Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

সুখানী নদীতে জলস্ফীতি: ব্রিজ ভাঙনের আতঙ্কে গ্রামবাসী!

ABArup Basak
Jul 16, 2025 05:36:54
Mal Bazar, West Bengal
নদীতে জলস্ফীতির কারণে ভাঙন শুরু হয়েছে সুখানী নদীতে। এর জেরে বিপন্ন হয়ে পড়েছে ওই নদীর ওপর থাকা একটি ব্রিজ। ঘটনাটি মালবাজার মহকুমার নাগরাকাটার সুখানী বস্তী ও নাগরাকাটা বস্তী লাগোয়া এলাকার। যে কোন সময় সেখানে যোগাযোগ বিচ্ছিন্নতার মত পরিস্থিতি তৈরি হতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা। তাঁরা দ্রুত প্রশাসনিক পদক্ষেপ এর দাবিতে সরব হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে, পরিস্থিতির প্রতি নজর রাখা হচ্ছে। সোমবার ও মঙ্গলবার রাতে নাগরাকাটায় ভালো বৃষ্টিপাত হয়। এতে এলাকার বিভিন্ন নদী ও ঝোড়াগুলি জল বেরে ওঠে। সুখানী বস্তী ও নাগরাকাটা বস্তীর সংযোগকারী সুখানী নদীর জলও বারে। এদিন সকালে বাসিন্দারা দেখতে পান নদীর ব্রিজের ধার বরাবর প্রচুর মাটি সরে গিয়েছে। এর ফলে ব্রিজের পাশাপাশি এপ্রোচ রোডও ধসে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। গ্রামবাসীরা উদ্বেগে রয়েছে। ব্রিজ ও রাস্তা ক্ষতিগ্রস্ত হলে যাতায়াতই বন্ধ হয়ে যাবে। স্থানীয় তরুণ আকাশ গুরুং বলেন, নদীর যা পরিস্থিতি তাতে ভয়ে রাত জাগতে হচ্ছে। আরেক তরুণ মনীষ তামাং বলেন, রাতের বৃষ্টির পর নদীর এমন ভয়ঙ্কর রূপ আগে দেখি নি। বাইট ১) স্থানিয় যুবক মনীষ তামাং। 1607ZG_MAL_ROAD_DAMAGE_R3
14
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

Advertisement
Advertisement
Back to top