Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

जोर जबरदस्ती गुमटी लगाने को लेकर दो पक्षों में मारपीट, एक घायल अस्पताल में भर्ती

DGDebabrata Ghosh
Nov 17, 2025 11:49:43
Howrah, West Bengal
জোর করে গুমটি বসানো কেন্দ্র করে দুপক্ষের মারামারি।একজন জখম হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।উনসানি লস্কর পাড়ার ঘটনা।গতকাল night এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে।জগাছা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
62
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
STSrikanta Thakur
Nov 17, 2025 13:50:38
Dinajpur, Rangpur Division:স্বদেশী দ্রব্যের ব্যবহার এবং নেশা মুক্ত ভারত গড়ার উদ্দেশ্যে এক ভারত আত্মনির্ভর ভারত এই স্লোগান তুলে সরদার বল্লভ ভাই প্যাটেল এর 150 তম জন্ম জয়ন্তী পালনের জন্য বালুরঘাট বিধানসভা এলাকার মালঞ্চা থেকে বালুরঘাট বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ পথ পদযাত্রার আয়োজন করলো মাই ভারত অ্যাপ। বালুরঘাটের বিধায়ক অশোক লাহিরি তপনের বিধায় টুডু ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও সাংসদ সুকান্ত মজুমদার সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এই মিছিল অংশগ্রহণ করে এছাড়াও ছিল অগণিত যুব ও মহিলা কর্মী-সমর্থক যারা রাজনৈতিক ব্যানার ছাড়াই ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে দীর্ঘই পথ হেঁটে বালুরঘাট শহরে আসেন এবং মিছিল শেষে বালুরঘাট বাসস্টStandে একটা ছোট্ট পথ সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
0
comment0
Report
ASAyan Sharma
Nov 17, 2025 13:50:03
Kolkata, West Bengal:খাস কলকাতাতে, দিনে দুপুরে হাসপাতাল থেকে চুরি গেল শিশু। উত্তর কাশিপুর থানা এলাকার বাসিন্দা, মাঞ্জিলা বিবি আজ সকাল আটটা নাগাদ উত্তর কাশিপুর থানা এলাকা থেকে বিসি রায় হাসপাতালে আসে। সঙ্গে ছিল তার পরিবারের এক সদস্য। বাসে জামিরগাছি এলাকা থেকে বাসে ওঠे এক মহিলা। সে ভাব জমায় মঞ্জিলা বিবির সঙ্গে। বেশ কয়েকবার কোলে নেয় ছোট্ট শিশুটিকে। এই ভাবেই তারা কলকাতায় বিসি রায় হাসপাতালে চলে আসে। হাসপাতালে এসে, জ্বর সর্দি কাশি থাকার কারণে ফিভার ক্লিনিকে শিশুটিকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখানোর পর, বাসে পরিচয় হওয়া মহিলার হাতে শিশুটিকে দিয়ে ওষুধ কিনতে যায় মঞ্জিলা বিবি। সকাল ১০ টা থেকে এর পর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি শিশুটির। ঘটনায় বিসি রায় হাসপাতালের আউট পোস্টে অভিযোগ দায়ের করে পরিবার, এরপর সেখান থেকে অভিযোগ যায় ফুলবাগান থানা। পুলিশ’র তরফ থেকে হাসপাতালে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। যদিও প্রায় সাত ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি শিশুটির। পরিবার’র তরফ থেকে এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে না। তবে স্বয়ংপ্রণোদিত ভাবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে অভিযোগ কে নিয়ে গোটা বিষয়টি দেখা হচ্ছে।
0
comment0
Report
ALArup Laha
Nov 17, 2025 13:49:47
Belna, West Bengal:টোটো উল্টোত আহত হল এক শিশু সহ দুজন।পূর্ব বর্ধমানের বর্ধমান–আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের মিরেপোতা বাজার এলাকায় সোমবার পথ দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবোঝাই একটিমাত্র টোটো। জানা গেছে, টোটোটিতে ২ জন যাত্রী সহ এক শিশু বর্ধমানের দিক থেকে আরামবাগের উদ্দেশে যাচ্ছিল。 এই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বোলেরো পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে টোটোতে। প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই উল্টে যায় টোটোটি। গুরুতর আহত হন টোটোতে থাকা zwei যাত্রী এবং শিশুটি。 দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান সেহারা পুলিশ ফাঁড়ির আইসি দীপক সরকার এবং সেহারা ট্রাফিক গাড়ির ওসি রক্তিম দত্ত। তাদের উদ্যোগে আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে বোলেরো পিকআপ ভ্যানটিকে চিহ্নিত ও আটক করার জন্য পুলিশ তল্লাশি শুরু করেছে。
