Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700124

मतुआ अनशन के 13वें दिन अभिषेक बनर्जी का संदेश पहुँचा, आंदोलन बना तेज

MMManoj Mondal
Nov 17, 2025 12:52:08
Kolkata, West Bengal
চলতি মাসের ৫ তারিখ মতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি মমতা ঠাকুরের নির্দেশে মতুয়া গোসাই পাগলরা এস আই আর এর সরলিকরণ ও নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে আমরণ অনশনে বসে। পরবর্তীতে কর্মসূচির মাঝামাঝি সময় এই সকল গোঁসাই পাগলদের সাথে যোগ দেন মমতা ঠাকুর। অনশন চলাকালীন রাজনৈতিক দল যেমন সিপিএম , কংগ্রেস এর পক্ষ থেকে একাধিক সময় একাধিক প্রতিনিধি দল এই অনশন মঞ্চে অনশনকারীদের সাথে সাক্ষাৎ করেছেন। প্রত্যেকেই অনশনকারীদের আশ্বস্ত করেছেন পরবর্তী বৃহত্তর আন্দোলনে তাদের পাশে থাকার। পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে শশী পাঁজা সহ একটি প্রতিনিধি দল ঠাকুরবাড়িতে পৌঁছান এবং অনশনকারীদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দেন। অনশন প্রত্যাহার করে সুস্থ থেকে লড়াই করার বার্তা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর এই বার্তা কে মান্যতা দিয়ে আজ ঠাকুরবাড়ির আমরণ অনশনের ১৩ তম দিনে অনশনকারী সকলে ফলের রস পান করে ও পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনের অঙ্গীকার নিয়ে তারা এই অনশন ভঙ্গ করেন। অনশনে অসুস্থ হয়ে পড়েন মমতা ঠাকুর অনশন ভঙ্গের পর তাকে বনগাঁ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় । আজ অনশন মঞ্চে সিপিএমের পক্ষ থেকে উপস্থিত হন সুজন চক্রবর্তী ও কংগ্রেসের পক্ষ থেকেও একাধিক নেতৃত্বরা । মমতা ঠাকুর কে, বনগা হাসপাতালে দেখতে যাওয়ার কথাও জানান সুজন চক্রবর্তী এবং তিনি আরো জানান পরবর্তীতে মতুয়াদের এই আন্দোলনের সাথে তারা আছেন সর্ব রকম ভাবে তারা আন্দোলনকারীদের পাশে থাকবেন।
133
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DBDebanjan Bandyopadhyay
Nov 17, 2025 14:23:19
Kolkata, West Bengal:সোমবার ১৭ই নভেম্বর বিকেলে বেহালা ১৪ Nomber bus stand থেকে সর্দার বল্লভ ভাই প্যাটেলের দেড়শ বছর জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা সহযোগে "একতা যাত্রা"- য় হাঁটলেন বিজেপি নেতা এবং বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে শুরুতে ভাষণ দিতে গিয়ে শুভেন্দু বলেন, সরদার বল্লভ ভাই প্যাটেলের দেড়শ বছরের জন্মজয়ন্তী পালন করার পাশাপাশি ভারতকে বিশ্বগুরু করার জন্য জাতীয়তাবাদী সব মানুষকে এগিয়ে আসতে হবে। একইসঙ্গে ভারতবর্ষের জনজাতি সমাজের অন্যতম নায়ক বিরসা মুন্ডার দেড়শ বছর উদযাপন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। দেশব্যাপী এই কর্মসূচি আয়োজন করা হয়েছে ১৭ ১৮ ও ১৯ নভেম্বর পশ্চিমবঙ্গের ১২১ টি জায়গায় বল্লভ ভাই প্যাটেলের দেড়শ বছর পূর্তি সাড়ম্বরে পালিত হবে। ১৮ নভেম্বর বীরভূমের কীর্নাহারে, ১৯ নভেম্বর শিবপুরে এই অনুষ্ঠানে সামিল হবেন শুভেন্দু বাবু। শুভेंदু অধিকারী (সিঙ্গল বুম বাইট) প্রশ্ন: তেরো দিনের মাথায় ফলের রস খেয়ে অনশন ভাঙলেন মমতাবালা ঠাকুর। তার পরেই অসুস্থ। ভর্তি করা হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতালে। শুভেন্দু: আমি মন্তব্য করতে চাই না । ওনারা যে ইসুতে