Back
Paschim Bardhaman713385blurImage

পুজোর শুরুতেই তালা বন্ধ ঘরে চুরির ঘটনা,আতঙ্ক এলাকায়

Somnath Mukherjee
Oct 06, 2024 07:59:44
Laudoha, West Bengal

দুর্গাপুর ফরিদপুর ব্লকের বালিজুরি গ্রামে এক ইসি এল কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। ঘটনায় আতঙ্ক এলাকায়, ঘটনার যে বেশ কিছুক্ষণ বালিজুরি মাধাইপুর রাস্তা অবরোধ করলো স্থানীয়রা। ঘটনাস্থলে লাউ দোহার ফরিদপুর থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে বাড়ির কর্তি রানু মুখার্জী জানান, গতকাল তারা পাশেই তার বোনের বাড়িতে গিয়েছিলেন। আর সেই কারণে বাড়িতে তালা বন্ধ ছিল। রবিবার সকালে বাড়ির সদর দরজার তালা খুলে দেখেন, ভেতরে সমস্ত কিছু লন্ডভন্ড। আলমারি থেকে সমস্ত কিছু ভেঙ্গে চুরে লুট করেছে চোরের দল।

0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|