71
comment0
Report
BBBimal Basu
Nov 17, 2025 13:49:07
Basirhat, West Bengal:এস আই আর আবহে স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তবর্তী এলাকায় ভারতবর্ষে থাকা বাংলাদেশীদের ভিড় দেখা যাচ্ছে। ভারতের বিভিন্ন প্রান্তে তাদের ফিরে যাওয়ার হিড়িক ছড়ালে বাংলাদেশীদের মধ্যেও তৎপরতা বেড়েছে। জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে এ রাজ্যে এসআইআর শুরু হয়েছে। এর শুরুতেই সীমান্তবর্তী স্বরূপনগর হাকিমপুর চেকপোস্টসংলগ্ন এলাকায় অনুপ্রবেশকারীদের ভিড় জমে। অনুপ্রবেশকারী জানায় কেউ দু বছর আগে, কেউ চার বছর, কখনও পাঁচ বছর আগে দালালদের মাধ্যমে সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তারা ভারতের বিভিন্ন প্রান্তে নানা কাজে নিযুক্ত ছিল; নিউটাউনের আটঘরা, সিটি সেন্টার, গ Gulshan কলোনি ইত্যাদি nơi অবৈধভাবে বসবাস করত। এসআইআর শুরু হতেই এই অনুপ্রবেশকারীরা ব্যাগপত্র গুছিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন। স্বরূপনগর সীমান্তসংলগ্ন হাকিমপুর চেকপোস্টের কাছে প্রায় সাড়ে তিনশো বাংলাদেশির ভিড় দেখা যায়। দিনের শেষে বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ডের যৌথ উদ্যোগে এইসব অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে; নথি, আঙুলের ছাপ ও নামঠিকানা নথিপত্রে এন্ট্রি করে তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে।
68
comment0
Report
BBBimal Basu
Nov 17, 2025 13:48:47
Basirhat, West Bengal:এস আই আর আবহে উত্তর ২৪ পরগণার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তবর্তী এলাকায় ভারতে থাকা বাংলাদেশীদের ভিড়। ভারতের বিভিন্ন প্রান্তে তাদের ফিরে যাওয়ার হিড়িক বাংলাদেশীদের জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে এ রাজ্যে শুরু হয়েছে এসআইআর। আর এই এস আই আর শুরু হতেই একদিকে যেমন রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশীদের বসবাস লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে আজ দেখা গেল সীমান্তবর্তী স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তের চেকপোস্টের কাছে অনুপ্রবেশকারীদের ভিড়। অনুপ্রবেশকারীরা জানান কেউ দু বছর আগে কেউ বা চার বছর কেউবা পাঁচ বছর আগে দালাল মারফত সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। প্রবেশ করে এ রাজ্যের ভারতের বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন রকম কাজকর্মে নিযুক্ত ছিল। নিউটাউনের আটঘরা, সিটি সেন্টার, গুলশান কলোনি সহ বিভিন্ন জায়গায় তারা অবৈধভাবে বসবাস করত। এস আই আর শুরু হতেই এই অবৈধ অনুপ্রবেশকারীরা, ব্যাগ পাটরা গুছিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে। স্বরূপনগরের সীমান্তবর্তী হাকিমপুর চেক পোস্ট সংলগ্ন এলাকায় প্রায় সাড়ে তিনশো বাংলাদেশির ভিড় জমায় তাদের নিজের দেশ বাংলাদেশে। দিনের শেষে বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ডের যৌথ উদ্যোগে এই সমস্ত অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে সূত্র মারফোত খবর। এই সমস্ত অনুপ্রবেশকারীদের প্রয়োজনীয় নথি, আঙুলের ফিঙ্গারপ্রিন্ট ও নাম ঠিকানা নথিভুক্ত করে ও তাদের বিশেষ একটি পোর্টালে এই সমস্ত অনুপ্রবেশকারীদের নাম এন্ট্রি করে jejich আবার বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে। বলে জানাযাচ্ছে।
