Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Nadia741201

भर्ती के नाम पर पैसा लेने के आरोप: पूर्व बीजेपी नेता तनु खास्तागिर गिरफ्तार, कोर्ट में जारी है आरोप-प्रत्यारोप

BMBiswajit Mitra
Dec 14, 2025 04:49:56
Ranaghat, West Bengal
চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার প্রাক্তন বিজেপি নেত্রী, আদালতে যাওয়ার পথে বিস্ফোরক দাবি—‘দলেরই ষড়যন্ত্র’ কল্যাণীর বিজেপি বিধায়কের দিকে আঙ্গুল তুললেন তিনি। চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গত ৫ ডিসেম্বর গ্রেফতার হন প্রাক্তন বিজেপি নেত্রী তনু খাস্তগীর। কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়ির পুলিশ তাঁকে গ্রেফতার করে এবং পরে কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে নয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃত তনু খাস্তগীর হালিশহরের বাসিন্দা এবং একসময় বিজেপির ব্যারাকপুর মহিলা মোর্চার সহ-সম্পাদিকা ছিলেন। পুলিশ সূত্রে জানা_gিয়েছে, এক ব্যক্তি অভিযোগ করেন যে দুই সপ্তাহের মধ্যে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। দীর্ঘদিন কেটে গেলেও চাকরি না হওয়ার কারণে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে ধৃতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি তদন্তকারীদের। শনিবার पुनরায় আদালতে তোলার পথে বিস্ফোরক মন্তব্য করেন তনু খাস্তগীর। তাঁর দাবি, দলেরই একটি অংশ তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। আদালতে তোলার সময় তিনি কল্য়াণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে অভিযোগ করেন এবং বলেন, চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হতো তাঁর অ্যাকাউন্টের মাধ্যমে। পাশাপাশি বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্রের নামও তিনি এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বলে দাবি করেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তাঁর বক্তব্য, তনু খাস্তগীর তৃণমূল কংগ্রেসের এজেন্ট এবং নতুন নতুন গল্প সাজিয়ে বিজেপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। তিনি দাবি করেন, তনু খাস্তগীরের সঙ্গে তাঁর কোনওদিন কথাই হয়নি। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণ করেছে। তৃণমূলের দাবি, কল্যাণী ও আশপাশের এলাকায় চাকরি দেওয়ার নামে টাকা লেনদেনের ঘটনা নতুন নয় এবং এই ঘটনায় সেই অভিযোগই সত্য প্রমাণিত হচ্ছে। গোটা ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SRSanjoy Rajbanshi
Dec 14, 2025 09:50:11
Kalna, West Bengal:দিনে দুপুরে বা রাতের অন্ধকারে ভাগীরথী নদীর পার থেকে মাটি ও বালি কেটে নিয়ে চম্পট দিচ্ছে মাফিয়াদের তাণ্ডব, এইতেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে কালনা মহকুমা জুড়ে, বালি ও মাটি অবৈধ ভাবে কেটে নেওয়াই বাড়ছে নদী ভাঙ্গন, জেনেও নিঃরব প্রশাসন, কালনার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পাটুলি মহাজনপট্টি এলাকায় বালি মাফিয়াদের লাগামছাড়া দৌরাত্ম্যের বিরুদ্ধে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। অবৈধ ভাবে দিনে ও রাতে বালি, মাটি তোলা ও পরিবহণের অভিযোগে গোটা মহকুমা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। স্থানীয়দের দাবি, বেআইনিভাবে বালি ও মাটি চুরি করে নিয়ে গেছে, কালনার