Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

Medinipur में लकड़ी से भरे ट्रक को वन विभाग ने पकड़ा, चेकिंग में खुलासा

CDChampak Dutta
Dec 14, 2025 01:17:09
Kaji Chak, West Bengal
নাইট পেট্রলিং এর সময় কাঠ বোঝাই ট্রাক আটক করল বনদপ্তর। সেই ট্রাক আটক করে নিয়ে আসার সময় মেদিনীপুর রেঞ্জ অফিসে ঢোকাতে গিয়ে ভেঙে পড়লো অফিসের নাম লেখা গ্লোসাইন বোর্ড। ঘটনাটি ঘটেছে শনিবার রাত মেদিনীপুর সদর ব্লকের খয়রুল্লাচক এলাকার। এদিন শালবনী এলাকার সিজুয়া মুড়াকাটা রাস্তায় নাইট পেট্রোলিং করছিলেন বনদপ্তরের কর্মীরা। সেই সময় তারা দেখতে পান দ্রুতগতিতে একটি ছয় চাকার লরি বেরিয়ে যাচ্ছে। লরিটিকে থামতে বলা হলেও না থামার জন্য সেই লরির পেছনে ধাওয়া করে খয়রুল্লাচক এলাকায় গিয়ে লরিটিকে ধরে ফেলে। তারা দেখেন লরিতে কাঠ বোঝাই রয়েছে। বৈধ কাগজ দেখাতে চাইলে তারা মোবাইলে একটি ছবি দেখায় কিন্তু কোন হার্ড কপি তারা দেখাতে পারেনি। ভারতীয় বন আইনে সন্ধ্যের পরে যেহেতু গাড়ি যাতায়াত বন্ধ থাকে সেই কারণেই গাড়িটিকে আটক করে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে বলে বনদপ্তর এর আধিকারিক মলয় কুমার নন্দী বলেছেন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Dec 14, 2025 05:37:02
Baruipur, West Bengal:আপডেট জী ২৪ ঘন্টার খবরের জের, অবশেষে গ্রেপ্তার তৃণমূল কর্মী। বিজেপি নেতাকে মারধর করার অভিযোগে গ্রেপ্তার এই অভিযুক্ত। আরো বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে ক্যানিং থানার পুলিশ বলে জানা যাচ্ছে । বিজেপি’র বুথ সমাপতিকে কোদালের বাঁট দেয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে। বর্তমানে অত্যন্ত সংকটজনক অবস্থায় মৃত্যুর সাথে কলকাতার হাসপাতালে পাঞ্জা লড়ছেন আক্রান্ত ওই বিজেপি নেতা। নির্বাচনের আগে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে গত কয়েকদিন আগে ধর্মতলা গ্রামে বিজেপির একটি মিটিং অনুষ্ঠিত হয়েছিল বুথ সভাপতি শঙ্কর মন্ডলের নেতৃত্বে। সেই সময় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সাথে সামান্য বচসা হয়। শুক্রবার আবারও ধর্মতলা গ্রামে মিটিং করার জন্য গিয়েছিলেন। অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা ওই বিজেপি নেতা কো বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। অন্যান্য বিজেপি কর্মীরা আক্রান্ত নেতা কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। চিকিৎসার জন্য বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই বিজেপি নেতার অবস্থার অবনতি হলে কলকাতার hospital-এ স্থানান্তরিত করেন। ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 14, 2025 05:36:48
Baruipur, West Bengal:চা চক্রের মধ্য দিয়ে সওকাত मোল्ला প্রায় দিন কর্মীদের নিয়ে বৈঠক করছেন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা প্রায় দিন মিটিংয়ে ২৬ এর ভোট নিয়ে আলোচনা করছেন নিজের বিধানসভা নিয়ে। দলকে আরো শক্তিশালী করতে তিনি জোর দিচ্ছেন বলে জানা যাচ্ছে। সাথে রেখেছেন ভাঙ্গড় বিধানসভা। ভাঙ্গড় বিধানসভা থেকে এখন নিজের বিধানসভায় কিছুটা হলেও বেশি সময় দিচ্ছেন তিনি বলে জানা যাচ্ছে। পাশাপাশি ক্যানিং পূর্ব বিধানসভা প্রায় দিন একাধিক জায়গায় জনসভা করছেন। ২০২১এ নিজের