74
comment0
Report
BBBimal Basu
Nov 17, 2025 13:48:27
Basirhat, West Bengal:এস আই আর আবহে স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তবর্তী এলাকায় ভারতে থাকা বাংলাদেশীদের ভিড়। ভারতের বিভিন্ন প্রান্তে তাদের ফিরে যাওয়ার হিড়িক বাংলাদেশীদের। জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে এ রাজ্যে শুরু হয়েছে এসআইআর। আর এই এস আই আর শুরু হতেই একদিকে যেমন রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশীদের বসবাস লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে আজ দেখা গেল সীমান্তবর্তী স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্টের কাছে অনুপ্রবেশকারীদের ভিড়। অনুপ্রবেশকারীরা জানান কেউ দু বছর আগে কেউ বা চার বছর কেউবা পাঁচ বছর আগে দালাল মারফত সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাব বাংলাদেশের থেকে ভারতে প্রবেশ করে। প্রবেশ করে এ রাজ্যের ভারতের বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন রকম কাজকর্মে নিযুক্ত ছিল। নিউটাউনের আটঘরা, সিটি সেন্টার, গুলশান কলোনি সহ বিভিন্ন জায়গায় তারা অবৈধভাবে বসবাস করত। এসআইআর শুরু হতেই এই অবৈধ অনুপ্রবেশকারীরা, ব্যাগ পাটরা গুছিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে। স্বরূপনগরের সীমান্তবর্তী হাকিমপুর চেক পোস্ট সংলগ্ন এলাকায় প্রায় সাড়ে তিনশো বাংলাদেশির ভিড় জমায় তাদের নিজের দেশ বাংলাদেশে। দিনের শেষে বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ডের যৌথ উদ্যোগে এই সমস্ত অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে সূত্র মারফোত খবর।
26
comment0
Report
BBBimal Basu
Nov 17, 2025 13:48:10
Basirhat, West Bengal:এস আই আর আবহে স্বরূপনগর থানা সীমান্তসংলগ্ন এলাকায় ভারতে থাকা বাংলাদেশীদের ভিড়। ভারতের বিভিন্ন প্রান্তে তাদের ফিরে যাওয়ার হিড়িক। জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে এ রাজ্যে শুরু হয়েছে এসআইআর। আর এই এসআইআর শুরু হতেই একদিকে যেমন রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশীদের বসবাস লক্ষ্য করা যাচ্ছে, অপরদিকে আজ দেখা গেল সীমান্তবর্তী স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তের চেকপোস্টের কাছে অনুপ্রবেশকারীদের ভিড়। অনুপ্রবেশকারীরা জানায় কেউ দু বছর আগে কেউ বা চার বছর কেউবা পাঁচ বছর আগে দালাল মারফত সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে, পরবর্তীতে এ রাজ্যের ভারতের বিভিন্ন প্রান্তে তারা নানা কাজ করত। নিউটাউনের আটঘরা, সিটি সেন্টার, গ Gulshan কলোনি সহ বিভিন্ন জায়গায় তারা অবৈধভাবে বসবাস করত। এস আই আর শুরু হতেই এই অবৈধ অনুপ্রবেশকারীরা ব্যাগপাটরা গুছিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে। স্বরূপনগর সীমান্তসংলগ্ন হাকিমপুর চেকপোস্টের কাছে প্রায় সাড়ে তিনশো বাংলাদেশির ভিড় জমায়। দিনের শেষে বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ডের যৌথ উদ্যোগে এই সকল অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফিরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
49
comment0
Report
ABArup Basak
Nov 17, 2025 13:47:44