পূর্ব সাত গেছিয়া পঞ্চাতের অধীনে নদীর পারেও বালি ও মাটি কেটে নিয়েছে মাটি মাফিয়ারা, গতকাল কালনার পূর্বস্থলির পাটুলিতে বালি বহনের অভিযোগে অন্তত ১১টি বালি বোঝাই ট্রাক্টর ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে পূর্বস্থলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও, পুলিশের উপস্থিতিতেও ক্ষোভ প্রশমিত হয়নি। উল্টো বিক্ষোভ আরও তীব্র আকার নেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি ঘিরে ধরে তীব্র প্রতিবাদ জানান। বালি ও মাটি চুরির ফলে নদীর পারে আবারো ভাঙানোর দেখা দিচ্ছে, মাথায় হাত কৃষকদের, বাসিন্দাদের অভিযোগ, কালনা, পূর্বস্থলীর পাটুলি ও সংলগ্ন এলাকায় প্রতিদিন প্রায় ১৫০টিরও বেশি বালি বোঝাই ট্রাক্টর অবাধে চলাচল করছে। গঙ্গার তট কেটে বেআইনিভাবে বালি তুলে তা কালনা, পূর্বস্থলি, মন্তেশ্বর ও কাটোয়ার একাধিক ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। অভিযোগ উঠেছে, এই বিষয়ে মুখ খুলতে নারাজ প্রশাসন,
0
comment0
Report
BBBimal Basu
Dec 14, 2025 09:23:34
Basirhat, West Bengal:ভোলা ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় হাসনাবাদ থানায় খড়মপুর এলাকা থেকে গ্রেফতার আরও এক নাম গোলাম হোসেন মোল্লা আজ গোলাম হোসেন কে ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। হাসনাবাদ থানা এলাকা থেকে গোলাম হোসেন মোল্লা নামে আরো একজনকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ। ধৃত এই গোলাম হোসেনের বাড়ি ন্যাজাট থানার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের শিমুলহাটি এলাকায় ‌। ভোলা ঘোষ কে খুনের ঘটনায় বেশ কয়েকজন চক্রান্তকারীর মধ্যে গোলাম হোসেন মোল্লা নাম আসে যদিও এর নামে কোন লিখিত অভিযোগ করেনি ভোলা ঘোষ। পুলিশ তদন্তে নেমে এর নাম জানতে পারে তার পর তাকে গ্রেফতার করে পুলিস আজ গোলাম হোসেন মোল্লাকে ১৪ দিনের পুলিসি হেপাজাত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়。 1) বাইট B ভোলা ঘোষ বিমল বসু বসিরহাট
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Dec 14, 2025 09:22:56
Kalna, West Bengal:पूर्वस्थলী-২ ब्लকের मोर्टला ग्राम पंचायत के तृणমূল कांग्रेस प्रमुख सन्तोषी दास के नागरिकत्व को लेकर चंचल आरोपों के कारण इलाके में तेज तनाव है। स्थानीय निवासियों के अनुसार पंचायत प्रमुख वास्तव में भारतीय नागरिक नहीं हैं। वेब Bangladesh से भारत आकर जाल स्मRT/नथीय दस्तावेज के जरिये चुनाव लड़ा गया—इस बारे में कालना उप-विभागीय अधिकारी और जिलाधिकारी के पास लिखित शिकायतें दर्ज हैं। शिकायतकर्ताओं के अनुसार सन्तोषी दास के रेशन कार्ड संबंधी जानकारी में कई inconsistयताएं हैं। रेशन कार्ड के अनुसार उनका पिता का नाम मौंटू सरकार है, पर परिवार के प्रमुख के रूप में पंकज बड़ुई का नाम दिखाया गया है। इसके साथ ही, बताया गया है कि रेशन कार्ड के अनुसार केवल 12 वर्ष की आयु में यह दस्तावेज बना लिया गया था। स्थानीय निवासी गौतम मंडल एवं प्रणब घोष ने बताया कि बेलडांगा इलाके में जाकर कंही भी इस नाम के व्यक्ति की उपस्थिति नहीं मिली। उनका कहना है कि पंचायत प्रमुख और उनके पति-ससुर के परिवार 2010 के बाद Bangladesh से India आए और बाद में जाल नथियों के जरिये चुनाव में भाग लिया। मांग की जा रही है कि मोर्तला क्षेत्र के레스नर रेशन कार्ड से जुड़ी सूचनाओं की जाँच