Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी में टॉय ट्रेन से पर्यटन को नया मुकाम, डुअर्स में उत्साह लौट रहा

PDPradyut Das
Oct 12, 2025 11:40:02
Jalpaiguri, West Bengal
জলপাইগুড়ি তে পর্যটনে নয়া মুকুট। আপার কলাবাড়িতে উল্টো বাড়ি, বিমান বন্দরের পর এবার সেখানে চালু হল টয় ট্রেন। শীতাতপ নিয়ন্ত্রিত ওই টয় ট্রেনে চেপে পর্যটকরা গোটা ফান সিটি ঘুরতে পারবেন। যা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হবে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক বন্যায় জলমগ্ন হয়েছে ফান সিটি। কিন্তু পুরোপুরি জল নেমে গেছে। ফলে পর্যটকরা এখানে এসে সুন্দরভাবে ঘুরবেন বলে দাবি কর্তৃপক্ষের। পর্যটকদের জন্য চালু করা হলো ট্রয়ট্রেন। ঢালাই করা রাস্তার উপর দিয়ে এই শীততাপ নিয়ন্ত্রিত এই টয়ট্রেন রিসোর্টের বিভিন্ন জায়গায় ঘুরছে। টয়ট্রেনের আনন্দ উপভোগ করতে এখন পর্যটকদেরা জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত উল্টা বাড়িতে ভিড় জমিয়েছেন। বন্যায় বিপর্যস্ত ডুয়ার্সের পর্যটন ব্যবসা ঘুরে দাঁড়াচ্ছে বন্যায় রীতিমতো বিপর্যস্ত ডুয়ার্স। জলস্ফীতি এতটাই বেড়ে যায় যে মানুষের পাশাপাশি বিপন্ন হয়ে পড়ে বন্যপ্রাণ। গন্ডার, হরিণ সহ বেশ কয়েকটি বন্যপ্রাণীকে ভেসে যেতে দেখা যায়। যে কারণে ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলোর ওই সেরকম ক্ষয়ক্ষতি হয়নি তাই বোঝাতে চান পর্যটন ব্যবসায়ীরা। তাদের কথায়, ডুয়ার্সে আসুন, এখানকার সৌন্দর্য উপভোগ করুন। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DBDebanjan Bandyopadhyay
Oct 12, 2025 14:19:56
1
comment0
Report
PMProsenjit Malakar
Oct 12, 2025 13:53:19
Nijuri, West Bengal:SIR এ নাম বাদ গেলে বিজেপির নেতা কর্মীদের বাড়ি ঘেরাও করার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। SIR নিয়ে ফের বিজেপিকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এলাকার কোন বৈধ ভোটারের নাম বাদ গেলে সেই area's বিজেপির নেতা কর্মীদের বাড়ি ঘেরাও করার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের বরহানগরের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আজ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের বরাহনগরের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি প্রকাশ্য মাইকে ঘোষণা করেন SIR এ যদি আপনার area's কোন বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে আপনারা ওই area's বিজেপির নেতা ও কর্মীদের বাড়ি ঘেরাও করুন। আজ বীরভূমের রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগ রামপুরহাট পৌরসভার মাঠে মুক্ত মঞ্চে এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানগুলোর আয়োজন করা হয়। এদিনের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় আশীষ বন্দ্যোপাধ্যয়, রামপুরহাট পুরপ্রধান সৌমেন ভকত সহ তৃণমূল কংগ্রেসের রামপুরহাট শহর কমিটির বিভিন্ন নেতৃবর্গ ও কর্মী সমর্থকেরা।
4
comment0
Report
PMProsenjit Malakar
Oct 12, 2025 13:52:57
Nijuri, West Bengal:ইলামবাজারে বিজয়া সম্মেলনে অনুব্রত মণ্ডলের বার্তা: “চড় মেরে বুঝিয়ে দাও, ৬০ হাজার ভোটে লিড দিতে হবে” বীরভূমের ইলামবাজারে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনের মঞ্চে ফের শোনা গেল অনুব্রত মণ্ডলের চেনা ঢঙের ভাষণ। জেলা তৃণমূলের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, “ইলামবাজারে ৬০ হাজার ভোটে লিড দিতে হবে। চড় মেরে বুঝিয়ে দিতে হবে ভোট বাক্সে।” শনিবার আয়োজিত এই বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী এবং বোলপুরের সাংসদ অসিত মাল। অনুব্রতবাবু বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেন, এনআরসি-র মাধ্যমে অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাই সংগঠনকে আরও শক্ত করতে হবে। তিনি বলেন, “আমরা মারামারি করব না, গায়ে হাত দেব না। জবাব দেব ভোটে, লিড দিয়ে।” এছাড়া তিনি কর্মীদের সতর্ক করে বলেন, “২০২৬ সালের নির্বাচন খুব কঠিন হবে। তাই এখন থেকেই সবাইকে সিরিয়াস হতে হবে।” বিজয়া সম্মেলনের মঞ্চে তাঁর এই বক্তব্যে ফের চাঙ্গা তৃণমূল কর্মীরা। অনুব্রতের পুরনো লড়াকু ভঙ্গি যেন ফের উজ্জীবিত করল দলীয় মহলকে。