Mal Bazar, West Bengal:পুজোর আগে বন্ধ, আলোচনার পর অবশেষে খুললো রেড ব্যাংক চা বাগান... দীর্ঘ টানাপোড়েনের অবসান। আজ থেকে আবার শুরু হল ডুয়ার্সের রেড ব্যাংক চা বাগানের কাজ। চাবাগানের গেট খুলতেই দেখা যায় খুশির মুখ শ্রমিকদের। বহুদিন পর কাজে ফিরতে pে স্বস্তির নিঃশ্বাস কর্মীদের মধ্যে। পুজোর আগে বোনাস নিয়ে অসন্তোষ তৈরি হওয়ায় মালিক পক্ষ হঠাৎ বাগান বন্ধ করে চলে যায়। এরপর সমস্যা বৃদ্ধির পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছিলেন শতাধিক শ্রমিক পরিবার। একাধিকবার প্রশাসন ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনার পর অবশেষে নতুন মালিক নিয়োগ করা হয়। সেই সিদ্ধান্ত কার্যকর হতেই পুনরায় স্বাভাবিক কাজ শুরু হয়েছে বাগানে। শ্রমিকদের দাবি, বাগান খোলার সিদ্ধান্ত অবশ্যই স্বাগত। তবে যথাযথ নিয়ম মেনে বাগান চালাতে হবে এবং পূর্বের পাওনাগুলি দ্রুত পরিশোধ করতে হবে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা পরিবারগুলিকে বিপদে ফেলেছে। তাই স্থায়ী সমাধানের দিকে মালিকপক্ষ গুরুত্ব দেবে বলেই আশা তাদের। বাগান খোলায় স্বস্তি ফিরলেও শ্রমিকদের স্পষ্ট বক্তব্য—“বাগান ঠিকঠাক চলুক, আর আমাদের পাওনা সময়মতো মিটিয়ে দেওয়া হোক।” স্থানীয়দের মতে, বাগান সচল হওয়ায় এলাকার অর্থনীতিতেও ফের প্রাণ ফিরবে।
18
comment0
Report
DSDIBYENDU SARKAR
Nov 17, 2025 13:37:35
Arambag, West Bengal:আরামবাগের মুথাডাঙ্গার মাদারতলা এলাকার ১০ বছরের শিশু রিয়ানের খুনের প্রতিবাদে ও অভিযুক্ত রমজানের फांसी के दाबिले एक সুবिशাল মোমবাতি সহ মৌন মিছিল করলেন এলাকার অগণিত মানুষ।জাতি,ধর্ম,বর্ণ এমন কি দলমত নির্বিশেষে এই মৌন মিছিলে যোগদান করেন।সোমবার সন্ধ্যায় এখানকার হাসপাতাল মোড় থেকে মায়াপুরের ১৭ নম্বর ব্রীজ পর্যন্ত গিয়ে ফের হাসপাতাল মোড়ে ফিরে আসে এই মৌন মিছিল।মিছিলে পা মেলান মৃত শিশুর মা রোজেয়া বেগম ও বাবা সেখ রুমজান।শুধু শুধু কেন খুন করল তা তারা বুঝতেই পারছেন না।মিছিল থেকে একটাই দাবি তা হয় পুলিশ যাতে সঠিক তদন্ত করে ও ঠিক ঠিক ধারায় মামলা করে।তবে যে দশ দিন পুলিশি হেফাজতে থাকবে অভিযুক্ত সেই দশ দিন नানান কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয় গ্রামবাসী দের পক্ষ থেকে। उल्लेख্য যে, শিশু দিবসেই শিশু খুন।আর এরই প্রতিবাদে সরব হন গ্রামের মানুষ জন।
34
comment0
Report
ALArup Laha
Nov 17, 2025 13:37:14
Belna, West Bengal:সোমবার বর্ধমান জুলজিক্যাল পার্কে পরিদর্শনে এলেন ওয়েস্ট বেঙ্গল জুওলজिकल অথরিটি (WBZA)-র গভর্নিং বোর্ডের কমিটির সদস্যরা। পার্কের বিভিন্ন প্রাণী ও পাখির আবাসস্থল, খাদ্যব্যবস্থা, স্বাস্থ্য পরিস্থিতি এবং সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখেন তারা। কর্মীদের সঙ্গেও আলোচনা করে বর্তমান রক্ষণাবেক্ষণের মান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তথ্য নেন কমিটির সদস্যরা। বনদপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পি. কমলাকান্ত বলেন, শুধু বর্ধমান জুলজিক্যাল পার্ক নয়—রাজ্যের অন্যান্য জু-গুলিতেও ধাপে ধাপে এই পরিদর্শন হবে। প্রতিটি জু-এর ম্যানেজমেন্ট, নিরাপত্তা, পরিকাঠামো ও প্রাণী সুরক্ষার বিষয়গুলো সমন্বিতভাবে পর্যালোচনা করে একটি বিস্তৃত রিপোর্ট তৈরি করা হবে। পরিদর্শন শেষে কমিটির সদস্যরা জানান, বর্ধমান জুলজিক্যাল পার্কের ভবিষ্যৎ সম্প্রসারণ প্রকল্প ইতিমধ্যেই মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন যে সব পশুপাখি আনার প্রস্তাব রয়েছে, তার তালিকা অনুমোদিত হয়েছে। পর্যায়ক্রমে সেই পরিকল্পনা অনুযায়ী পার্কে নতুন প্রাণী সংযোজন করা হবে। এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন বনদপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পি. কমলাকান্ত। তাঁর মতে, “রাজ্যের প্রতিটি জু-তেই আধুনিক পরিকাঠামো ও প্রাণীকল্যাণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বর্ধমান জুলজিক্যাল পার্কেও সেই লক্ষ্যেই উন্নয়নমূলক কাজ এগোচ্ছে。”
21
comment0
Report
CDChittaranjan Das
Nov 17, 2025 13:36:51