हो तो सारा तथ्य सामने आ जाएगा। कालनार महकमा अधिकारी अहिंसा जैन ने कहा, शिकायतें उनके पास आईं, बीडीओ के साथ चर्चा की गई है और पूरी निगरानी के साथ जांच होगी। दूसरी तरफ मोर्तला पंचायत प्रमुख संतोषी दास ने सभी आरोपों को खारिज किया है, उनका कहना है कि आवश्यक कागजात वही दिखाएंगी जिनकी जरूरत है; रेशन कार्ड में परिवार के प्रमुख के रूप में जिन्हें दिखाया गया है, वे उनके पिता के मामा के बेटे हैं। प्रश्न उठ रहा है कि पिता के मामा के बेटे का परिवार प्रमुख के रूप में रेशन कार्ड में कैसे शामिल हो गया। साथ ही, प्राथमिक के पिता के वर्तमान पते के बारे में स्पष्ट जानकारी नहीं दे पाने से शंका और गहरा गई है। पंचायत के विरोधी भाजपा सदस्य सोनाचंद राहा ने कहा, क्षेत्र में कई दिन से यह बात विदेशी नागरिक होने पर सुनाई दे रही है; अगर वह विदेशी नागरिक हैं तो चुनाव में भाग कैसे लिया? स्थानीय निवासियों ने बेलडांगा इलाके में სत्यापन की मांग को आगे बढ़ाते हुए प्रशासन पर दबाव बढ़ा दिया है। अब प्रशासनिक जांच से ही स्पष्ट होगा कि आरोप कितने सच हैं और नागरिकता के विवाद में पंचायत प्रमुख किस दिशा में जाएगा।
0
comment0
Report
ABArup Basak
Dec 14, 2025 09:22:40
Mal Bazar, West Bengal:**শ্রমিক–মালিক অসন্তোষে ফের বন্ধ ডুয়ার্সের চা বাগান, কর্মহীন ১০৭৬ শ্রমিক** শ্রমিক–মালিক অসন্তোষের জেরে ফের বন্ধ হয়ে গেল ডুয়ার্সের আরও একটি চা বাগান। গভীর রাতে ডুয়ার্সের মোগলকাটা চা বাগান ছেড়ে পালিয়ে যায় মালিকপক্ষ। এর জেরে এক ধাক্কায় কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ১,০৭৬ জন চা শ্রমিক। সকালে প্রতিদিনের মতো কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখেন, বাগানে নেই কোনও কর্তৃপক্ষ, এমনকি বাগানের ভিতরে নেই কোনও গাড়িও। বিষয়টি জানাজানি হতেই দ্রুত খবর ছড়িয়ে পড়ে এবং শত শত চা শ্রমিক ভিড় জমান বাগানের কারখানার গেটের সামনে। বন্ধ বাগান ঘিরে শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রাক্তন নাগরাকাটা বিধায়ক সুখমইত ওরাও এবং তৃণমূল কংগ্রেস নেতা জন বারলা। তাঁরা শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। চা শ্রমিকদের অভিযোগ, মালিক কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই বেতন ও মজুরি বকেয়া রেখে দিয়েছেন। পুজোর বোনাসও এখনও পর্যন্ত প্রদান করা হয়নি। একাধিকবার বকেয়া মজুরি ও প্রাপ্য টাকার দাবিতে মালিকপক্ষের কাছে জানানো হলেও কোনও সুরাহা মেলেনি। অভিযোগ, কোনও রকম পাওনা মেটানো ছাড়াই রাতে গোপনে বাগান ছেড়ে পালিয়ে যান মালিকপক্ষ। শ্রমিকদের স্পষ্ট দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে মালিক কর্তৃপক্ষকে ধরে এনে বাগান চালুর ব্যবস্থা করুক এবং সমস্ত বকেয়া মজুরি ও বোনাস অবিলম্বে পরিশোধ করাক। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। বাইট ১) শ্রমিক নেতা। ২) তৃণমূল কংগ্রেস নেতা জন বারলা। ৩) দশরাম ওড়াও শ্রমিক。
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 14, 2025 09:21:46