এটা করছেন সেটা ঠিক নয়। শান্তনু ঠাকুর এটা বলেছেন। ভোটার তালিকা থেকে কোন হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে না। যারা ভারতবর্ষে এসেছেন। তৃণমূলের মদতে উনি এগুলো করছেন। আসলে এগুলো জামাত এবং রাজাকারদের সমস্ত কর্মসূচি। যারা আজকে হাসিনা ওয়াজিদকে ফাঁসির আদেশ শুনিয়েছেন। তাদের নির্দেশেই এই সমস্ত কর্মসূচি পালন হচ্ছে। প্রশ্ন: SSC---সিট বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। যোগ্য চাকরি হারাদের নিয়েই মূলত কথা হয়েছে।। মন্ত্রিসভা বিবেচনা করে দেখবে----ব্রাত্য বসু শুভেন্দু: দুর্নীতি এই মুখ্যমন্ত্রী চাকরি দেবেন না। তিনি ভাতাতে বিশ্বাস করেন। হাজার দেন। হয়তো দুদিন পরে 1200 করবেন। ইনি চাকরি দেওয়ার লোক নন। একে সরাতে হবে। সব শিক্ষিত বেকার যুবক যুবতী বলতে থাকুন নো ভোট টু মমতা।
139
comment0
Report
PDPradyut Das
Nov 17, 2025 14:23:03
184
comment0
Report
SBSoumen Bhattachrya
Nov 17, 2025 14:22:35
Kolkata, West Bengal:দুপুর ১২:০০ টা থেকে প্রায় ৫ঘন্টা আন্দোলন চলছে। পুলিশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল বিকাশ ভবনে ৫জন গিয়ে স্মারকলিপি দেয়া আসার জন্য কিন্তু এই বিষয়ে তারা রাজি হচ্ছে না। দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাবে বলে জানাচ্ছে। পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছে। কারণ, এভাবে সকাল থেকে মানুষের অসুবিধা করে রাস্তা ব্লক করা যায় না। আইনে সেটা নেই। আপনারা কথা বলুন অনুমতি নিয়ে আসুন। কারণ, আপনারাই বলছেন আরও লোক আসছে। এভাবে সল্টলেক ব্লক করা যাবে না। আনুরোধ আপনারা এই রাস্তা ছেড়ে দিন。 আন্দোলনকারীর দাবি, আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি আমাদের জায়গা দেওয়া হোক। আমরা এখান থেকে উঠবো না। এখানেই আন্দোলন চলবে。
92
comment0
Report
NHNantu Hazra
Nov 17, 2025 14:22:04
Salt Lake City, Utah:A person died after falling from a multi-storey building. A multi-storey incident in Sector 5, Mahishbathan. The police of Electronics Complex police station are investigating the incident. বহুতল থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির।সেক্টর ফাইভের মহিসবಾಥানের বহুতলের ঘটনা। ঘটনার তদন্তে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, দুপুরে ওই বহুতল থেকে ফোন আসে যে এক ব্যক্তি ওপর থেকে পড়ে গেছে। তড়িঘড়ি পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম অখিল কোঠারি। রবিবার দুপুরে সাত তলায় তার রুমের ব্যালকোনি পরিষ্কার করতে গিয়ে আসাবধনতা বসত পরে গিয়ে মৃত্যু হয়েছে বলে খবর।তবে এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
110
comment0
Report
NHNantu Hazra
Nov 17, 2025 14:21:46
