উদ্বাস্তুদের দাবি করতে পুলিশের সামনে বাঁধা! কি হচ্ছে বাঁকুড়ায়?
আজ বাঁকুড়া জেলা শাসকের দফতরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখাল বামপন্থী উদ্বাস্তু সংগঠন ইউ সি আর সি। সিপিএম-এর বাঁকুড়া জেলা কার্যালয় থেকে মিছিল করে জেলা শাসকের দফতরে পৌঁছান কর্মীরা। জেলা শাসকের দফতরের প্রবেশমুখে পুলিশ ব্যরিকেড করে তাদের আটকে দেয়, ফলে সেখানেই বিক্ষোভ করতে থাকে তারা। তাদের দাবির মধ্যে ছিল সরকারি ভাবে দেওয়া জমির রেকর্ড, পড়চা এবং অন্যান্য মালিকানা সংক্রান্ত নথি প্রদান।
ছুটির দিনে ভূমি সংস্কার দফতরের নথি পোড়ানো নিয়ে বিতর্ক
বাঁকুড়া মেডিকেলের আউটডোরের বাইরে খোলা হল অভয়া ক্লিনিক
দোকানে বড় অঙ্কের টাকা চুরি, সিসি ক্যামেরায় ধরা পড়ল চোর।
বিষ্ণুপুরে রহস্যজনক মৃত্যুর ঘটনা! মহিলারা শাসকের সামনে বিক্ষোভ করেছেন
বিষ্ণুপুরের জঙ্গলে পাতা কুড়াতে গিয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকার মহিলারা আজ মহকুমা শাসকের সামনে বিক্ষোভ করেছেন। ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়ে তারা মহকুমা শাসকের দফতরে ঢুকতে গেলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয়। বিক্ষোভকারীরা সরকারের প্রতি দ্রুত ও সঠিক তদন্তের আহ্বান জানান।
আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের জনরোষে পড়ার হুমকি দিয়েছেন রাজ্যের শাসক দলের নেতারা
ফের কাঠ পাচার রুখতে বড়সড় সাফল্য বন দফতরের
ট্রেনের কামরার নীচ থেকে ধোঁয়া, যাত্রীদের মধ্যে আতঙ্ক
বহুতল নির্মাণের সময় উঁচু থেকে মাথায় নির্মাণ সামগ্রী পড়ে মৃত্যু শ্রমিকের, এলাকায় চাঞ্চল্য
বাঁকুড়ার কোতুলপুর থানার মিলমোড় এলাকায় বেশ কিছুদিন ধরেই একটি বহুতল নির্মাণের কাজ চলছে। অন্যান্যদিনের মতো আজ সকালেও নির্মানের কাজ শুরু হয়। বহুতলের গা ঘেঁসে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক অশোক হেমব্রম। আচমকাই তার ছিঁড়ে নির্মাণ সামগ্রী বোঝাই ডুলি তার মাথায় এসে পড়ে। ঘটনায় গুরুতর জখম হন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে মৃত্যু হয় ওই নির্মাণ শ্রমিকের। জানা গেছে ওই নির্মাণ শ্রমিকের বাড়ি কোতুলপুর থানার বাগরোল আদিবাসী পাড়ায়।
পার্টির নির্দেশে দীর্ঘদিন পর মাঠে ময়দানে নামলেন খাতড়ার তৃণমূল নেতা জয়ন্ত মিত্র
বুধবার দুর্গাপুর শহরের কেন্দ্রস্থলে ডিওয়াইএফআই-এর শান্তিপূর্ণ মিছিলে তৃণমূল কংগ্রেস কর্মীরা বোমা হামলা চালায় এবং সিপিএম পার্টি অফিসের সামনে বিমল দাশগুপ্ত স্মৃতি ভবনও রেহাই পায়নি এই খবরে দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডের সিপিএম কর্মীরা ক্ষুব্ধ। . এখন আমরা বিচার চাওয়া তৃণমূল নেতাকর্মীদের টার্গেট। এই আন্দোলন থেকে আমাদের কোনোভাবেই ঠেকানো যাবে না, আমরা এখন আরও বড় আন্দোলনের দিকে এগোব।
ভারত জাকাত মাঝি পারগানা মহলের কর্মীরা কর্মীরা কান্ডের চমকে বিডিও অফিসে ঢুকল
দরজা খোলার আগে পড়ল সিলিং, সভাপতি সহ কর্মধ্যক্ষরা গৃহহীন হলেন
মুখ্যমন্ত্রীর আশ্বাসে আলু ব্যবসায়ীদের কর্মবিরতি প্রত্যাহার
প্রতিবাদী গানের তালে রঙে প্রতিবাদ ফুটিয়ে তুললেন শিল্পীরা
এস ইউ সি আই কর্মীদের সাথে পুলিশ কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি
আর জি কর কান্ডের প্রতিবাদে বাঁকুড়ায় মহিলাদের মিছিল
আর জি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বাঁকুড়ায় মহিলাদের মিছিল হয়েছে। কৃষক বাজার থেকে শুরু হওয়া এই মিছিলে সাধারণ মহিলা, সাংস্কৃতিক সংগঠনের কর্মী, শিক্ষক ও অধ্যাপকরা অংশগ্রহণ করেন। মিছিলটি কলেজ মোড় হয়ে মাচানতলায় শেষ হয়।
ভাঙচুর থামাতে পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর নিয়ে বাঁকুড়া স্টেশন চত্বরে তল্লাশি চালায়