বিধানসভায় প্রতিটা অঞ্চলে খুব একটা ভালো ফল না করলেও এবারে যাতে ভোটে ভালো ফল হয় তাই জন্য তিনি এইভাবে কর্মীদের নিয়ে বৈঠক করছেন বলে জানা যায় । উল্লেখ কয়েকদিন আগে ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী তিনি জানিয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবারে টিকিট পেলে তিনি তার নিজের বিধানসভায় হারবেন। আর এরপরে কোথাও যেন অস্বস্তিতে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সূত্রের খবর।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Dec 14, 2025 05:35:06
0
comment0
Report
CDChampak Dutta
Dec 14, 2025 05:34:41
Kaji Chak, West Bengal:মেদিনীপুরে আর থাকছে না কোন ভাগাড়। এবার সেই ভাগাড় এর জায়গায় দেখা যাবে সার এর কারখানা। همچنین দাবি মেদিনিpুর পৌরসভার চেয়ারম্যান এর। ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছে মেদিনীپور পৌরসভা। উল্লেখ্য, মেদিনীপুর শহর সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে ধর্মা এলাকায় রয়েছে ডাম্পিং গ্রাউন্ড। বিগত ৬০ বছর ধরে মেদিনীপুর শহরের সমস্ত ময়লা আবর্জনা ফেলা হয় এই ডাম্পিং গ্রাউন্ডে। মেদিনীপুর পৌর এলাকার আবর্জনার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকেও লোকজন লরিতে করে এসে ময়লা আবর্জনা ফেলে চলে যেত। কয়েক বছর আগে পৌরসভার পক্ষ থেকে নিরাপত্তা রক্ষী রেখে নজরদারি করার ফলে বাইরের আবর্জনা এই ডাম্পিং রাউন্ডে না পড়লেও বিগত ৬০ বছর ধরে ময়লা আবর্জনা ফেলার ফলে এবং তা পরিষ্কার না করার ফলে ওই ডাম্পিং রাউন্ডে আবর্জনার এক একটি পাহাড় তৈরি হয়ে গিয়েছিল। এবং সেখান থেকে দূষণ ছড়াতে শুরু করেছিল মেদিনীপুর শহরে। মাঝে মাঝেই ওই আবর্জনা থেকে গ্যাস তৈরি হয়ে গিয়ে লেগে থাকছিল আগুন, সেই আগুনের ধোয়ায় ঢেকে যেত এলাকা। এই ধোঁয়ার কারণে বহু মানুষের অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছিল। মেদিনীপুর পৌরসভায় গিয়ে প্রতিবাদ জানিয়ে ছিল এলাকাবাসীরা। তাদের দাবি ছিল এই ডাম্পিং গ্রাউন্ডের ময়লা আবর্জনা সরানোর। শহরবাসীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে ওই ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগলে যাতে দ্রুত নেভানো যায় এবং দূষণ না ছড়ায় তার জন্য পৌর কর্মী নিয়োগ করে এবং ওখানে জলের ব্যবস্থা করেছিল মেদিনীপুর পৌরসভা। আগুন লাগলেই জলের সাহায্যে নিভিয়ে ফেল তো পৌর কর্মীরা। কিন্তু ময়লা আবর্জনার পাহাড় রয়েই গিয়েছিল। উল্লেখ্য, মেদিনীপুর শহর সংলগ্ন এই ডাম্পিং গ্রাউন্ডে প্রায় ১২ একর জায়গার উপরে রয়েছে ২ লক্ষ ৬২ হাজার ৬৩৩ মেট্রিক টন এই আবর্জনা পাহাড়। তিন বছর আগে থেকে এই পাহাড় সরানোর কাজ শুরু করেছিল মেদিনীপুর পৌরসভা। ইতিমধ্যেই প্রায় ৪০% বেশি কাজ শেষ হয়ে গেছে বলে দাবি পৌরসভার। এই আবর্জনা গুলিকে মেশিনের সাহায্যে তিন ভাগে ভাগ করা হচ্ছে। বায়োমাইনিং প্রসেসিং এর মাধ্যমে একটি ভাগ চাষের জন্য জৈব সার হিসেবে তৈরি করা হচ্ছে, অপর ভাগ যেটি প্লাস্টিকজাতীয় জিনিস সেটিকে সিমেন্ট কারখানায় জ্বালানি হিসেবে পাঠিয়ে দেওয়া হচ্ছে,আরও একটি ভাগ যেটি অবশিষ্ট রয়ে যাচ্ছে সেটি নিচু জমি সমতল করার জন্য ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যেই ৪০ থেকে ৪৫ হাজার টন প্রসেসিং হয়েছে এবং ডিসপোসাল করা সম্ভব