Durgapur, West Bengal:*হোটেলের পাঁচিল জোর করে ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের ভূমি কর্মাধ্যক্ষের বিরুদ্ধে । বিতর্কের মুখে তৃণমূল নেতা। থানায় লিখিত অভিযোগ। তদন্তে পুলিশ। দলবল নিয়ে এসে হোটেলের পাঁচিল ভেঙে দেওয়ার অভিযোগ। বিতর্কের মুখে কাঁকসা পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ আবুল আলম খান ওরফে পিরু খান। কেন সরকারী পদে থেকে দলবল নিয়ে এসে তার হোটেলের পাঁচিল ভেঙে দিল তৃণমূল নেতা পীরু খান তা নিয়ে প্রশ্ন তুলেছেন দুর্গাপুরের কাঁকসার দার্জিলিং মোড়ের হোটেল মালিক গৌতম ধীবর, তার আরও বক্তব্য, শাসক দলে থেকে এই ধরনের অত্যাচার করছে । অভিযোগ শনিবার রাতে তৃণমূল নেতা পীরু খানের নেতৃত্বে তার দলবল কাঁকসা থানায় পীরু খানের নামে কাঁকসা থানায় লিখিত অভিযোগ করে হোটেল মালিক গৌতম ধীবর। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল নেতা পীরু খান বলে, এটা অন্য লোকের জায়গা। জোর করে দখল করে পাঁচিল তোলা হচ্ছে। পুলিশ ব্যবস্থা নিল না কেন এই প্রশ্ন তুলে নিজের ফেসবুক প্রোফাইলে পোষ্ট করে প্রতিবাদে সরব বিজেপি নেতা রমণ শর্মা। অন্যায় কাজে কেউ যুক্ত থাকলে রেয়াত করবে না দল, সাফ জানালো জেলা তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 14, 2025 09:20:23
Kaji Chak, West Bengal:বাড়ির সিলিং পাখা থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ক্ষীরপাই পৌরসভার আট নাম্বার ওয়ার্ডের কাশিগঞ্জ গ্রামের ঘটনা। মৃতের নাম কার্তিক সাউ, বয়স আনুমানিক ২০। বাবা মায়ের সাথে বাড়ীতেই থাকত কার্তীক। প্রতিবেশীদের কাছ থেকে জানাযায় কাল সন্ধ্যায় কোনো বিষয় নিয়ে বাবা মায়ের সাথে বচসা হয়েছিল。 এদিকে সকাল হতে ছেলেকে ডাকাডাকি শুরু করেন কিন্তু কোনো সাড়া না মেলায় দরজা ভেঙ্গে ভিতরে যেতেই সিলিং ফ্যানে ঝুলতে দেখেন ছেলেকে। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি。 ছবি 2c তে
0
comment0
Report
BMBiswajit Mitra
Dec 14, 2025 09:20:00
Ranaghat, West Bengal:এসআইআর আতঙ্কে ফের আত্মঘাতী হওয়ার ঘটনা। এবার ঘটনাস্থল নদিয়ার রাণাঘাটের ধানতলা থানা এলাকার মাটিকুমড়া মধ্যপাড়ার। মৃত্যুর পর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মৃত্যু ব্যক্তির নাম সুশান্ত বিশ্বাস। বয়স ৬০ বছর। রবিবার তাঁর নিজের বাড়িতেই একটি ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। পরিবার의 সাফ অভিযোগ, দীর্ঘদিন ধরে এসআইআর আতঙ্কে ভুগছিলেন ওই বৃদ্ধ। বেরোনো বন্ধ হয়ে গিয়েছিল ঘর থেকে। পাড়া প্রতিবেশীরা বোঝালেও আতঙ্ক কাটছিল না তাঁর। ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ যেতে পারে এবং নিজের ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যেতে হতে পারে এই আশঙ্কায় ক্রমশ অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। যদিও প্রতিবেশীদের দাবি, সুশান্ত বাবুরা দীর্ঘদিনের বাসিন্দা এখানকার। তাঁর মায়ের নাম ছিল ২০০২ এর তালিকা। কিন্তু তা সত্ত্বেও কেন তিনি এতটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ১. নমিতা বিশ্বাস (মৃত সুশান্ত বিশ্বাসের স্ত্রী) ২. বকুল সরকার (প্রতিবেশী) ৩. রূপঙ্কর বন্দ্যোপাধ্যায় (রাণাঘাট-২বি ব্লকের তৃণমূল, সভাপতি) ৪. সোমনাথ কর (মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা, বিজেপি)
0
comment0
Report
ANArnabangshu Neogi
Dec 14, 2025 09:19:41
