Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
बंगाल में कानून-व्यवस्था पर ममता बनर्जी के बयान से इस्तीफे की मांग तेज़
MCMoumita Chakraborty
Oct 12, 2025 11:45:51
Kolkata, West Bengal
From the highest echelons of administration while directly handling the Home Department herself (serving as her own Police Minister) and above all, being a woman, her remark is utterly deplorable and shameful! The Chief Minister cannot possibly evade responsibility for the absolute collapse of law and order in West Bengal. Shockingly, even now, she has chosen to shift the blame onto the private medical college! This, despite the fact that just a few months ago, a young woman doctor was brutally raped and murdered inside a government medical college hospital. As the Chief Minister, Mamata Banerjee’s pronouncement is not merely an insult to every woman in Bengal but also a matter of grave concern. A comment of this nature from a woman Chief Minister once again exposes that law and order have completely slipped out of the government’s control. It is now Mamata Banerjee’s moral duty to step down without any further delay. — *Dr. Sukanta Majumdar*, Union Minister of State for Education and DoNER
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSandip Chowdhury
Oct 12, 2025 16:03:15
Katwa, West Bengal:দেশের বিভিন্ন স্থানে বাংলা ভাষীদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বাংলা ভাষীদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ মিছিল ও পথ সভা। রবিবার সারা রাজ্যের মতন মঙ্গলকোটের মাহাত্তুবা ও খুত্তুবা গ্রামে মঙ্গলকোট ব্লক ত্রিণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। জানা যায় খুত্তুবা গ্রাম থেকে এই মিছিলের সূচনা হয় মাহাত্তুবা গ্রামে গিয়ে মিছিল সমাপ্ত হয়। এর পাশাপাশি এই গ্রামেই পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় বক্তব্য রাখেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্রুব ভট্টাচার্য। মিছিলে পা মেলান এলাকার অগণিত সাধারণ মানুষ সহ মঙ্গলকোটের তৃণমূল কংഗ്രেস নেতৃত্ব।
1
comment0
Report
BSBidhan Sarkar
Oct 12, 2025 16:03:02
Chinsurah, West Bengal:পান্ডুয়ায় সমবায় নির্বাচন,গতকাল উড়েছিল লাল আবির,আজ উড়ল সবুজ। দখলede থাকা একটি সমবায়ে গতকাল হার,আজ অপর একটিতে জিতে বোর্ড ধরে রাখল তৃনমূল,তবে আসন বাড়ল সিপিএম এর,খাতা খুলল বিজেপিও। গতকাল পান্ডুয়ার শ্রীরামবাটি সমবায় তৃনমূলের থেকে ছিনিয়ে নিয়েছিল বাম সমর্থিত প্রার্থীরা। আজ তার পাল্টা পান্ডুয়ার শিবনগর জাহিরা সমবায় সমিতি জিতে নিল তৃনমূল। আজ ছিল পান্ডুয়ার শিবনগর জাহিরা সমবায় উন্নয়ন সমিতির নির্বাচন। মোট ৭৫ টি আসনের মধ্যে ৬ টি আসনে ভোট হয়নি। ৬৯ টি আসনের মধ্যে ৬টি আসন তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়।বাকি ৬৩ টি আসনের মধ্যে ৩৯ টি জেতे তৃণমূল।তাদের মোট আসন সংখ্যা দাঁড়ায় ৪৫ টি। বাম সমর্থিতরা পায় ১১ টি,বিজেপি সমর্থিতরা পায় ১২ টি,কংগ্রেস পায় ১ করে আসন。 সকাল দশটা থেকে কড়া পুলিশি নিরাপত্তায় তালবোনা রাধারানী উচ্চ বিদ্যালয়ে এবং রামনগর প্রাথমিক বিদ্যালয় এই নির্বাচন হয়।প্রায় তিন হাজার সমবায় সদস্য ভোট দেন।বিকাল পাঁচটার পর গণনা শেষে দেখা যায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে। গণনা শেষে সবুজ আবির উড়িয়ে বিজয় উল্লাস করে তৃণমূল কর্মী সমর্থকরা।