হয়েছে প্রায় ৩০০০০ টন বলে জানা গেছে। কাজ কিভাবে হচ্ছে এবং কতদূর এগিয়েছে তা দেখতে ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করে গিয়েছেন স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির ডিরেক্টর তথা বিশেষ সচিব জলি চৌধুরী। তিনি জানান, রাজ্যে ১২৮ টি পৌরসভায় একইরকম ভাবে কাজ চলছে। এখানেও ৪০% বেশি কাজ শেষ হয়ে গিয়েছে। আগামী দিনে কাজের গতিবৃদ্ধি আরো বাড়বে। ১৫ই ডিসেম্বর থেকে আরও একটি নতুন ট্রমাল সেট মেশিন কাজে লাগবে। বর্তমানে দিনে ৫০০ থেকে ৫৫০ হচ্ছে ১২ ঘণ্টার শিফটে। আমরা চেষ্টা করছি এ ভারটি হাজার থেকে বারোশত টনে নিয়ে যাওয়ার। পাশাপাশি ডাম্পিং গ্রাউন্ডে ময়লা না জমতে fresh প্ল্যান্ট এর কাজ আমরা শুরু করব। এক বছরে এই ডাম্পিং গ্রাউন্ড সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, এরপর মেদিনীপুর শহরে আর কোনো আবর্জনা পড়ে থাকবে না। এখন প্রত্যেক দিন প্রায় ১০০ টনের মতো আবর্জনা সংগ্রহ হয়, সেই ১০০ টন আবর্জনা পৃথকীকরণ করা হবে।
0
comment0
Report
PDPradyut Das
Dec 14, 2025 04:51:21
Jalpaiguri, West Bengal:অবৈধভাবে ভারতে প্রবেশ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার। আজ আদালতে তোলা হবে। জলপাইগুড়ি জেলা লাগোয়া কোচবিহার জেলার হলদিবাড়ি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এক বাংলাদেশী নাগরিক। শনিবার রাতে হলদিবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। গবেষিত হওয়া ওই ব্যক্তির নাম মহম্মদ মোশারফ বয়স ৫৫ বছর । পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি বাংলাদেশের ঢাকা ডিভিশন এলাকায়। ভারত-বাংলাদেশ সীমান্তের মানিকগঞ্জ এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা,পুলিশ ওই বাংলাদেশী নাগরিকের কাছ থেকে বাংলাদেশের টাকা উদ্ধার করেছে। আজ আদালতে তোলা হলে রিমান্ডের আবেদন জানিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে হলদিবাড়ি পুলিশ সূত্রে জানা যায়।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 14, 2025 04:50:45
Kolkata, West Bengal:কলকাতা কর্পোরেশনের বেহালা ১১৮ নম্বর ওয়ার্ডের ১০১ নম্বর এবং ৬৯ নম্বর পাটের প্রায় কুড়িজন ভোটারের এস আই আর ফ্রম আসেনি তারা প্রত্যেকেই জীবিত কিন্তু তাদের মৃত হিসেবে দেখানো হয়েছে। BLO যখন বাড়িতে ফ্রম দিতে এসেছিল তখন এর কোন সদ উত্তর দিতে পারেনি।এখনো পর্যন্ত তারা কোন ফর্ম পায়নি। প্রত্যেকে জন দুশ্চিন্তায় মধ্যে দিন কাটাচ্ছে,আদৌ তারা ভোটার লিস্টের নাম তুলতে পারবে কিনা। ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ তারক সিং নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছেন। তারক সিং এর বক্তব্য এটি নির্বাচন কমিশনারের ভুল তার ওয়ার্ডে এত গুণ কেনো জীবিত ভোটার বাত যাবে। আমরা বার বার নির্বাচন কমিশনের কাছে বলছি কোন ভোটার যেন বাদ না যায়。
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 14, 2025 04:50:28