Kolkata, West Bengal:দ্যুতিময় ভট্টাচার্য আমাকে এই মামলায় ফ্রেম করা হয়েছে। আমি ইভেন্ট ম্যানেজার। আমি কেন রেসপোজিবেল হতে যাব? আমাকে অভিযুক্ত করা হয়েছে। তাতে আমার নাম খারাপ হচ্ছে। মেসির কাছে আমার নাম খারাপ হয়েছে। MPO বিপিপি ধরার পিডিপিপি 3 - সাপত্তি ভাঙার ( আমি কি করলাম? আমি ভাঙি নি) এমপিও 9 - আমি এমন করলাম যে এটা আমার বিরুদ্ধে দেওয়া হচ্ছে? ইভেন্ট ম্যানেজার এর অর্গানাজার কোনও মিল নেই । ১৪ দিনের পিসি চাইছে পুলিশ। এতদিন কেন? রাজ্য (Amitabh laha) - আমাদের ধারা bns 3/5 Sec 45, 46 ধারা দেওয়া হয়েছে উনি ইভেন্ট আয়োজন করেছেন। কে সামনে যাবে কে থাকবে না সেটা তারা ঠিক করে। FIR বলা হয়েছে, আয়োজকরা যখন মাঠে ঢোকে তারা ঘুরে বেড়াচ্ছেন। তাদের জন্যে গ্যালারি থেকে দেখা যাচ্ছিল না। তারা লোকজন দিয়ে ঘিরে ছিল। মানুষ দেখতে পায়নি。 ভ্গচুর হয়। পুলিশ আহত হয়েছে। 14 দিন চাই। তার ১০টি ভিত্তি আছে। * ঘটনাস্থল দেখা হবে। প্রমাণ সংগ্রহ, শনাক্ত করণের জন্যে দরকার। বেল হলে তদন্তে ক্ষতি হবে। Regarding todays incident, a suo motu case has been registered vide BDN South PS Case No-216/25 dt 13/12/25 u/s 192/324(4)(5)/326(5)/132/121(1)/121(2)/45/46 BNS & u/s 9 MPO Act & u/s 3 PDPP Act. Investigation is proceeding. Nishan majumder jm
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 14, 2025 09:19:28
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 14, 2025 08:17:03
Barrackpore, Kolkata, West Bengal:নোয়াপাড়ায় আজ শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং এর সভা তৃনমুলের যোগদান, আমাদের টিভি৯ বাংলায় জানালেন প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতি প্রিয় মল্লিকের ছায়া সংগী মৃন্ময় কাশ্যপী এবং তৃনমুলের উত্তর ব্যারাকপুর পুরসভা কাউন্সিলর শ্রাবনী কাশ্যাপী বিজেপি তে যোগদান করছেন দলে গুরুত্বহীন!! জন প্রতিনিধি হিসেবে কাজ করতে বাধা!! এলাকায় উন্নয়নের কাজে পৌরপ্রধানের দল উচ্চ নেতৃত্ব কে বারংবার জানিয়ে ও কোন ফল হয়নি!! তাই অবশেষে দল এবং কাউন্সিলর পদ ছাড়তে বাধ্য হলো বলে জানালেন ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর উত্তর ব্যারাকপুর পৌরসভার শ্রাবণী কাশ্যপী।ক্ষুব্ধ কাউন্সিলর শ্রাবনী কাশ্যপী জানালেন আর তৃনমুলে নয়!! এবার অর্জুন সিং এর হাত ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মঞ্চে যোগ দিচ্ছেন আজ। বাইটঃ- শ্রাবণী কাশ্যপী (ক্ষুব্ধ তৃনমুল কাউন্সিলর উত্তর ব্যারাকপুর পুরসভা ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর) আজ শুভেন্দু অধিকারীর মঞ্চে অর্জুন সিং এর হাত ধরে বিজেপি তে যোগদান করছেন বলে জানান প্রাক্তন খাদ্য মন্ত্রী মৃন্ময় কাশ্যপী।মৃন্ময় কাশ্যপি জানান, দিন কে দিন দুর্নীতি তে জড়াচ্ছে দল তাতে দল করতে গেলে এলাকার মানুষ চোর বলছেন। তাইবেই জ্বালার হাত থেকে রেহাই পেতেই তৃনমুল ছেড়ে অর্জুন সিং এর হাত ধরে শুভেন্দু অধিকারী মঞ্চে বিজেপি তে যোগদান করতে যাচ্ছি বলে জানান এক সময়ে তৃনমুলের কাউন্সিলর মৃন্ময় কাশ্যপী
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 14, 2025 08:16:30
Barrackpore, Kolkata, West Bengal:নোয়াপাড়ায় আজ শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং এর সভা তৃনমুলের যোগদান, আমাদের টিভি৯ বাংলায় জানালেন প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতি প্রিয় মল্লিকের ছায়া সংগী মৃন্ময় কাশ্যপী এবং তৃনমুলের উত্তর ব্যারাকপুর পুরসভা কাউন্সিলর শ্রাবনী কাশ্যাপী বিজেপি তে যোগদান করছেন দলে গুরুত্বহীন!! জন প্রতিনিধি হিসেবে কাজ করতে বাধা!! এলাকায় উন্নয়নের কাজে পৌরপ্রধানের। দল উচ্চ নেতৃত্ব কে বারংবার জানিয়ে ও কোন ফল হয়নি!! তাই অবশেষে দল এবং কাউন্সিলর পদ ছাড়তে বাধ্য হলো বলে জানালেন ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর উত্তর ব্যারাকপুর পৌরসভার শ্রাবণী কাশ্যপী।