Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700120

शेख हसीना: मौत की सजा मानने से इनकार, दावा एकपक्षीय फैसले का

BSBarun Sengupta
Nov 17, 2025 10:51:53
Barrackpur Cantonment, West Bengal
রবীন্দ্র ঘোষ শেখ হাসিনা মৃত্যুদণ্ডকে মেনে নিতে পারছেন না তার দাবি এটা একতরফা সিদ্ধান্ত। যেখানে যার মৃত্যু দন্ড দেওয়া হচ্ছে সেই দেশে উপস্থিত নেই তাহলে কিভাবে এই রায় ঘোষণা হল।
20
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ALArup Laha
Nov 17, 2025 12:53:10
Belna, West Bengal:পার্কিংয়ে গাড়ি রাখা কেন্দ্র করে বচসা, তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তোলেন একজন পঞ্চায়েত সদস্যা। এই ঘটনায় বর্ধমান শহরের উৎসব ময়দানে অস্থায়ী পার্কিং ঘিরে উত্তেজনা ছড়ায় রবিবার রাতে। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্যার সঙ্গে অশালীন আচরণ করেন শাসক দলেরই এক কাউন্সিলর। ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজনৈতিক মহল। রবিবার সন্ধ্যায় বর্ধমান ২ নম্বর ব্লকের বৈকুত্থপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা সুজাতা মণ্ডল সপরিবারে মেলায় যান। মেলায় প্রবেশের আগে তিনিগ স্কুটি পার্কিং এলাকায় রাখেন। মেলা শেষে ফিরেই দেখেন স্কুটির বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ ও দাগ। অভিযোগ, বিষয়টি নিয়ে পার্কিং-কর্মীদের সঙ্গে কথা বলতে গেলে বর্ধমান পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনৎ বক্সী ঘটনাস্থলে ডুকে গালিগালাজ করেন। এমনকি সুজাতার হাত টেনে তাঁকে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগও ওঠে কাউন্সিলের বিরুদ্ধে। সুজাতার দাবি, ঘটনার পর স্থানীয় তৃণমূল পার্টি অফিসে তাঁকে ডেকে আরও ধমকানো হয়। দলেরই একজন মহিলা জনপ্রতিনিধির সঙ্গে এমন আচরণের তীব্র নিন্দা করে কাউন্সিলর সনৎ বক্সীর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি। সুজাতা জানিয়েছেন, শীঘ্রই থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। ঘটনাকে হাতিয়ার করে বিজেপি তৃণমূল সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেছে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে তাঁর দলীয় মহিলা নেত্রীরাই নিরাপদ নন। সাধারণ মহিলাদের সুরক্ষা দেবেন কী করে? মা-মাটি-মানুষ কেউই সুরক্ষিত নয়।” পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতানোর আহ্বান জানান তিনি। অন্যদিকে, তৃণমূল নেতা বাগবুল ইসলাম বলেন, “এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। দু’জনেই জনপ্রতিনিধি, তাঁদের তর্কে অন্য কারও জড়ানো উচিত হয়নি। দল থেকে সবসময় নম্র ও সংযত আচরণের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে অভিযুক্ত ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনৎ বক্সির দাবী সুজাতা হালদারই খারাপ ব্যবহার করেন। তিনি ঝামেলা অশান্তি মেটাতে গেলে তার সঙ্গেও খারাপ আচরণ করে।
0
comment0
Report
BBBimal Basu
Nov 17, 2025 12:52:53