Baruipur, West Bengal:নদীতে মাছ কাঁকড়া ধরতে ধরতে ২০০০ কবিতা লিখলেন সুন্দরবনের দীপঙ্কর। ক্যানিং - সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের যুবক দীপঙ্কর বর্মন। পেশায় মৎস্যজীবি। নেশায় একজন কবি।সত্যেশ্বর বর্মন-জয়মণি বর্মন এর ষষ্ঠ সন্তান দীপঙ্কর। লেখাপড়ায় মন থাকলেও আর্থিক সংকটের কারণে উচ্চমাধ্যমিক পাশ করার পর উচ্চশিক্ষার জন্য আর লেখাপড়া হয়ে ওঠেনি।তবে গোসাবার সোনাগাঁও এর যুবক দীপঙ্করের কবিতা লেখার হাতেখড়ি হয়েছিল স্থানীয় বিদ্যামন্দির হাইস্কুলে অষ্টম শ্রেণীতে পড়ার সময়।১৯৯৫ সালে স্কুলের দেওয়াল পত্রিকায় প্রথম লেখা শুরু। তাও আবার ইংরাজীতে। প্রথম কবিতা প্রকাশিত হওয়ার পর আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক গল্প,কবিতা,ছড়া,লোকগীতি লিখেছেন। এযাবৎ প্রায় দুহাজারেরও বেশি কবিতা লিখে ফেলেছেন। সুন্দরবনের নদী খাঁড়িতে মাছ কাঁকড়া ধরার সময় তাঁর কবিতা লেখা। যা বেশিরভাই সুন্দরবন কেন্দ্রিক। সুন্দরবনের মানুষের বাস্তব জনজীবন চিত্র।তবে দুঃখ এবং আপেক্ষ, আজও কবির স্বীকৃতি মেলেনি। আর অর্থনৈতিক অনটনের জন্য কোন কাব্য প্রকাশ করতে পারেননি। তিনি জানিয়েছেন লেখক হওয়ার স্বপ্ন ছিল তাঁর ছেলেবেলা থেকেই। লেখার অভ্যাসও ছিল তাকে। সেজন্যই শুধুমাত্র পাঠ্যপুস্তক নয়, পাঠ্যপুস্তকের বাইরে প্রচুর গল্প-কবিতার বই পড়তেন। দারিদ্রসীমার নীচে বাস করা একটি পরিবারের ছেলে তিনি। জানার আগ্রহ ছিল অসীম, পাশে সেভাবে কাউকে না পেলেও পেয়েছেন নিজের স্ত্রী, সন্তানদের। বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে তাঁর কবিতা শুনে সমাজের অনেকেরই ধারণা এটা নিছক পাগলামি ছাড়া কিছু নয়। তাঁরা আর স্থির হয়ে থাকতে পারলেন না। শুরু করলেন ব্যঙ্গ-বিদ্রুপ। হাজারো মানুষের ব্যঙ্গ-বিদ্রুপকে উপেক্ষা করে সন্দরবনের নদীখাঁড়িতে মাছ কাঁকড়া ধরার অবসরে তিনি আজও কবিতা লেখা চালিয়ে যাচ্ছেন।তবে তাঁর আশা কোন একদিন সহৃদয় সাহিত্যপ্রেমী মানুষের সান্নিধ্যে তার কাব্য প্রকাশিত হবে এবং কবি বলে পরিচিত হবেন। প্রতিবেশীদের কথায় দীপঙ্কর আমাদের গর্ব। একদিন না একদিন ওর কবিতা জনসমক্ষে প্রকাশিত হবেই। এবং সেদিন কবি হিসেবে স্বীকৃতি লাভ করে আমাদের প্রত্যন্ত সুন্দরবনের সোনাগাঁও সহ সমগ্র সুন্দরবনবাসীর মুখ উজ্জল করবে।
0
comment0
Report
BMBiswajit Mitra
Dec 14, 2025 04:49:56
Ranaghat, West Bengal:চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার প্রাক্তন বিজেপি নেত্রী, আদালতে যাওয়ার পথে বিস্ফোরক দাবি—‘দলেরই ষড়যন্ত্র’ কল্যাণীর বিজেপি বিধায়কের দিকে আঙ্গুল তুললেন তিনি। চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গত ৫ ডিসেম্বর গ্রেফতার হন প্রাক্তন বিজেপি নেত্রী তনু খাস্তগীর। কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়ির পুলিশ তাঁকে গ্রেফতার করে এবং পরে কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে নয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃত তনু খাস্তগীর হালিশহরের বাসিন্দা এবং একসময় বিজেপির ব্যারাকপুর মহিলা মোর্চার সহ-সম্পাদিকা ছিলেন। পুলিশ সূত্রে জানা_gিয়েছে, এক ব্যক্তি অভিযোগ করেন যে দুই সপ্তাহের মধ্যে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। দীর্ঘদিন কেটে গেলেও চাকরি না হওয়ার কারণে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে ধৃতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি তদন্তকারীদের। শনিবার पुनরায় আদালতে তোলার পথে বিস্ফোরক মন্তব্য করেন তনু খাস্তগীর। তাঁর দাবি, দলেরই একটি অংশ তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। আদালতে তোলার