Salt Lake City, Utah:Dilip Ghosh reaction on several issue. দিলীপ ঘোষ ইকোপার্ক *বাংলায় নির্বাচন বুলেটে নয়' 'ব্যালটে হওয়া উচিত' 'অবিলম্বে সেই পরিস্থিতি তৈরি করা প্রয়োজন' বাংলার ভোট নিয়ে প্রতিক্রিয়া রাজ্য়পালের *অভিষেকের বার্তার পর অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখার বার্তা। মতুয়া * খড়দহের ঠাকুর কলোনিতে বিস্ফোরণ অভিজিৎ সিং-এর বাড়িতে বিস্ফোরণ মজুত।বাজির মশলা থেকে বিস্ফোরণ ঘটনায় হতাহতের কোনও খবর নেই。 কী কারণে বাড়িতে বিস্ফোরক মজুত ? বিস্ফোরণকাণ্ডে আটক এক ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত অভিজিৎ সিং। *.ISF-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়。 গুলি চলার অভিযোগ বিধায়ক বিরুদ্ধে।ISF-এর রক্তদান Shibhir গেট করা নিয়ে বচসা বচসা থেকে সংঘর্ষে *. গুরুতর অভিযোগ সিউড়ির পুরপ্রধানের বিরূদ্ধে বিচারকের সই জাল করে এফিডেভিট জন্ম সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ অভিযোগ বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের পাল্টা কটাক্ষ পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় *নন্দীগ্রামে তৃণমূলের SIR সহায়তা ক্যাম্পে ভাঙচুর বিজেপির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের শুভেন্দু অধিকারীর উস্কানিতেই ভাঙচুর *কল্যাণ ব্যানার্জীর বিরুদ্ধে অধিকার ভঙ্গের অভিযোগে মামলা আনতে চলেছে রাজভবন। * এসএসসি পরীক্ষায় অনেক যোগ্য শিক্ষক পাস করতে পারলেন না। এদিকে চিহ্নিত দাগী যার পরীক্ষায় বসার অধিকার নিয়ে প্রশ্ন ছিল, তাকে ডাক  ইন্টারভিউতে। * BLO দের বিক্ষোভ প্রদর্শন। সাধারণ মানুষের একাংশ এবং স্থানীয় নেতাদের বাধায় ফর্ম কালেক্ট হচ্ছে না। হাতে আর মাত্র ১৫ দিন। ঠিক সময়ে এসআইআর সম্পন্ন হবে তো?
151
comment0
Report
NHNantu Hazra
Nov 17, 2025 14:19:13
Salt Lake City, Utah:The reaction of the first line leadership of Eligible Teachers-Teachers Adhikar Manch after the results of SSC 11th and 12th interviews were published. এসএসসির একাদশ ও দ্বাদশের যে इন্টারভ्यू এর রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশ হওয়ার পর যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের প্রথম সারির নেতৃত্বের রিয়াকশন। আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব চিন্ময় মন্ডল এর দাবি..... ইলেভেন টুয়েলভ এর পরীক্ষা আশানুরূপ হয়নি রিটেনে ৫১ পেয়েছিলাম সেই দিক থেকে আমি আশাবাদী ছিলামও না জানতাম হবে না রীতিমতো হয়নি আমার ডাক আসেনি আমি আশাবাদী নাইন টেনের যে পরীক্ষা আছে যেটাতে আমি চাকরি করি সেটাতে হয়তো পাবো দুঃখের বিষয় অনেক ইন সার্ভিস ইলেভেন টুয়েলভ এর টিচার ছিলেন তারা অনেকেই অনেক সাবজেক্টে ট্রাক পায়নি সেটা খুবই দুঃখের বিষয় এবং তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে এখন কি করনীয় সেটাই আমরা ভাবছি সরকার তাদের জন্য কি ব্যবস্থা নেবে সেটাই দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই ডাক যেমন পেয়েছে আবার অনেকে পাননি। সঙ্গীতা সাহার নাম থাকলেও আন্দোলনে থাকা অনেকেরই নাম আসেনি যে কারণে সেই ভাবে আনন্দিত নয় তিনি এমনটাই জানান। আনন্দিত নয় , মেহবুব মন্ডল ও। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের দাবি শূন্য পদের সংখ্যা আরো 50 হাজার বাড়াতে হবে এবং আগামী দিনের বৃহত্তম আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
77
comment0
Report
STSrikanta Thakur
Nov 17, 2025 13:50:38