Basirhat, West Bengal:এস আই আর আবহে স্বরূপনগর থানার হाकিমপুর সীমান্তবর্তী এলাকায় ভারতে থাকা বাংলাদেশীদের ভিড়। ভারতের বিভিন্ন প্রান্তে তাদের ফিরে যাওয়ার হিড়িক। জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে এ রাজ্যে শুরু হয়েছে এসআইআর। আর এই এস আই আর শুরু হতেই একদিকে যেমন রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশীদের বসবাস লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে আজ দেখা গেল সীমান্তবর্তী স্বরূপনগর থানার হाकিমপুর সীমান্তের চেকপোস্টের কাছে অনুপ্রবেশকারীদের ভিড়। অনুপ্রবেশকারীরা জানান কেউ দু বছর আগে কেউ বা চার বছর কেউবা পাঁচ বছর আগে দালাল মারফত সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। প্রবেশ করে এ রাজ্যের ভারতের বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন রকম কাজকর্মে নিযুক্ত ছিল। নিউটাউনের আটঘরা, সিটি সেন্টার, গুলশান কলোনি সহ বিভিন্ন জায়গায় তারা অবৈধভাবে বসবাস করত। এস আই আর শুরু হতেই এই অবৈধ অনুপ্রবেশকারীরা, ব্যাগ পাটরা গুছিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে। স্বরূপনগরের সীমান্তবর্তী হাকিমপুর চেক পোস্ট সংলগ্ন এলাকায় প্রায় সাড়ে তিনশো বাংলাদেশির ভিড় জমায় তাদের নিজের দেশ বাংলাদেশে। দিনের শেষে বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ডের যৌথ উদ্যোগে এই সমস্ত অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে সূত্র মারফোত খবর।
0
comment0
Report
MMManoj Mondal
Nov 17, 2025 12:52:08
Kolkata, West Bengal:চলতি মাসের ৫ তারিখ মতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি মমতা ঠাকুরের নির্দেশে মতুয়া গোসাই পাগলরা এস আই আর এর সরলিকরণ ও নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে আমরণ অনশনে বসে। পরবর্তীতে কর্মসূচির মাঝামাঝি সময় এই সকল গোঁসাই পাগলদের সাথে যোগ দেন মমতা ঠাকুর। অনশন চলাকালীন রাজনৈতিক দল যেমন সিপিএম , কংগ্রেস এর পক্ষ থেকে একাধিক সময় একাধিক প্রতিনিধি দল এই অনশন মঞ্চে অনশনকারীদের সাথে সাক্ষাৎ করেছেন। প্রত্যেকেই অনশনকারীদের আশ্বস্ত করেছেন পরবর্তী বৃহত্তর আন্দোলনে তাদের পাশে থাকার। পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে শশী পাঁজা সহ একটি প্রতিনিধি দল ঠাকুরবাড়িতে পৌঁছান এবং অনশনকারীদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দেন। অনশন প্রত্যাহার করে সুস্থ থেকে লড়াই করার বার্তা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর এই বার্তা কে মান্যতা দিয়ে আজ ঠাকুরবাড়ির আমরণ অনশনের ১৩ তম দিনে অনশনকারী সকলে ফলের রস পান করে ও পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনের অঙ্গীকার নিয়ে তারা এই অনশন ভঙ্গ করেন। অনশনে অসুস্থ হয়ে পড়েন মমতা ঠাকুর অনশন ভঙ্গের পর তাকে বনগাঁ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় । আজ অনশন মঞ্চে সিপিএমের পক্ষ থেকে উপস্থিত হন সুজন চক্রবর্তী ও কংগ্রেসের পক্ষ থেকেও একাধিক নেতৃত্বরা । মমতা ঠাকুর কে, বনগা হাসপাতালে দেখতে যাওয়ার কথাও জানান সুজন চক্রবর্তী এবং তিনি আরো জানান পরবর্তীতে মতুয়াদের এই আন্দোলনের সাথে তারা আছেন সর্ব রকম ভাবে তারা আন্দোলনকারীদের পাশে থাকবেন।
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 17, 2025 12:51:30