সময় তিনি কল্য়াণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে অভিযোগ করেন এবং বলেন, চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হতো তাঁর অ্যাকাউন্টের মাধ্যমে। পাশাপাশি বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্রের নামও তিনি এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বলে দাবি করেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তাঁর বক্তব্য, তনু খাস্তগীর তৃণমূল কংগ্রেসের এজেন্ট এবং নতুন নতুন গল্প সাজিয়ে বিজেপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। তিনি দাবি করেন, তনু খাস্তগীরের সঙ্গে তাঁর কোনওদিন কথাই হয়নি। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণ করেছে। তৃণমূলের দাবি, কল্যাণী ও আশপাশের এলাকায় চাকরি দেওয়ার নামে টাকা লেনদেনের ঘটনা নতুন নয় এবং এই ঘটনায় সেই অভিযোগই সত্য প্রমাণিত হচ্ছে। গোটা ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
0
comment0
Report
EGE GOPI
Dec 14, 2025 04:21:43
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 14, 2025 04:21:17
Baruipur, West Bengal:নদীতে মাছ কাঁকড়া ধরতে ধরতে ২০০০ কবিতা লিখলেন সুন্দরবনের দীপঙ্কর। ক্যানিং - সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের যুবক দীপঙ্কর বর্মন। পেশায় মৎস্যজীবি। নেশায় একজন কবি।সত্যেশ্বর বর্মন-জয়মণি বর্মন এর ষষ্ঠ সন্তান দীপঙ্কর। লেখাপড়ায় মন থাকলেও আর্থিক সংকটের কারণে উচ্চমাধ্যমিক পাশ করার পর উচ্চশিক্ষার জন্য আর লেখাপড়া হয়ে ওঠেনি।তবে গোসাবার সোনাগাঁও এর যুবক দীপঙ্করের কবিতা লেখার হাতেখড়ি হয়েছিল স্থানীয় বৈদ্যামন্দির হাইস্কুলে অষ্টম শ্রেণীতে পড়ার সময়।১৯৯৫ সালে স্কুলের দেওয়াল পত্রিকায় প্রথম লেখা শুরু। তাও আবার ইংরাজীতে। প্রথম কবিতা প্রকাশিত হওয়ার পর আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক গল্প,কবিতা,ছড়া,লোকগীতি লিখেছেন। এযাবৎ প্রায় দুহাজারেরও বেশি কবিতা লিখে ফেলেছেন। সুন্দরবনের নদী খাঁড়িতে মাছ কাঁকড়া ধরার সময় তাঁর কবিতা লেখা। যা বেশিরভাই সুন্দরবন কেন্দ্রিক। সুন্দরবনের মানুষের বাস্তব জনজীবন চিত্র।তবে দুঃখ এবং আপেক্ষ, আজও কবির স্বীকৃতি মেলেনি। আর অর্থনৈতিক অনটনের জন্য কোন কাব্য প্রকাশ করতে পারেননি। তিনি জানিয়েছেন লেখক হওয়ার স্বপ্ন ছিল তাঁর ছেলেবেলা থেকে। লেখার অভ্যাসও ছিল তার। সেজন্যই শুধুমাত্র পাঠ্যপুস্তক নয়, পাঠ্যপুস্তকের বাইরে প্রচুর গল্প-কবিতার বই পড়তেন। দারিদ্রসীমার নীচে বাস করা একটি পরিবারের ছেলে তিনি। জানার আগ্রহ ছিল অসীম, পাশে সেভাবে কাউকে না পেলেও পেয়েছেন নিজের স্ত্রী, সন্তানদের। বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে তাঁর কবিতা শুনে সমাজের অনেকেরই ধারণা এটা নিছক পাগলামি ছাড়া কিছু নয়। তাঁরা আর স্থির হয়ে থাকতে পারলেন না। শুরু করলেন ব্যঙ্গ-বিদ্রুপ। হাজারো মানুষের ব্যঙ্গ-বিদ্রুপকে উপেক্ষা করে সন্দরবনের নদীখাঁড়িতে মাছ কাঁকড়া ধরার অবসরে তিনি আজও কবিতা লেখা চালিয়ে যাচ্ছেন।তবে তাঁর আশা কোন একদিন সহৃদয় সাহিত্যপ্রেমী মানুষের সান্নিধ্যে তার কাব্য প্রকাশিত হবে এবং কবি বলে পরিচিত হবেন। প্রতিবেশীদের কথায় দীপঙ্কর আমাদের গর্ব। একদিন না একদিন ওর কবিতা জনসমক্ষে প্রকাশিত হবেই। এবং সেদিন কবি হিসাবে স্বীকৃতি লাভ করে আমাদের প্রত্যন্ত সুন্দরবনের সোনাগাঁও সহ সমগ্র সুন্দরবনবাসীর মুখ উজ্জল করবে।