ক্ষুব্ধ কাউন্সিলর শ্রাবনী কাশ্যপী জানালেন আর তৃনমুলে নয়!! এবার অর্জুন সিং এর হাত ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মঞ্চে যোগ দিচ্ছি আজ। বাইটঃ- শ্রাবণী কাশ্যপী (ক্ষুব্ধ তৃনমুল কাউন্সিলর উত্তর ব্যারাকপুর পুরসভা ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর) আজ শুভেন্দু অধিকারীর মঞ্চে অর্জুন সিং এর হাত ধরে বিজেপি তে যোগদান করছেন বলে জানালেন প্রাক্তন খাদ্য মন্ত্রীর ছায়া সংগী মৃন্ময় কাশ্যপী।মৃন্ময় কাশ্যপি জানান,যেভাবে দিন কে দিন দুর্নীতি তে জড়াচ্ছে দল তাতে দল করতে গেলে এলাকার মানুষ চোর বলছেন। তাইবেই জ্বালার হাত থেকে রেহাই পেতেই তৃনমুল ছেড়ে অর্জুন সিং এর হাত ধরে শ্রাবণী কাশ্যপী বিজেপি তে যোগদান করতে যাচ্ছি বলে জানান এক সময়ে তৃনমুলের কাউন্সিলর মৃন্ময় কাশ্যপী বাইটঃ- মৃন্ময় কাশ্যপি( উত্তর ২৪ পরগনার চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির মেম্বার এবং নোয়াপাড়া বিধান সভার তৃনমুলের সাধারণ সম্পাদক)
0
comment0
Report
CDChampak Dutta
Dec 14, 2025 08:06:52
Kaji Chak, West Bengal:সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দেয়া হবে ল্যাংড়ার মত ওরা চলতে থাকবে, বাঁচার চেষ্টা করবে অতএব তৃণমূল কে ওরা বাঁচাতে যাবে না, মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে এমনই বললেন বিজেপি বিধায়ক। ঘাটালে পরিবর্তন সভায় বিস্ফোরক ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট, ২৬ এর নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক আধিকারিকদের তীব্রভাবে হুঁশিয়ারি ২৬ এর নির্বাচনে পুলিশের ভেঙে দেয়া হবে হাত পা, পুলিশ বলবে আমাদের বাঁচতে দিন, নির্বাচনে থাকবে না কোন তৃণমূল বিডিও এসডিও, এমনকি ২৬ এর নির্বাচনে থাকবে না কোন তৃণমূলের চোর নেতারা। ঘাটাল ব্লকের এক নম্বর অঞ্চলের সুলতানপুরে শনিবার সন্ধ্যেয় পরিবর্তন সভায় উপস্থিত হয়ে মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। পাগলের প্রলাপ বলে পাল্টা কটাক্ষ তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি。
0
comment0
Report
BSBhabananda Singha
Dec 14, 2025 07:31:54
Dinajpur, Rangpur Division:এক শতক জমি বিবাদে ঘরে ঢুকে নাবালিকাকে ছররা গুলিতে খুন, ইসলামপুরে চাঞ্চল্য উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি এলাকায় এক শতক বিতর্কিত জমির দখলকে কেন্দ্র করে ভয়াবহ হিংসার ঘটনা ঘটল। অভিযোগ, শনিবার রাতে দুস্কৃতীরা ঘরে ঢুকে ১২ বছরের নাবালিকা কৌশিরাকে ছররা গুলিতে ঝাঁঝরা করে খুন করে। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে, গ্রামে চাপা উত্তেজনা বিরাজ করছে。 স্থানীয় সূত্রে জানা_gিয়েছে, দীর্ঘদিন ধরেই এলাকায় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে ক্ষমতা দখলের লড়াই চলছিল। তারই মাঝে মাত্র এক শতক জমির দখল নিয়ে বিবাদ বাঁধে মহাম্মদ জাহিদ ও হাকিমুদ্দিন নুর আলমদের মধ্যে। বিষয়টি গ্রাম্য সালিশির মাধ্যমে মেটানোর কথা থাকলেও অভিযোগ, শনিবার রাতে আচমকাই জাহিদের বাড়িতে হামলা চালায় হাকিমুদ্দিন বাহিনী। এলাকায় বোমাবাজির অভিযোগও উঠেছে。 