সেখানে উপস্থিত হয়ে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, এই জয় উন্নয়নের জয়। এর থেকে বোঝা যাচ্ছে আগামী ২৬ এ নির্বাচনে পঞ্চাশ হাজারের বেশি ভোটে পান্ড্ডয়ায় জিতবে তৃণমূল। যদিও বিজেপি পান্ডুয়া মন্ডল একের মন্ডল সভাপতি সুব্রত দেওয়ান বলেন, শাসক দলের নানান বাধা অতিক্রম করে মানুষ ভোট দিয়েছে, এই ফলাফল দেখে বোঝা যাচ্ছে মানুষ আমাদের সাথে আছে আমরা বিশ্বাস করি পাঁচ বছর পরে এই সমবায়ে আবার নির্বাচন হলে গেরুয়া পতাকা উড়বে। সিপিআইএম এর প্রদীপ সাহা বলেন,পাঁচ বছর পর ভোট হল।গত বোর্ডে আমদের ছিলো দুটি আসন এবার হয়েছে ১১ টি।কয়েকটি আসনে খুব ব্যবধানে হার হয়েছে।আমাদের ভোট বেড়েছে।তৃণমূলের আসন গতবারের থেকে কমেছে。
3
comment0
Report
BSBidhan Sarkar
Oct 12, 2025 16:02:49
Chinsurah, West Bengal:সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখার্জি— দুর্গাপুরে ডাক্তারী ছাত্রী গণ ধর্ষনের ঘটনা প্রসঙ্গে বলেন,মুখ্যমন্ত্রী ছেড়ে দিক।যে মুখ্যমন্ত্রী বলতে পারেন যে মেয়েদের রাতে বেরোনো দরকার নেই তার মুখ্যমন্ত্রী থাকার কোন অধিকার নেই। গোটা আসানসোল দুর্গাপুর এলাকার দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।অবৈধ খাদান চলছে।ঝাড়খণ্ডের বর্ডার লাগোয়া হয় জুয়ৱa চলছে।মাটি বালি পাচার অজয় দামোদর কে নষ্ট করে দিয়েছে।অবৈধ নির্মাণ হচ্ছে।অসংখ্য স্কুল কলেজ ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে।আর পুলিশ শুধু ভাগবাটোয়ারা তে ব্যস্ত থাকবে।বাইরে থেকে আশা এক ছাত্রী গণধর্ষিতা হয়েছে।মেয়েটির বাবা বললেন আমি আমার মেয়েকে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে चले যাব।এটা আমাদের কাছে চরম যন্ত্রণার।মনে হল যেন মেয়েটা আমাদের বাড়িতে ছিল তাকে আমরা দেখতে পারলাম না।এটাই কি পশ্চিমবঙ্গের ভভিতব্য? চাঁদনি হুগলির শ্রমিকরা তাদের নিজেদের অভিজ্ঞতা দিয়ে দেখেছেন পঞ্চায়েত পুরসভায় গণতান্ত্রিক অধিকার রক্ষা হয়নি।গণতন্ত্রকে ফেরাতে সঠিক সিদ্ধান্ত নিন।মানুষ কারো বাধা লোক নয়।তাদের রুটি রুজির জন্য আদর্শের জন্য কোন একটা রাজনৈতিক দলকে ভোট দেয়।এটা পান্ডুয়া হোক বা পশ্চিমবঙ্গের যে কোন জায়গা হোক রুটি রুজির প্রশ্নে একশ দিনের কাজের জন্য হোক মানুষ আর তৃণমূলকে চাইবে না।সমবায় লাল আবির উড়ছে বলেই সেগুলো কেউ লুট করছে। আজ ডাটা এন্ট্রির অপারেটরের চাকরির পরীক্ষা ছিলো।একই দিনে দুটো পরীক্ষা কেন।তারমানে পুলিশের চাকরি হবেনা ওই সিভিক ভলেন্টিয়ার দিয়ে চলবে। চাঁপদানীর মনসাতলায় গনতান্ত্রিক মহিলা সমিতির সম্মেলনের প্রকাশ্য৷ সভায় উপস্থিত ছিলেন মিনাক্ষী।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Oct 12, 2025 16:02:33
Rajpur Sonarpur, West Bengal:দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে সোনারপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ — আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে সরব মহিলা মোর্চা দুর্গাপুর ইস্যুতে উত্তাল সোনারপুর। রবিবার বিকেলে সোনারপুর থানার সামনে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে প্রবল বিক্ষোভ দেখানো হয়। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান—দুর্গাপুরে নারী নির্যাতনের ঘটনায় দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি তো ছিলই, সঙ্গে উঠল সোনারপুর জুড়ে ক্রমশ অবনতিশীল আইনশৃঙ্খলার প্রশ্নও। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় প্রতিদিনই ঘটছে গনপিটুনি, চুরি, ছিনতাইয়ের মতো অপরাধমূলক ঘটনা। রাস্তা কিংবা ঘরে, কোথাও মানুষ নিরাপদ নয় বলেই দাবি তাঁদের। তাঁদের বক্তব্য, পুলিশের ভূমিকা নির্লিপ্ত, সাধারণ মানুষের নিরাপত্তা বলেই কিছু আর অবশিষ্ট নেই। তাই দুর্গাপুরের ঘটনার পাশাপাশি সোনারপুরের সামগ্রিক পরিস্থিতির প্রতিবাদেও রাস্তায় নেমেছেন তারা। থানার সামনে বিক্ষোভ ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও বড় কোনও অশান্তি হয়নি। মহিলা মোর্চার নেত্রীদের সতর্ক বার্তা—যদি প্রশাসন দ্রুত পদক্ষেপ না করে, তবে আন্দোলন আরও জোরদার করা হবে। বিজেপির দাবি, আইনের শাসন প্রতিষ্ঠা করাই এখন প্রধান লক্ষ্য; আর সেই দাবির স্বর আরও উঁচু হবে আগামী দিনে。
