Back
চন্দ্রকোনায় বন্ধ তৃণমূল অফিস নিয়ে সিপিআইএমের নতুন দাবি!
Kaji Chak, West Bengal
*গোষ্ঠী দ্বন্দ্বের জেরে চন্দ্রকোনা তে দীর্ঘ দুবছর ধরে বন্ধ পার্টি অফিস, জি ২৪ঘণ্টায় সেই খবর প্রকাশিত হয়েছিল।এবার তৃণমূলের সেই বন্ধ থাকা পার্টি অফিস নিজেদের বলে দাবি করে প্রশাসনের দ্বারস্থ সিপিএম। ২০১১ সালে তাদের রায়ত জায়গার উপর থাকা এই পার্টি অফিস রং পাল্টে দখল নিয়েছিল তৃণমূল বলেই সিপিএমের দাবি।*
চন্দ্রকোনার কল্লা এলাকায় তৃণমুলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে দু'বছর ধরে তালাবন্ধ অবস্থায় বন্ধ থাকা কল্লা বুথ তৃণমূল কংগ্রেস কার্য্যালয়টি সিপিআইএম এর বলে দাবি করে বিডিও'র দ্বারস্থ সিপিআইএম।২০১১ সালে রাজ্য পালাবদলের পর তাদের শাখা অফিসটি জোরপূর্বক দখল করে নিজেদের বলে চালিয়ে আসছে তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ বামেদের।ঘটনায় শোরগোল চন্দ্রকোনায়।
জি২৪ ঘন্টায় খবর প্রকাশ হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কল্লা এলাকায় কল্লা বুথ তৃণমূল কংগ্রেস কার্য্যালয় ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে টিকিট বন্টন ও গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে গোষ্ঠী দ্বন্দ্ব,একাধিক বার অশান্তির জেরে তালাবন্ধ হয়ে পড়ে দলীয় কার্য্যালয়টি।প্রায় দু'বছর ধরে এখনও তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে,দ্রুত দলীয় কার্য্যালয় খোলার দাবি তোলে স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা।দ্রুত দলীয় কার্য্যালয় খোলার আশ্বাস দেন স্থানীয় বিধায়ক থেকে জেলা সভাপতিও।সেই খবর তুলে ধরি আমরাই।খবর প্রকাশ হতেই এবার আসরে বামেরা,গোষ্ঠী দ্বন্দ্বে বন্ধ কল্লা বুথ তৃণমূল কংগ্রেস কার্য্যালয় নিয়ে নয়া মোড়।বন্ধ থাকা তৃণমুলের কার্য্যালয় তাদের বলে দাবি করলো সিপিআইএম।ইতিমধ্যে সিপিআইএম চন্দ্রকোনা এরিয়া কমিটির পক্ষ থেকে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও র কাছে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে,যেখানে দাবি করা হয়েছে কল্লা দলীয় কার্য্যালয়টি তাদের এবং জোর করে সেটি তৃণমুল দখল করে রেখেছে।২০১১ সালে রাজ্যে পালা বদলের পর তৃণমূল কংগ্রেস কল্লায় সিপিআইএম এর শাখা কার্য্যালয়টি দখল করে নিজেদের বুথ কার্য্যালয় বলে পরিচালনা করে আসছিল এমনই অভিযোগ সিপিআইএম এর। এই নিয়ে অতিতে একাধিক বার প্রশাসনে জানানো হয়েছিল কার্য্যালয় ফিরিয়ে দিতে ব্যবস্থা গ্রহণের জন্য, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ।গোষ্ঠী দ্বন্দ্বের জেরে প্রায় দু'বছর ধরে তালাবন্ধ অবস্থায় রয়েছে তৃণমুলের ওই বুথ কার্য্যালয় সেই খবর প্রকাশ হতেই ওই কার্য্যালয় নিজেদের বলে দাবি করে ২ রা জুলাই চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ করে সিপিআইএম।এতেই কল্লা দলীয় কার্য্যালয় নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক।