Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Mritunjoy Das
Bankura722122

Bankura - বাঁকুড়ায় মুষলধারে বৃষ্টিতে দারকেশ্বর নদীর বিপত্তি

MDMritunjoy DasMay 22, 2025 09:54:59
Bishnupur, West Bengal:
প্রায় প্রতিদিনই বিকাল হলেই বৃষ্টি নামছে মুষলধারে। গত তিন দিন ধরে বাঁকুড়া জেলায় এমনটা চলায় এবার দারকেশ্বর নদের জল বেড়ে ঘটলো বিপত্তি। জলের তোড়ে ভেসে গেলো দারকেশ্বর নদের প্রকাশ ঘাটের উপর থাকা অস্থায়ী রাস্তা। বিচ্ছিন্ন হয়ে পড়লো দুপাড়ের যোগাযোগ। বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা সদরের সঙ্গে ইন্দাস ও পাত্রসায়ের ব্লকের বিস্তীর্ণ এলাকার যোগাযোগের অন্যতম মাধ্যম প্রকাশ ঘাটের অস্থায়ী রাস্তা। নদের উপর মাটি ও বালি দিয়ে তৈরী অস্থায়ী রাস্তা দিয়েই ইন্দাস ও পাত্রসায়ের ব্লকের হাজার হাজার মানুষ প্রতিদিন মহকুমা সদর বিষ্ণুপুরে যাতায়াত করেন। ছাত্র ছাত্রীদের স্কুল কলেজে যাতায়াত থেকে শুরু করে এলাকার কৃষিজীবী মানুষ তাঁদের উৎপাদিত কৃষিজাত পণ্য বাজারজাত করার জন্য নদীর উপর তৈরী এই অস্থায়ী রাস্তাই সারা বছর ব্যবহার করেন। আজ সকালে ওই রাস্তা দিয়ে পারাপা
0
comment0
Report
Bankura722122

Bishnupur: বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর সঙ্গে দেখা হতেই প্রাপ্য টাকা চেয়ে বসলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী

MDMritunjoy DasMay 22, 2025 09:51:04
Bishnupur, West Bengal:
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর সঙ্গে দেখা হতেই প্রাপ্য টাকা চেয়ে বসলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। যদিও সেই প্রাপ্য টাকা কিসের তা বুঝতেই পারিনি বলে দাবী প্রাক্তন সাংসদের। এভাবে প্রকাশ্যে টাকা পাওয়ার প্রশ্নে বেশ অস্বস্তিতেও পড়তে দেখা যায় সাংসদকে।
0
comment0
Report
Bankura722146

Bankura - মুরগীর হ্যাচারি থেকে লক্ষ লক্ষ মাছির আতঙ্কে এলাকাবাসী

MDMritunjoy DasMay 21, 2025 09:58:28
Puabagan, West Bengal:
স্থানীয় মুরগীর হ্যাচারি থেকে লক্ষ লক্ষ মাছি ছড়িয়ে পড়ছে এলাকায়। মাছির উৎপাতে অতিষ্ঠ এলাকার মানুষ। ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগ অসুখ। প্রতিবাদে বাঁকুড়া পুরুলিয়া ৬০ এ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়া সদর থানার কশিবেদিয়া সহ আশপাশের গ্রামের মানুষ।
0
comment0
Report
Bankura722101

Bankura - বাঁকুড়া মেডিক্যাল কলেজে চিকিৎসা সেবার সংকট: আন্দোলনে জনস্বাস্থ্য রক্ষা সংগঠন

MDMritunjoy DasMay 21, 2025 09:31:13
Bankura, West Bengal:
চিকিৎসার ব্যাপারে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের উপর নির্ভরশীল শুধু এ রাজ্যের পশ্চিমের জেলাগুলি নয় ঝাড়খন্ড রাজ্যের একাংশও। কিন্তু পরিকাঠামোর অভাবে সেই হাসপাতালেই ধুঁকছে পরিসেবা এমন অভিযোগ তুলে এবার আন্দোলনে নামলো হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন। রাজ্যের চিকিৎসক নেতা সজল বিস্বাসের নেতৃত্বে আজ সংগঠনের কর্মীরা বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সুপারের দফতর ঘেরাও করে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন। অবিলম্বে পরিকাঠামোগত অভাব পূরণ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ওই সংগঠন।
0
comment0
Report
Advertisement
Bankura722134

Bankura - বাঁকুড়ায় মর্মান্তিক বাইক দুর্ঘটনা, দুই যুবকের মৃত্যু, একজন আশঙ্কাজনক

MDMritunjoy DasMay 19, 2025 05:02:23
Raipur, West Bengal:

গতকাল গভীর রাতে বাঁকুড়ার রাইপুর থানার কদমা থেকে সোনাগাড়া যাওয়ার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। স্থানীয় সূত্রে জানা গেছে, তিন যুবক একটি বাইকে করে যাচ্ছিলেন, সেই সময় ঢেঙাম বড়তলা সংলগ্ন এলাকায় আচমকাই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান রবিন সোরেন ও ফকির সোরেন। দুর্ঘটনার খবর পেয়ে রাইপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত লক্ষ্মীকান্ত মান্ডিকে উদ্ধার করে রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করা হয়, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0
comment0
Report
Advertisement
Back to top