Chinsurah, West Bengal:भोर की पहली किरण फूटने से पहले ही उनकी साइकिल के पहिये घूमने शुरू हो जाते हैं। हुगली चुचुड़ा नगर पालिका के गलियों-मुहल्लों में कहाँ पानी की समस्या, कहाँ सड़कें खस्ताहाल, कहाँ कचरे का ढेर, कहाँ स्ट्रीट लाइट बंद है या फिर दिन निकलने के बाद भी लाइट जलती रहगई — ऐसे विभिन्न नागरिक समस्याओं की खोज में वे घूमते रहते हैं। छोटी डायरी में सबकुछ लिखकर नगर पालिका के संबंधित विभाग में समाधान के लिए जमा भी कर आते हैं। नगर और नागरिकों की समसया तुरंत प्रशासन तक पहुँचाने के लिए लगभग एक दशक से भी जयदा समय से इस तरह दौड़धूप करते आ रहे हैं 63 वर्षीय असित बरण सेन। बिना पैसों के चारों ओर नज़र रखने वाले चौकन्ने पहरेदार वे हैं। चुचुड़ा नगर पालिका के 25 नंबर वार्ड में रहते हैं असित बरण बाबू। घर में पत्नी उर्मिला देवी हैं और दो बेटे हैं जो इलेक्ट्रॉनिक उपकरण ठीक करने के काम से जुड़े। साल 2012 तक असित बाबू कोलकाता की एक निजी कंपनी में कार्यरत थे। वहां से रिटायर हो कर अब एक संस्था में केयरटेकर के रूप में काम कर रहे हैं। दुर्गा पूजा के समय प्रतिमा विसर्जन के बाद उसका ढांचा और आसपास कचरा जमा होने की भी निगरानी रखते हैं। गंगा घाटों में कूड़े-कचरे का ढेर या जलाशय गंदा दिख स्थानीय नगर पार्षद को तुरंत जानकारी देते हैं। असित बताते हैं — बचपन में एनसीसी करने के समय से ही जनसेवा की इच्छा जगी थी, लेकिन आर्थिक स्थिति की वजह से पूरी तरह संभव नहीं हुआ। इस तरह बिना किसी लाभ के समाज के लिए काम करते हुए कई कठिनाइयों का सामना भी करना पड़ता है। सूरज निकलने से पहले ही साइकिल से पूरे इलाके का निरीक्षण, फिर रिपोर्ट तैयार कर नगर पालिका में जमा — यही उनकी दिनचर्या है। वे कहते हैं, “पेशा तो पैसे के लिए करते हैं, लेकिन जनता के लिए काम करने से जो मानसिक शांति मिलता है, उसका कोई मूल्य नहीं। इससे जेब नहीं भरती, लेकिन मन जरूर भर जाता है।” और असित बाबू के इस निस्वार्थ काम से खुश भी शहरवासी।
0
comment0
Report
MMManoj Mondal
Nov 17, 2025 12:51:12
Kolkata, West Bengal:বাবার কাছ থেকে দু’টাকা নিয়ে দোকানে খাবার কিনতে গিয়ে নিখোঁজ হয়েছিল বছর ১১ এর ফারদিন নবি । পাঁচ দিন পর বাড়ির পাশের একটি শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় তার পচাগলা দেহ উদ্ধার করেছিল বারাসাত থানার পুলিশ। এই ঘটনার পরেই উত্তেজনা সৃষ্টি হয়েছিল উত্তর ২৪ পরগনার বারাসতের কাজিপাড়া এলাকায়। সেদিন বালকের মৃত্যুর খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে আসতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল পরিবার ও স্থানীয়েরা। পুলিশের উপর হামলারও অভিযোগ উঠেছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, মৃত বালকের নাম ফারদিন নবি। তার বয়স ছিল ১১ বছর। ফারদিন পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।২০২৪ সালের জুন মাসে ১৪ তারিখ বাচ্চাটির পচা গলা দেহ উদ্ধার হয়। দোকানে খাবার কিনতে গিয়ে আর বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েছিল পরিবারের লোকেরা ।