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Oct 12, 2025 13:52:42
Jhargram, West Bengal:গেরুয়া শিবিরে ধস, ঝাড়গ্রামে তৃণমূলের বিজয়া সম্মেলনীতে শতাধিক বিজেপি কর্মীর যোগদান ঝাড়গ্রাম, ১২ অক্টোবরঃ সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান চলার মধ্যেই ঝাড়গ্রাম জেলায় দেখা গেল গেরুয়া শিবিরে বড় ধস। ঝাঠটামের নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানিতে রবিবার অনুষ্ঠিত তৃণমূলের ব্লক স্তরীয় বিজয়া সম্মিলনী সভায় বিজেপি ছেড়ে শতাধিক কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্ৰেসের সভাপতি তথা নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডা. খগেন্দ্রনাথ মাহাতো, নয়াগ্রাম ব্লক তৃণমূল সভাপতি রমেশ রাউৎ, জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র সহ অন্যান্য জেলা নেতৃত্ব। অনুষ্ঠানে এলাকার গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বিজয়া সম্মেলনের এই মঞ্চ থেকেই শতাধিক বিজেপি নেতা-কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব। আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সংগঠন মজবুত করতে তৎপর শাসকদল। এদিনের যোগদান তৃণমূলের মনোবল আরও বাড়াবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
0
comment0
Report
BSBhabananda Singha
Oct 12, 2025 13:18:52
Dinajpur, Rangpur Division:উত্তর দিনাজপুর জেলা মহিলা সভানেত্রীর বিতর্কিত মন্তব্যে রাজনৈতিক তরজা। এই ঘটনায় মহিলা নেত্রী চৈতালি ঘোষ সাহার পদত্যাগের দাবিীতে সরব গেরুয়া শিবির। বিজেপির দাবী, ওই নেত্রী শুধু ইটাহারের নয়, সমগ্র হিন্দু সমাজকে অপমান করেছেন। তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেওয়া হলে এরাজ্যের হিন্দুরা এই অপমানের বদলা নেবে আর রাজ্যে বদল ঘটবেই। অন্যদিকে তার এই মন্তব্যকে বিশেষ আমল দিতে নারাজ বামেরা। বামেদের দাবী, মোশারফের থেকে কোনো সুবিধা পেয়েছেন বলেই এমন মন্তব্য। তাছাড়া শিবির বদলের ইঙ্গিত বলেও কটাক্ষ বামেদের। যদিও এই বিষয়ে জেলা তৃণমুল নেতৃত্বের দাবী, কোনো কারনে ভুল বশত তিনি বলে থাকতে পারেন। এটা জটিল কোনো বিষয় নয়। যদিও এই বিষয়ে তৃণমুল নেত্রী চৈতালি ঘোষ সাহাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। বাইটঃ ১/ নামাই কবিরাজ (জেলা সভাপতি, বিজেপি) ২/ তীর্থ দাস (সিপিএমের জেলা কমিটির সদস্য) ৩/ অরিন্দম সরকার (জেলা সহ সভাপতি, তৃণমুল কংগ্রেস)
0
comment0
Report
CDChampak Dutta
Oct 12, 2025 13:18:39
0
comment0
Report
PDPradyut Das
Oct 12, 2025 12:51:03
Jalpaiguri, West Bengal:फेर उत्तरबঙ্গে मुख्यमंत्री यात्रा को लेकर टीका Shankar Ghosh के। नाबालिका ধর্ষণের ঘটনায় রবিবার সকালে জলপাইগুড়ি রাজগঞ্জে গেলেন বিজেপি বিধায়ক দীপক বর্মন, শংকর ঘোষ, শিখা চ্যাটার্জী সহ বিজেপি নেতাকর্মীরা। তারা नाबालिका परिवार के साथ बातचीत कर उनके साथ रहने का आश्वासन दिया। साथ ही अपराधी के कठोर दंड की मांग भी की। उल्लेख্য एक व्यक्ति ने नाबालिका का अपराध किया था और कुछ महीने पहले ही उसे गिरफ्तार किया गया। उसके बाद परिवार ने डर के कारण शिकायत नहीं की थी, परंतु बाद में गर्भवती होने पर सच सामने आया और परिवार ने लिखित शिकायत दर्ज कराई। इसके आधार पर आरोपी को गिरफ्तार करके शनिवार Jalpaiguri जिला अदालत में पेश किया गया। आज परिवार के साथ मिलकर भाजपा प्रतिनिधि दल ने परिवार के प्रति सहानुभूति दिखाने का भरोसा जताया। राजनीतिक प्रतिक्रया বিজেপि शंकर घोष 1. बंगলে ধর্ষित मरीज राज्य के डॉक्टर पढ़ाई कर रहा था। घटना के 36 घंटों के भीतर गिरफ्तारी। यह राजनीतिक हलचल मचा रही है। पुलिसी जांच में विश्वास राज्य सरकार के समीकरण को लेकर सवाल। बंगाल की महिला सुरक्षा पर फिर सवाल? 2. उत्तरबঙ্গে मुख्यमंत्री की दोबारा यात्रा— एक सप्ताह के भीतर दो बार उत्तरबंग यात्रा का क्या कारण सिर्फ प्राकृतिक आपदा है या विपक्षी रणनीति का हिस्सा? 