান্যদিনের মতো আজ সকালেও নির্মানের কাজ শুরু হয়। বহুতলের গা ঘেঁসে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক অশোক হেমব্রম। আচমকাই তার ছিঁড়ে নির্মাণ সামগ্রী বোঝাই ডুলি তার মাথায় এসে পড়ে। ঘটনায় গুরুতর জখম হন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে মৃত্যু হয় ওই নির্মাণ শ্রমিকের। জানা গেছে ওই নির্মাণ শ্রমিকের বাড়ি কোতুলপুর থানার বাগরোল আদিবাসী পাড়ায়।
পার্টির নির্দেশে দীর্ঘদিন পর মাঠে ময়দানে নামলেন খাতড়ার তৃণমূল নেতা জয়ন্ত মিত্র
বুধবার দুর্গাপুর শহরের কেন্দ্রস্থলে ডিওয়াইএফআই-এর শান্তিপূর্ণ মিছিলে তৃণমূল কংগ্রেস কর্মীরা বোমা হামলা চালায় এবং সিপিএম পার্টি অফিসের সামনে বিমল দাশগুপ্ত স্মৃতি ভবনও রেহাই পায়নি এই খবরে দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডের সিপিএম কর্মীরা ক্ষুব্ধ। . এখন আমরা বিচার চাওয়া তৃণমূল নেতাকর্মীদের টার্গেট। এই আন্দোলন থেকে আমাদের কোনোভাবেই ঠেকানো যাবে না, আমরা এখন আরও বড় আন্দোলনের দিকে এগোব।
ভারত জাকাত মাঝি পারগানা মহলের কর্মীরা কর্মীরা কান্ডের চমকে বিডিও অফিসে ঢুকল
দরজা খোলার আগে পড়ল সিলিং, সভাপতি সহ কর্মধ্যক্ষরা গৃহহীন হলেন
মুখ্যমন্ত্রীর আশ্বাসে আলু ব্যবসায়ীদের কর্মবিরতি প্রত্যাহার
প্রতিবাদী গানের তালে রঙে প্রতিবাদ ফুটিয়ে তুললেন শিল্পীরা
এস ইউ সি আই কর্মীদের সাথে পুলিশ কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি
আর জি কর কান্ডের প্রতিবাদে বাঁকুড়ায় মহিলাদের মিছিল
আর জি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বাঁকুড়ায় মহিলাদের মিছিল হয়েছে। কৃষক বাজার থেকে শুরু হওয়া এই মিছিলে সাধারণ মহিলা, সাংস্কৃতিক সংগঠনের কর্মী, শিক্ষক ও অধ্যাপকরা অংশগ্রহণ করেন। মিছিলটি কলেজ মোড় হয়ে মাচানতলায় শেষ হয়।
ভাঙচুর থামাতে পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর নিয়ে বাঁকুড়া স্টেশন চত্বরে তল্লাশি চালায়
রাত নামার পর স্বাধীনতা দিবস। সারাদেশে জাঁকজমকপূর্ণভাবে দিবসটি পালিত হবে। তার আগে গোটা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া রেল পুলিশকে সতর্ক করা হয়েছে। স্বাধীনতা দিবসে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ডগ স্কোয়াড এবং মেটাল ডিটেক্টর পুরোদমে কাজ করছে। ভাঙচুর রোধ করতে, রেলওয়ে পুলিশ পুলিশ কুকুর এবং মেটাল ডিটেক্টর দিয়ে স্টেশন চত্বরের প্রতিটি কোণে চেক করছে এবং বাঁকুড়া স্টেশন চত্বরে যাত্রীদের লাগেজগুলি পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হচ্ছে। রেলওয়ে পুলিশ বলেছে যে এটি একটি অতিরিক্ত সতর্কতা কারণ এটি একটি বনাঞ্চল।