ওই দলীয় কার্য্যালয় যে তাদের তার সপক্ষে একটি দলিলও প্রকাশ্যে এনেছে বামেরা। সেখানে দেখা যাচ্ছে কল্লা মৌজার ২শতক জমি যার JL no- 76, plot no - 427 ক্রয় করা হয়েছিল কল্লা এলাকার বাসিন্দা অসিত ঘোষের কাছ থেকে ১২হাজার টাকা মূল্যে। কিনেছিলেন ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পক্ষে কল্লা শাখার তৎকালীন সম্পাদক নজিবুর রহমান। ২০০২ সালের ৪ ঠা ডিসেম্বর তা রেজিস্ট্রি হয়। বর্তমানে এই ঘটনাকে ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে চন্দ্রকোনায়।যদিও বামেদের দাবি মানতে নারাজ চন্দ্রকোনার তৃণমূল বিধায়ক অরুপ ধাড়া।তার দাবি চন্দ্রকোনায় যতগুলি পার্টি অফিস রয়েছে তা সবই তৃণমূলের তৈরি করা। এই ঘটনায় শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তাদের বক্তব্য সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে বামেদেরকে পার্টি অফিস ফিরিয়ে দেওয়া উচিত। আর চন্দ্রকোনা ২ ব্লকের বিডিও উৎপল পাইক বামেদের থেকে লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানিয়েছেন,"ওনাদের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি সেটি তদন্ত করে দেখা হবে।" তবে ওই বিতর্কিত দলীয় কার্য্যালয়টি আগে সিপিআইএমের ছিল তা মানছেন কোল্লা এলাকার পঞ্চায়েত সদস্যা সাহেবা খাতুন(আম চিহ্নে জয়ী হয়ে পরে তৃণমূলে যোগ দেন) এর বাবা সেখ ফারুক খাঁন।ফারুক বাবু বর্তমানে কোল্লা বুথ তৃণমূল কংগ্রেসের সম্পাদক পদে রয়েছেন।স্থানীয় কিছু বাসিন্দার সাথে এই দলীয় কার্য্যালয় নিয়ে কথা বললে একজন জানিয়েছেন,"এই পার্টি অফিস আগে সিপিআইএম এর ছিল এখন তৃণমূলের হয়েছে।২০১১ তে পালাবদলের পর এই অফিস দখল হয়েছে,এখন সবাই তৃণমূল।"যে দলীয় কার্য্যালয়কে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠী তথা বিধায়ক বনাম ব্লক সভাপতির দ্বন্দ্ব।এমনকি পঞ্চায়েত নির্বাচনের পর এই দলীয় কার্য্যালয় কার নিয়ন্ত্রণে থাকবে তা নিয়েও দুই গোষ্ঠীর অশান্তি রক্ত ঝরেছে।তারপর প্রায় দু'বছর ধরে দুই গোষ্ঠীর তরফে দুটি তালা লাগিয়ে দিয়ে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে।সেই দলীয় কার্য্যালয় কিনা তৃণমূলেরই নয়, সিপিআইএম তাদের বলে দাবি করে সরব হয়েছে।আর এতেই নতুন করে শোরগোল পড়ে গিয়েছে চন্দ্রকোনায়।এখন দেখার দলীয় কার্য্যালয় কার দখলে যায়, তৃণমূল নাকি সিপিআইএম, নাকি বন্ধ হয়েই পড়ে থাকবে এই কার্যালয়।
ছবি বাইট 2c তে
SLUG- 0407ZG_WMID_OFF_PROBLEM_R
বাইট
১)সুস্মিত পাল(সিপিআইএম এরিয়া কমিটির সদস্য,চন্দ্রকোনা এরিয়া কমিটি)
২)অরুপ ধাড়া(তৃণমুল বিধায়ক,চন্দ্রকোনা)
৩)সুকান্ত দোলই(বিজেপি নেতা,চন্দ্রকোনা)
৪)সেখ ফারুক খাঁন(স্থানীয় পঞ্চায়েত সদস্যার বাবা ও কল্লা বুথ তৃণমূল কংগ্রেসের সম্পাদক)
৫)স্থানীয় বাসিন্দা।
৬)উৎপল পাইক(বিডিও,চন্দ্রকোনা-২ ব্লক)
রিপোর্ট - চম্পক দত্ত
ক্যামেরা - বাবলু সাঁতরা
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
Advertisement