Dinajpur, Rangpur Division:স্বদেশী দ্রব্যের ব্যবহার এবং নেশা মুক্ত ভারত গড়ার উদ্দেশ্যে এক ভারত আত্মনির্ভর ভারত এই স্লোগান তুলে সরদার বল্লভ ভাই প্যাটেল এর 150 তম জন্ম জয়ন্তী পালনের জন্য বালুরঘাট বিধানসভা এলাকার মালঞ্চা থেকে বালুরঘাট বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ পথ পদযাত্রার আয়োজন করলো মাই ভারত অ্যাপ। বালুরঘাটের বিধায়ক অশোক লাহিরি তপনের বিধায় টুডু ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও সাংসদ সুকান্ত মজুমদার সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এই মিছিল অংশগ্রহণ করে এছাড়াও ছিল অগণিত যুব ও মহিলা কর্মী-সমর্থক যারা রাজনৈতিক ব্যানার ছাড়াই ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে দীর্ঘই পথ হেঁটে বালুরঘাট শহরে আসেন এবং মিছিল শেষে বালুরঘাট বাসস্টStandে একটা ছোট্ট পথ সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
67
comment0
Report
ASAyan Sharma
Nov 17, 2025 13:50:03
Kolkata, West Bengal:খাস কলকাতাতে, দিনে দুপুরে হাসপাতাল থেকে চুরি গেল শিশু। উত্তর কাশিপুর থানা এলাকার বাসিন্দা, মাঞ্জিলা বিবি আজ সকাল আটটা নাগাদ উত্তর কাশিপুর থানা এলাকা থেকে বিসি রায় হাসপাতালে আসে। সঙ্গে ছিল তার পরিবারের এক সদস্য। বাসে জামিরগাছি এলাকা থেকে বাসে ওঠे এক মহিলা। সে ভাব জমায় মঞ্জিলা বিবির সঙ্গে। বেশ কয়েকবার কোলে নেয় ছোট্ট শিশুটিকে। এই ভাবেই তারা কলকাতায় বিসি রায় হাসপাতালে চলে আসে। হাসপাতালে এসে, জ্বর সর্দি কাশি থাকার কারণে ফিভার ক্লিনিকে শিশুটিকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখানোর পর, বাসে পরিচয় হওয়া মহিলার হাতে শিশুটিকে দিয়ে ওষুধ কিনতে যায় মঞ্জিলা বিবি। সকাল ১০ টা থেকে এর পর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি শিশুটির। ঘটনায় বিসি রায় হাসপাতালের আউট পোস্টে অভিযোগ দায়ের করে পরিবার, এরপর সেখান থেকে অভিযোগ যায় ফুলবাগান থানা। পুলিশ’র তরফ থেকে হাসপাতালে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। যদিও প্রায় সাত ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি শিশুটির। পরিবার’র তরফ থেকে এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে না। তবে স্বয়ংপ্রণোদিত ভাবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে অভিযোগ কে নিয়ে গোটা বিষয়টি দেখা হচ্ছে।
72
comment0
Report
ALArup Laha
Nov 17, 2025 13:49:47
Belna, West Bengal:টোটো উল্টোত আহত হল এক শিশু সহ দুজন।পূর্ব বর্ধমানের বর্ধমান–আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের মিরেপোতা বাজার এলাকায় সোমবার পথ দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবোঝাই একটিমাত্র টোটো। জানা গেছে, টোটোটিতে ২ জন যাত্রী সহ এক শিশু বর্ধমানের দিক থেকে আরামবাগের উদ্দেশে যাচ্ছিল。 এই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বোলেরো পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে টোটোতে। প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই উল্টে যায় টোটোটি। গুরুতর আহত হন টোটোতে থাকা zwei যাত্রী এবং শিশুটি。 দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান সেহারা পুলিশ ফাঁড়ির আইসি দীপক সরকার এবং সেহারা ট্রাফিক গাড়ির ওসি রক্তিম দত্ত। তাদের উদ্যোগে আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে বোলেরো পিকআপ ভ্যানটিকে চিহ্নিত ও আটক করার জন্য পুলিশ তল্লাশি শুরু করেছে。
156
comment0