রাত নামার পর স্বাধীনতা দিবস। সারাদেশে জাঁকজমকপূর্ণভাবে দিবসটি পালিত হবে। তার আগে গোটা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া রেল পুলিশকে সতর্ক করা হয়েছে। স্বাধীনতা দিবসে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ডগ স্কোয়াড এবং মেটাল ডিটেক্টর পুরোদমে কাজ করছে। ভাঙচুর রোধ করতে, রেলওয়ে পুলিশ পুলিশ কুকুর এবং মেটাল ডিটেক্টর দিয়ে স্টেশন চত্বরের প্রতিটি কোণে চেক করছে এবং বাঁকুড়া স্টেশন চত্বরে যাত্রীদের লাগেজগুলি পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হচ্ছে। রেলওয়ে পুলিশ বলেছে যে এটি একটি অতিরিক্ত সতর্কতা কারণ এটি একটি বনাঞ্চল।
স্বাধীনতা দিবসে বাঁকুড়ার জঙ্গলমহলে মাওবাদীদের নামের পোস্টার
স্বাধীনতা দিবসের দিন ফের একবার বাঁকুড়ার জঙ্গলে দেখা গেল মাওবাদীদের নামের পোস্টার। স্থানীয় বাসিন্দারা আজ সকালে বাঁকুড়ার রায়পুর থানার মাটগোদা এবং ফুলকুসমা এলাকায় বেশ কয়েকটি জায়গায় সাদা কাগজে লাল কালিতে লেখা এই পোস্টারগুলি দেখতে পান। পোস্টারটি রাজ্য জুড়ে দুর্নীতির অভিযোগ করেছে এবং আবার লড়াইয়ে নামার ইঙ্গিত দিয়েছে। পোস্টারে লেখা আছে সিপিআই মাওবাদী।
মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে আরও একটি দুর্ঘটনা, কনভেয়ার বেল্টে আটকে চুক্তি কর্মী মারা গেল
মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে আরেকটি দুর্ঘটনা। কনভেয়ার বেল্টে দেহ আটকে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছেন পাওয়ার প্ল্যান্টের আধিকারিকরা। সম্প্রতি একের পর এক দুর্ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মচারীদের নিরাপত্তা নিয়ে।
শুশুনিয়া থেকে জল নিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রান গেল ২ ভক্তের আহত ১২ জন
বাঁকুড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় দুই ভক্তের মৃত্যু ও ১২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বাঁকুড়া ছাতনা থানা এলাকায়। ফেরার সময় বাঁকুড়ার ছাতনা থানার জলাশয়ের কাছে রাস্তার ধারে বিশ্রাম নিচ্ছিলেন বহু ভক্ত। তখন একটি গাড়ি ভক্তদের ধাক্কা দেয়। ঘটনার পর সবাই রাস্তায় ছড়িয়ে পড়ে।
জলস্তরে ভেঙে পড়ল সোনামুখী ব্লকের অংশের সেতু!
বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যুতে শোকমিছিল বাঁকুড়ায়
ফের মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা, আগুনে পুড়ে গুরুতর জখম এক ইঞ্জিনিয়ার সহ ৫ জন
বাঁকুড়ায় বজ্রপাতে আরও একটি প্রাণ হারালো
বাঁকুড়ায় বজ্রপাতে প্রাণ হারাল আরও একজন। জানা গিয়েছে, বাঁকুড়ার বেলিয়াটার থানার শালুকা গ্রামের এক ব্যক্তি গত সন্ধ্যায় জমিতে চাষের কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন।
গভীর রাতে ব্যাঙ্কে আগুন লেগে ইলেকট্রনিক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়
গভীর রাতে ব্যঙ্কে আগুন, পুড়ে ছাই কম্পিউটার, টাকা গোনার যন্ত্র থেকে শুরু করে সমস্ত ইলেক্টিক্যাল ও ইলেক্ট্রনিক্স সামগ্রী রাতের অন্ধকারে আগুন লাগল ব্যঙ্কের একটি শাখায়। আগুনে পুড়ে নষ্ট হয়ে গেল ব্যঙ্কের কম্পিউটার, টাকা গোনার যন্ত্র থেকে শুরু করে অন্যান্য ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স সামগ্রী। ব্যঙ্ক কর্মী ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনা বাঁকুড়ার সারেঙ্গার একটি সমবায় ব্যঙ্কের।
ওন্দায় ডাইরিয়ার প্রকোপ হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা
বাঁকুড়ার ওন্দা ব্লকের লোদনা গ্রাম পঞ্চায়েতের রাজারপুকুর বাউরীপাড়ায় ডাইরিয়ার প্রকোপ বেড়ে গেছে। বমি ও পায়খানার উপসর্গ নিয়ে প্রায় ৫০ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ জল থেকেই হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত ও স্বাস্থ্য দফতর বাড়ি বাড়ি ঔষধ সরবরাহ করছে এবং জল নমুনা সংগ্রহ করছে। আক্রান্তদের অনেককে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।