3. দিলिप घोष के काल में भाजपा की বিজয়া सम्मेलन की परंपरा क्या अब वैसी नहीं रही? वोटों की राजनीति के बीच यह नया नेतृत्व क्या बीजेपी के लिए खतरा है? 4. राज्‍य में तिपसिली जाति के छात्रों की स्कूलों में दाखिले की दर घट रही है। संरचना की कमी या शिक्षा व्यवस्था की समस्या—क्या कारण? 5. सुप्रीम कोर्ट के निर्देश के अनुसार सभी प्राथमिक शिक्षकों को टीईटी परीक्ष测 देना होगा। राज्य क्यों पीछे है? पुराने भर्ती मॉडल पर असर क्या? 6) छात्र-छात्राओं के लिए सुरक्षा-विधेयक पर केंद्र और विपक्ष के बीच टकराव। महिला सुरक्षा क्या भाजपा के एजेंडे में अधिक महत्त्वपूर्ण नहीं? यह सवाल टीएमसी से। बाइट - Shankar Ghosh (MLA Siliguri) बाइट: दीपक बর্মन (विधायक) रिपोर्ट - प्रद्युत दास (जलपाईगुড়ি)
3
comment0
Report
SCSaurav Chaudhuri
Oct 12, 2025 12:02:03
Jhargram, West Bengal:গেরুয়াShিবিরে ধস, ঝাড়গ্রামে তৃণমূলের বিজয়া সম্মেলনীতে শতাধিক বিজেপি কর্মীর যোগদান ঝাড়গ্রাম, ১২ অক্টোবরঃ সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান চলার মধ্যেই ঝাড়গ্রাম জেলায় দেখা গেল গেরুয়া শিবিরে বড় ধস। ঝাঠটামের নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানিতে রবিবার অনুষ্ঠিত তৃণমূলের ব্লক স্তরীয় বিজয়া সম্মিলনী সভায় বিজেপি ছেড়ে শতাধিক কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডা. খগেন্দ্রনাথ মাহাতো, নয়াগ্রাম ব্লক তৃণমূল সভাপতি রমেশ রাউৎ, জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র সহ অন্যান্য জেলা নেতৃত্ব। অনুষ্ঠানে এলাকার গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বিজয়া সম্মেলনের এই মঞ্চ থেকেই শতাধিক বিজেপি নেতা-কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব। আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সংগঠন মজবুত করতে তৎপর শাসকদল। এদিনের যোগদান তৃণমূলের মনোবল আরও বাড়াবে বলে মনে করছেন রাজনৈতিক মহল。
0
comment0
Report
STSrikanta Thakur
Oct 12, 2025 11:45:43
Dinajpur, Rangpur Division:২০১৯ সালে হারের কারণ চিহ্নিত করে বিজয়া সম্মিলনীতে সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। দলীয় কর্মীদের বিশেষ বার্তা তৃণমূল নেতার। তিনি বলেন, ‘আমাদের সংগঠন আছে। কর্মী আছে, কিন্তু আমাদের জনসংযোগ নেই। জেলায় বিজেপির সংগঠন না থাকলেও ভোট রয়েছে। যার কারণে আমরা ২০১৯ লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনে তৃণমূলের পরাজয় হয়েছে।’ তাই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মাঠে নেমে জনসংযোগ করার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। শনিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি বিধানসভার বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে এমনই মন্তব্য করেন রাজ্য তৃণমূলের সহ-সভাপতি। আসন্ন বিধানসভা নির্বাচনে ছয়টি আসন জয়লাভ করতে গেলে আমরা ওরা ছাড়তে হবে। প্রত্যেক জনপ্রতিনিধিকে মাঠে নেমে কাজ করতে হবে বলেও পরিষ্কার ভাবে জানান জয়প্রকাশ মজুমদার। এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন জয়প্রকাশ বাবু একদম বাস্তব কথা বলেছেন বিজেপির যে সংগঠনের কাছে তৃণমূলের সংগঠনের কোন অস্তিত্ব নেই। তার কারণ তাদের দল জনভিত্তি হারিয়েছে। চুরি দুর্বল প্রশাসন এবং নানা রকমের দুর্নীতির কারণে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা নেই তৃণমূলের। যে কারণে তাদের সংগঠন দুর্বল হয়েছে। চেষ্টা করলেও সাধারণ মানুষের মন জয় করতে পারবে না তারা।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 12, 2025 11:45:06
0
comment0
Report
Advertisement
Back to top