Report
BBBimal Basu
Nov 17, 2025 13:49:07
Basirhat, West Bengal:এস আই আর আবহে স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তবর্তী এলাকায় ভারতবর্ষে থাকা বাংলাদেশীদের ভিড় দেখা যাচ্ছে। ভারতের বিভিন্ন প্রান্তে তাদের ফিরে যাওয়ার হিড়িক ছড়ালে বাংলাদেশীদের মধ্যেও তৎপরতা বেড়েছে। জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে এ রাজ্যে এসআইআর শুরু হয়েছে। এর শুরুতেই সীমান্তবর্তী স্বরূপনগর হাকিমপুর চেকপোস্টসংলগ্ন এলাকায় অনুপ্রবেশকারীদের ভিড় জমে। অনুপ্রবেশকারী জানায় কেউ দু বছর আগে, কেউ চার বছর, কখনও পাঁচ বছর আগে দালালদের মাধ্যমে সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তারা ভারতের বিভিন্ন প্রান্তে নানা কাজে নিযুক্ত ছিল; নিউটাউনের আটঘরা, সিটি সেন্টার, গ Gulshan কলোনি ইত্যাদি nơi অবৈধভাবে বসবাস করত। এসআইআর শুরু হতেই এই অনুপ্রবেশকারীরা ব্যাগপত্র গুছিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন। স্বরূপনগর সীমান্তসংলগ্ন হাকিমপুর চেকপোস্টের কাছে প্রায় সাড়ে তিনশো বাংলাদেশির ভিড় দেখা যায়। দিনের শেষে বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ডের যৌথ উদ্যোগে এইসব অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে; নথি, আঙুলের ছাপ ও নামঠিকানা নথিপত্রে এন্ট্রি করে তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে।
112
comment0
Report
BBBimal Basu
Nov 17, 2025 13:48:47
Basirhat, West Bengal:এস আই আর আবহে উত্তর ২৪ পরগণার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তবর্তী এলাকায় ভারতে থাকা বাংলাদেশীদের ভিড়। ভারতের বিভিন্ন প্রান্তে তাদের ফিরে যাওয়ার হিড়িক বাংলাদেশীদের জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে এ রাজ্যে শুরু হয়েছে এসআইআর। আর এই এস আই আর শুরু হতেই একদিকে যেমন রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশীদের বসবাস লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে আজ দেখা গেল সীমান্তবর্তী স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তের চেকপোস্টের কাছে অনুপ্রবেশকারীদের ভিড়। অনুপ্রবেশকারীরা জানান কেউ দু বছর আগে কেউ বা চার বছর কেউবা পাঁচ বছর আগে দালাল মারফত সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। প্রবেশ করে এ রাজ্যের ভারতের বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন রকম কাজকর্মে নিযুক্ত ছিল। নিউটাউনের আটঘরা, সিটি সেন্টার, গুলশান কলোনি সহ বিভিন্ন জায়গায় তারা অবৈধভাবে বসবাস করত। এস আই আর শুরু হতেই এই অবৈধ অনুপ্রবেশকারীরা, ব্যাগ পাটরা গুছিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে। স্বরূপনগরের সীমান্তবর্তী হাকিমপুর চেক পোস্ট সংলগ্ন এলাকায় প্রায় সাড়ে তিনশো বাংলাদেশির ভিড় জমায় তাদের নিজের দেশ বাংলাদেশে। দিনের শেষে বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ডের যৌথ উদ্যোগে এই সমস্ত অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে সূত্র মারফোত খবর। এই সমস্ত অনুপ্রবেশকারীদের প্রয়োজনীয় নথি, আঙুলের ফিঙ্গারপ্রিন্ট ও নাম ঠিকানা নথিভুক্ত করে ও তাদের বিশেষ একটি পোর্টালে এই সমস্ত অনুপ্রবেশকারীদের নাম এন্ট্রি করে jejich আবার বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে। বলে জানাযাচ্ছে।