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 14, 2025 04:20:31
Kolkata, West Bengal:১) উত্তুরে হাওয়া বইছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। তাপমাত্রার খুব একটা তারতম্য নেই। সর্বনিম্ন তাপমাত্রা এক/দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। ২) পশ্চিমের ও উপকূল সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি। উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা হতে পারে অন্তত চার জেলাতে। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় আগামী কয়েক দিন মাঝারি কুয়াশা দৃশ্যমানতা ২০০ মিটার 등에 নেমে আসতে পারে। ৩) উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। ওয়েস্টারলি জেট স্ট্রীম রয়েছে উত্তর-পূর্ব ভারতে। ৪) কলকাতায় আজও ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।যদিও সামান্য বেড়েছে তাপমাত্রা। আজ পশ্চিমের জেলায় ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে আগামী কয়েক দিন। ৫) জমিয়ে শীতের আমেজ। তাপমাত্রা অনেকটাই কমেছে। স্বাভাবিকের নিচে রাত ও দিনের তাপমাত্রা। আগামী সাতদিন এভাবেই থাকবে তাপমাত্রা। বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। সকালের দিকে হালকা কুয়াশা/ ধোঁয়াশা পরে পরিষ্কার আকাশ। আপাতত শুষ্ক আবহাওয়া; বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। ৭) পশ্চিমের জেলা এবং উপকূল সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি। দু-এক জায়াগায় দৃশ্যমানতা সামান্য কমবে। তবে ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই। সাতদিন উত্তুরে হাওয়ায় শীতের আমেজ থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই。 ৮) উত্তরবঙ্গে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা কোথাও ২০০ মিটার পর্যন্ত হতে পারে। দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন নেই। সকালেও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। মালদা ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা。 ৯) কলকাতায় পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশা/ ধোঁয়াশা। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যে শীতের আমেজ। দিনেও শীতের অনুভূতি। রাত ও দিনের দুটো সময়ের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। ১০) শৈত্য প্রবাহের পরিস্থিতি দক্ষিণ কর্ণাটক এবং তেলেঙ্গানাতে । শৈত্য প্রবাহের পরিস্থিতি ছত্রিশগড় এবং ওড়িশাতে। ঘন কুয়াশার চরম সতর্কতা উত্তর প্রদেশে। ঘন কুয়াশা থাকবে রাজধানী দিল্লিতে। পাঞ্জాబ হরিয়ানা চন্ডিগড়েও কুয়াশার ঘনঘটা। কুয়াশা হবে হিমাচল উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশে। উত্তর-পূর্ব ভারতের আসাম মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরাতেও ঘন কুয়াশার দাপট।
0
comment0
Report
BSBhabananda Singha
Dec 14, 2025 04:20:15