আত্মীয়-পরিজনের বাড়িতে খোঁজ করেন পরিবারের লোকজন। কিন্তু খোঁজ না মেলায় বারাসত থানা ও রেল পুলিশের কাছে সেদিন নিখোঁজ ডায়েরি করেছিল পরিবার। সেদিন সেই ঘটনার তদন্তে নামে বারাসাত থানার পুলিশ।গ্রেপ্তার করা হয় নিহত নাবালক ফারদিন নবির জেঠু এঞ্জার নবী কে।ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে দফায় দফায় জেরা করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এই এঞ্জার নবিই নабালক হত‍্যাকাণ্ডের মূল অভিযুক্ত। নাবালক ভাইপোকে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে জেঠু এঞ্জার। খুনের পর পাশেই একটি পরিত্যক্ত শৌচালয়ে তার দেহ ঝুলিয়ে দেয়। সেই ঘটনায় আজ বারাসাত আদালত অভিযুক্ত এঞ্জার নবীকে দোষী সাব্যস্ত করে । বুধবার সাজা ঘোষণা করবে বারাসাত আদালত।। সোমবার দোষী সাব্যস্ত হওয়ার পরেই ওই মৃত ফারদিনের মা কান্নায় ভেঙে পড়ে। সে বারবার দাবি করে দোষীর যেন ফাঁসি হয়। তার ছেলেকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আর অন্য কোন মায়ের কোল যেন খালি না হয়।
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 17, 2025 12:50:49
Barrackpur Cantonment, West Bengal:নির্বাচন কমিশনের উপরে বিভিন্ন জায়গায় BLO ক্ষোভে ফেটে পড়ছেন। তারই আঁচ বরানগর পৌরসভা নির্বাচন কমিশনের দপ্তরে ক্ষোভে ফেটে পড়েছে বি,এল ও রা। তাদের দাবি তাদের ওপর নির্বাচক কমিশন অত্যাচার করছে। তাদের যে নোটিশের ওপর কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তার বাইরে ও তাদের কাজের চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের কথা যে ডাটা এন্ট্রি কাজটি আমাদের নয় এই কাজটি আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে BLO কাজের জন্য যে পারিশ্রমিক দেওয়া হয় প্রয়োজনে তারা এই পারিশ্রমিক ফেরত দিয়ে দেবে। কিন্তু এত কাজ তারা করতে পারবে না । প্রয়োজনে আইনি পদক্ষেপ তারা যেতে রাজি । তাদের দাবি তাদের নির্দিষ্ট কোন কাজের সময়ও বেধে দেওয়া হয়নি। যার ফলে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । নির্বাচন কমিশনের কাছে এই সমস্যা নিয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের আধিকারিক কিছু বলতে চাইনি। তাদের একটাই কথা এটা উচ্চ নির্বাচন কমিশনের বলবেন। তাদের এটাও দাবি সাধারণ মানুষরা যে ফর্ম পূরণ করছে তাদের অনেকের ফরম পূরণ করতে ভুল হচ্ছে। সেই ভুল সম্বন্ধে কিভাবে ফরমকে সঠিক পথে আনা হবে তা কিন্তু নির্বাচন কমিশন লোকেরা বি এল ওদের কর্মীদের বলে দিচ্ছেন না। এতে সাধারণ মানুষের ফর্ম পূরণে কোন ভুল হলে কিভাবে সঠিক হবে তা সু নির্দিষ্ট কোন পথ বলে দিচ্ছেন না। নির্বাচন কমিশন যার ফলে ডাটা এনট্রি তে অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছেন BLO রা। এখন দেখার বিষয় বরানগরে SIR কাজ কতটা ভালো হবে ।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Nov 17, 2025 11:50:53