133
comment0
Report
BBBimal Basu
Nov 17, 2025 13:48:27
Basirhat, West Bengal:এস আই আর আবহে স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তবর্তী এলাকায় ভারতে থাকা বাংলাদেশীদের ভিড়। ভারতের বিভিন্ন প্রান্তে তাদের ফিরে যাওয়ার হিড়িক বাংলাদেশীদের। জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে এ রাজ্যে শুরু হয়েছে এসআইআর। আর এই এস আই আর শুরু হতেই একদিকে যেমন রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশীদের বসবাস লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে আজ দেখা গেল সীমান্তবর্তী স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্টের কাছে অনুপ্রবেশকারীদের ভিড়। অনুপ্রবেশকারীরা জানান কেউ দু বছর আগে কেউ বা চার বছর কেউবা পাঁচ বছর আগে দালাল মারফত সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাব বাংলাদেশের থেকে ভারতে প্রবেশ করে। প্রবেশ করে এ রাজ্যের ভারতের বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন রকম কাজকর্মে নিযুক্ত ছিল। নিউটাউনের আটঘরা, সিটি সেন্টার, গুলশান কলোনি সহ বিভিন্ন জায়গায় তারা অবৈধভাবে বসবাস করত। এসআইআর শুরু হতেই এই অবৈধ অনুপ্রবেশকারীরা, ব্যাগ পাটরা গুছিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে। স্বরূপনগরের সীমান্তবর্তী হাকিমপুর চেক পোস্ট সংলগ্ন এলাকায় প্রায় সাড়ে তিনশো বাংলাদেশির ভিড় জমায় তাদের নিজের দেশ বাংলাদেশে। দিনের শেষে বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ডের যৌথ উদ্যোগে এই সমস্ত অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে সূত্র মারফোত খবর।
50
comment0
Report
BBBimal Basu
Nov 17, 2025 13:48:10
Basirhat, West Bengal:এস আই আর আবহে স্বরূপনগর থানা সীমান্তসংলগ্ন এলাকায় ভারতে থাকা বাংলাদেশীদের ভিড়। ভারতের বিভিন্ন প্রান্তে তাদের ফিরে যাওয়ার হিড়িক। জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে এ রাজ্যে শুরু হয়েছে এসআইআর। আর এই এসআইআর শুরু হতেই একদিকে যেমন রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশীদের বসবাস লক্ষ্য করা যাচ্ছে, অপরদিকে আজ দেখা গেল সীমান্তবর্তী স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তের চেকপোস্টের কাছে অনুপ্রবেশকারীদের ভিড়। অনুপ্রবেশকারীরা জানায় কেউ দু বছর আগে কেউ বা চার বছর কেউবা পাঁচ বছর আগে দালাল মারফত সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে, পরবর্তীতে এ রাজ্যের ভারতের বিভিন্ন প্রান্তে তারা নানা কাজ করত। নিউটাউনের আটঘরা, সিটি সেন্টার, গ Gulshan কলোনি সহ বিভিন্ন জায়গায় তারা অবৈধভাবে বসবাস করত। এস আই আর শুরু হতেই এই অবৈধ অনুপ্রবেশকারীরা ব্যাগপাটরা গুছিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে। স্বরূপনগর সীমান্তসংলগ্ন হাকিমপুর চেকপোস্টের কাছে প্রায় সাড়ে তিনশো বাংলাদেশির ভিড় জমায়। দিনের শেষে বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ডের যৌথ উদ্যোগে এই সকল অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফিরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
94
comment0
Report
Advertisement
Back to top