ঘটনার সময় জাহিদ বাড়িতে থাকলেও হামলার মুখে তিনি পালিয়ে যান বলে দাবি। সেই সময় ঘরের ভিতরে শুয়ে ছিল তার নাবালিকা মেয়েকে কৌশিরাকে। অভিযোগ, দুস্কৃতীরা ঘরে ঢুকে বিছানার মধ্যেই কৌশিরাকে ছররা গুলিতে গুলি করে খুন করে। ঘটনার পর পুলিশ কয়েকজনকে আটক করেছে বলে খবর। ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মহাম্মদ রফিক আলম জানান, “ওরা লাগাতারareas বিবাদ সৃষ্টি করে। আট দিন আগে জমি বিবাদ নিয়ে নেতৃত্বরা স্পটে গিয়েছিল। সেই সময় নেতাদের সামনেই জাহিদের উপর চড়াও হয় হাকিমুদ্দিনরা। পুলিশি হস্তক্ষেপে তখন পরিস্থিতি সামাল দেওয়া হয়। আজ পরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে নাবালিকা মেয়েটিকে খুন করা হয়েছে। আমরা দোষীদের কঠোর আইনি শাস্তি চাই।” মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ এলাকা। আতঙ্কের পরিবেশে ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা。 বাইটঃ ১) মহা জাহিদ (মৃতের বাবা) ২) মহাম্মদ রফিক আলম (গ্রাম পঞ্চায়েত সদস্য) 1412ZG_NDIN_MTKNDA_MDR_R
0
comment0
Report
PDPradyut Das
Dec 14, 2025 07:30:39
Jalpaiguri, West Bengal:ময়নাগুড়িতে প্রেমিকের অকাল মৃত্যুতে চরম সিদ্ধান্ত নিল নাবালিকা। হতবাক পরিবার। শোকের ছায়া গোটা এলাকায়। প্রেমিকের মৃত্যুর শোক সইতে না পেরে মর্মান্তিক সিদ্ধান্ত নাবালিকা প্রেমিকার, আট দিনের জীবন যুদ্ধের পর নিভে গেল ১৭ বছরের জীবন। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চুরা ভান্ডার গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শালবাড়ি এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রেমিকের মৃত্যুর ঠিক পরের দিনই কীটনাশক পান করে ১৭ বছরের নাবালিকা কিশোরী মনীষা রায়। টানা আট দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার জলপাইগুড়ি สุপার স্পেশালিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করল সে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে ময়নাগুড়ির জল্পেশ area's এক কিশোরের সঙ্গে মনীষার গভীর প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। বিষয়টি দুই পরিবারেরই জানা ছিল এবং তারা এই সম্পর্ক মেনে নেওয়ার কথাও স্থির ছিল। কিন্তু হঠাৎ করেই সবকিছু ওলটপালট হয়ে যায়। কয়েকদিন আগে শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মনীষার প্রেমিক। চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়। এই অকাল মৃত্যুতে ভেঙে পড়ে মনীষা। প্রিয় মানুষের চলে যাওয়ার শোক সে কিছুতেই মেনে নিতে পারেনি বলে পরিবারের দাবি। প্রেমিকের মৃত্যুর ঠিক পরের দিনই মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে, এরপরই কীটনাশক খেয়ে ফেলেন মনীষা বলে পরিবারের তরফে পিতা খগেন্দ্রনাথ রায়ের দাবি। সংকটজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুরু হয় দীর্ঘ চিকিৎসা, কিন্তু জীবনযুদ্ধে শেষরক্ষা হল না। টানা আট দিন মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়েও অবশেষে হার মানে কিশোরীর প্রাণ। মনীষার মৃত্যুর খবরে পশ্চিম শালবাড়ি এলাকায় শোকস্তব্ধ পরিবেশ তৈরি হয়েছে। একসঙ্গে নিভে গেল দু’টি তরতাজা জীবন, ভেঙে পড়েছেন দুই পরিবারের সদস্যরাও। অকালেই থেমে গেল এক কিশোরী প্রেমের গল্প, রেখে গেল না-পাওয়ার গভীর হাহাকার আর অসীম বেদনা।
0
comment0
Report
Advertisement
Back to top