Kolkata, West Bengal:शिक्षामंत्री ब्रात্য বসু ১৯৯৭ সালে কি করে অভিজ্ঞতায় এড হয়। অনলাইন এপ্লিকেশন জমা পড়েছে। কিন্ডারগার্ডেন স্কুলে চাকরি করেছে সেই অভিজ্ঞতা দিয়েছে। দুটো ঘটনায় একজনের ক্ষেত্রে হয়েছে সমস্ত কিছু ভেরিফিকেশন করে দেখা হবে। এসএসসি ভেরিফিকেশন করবে। বিশেষভাবে সক্ষম রয়েছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বলা ছিল বিশেষভাবে সক্ষম কেউ পরীক্ষায় বসতে পারে সেটা আমরা আইনজীবীর মাধ্যমে কথা বলে আলোচনা করব যে তার বসতে পারে কিনাা। এসএসসি যা বলেছে কোনঅযোগ্য দাগী প্রার্থী তালিকায় নেই। সকলকে ভেরিফিকেশন এর জন্য ডাকা হয়েছে। কেউ এরকম করে থাকলে এসএসসি তাদেরকে ডাকবে। *নতুন চাকরির প্রার্থীরা আন্দোলন* নতুনদের কাছ থেকে কোনরকম আমরা কিছু পাইনি এসএসসির কাছে জমা দিয়েছে কিনা তাও জানিনা যতক্ষণ না জানতে পারব বলতে পারব না। ওরা কি বলছে জানি না। এসএসসির কাছে নিশ্চয়ই জমা দেবে। তারা পরীক্ষায় বসুক ইন্টারভিউ দিক প্রসেস শেষ হোক সিট বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। যোগ্য চাকরি হারাদের নিয়েই মূলত কথা হয়েছে।। মন্ত্রিসভা বিবেচনা করে দেখবে। বিরোধীরা কি বলছে কোন রকম যায় আসেনা মামলা করেছে মামলার ফলাফল দেখে নেই। মামলা ওয়েলকাম করছি মামলা হোক। ভেরিফিকেশন হবে অনেকে কিন্ডারগার্ডেনে চাকরি করেছে সেই অভিজ্ঞতাও দিয়েছে। যোগ্য সত্যি কেউ বাদ গেল কিনা আমরা দেখব তারপর বিবেচনা করা হবে।। যোগ্য যদি কেউ বাদ যায় তাদের ক্ষেত্রে সরকার সহানুভূতিশীল। মুখ্যমন্ত্রী সঙ্গে প্রাথমিক পর্যায়ে ভ্যাকান্সি বাড়ানো নিয়ে কথা হয়েছে।। *বিশেষভাবে সক্ষম দাবি তালিকায় আছে* পুরো প্রসেস যিনি বিশেষভাবে সক্ষম খতিয়ে দেখা হচ্ছে সুপ্রিম কোর্টের কি রায় আছে নির্দিষ্টভাবে কোন ডিরেকশন আছে কিনা আইনজীবীদের বক্তব্য যে যারা বিশেষভাবে সক্ষম সমস্ত কিছু দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। নবম দশমের ফলাফল খুব শীঘ্রই প্রকাশ হবে।
183
comment0
Report
DSDIBYENDU SARKAR
Nov 17, 2025 11:07:32
Arambag, West Bengal:আরামবাগ: ১৭ নভেম্বর বালিচুরির প্রতিবাদ করায় গ্রামবাসীদের বেধড়ক মারধর বালিমাফিয়াদের। হাসপাতালে ভর্তি দুই গ্রামবাসী। উত্তেজনা পুরশুড়ার ভেঁউটিয়া গ্রামে। বার বার অভিযোগ উঠলেও শীতঘুমে প্রশাসন।সংঘর্ষে আহত হয়েছে জেসিবি চালক গণেশ মন্ডল। নো কষ্ট টু স্টেট এক্সচেকার আর্থিক প্রকল্পের আওতায় কানা মুন্ডেশ্বরী নদীর বালি উত্তোলন চলছে। কাজ শুরু হতেই এই প্রকল্পে কাজের নামে দেদার মাটি ও বালি পাচারের অভিযোগ ওঠে। গ্রামবাসীদের বাধা রুখতে স্থানীয় তৃণমূল নেতাদের মদতে এলাকায় গুন্ডাবাহিনী ব্যবহার করে প্রকাশ্যে বালিচুরি করার অভিযোগও ওঠে বার বার। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ থাকলেও কোনো পদক্ষেপই নেয়নি প্রশাসন। ফলত, এদিন দুপুরে ভেঁউটিয়া গ্রামের বাসিন্দারা নিজেরাই ঘটনার প্রতিবাদ করতে যায়। অভিযোগ, প্রতিবাদ করায় ঠিকাদারের পোষা গুন্ডারা গ্রামবাসীদের উপর চড়াও হয়ে তাদের বেধড়ক মারধর করে। ঘটনায় দুই গ্রামবাসীকে শ্রীরামপুর গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ。
105
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 17, 2025 10:53:08
108
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 17, 2025 10:52:52
17
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 17, 2025 10:52:33
102
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 17, 2025 10:52:15
37
comment0
Report
Advertisement
Back to top