Durgapur, West Bengal:BLOদের চাপ কমাতে অনলাইন ফর্ম ফিলাপে জোর জেলা প্রশাসনের। বাড়িতে বাড়িতে যাচ্ছে না বিএলওরা, এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে গাছ তলায় বসে, অথবা পাড়ার মন্দিরে বসে। সমস্যার মুখে পড়ে ক্ষোভ বাড়ছে ভোটারদের। এবার বাড়িতে বসেই এনুমারেশন ফর্ম পূরণ করতে অনলাইনের ওপর জোর জেলা প্রশাসনের। সোমবার দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তরে সেই পদ্ধতি দেখানো হলো সাধারণ মানুষকে। দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস এই পদ্ধতি দেখান। মহকুমা শাসক দপ্তরের আধিকারিকদের পাশাপাশি অনেক বিএলও উপস্থিত ছিলেন। মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, 'অনলাইনে ফর্ম পূরণ করলে ভুল হওয়ার সম্ভাবনা কম। বিএলওদের উপর চাপ কমবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সুবিধা হবে। ফর্ম পূরণ করতে না পারলে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীরাও সাহায্য করবে। অফলাইন ফর্ম পূরণ করতে অনেক সমস্যাায় পড়তে হচ্ছে ভোটারদের। সেই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। অনেক বিএলও বাড়িতে যাচ্ছে না এরকম অভিযোগ উঠছে। সেই সমস্যায় পড়তে হবে না। রাজ্যের বাইরেও এ রাজ্যের নাগরিক কেউ থাকলে সেইখান থেকেই এই ফর্ম পূরণ করতে পারবে। এলাকায় এলাকায় ক্যাম্প করে মানুষকে দেখানো হবে এই ফর্ম পূরণ করার পদ্ধতি।
20
comment0
Report
ALArup Laha
Nov 17, 2025 12:53:10
Belna, West Bengal:পার্কিংয়ে গাড়ি রাখা কেন্দ্র করে বচসা, তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তোলেন একজন পঞ্চায়েত সদস্যা। এই ঘটনায় বর্ধমান শহরের উৎসব ময়দানে অস্থায়ী পার্কিং ঘিরে উত্তেজনা ছড়ায় রবিবার রাতে। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্যার সঙ্গে অশালীন আচরণ করেন শাসক দলেরই এক কাউন্সিলর। ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজনৈতিক মহল। রবিবার সন্ধ্যায় বর্ধমান ২ নম্বর ব্লকের বৈকুত্থপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা সুজাতা মণ্ডল সপরিবারে মেলায় যান। মেলায় প্রবেশের আগে তিনিগ স্কুটি পার্কিং এলাকায় রাখেন। মেলা শেষে ফিরেই দেখেন স্কুটির বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ ও দাগ। অভিযোগ, বিষয়টি নিয়ে পার্কিং-কর্মীদের সঙ্গে কথা বলতে গেলে বর্ধমান পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনৎ বক্সী ঘটনাস্থলে ডুকে গালিগালাজ করেন। এমনকি সুজাতার হাত টেনে তাঁকে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগও ওঠে কাউন্সিলের বিরুদ্ধে। সুজাতার দাবি, ঘটনার পর স্থানীয় তৃণমূল পার্টি অফিসে তাঁকে ডেকে আরও ধমকানো হয়। দলেরই একজন মহিলা জনপ্রতিনিধির সঙ্গে এমন আচরণের তীব্র নিন্দা করে কাউন্সিলর সনৎ বক্সীর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি। সুজাতা জানিয়েছেন, শীঘ্রই থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। ঘটনাকে হাতিয়ার করে বিজেপি তৃণমূল সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেছে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে তাঁর দলীয় মহিলা নেত্রীরাই নিরাপদ নন। সাধারণ মহিলাদের সুরক্ষা দেবেন কী করে? মা-মাটি-মানুষ কেউই সুরক্ষিত নয়।” পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতানোর আহ্বান জানান তিনি। অন্যদিকে, তৃণমূল নেতা বাগবুল ইসলাম বলেন, “এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। দু’জনেই জনপ্রতিনিধি, তাঁদের তর্কে অন্য কারও জড়ানো উচিত হয়নি। দল থেকে সবসময় নম্র ও সংযত আচরণের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে অভিযুক্ত ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনৎ বক্সির দাবী সুজাতা হালদারই খারাপ ব্যবহার করেন। তিনি ঝামেলা অশান্তি মেটাতে গেলে তার সঙ্গেও খারাপ আচরণ করে।
50
comment0
Report
Advertisement
Back to top