Dinajpur, Rangpur Division:ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা–২ গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি এলাকায় শনিবার ভয়াবহ পরিণতি নিল দীর্ঘদিনের জমি-বিবাদ। দুই পক্ষের সংঘর্ষের মাঝেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ১২ বছরের নাবালিকা কৌশিরা বেগমের। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। শনিবার সেই বিবাদ চরমে ওঠে। গোলমালের মধ্যেই আচমকা গুলি চলে এবং তাতেই গুরুতর জখম হয় কৌশিরা। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে घोषणा করেন। নাবালিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থল ও ইসলামপুর মহকুমা হাসপাতালে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জমি-বিবাদ ঘিরে কীভাবে গুলি চলল, কারা এর সঙ্গে জড়িত—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোক ও চাঞ্চল্যের ছায়া।
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 14, 2025 03:54:44
Dinajpur, Rangpur Division:जल जीवन मोशনের पाइपलाइन বসाने के बावजूद अधूरा शुद्ध पानी, तपन ब्लॉक में चर्म जल संकटग्रस्त ग्राम क्षेत्र। केंद्र सरकार के जल जीवन मिशन परियोजना के अनुसार 2025 तक गांव से शहर तक घर-घर नल-बाहित शुद्ध पेयजल पहुंचाने का लक्ष्य निर्धारित था। इस लक्ष्य के मद्देनजर पश्चिम बंगाल समेत देश के अन्य भागों में काम शुरू हुआ, पर दक्षिण दिनाजपुर के तपन ब्लॉक में आज भी वह परियोजना लागू नहीं हो पाई, ऐसा ग्रामवासियों का आरोप है। जल संकट के कारण तपन ब्लॉक के निवासी लंबे समय से परेशान थे और जल जीवन मिशन की शुरुआत की खबर से उन्हें उम्मीद जगी थी। खासकर Outna ग्राम पंचायत के अंतर्गत विभिन्न गांवों में लगभग दो साल पहले पाइपलाइन बिछाने का काम पूरा हो गया था, पर घर-घर जल पहुंचे अभी तक नहीं। सूखे मौसम में स्थिति और भयावह हो उठती है। पानी के लिए ग्रामीणों को कृषि-भूमियों में उपयोग हो रहे बामसेट के जल पर निर्भर रहना पड़ता है। बाद में एक जल-अधार निर्माण किया गया और उसमें सबमर्सिबल पمپ लगाई गई है, पर वह एक ही पंप होने के कारण दूरी से पानी लाना पड़ता है। परिणामस्वरूप समस्या का दीर्घकालीन समाधान अभी नहीं हुआ। तुलसी बरमोन, फूलমনि सऑरेन-সহ अन्य ग्रामवासियों ने कहा कि घर-घर जल मिलने की आशा ने उन्हें संघर्ष से भर दिया था, पर समय बीतने के बाद भी वह सपना पूरा नहीं हो पाया। भौगोलिक कारणों की वजह से तपन ब्लॉक हर साल पेयजल संकट से गुजरता है, खासकर ब्लॉक के दक्षिणी भाग के कई ग्राम पंचायतों में यह समस्या तेज है। मलंच जलघर, आउटना सहित अन्य क्षेत्रों में हर साल पेयजल के लिए हाहाकर मचता है, फिर भी जल जीवन मिशन के अंतर्गत घर-घर पानी पहुंचाने का काम अभी असंपूर्ण है। इस स्थिति को लेकर ब्लॉक के कई इलाकों में राजनीतिक तनातनी शुरू हो चुकी है। तृणमुल कांग्रेस का कहना है कि केंद्र सरकार ने धन आवंटन रोक रखा है, इस कारण परियोजना लागू नहीं हो पाई; जबकि भाजपा इसका जवाब देती है कि केंद्रने अपना हिस्सा दे दिया है पर राज्य सरकार ने सही तरीके से उसका इस्तेमाल नहीं किया, जिससे काम थम गया। फिर भी स्थानीय居民 आशावान हैं। उनका मानना है कि 2026 के विधानसभा चुनाव से पहले कम से कम यह काम पूरा हो सकता है, क्योंकि वोटों के समय विकास कार्य गति पकड़ते हैं। लेकिन कब उनके इस इंतजार का अंत होगा, किसी के पास ठोस जवाब नहीं है। फिलहाल एक ही सपना है—अपने घरों में पेयजल का नल.
0
comment0
Report
Advertisement
Back to top