Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

বালুরঘাট ল কলেজের ভিডিওতে রাজনৈতিক শোরগোল, বিজেপির দাবি দাদাগিরির!

STSrikanta Thakur
Jul 08, 2025 12:03:47
Dinajpur, Rangpur Division
বালুরঘাট কলেজের ভিডিও ভাইরালের উত্তেজনা কমতে না কমতেই এবার বালুরঘাট ল কলেজের একটি ভিডিওকে পোস্ট করে সমাজ মাধ্যমে সড়ব হয়েছেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার এই টুইটের পরে আবারো রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে জেলা জুড়ে। বালুরঘাট ল কলেজের ভিতরে এক ছাত্র আরেক ছাত্রকে কলার ধরে নিয়ে যাচ্ছে এবং হুমকি দিতে দিতে নিয়ে যাচ্ছে এই ছবি দেখা গিয়েছে ভিডিওতে। আর এই ছবিকেই হাতিয়ার করে আবারও প্রচারে নেমেছে বিজেপি তাদের দাবি জেলার বিভিন্ন কলেজে এই ধরনের দাদাগিরি অব্যাহত রয়েছে। বালুরঘাট ল কলেজে অধ্যক্ষ ডক্টর সন্তোষ কুমার তিওয়ারি অবশ্য এই ছাত্রের পরিচয় জানেন না এবং এই ছাত্রের সঙ্গে কলেজের কোন সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এবং কোন একটা পুরনো ভিডিওকে প্রকাশ্যে এনে কলেজের বদনাম করার চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি কারণ বালুরঘাট ল কলেজে বিগত চার বছর ধরে সংসদের রুম খোলা হয় না এবং সেখানে তৃণমূল ছাত্র পরিষদের কোন ইউনিট নেই অবশ্য এই বিষয়ে তৃণমূলের নেতা সুভাষ চাকী বলেছেন মিথ্যার আশ্রয় নিচ্ছে বিজেপি সাধারণ একটা ভিডিওকে দাদাগিরির ভিডিও বলে চালানোর চেষ্টা হচ্ছে। এখানে কোথাও হিংসা ফুটে ওঠেনি বরং এক বন্ধুকে আর এক বন্ধুর সঙ্গে হেঁটে যেতে দেখা গেছে এই ধরনের মিথ্যাকে আশ্রয় করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি। কবেকার ছবি ছবিটা কাকে কাকে দেখা যাচ্ছে এটা স্পষ্ট করতে হবে বিজেপিকে। অন্যদিকে বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকারের দাবি এই ঘটনা নতুন নয়। জেলার সমস্ত কলেজেই দাদাগিরি অব্যাহত রয়েছে। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে ধামাচাপা দিতে ও দৃষ্টিকে ঘোরাতে মিথ্যা ভিডিও বলে দাবি করছে। ওখানে স্পষ্ট দেখা গেছে বালুরঘাট ল কলেজের ভিতরের ঘটনা। ঘটনা আজকের হোক বা গতকালকের, কলেজের মধ্যে এরকম ঘটনা ঘটেছে এ বিষয়ে কোন সন্দেহ নেই। দুষ্কৃতীদের আড়াল করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। কারণ এরা দলের সম্পদ। কলেজ কর্তৃপক্ষের উচিত ভিডিও দেখে দোষী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বাইট ১/ ডক্টর সন্তোষ তিওয়ার ি কলেজের অধ্যক্ষ। ২/ সুভাষ চাকি তৃণমূল কংগ্রেস ৩/ বাপি সরকার বিজেপি নেতা ৪/ শ্রীকান্ত ঠাকুর পি টি সি 0807ZG_SDIN_LAW_COLLEGE
14
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

Advertisement
Advertisement
Back to top