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Oct 12, 2025 14:19:56
1
comment0
Report
PMProsenjit Malakar
Oct 12, 2025 13:53:19
Nijuri, West Bengal:SIR এ নাম বাদ গেলে বিজেপির নেতা কর্মীদের বাড়ি ঘেরাও করার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। SIR নিয়ে ফের বিজেপিকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এলাকার কোন বৈধ ভোটারের নাম বাদ গেলে সেই area's বিজেপির নেতা কর্মীদের বাড়ি ঘেরাও করার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের বরহানগরের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আজ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের বরাহনগরের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি প্রকাশ্য মাইকে ঘোষণা করেন SIR এ যদি আপনার area's কোন বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে আপনারা ওই area's বিজেপির নেতা ও কর্মীদের বাড়ি ঘেরাও করুন। আজ বীরভূমের রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগ রামপুরহাট পৌরসভার মাঠে মুক্ত মঞ্চে এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানগুলোর আয়োজন করা হয়। এদিনের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় আশীষ বন্দ্যোপাধ্যয়, রামপুরহাট পুরপ্রধান সৌমেন ভকত সহ তৃণমূল কংগ্রেসের রামপুরহাট শহর কমিটির বিভিন্ন নেতৃবর্গ ও কর্মী সমর্থকেরা।
4
comment0
Report
PMProsenjit Malakar
Oct 12, 2025 13:52:57
Nijuri, West Bengal:ইলামবাজারে বিজয়া সম্মেলনে অনুব্রত মণ্ডলের বার্তা: “চড় মেরে বুঝিয়ে দাও, ৬০ হাজার ভোটে লিড দিতে হবে” বীরভূমের ইলামবাজারে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনের মঞ্চে ফের শোনা গেল অনুব্রত মণ্ডলের চেনা ঢঙের ভাষণ। জেলা তৃণমূলের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, “ইলামবাজারে ৬০ হাজার ভোটে লিড দিতে হবে। চড় মেরে বুঝিয়ে দিতে হবে ভোট বাক্সে।” শনিবার আয়োজিত এই বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী এবং বোলপুরের সাংসদ অসিত মাল। অনুব্রতবাবু বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেন, এনআরসি-র মাধ্যমে অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাই সংগঠনকে আরও শক্ত করতে হবে। তিনি বলেন, “আমরা মারামারি করব না, গায়ে হাত দেব না। জবাব দেব ভোটে, লিড দিয়ে।” এছাড়া তিনি কর্মীদের সতর্ক করে বলেন, “২০২৬ সালের নির্বাচন খুব কঠিন হবে। তাই এখন থেকেই সবাইকে সিরিয়াস হতে হবে।” বিজয়া সম্মেলনের মঞ্চে তাঁর এই বক্তব্যে ফের চাঙ্গা তৃণমূল কর্মীরা। অনুব্রতের পুরনো লড়াকু ভঙ্গি যেন ফের উজ্জীবিত করল দলীয় মহলকে。
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Oct 12, 2025 13:52:42
Jhargram, West Bengal:গেরুয়া শিবিরে ধস, ঝাড়গ্রামে তৃণমূলের বিজয়া সম্মেলনীতে শতাধিক বিজেপি কর্মীর যোগদান ঝাড়গ্রাম, ১২ অক্টোবরঃ সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান চলার মধ্যেই ঝাড়গ্রাম জেলায় দেখা গেল গেরুয়া শিবিরে বড় ধস। ঝাঠটামের নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানিতে রবিবার অনুষ্ঠিত তৃণমূলের ব্লক স্তরীয় বিজয়া সম্মিলনী সভায় বিজেপি ছেড়ে শতাধিক কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্ৰেসের সভাপতি তথা নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডা. খগেন্দ্রনাথ মাহাতো, নয়াগ্রাম ব্লক তৃণমূল সভাপতি রমেশ রাউৎ, জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র সহ অন্যান্য জেলা নেতৃত্ব। অনুষ্ঠানে এলাকার গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বিজয়া সম্মেলনের এই মঞ্চ থেকেই শতাধিক বিজেপি নেতা-কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব। আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সংগঠন মজবুত করতে তৎপর শাসকদল। এদিনের যোগদান তৃণমূলের মনোবল আরও বাড়াবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
0
comment0
Report
BSBhabananda Singha
Oct 12, 2025 13:18:52
Dinajpur, Rangpur Division:উত্তর দিনাজপুর জেলা মহিলা সভানেত্রীর বিতর্কিত মন্তব্যে রাজনৈতিক তরজা। এই ঘটনায় মহিলা নেত্রী চৈতালি ঘোষ সাহার পদত্যাগের দাবিীতে সরব গেরুয়া শিবির। বিজেপির দাবী, ওই নেত্রী শুধু ইটাহারের নয়, সমগ্র হিন্দু সমাজকে অপমান করেছেন। তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেওয়া হলে এরাজ্যের হিন্দুরা এই অপমানের বদলা নেবে আর রাজ্যে বদল ঘটবেই। অন্যদিকে তার এই মন্তব্যকে বিশেষ আমল দিতে নারাজ বামেরা। বামেদের দাবী, মোশারফের থেকে কোনো সুবিধা পেয়েছেন বলেই এমন মন্তব্য। তাছাড়া শিবির বদলের ইঙ্গিত বলেও কটাক্ষ বামেদের। যদিও এই বিষয়ে জেলা তৃণমুল নেতৃত্বের দাবী, কোনো কারনে ভুল বশত তিনি বলে থাকতে পারেন। এটা জটিল কোনো বিষয় নয়। যদিও এই বিষয়ে তৃণমুল নেত্রী চৈতালি ঘোষ সাহাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। বাইটঃ ১/ নামাই কবিরাজ (জেলা সভাপতি, বিজেপি) ২/ তীর্থ দাস (সিপিএমের জেলা কমিটির সদস্য) ৩/ অরিন্দম সরকার (জেলা সহ সভাপতি, তৃণমুল কংগ্রেস)
0
comment0
Report
CDChampak Dutta
Oct 12, 2025 13:18:39
0
comment0
Report
PDPradyut Das
Oct 12, 2025 12:51:03
Jalpaiguri, West Bengal:फेर उत्तरबঙ্গে मुख्यमंत्री यात्रा को लेकर टीका Shankar Ghosh के। नाबालिका ধর্ষণের ঘটনায় রবিবার সকালে জলপাইগুড়ি রাজগঞ্জে গেলেন বিজেপি বিধায়ক দীপক বর্মন, শংকর ঘোষ, শিখা চ্যাটার্জী সহ বিজেপি নেতাকর্মীরা। তারা नाबालिका परिवार के साथ बातचीत कर उनके साथ रहने का आश्वासन दिया। साथ ही अपराधी के कठोर दंड की मांग भी की। उल्लेख্য एक व्यक्ति ने नाबालिका का अपराध किया था और कुछ महीने पहले ही उसे गिरफ्तार किया गया। उसके बाद परिवार ने डर के कारण शिकायत नहीं की थी, परंतु बाद में गर्भवती होने पर सच सामने आया और परिवार ने लिखित शिकायत दर्ज कराई। इसके आधार पर आरोपी को गिरफ्तार करके शनिवार Jalpaiguri जिला अदालत में पेश किया गया। आज परिवार के साथ मिलकर भाजपा प्रतिनिधि दल ने परिवार के प्रति सहानुभूति दिखाने का भरोसा जताया। राजनीतिक प्रतिक्रया বিজেপि शंकर घोष 1. बंगলে ধর্ষित मरीज राज्य के डॉक्टर पढ़ाई कर रहा था। घटना के 36 घंटों के भीतर गिरफ्तारी। यह राजनीतिक हलचल मचा रही है। पुलिसी जांच में विश्वास राज्य सरकार के समीकरण को लेकर सवाल। बंगाल की महिला सुरक्षा पर फिर सवाल? 2. उत्तरबঙ্গে मुख्यमंत्री की दोबारा यात्रा— एक सप्ताह के भीतर दो बार उत्तरबंग यात्रा का क्या कारण सिर्फ प्राकृतिक आपदा है या विपक्षी रणनीति का हिस्सा? 3. দিলिप घोष के काल में भाजपा की বিজয়া सम्मेलन की परंपरा क्या अब वैसी नहीं रही? वोटों की राजनीति के बीच यह नया नेतृत्व क्या बीजेपी के लिए खतरा है? 4. राज्‍य में तिपसिली जाति के छात्रों की स्कूलों में दाखिले की दर घट रही है। संरचना की कमी या शिक्षा व्यवस्था की समस्या—क्या कारण? 5. सुप्रीम कोर्ट के निर्देश के अनुसार सभी प्राथमिक शिक्षकों को टीईटी परीक्ष测 देना होगा। राज्य क्यों पीछे है? पुराने भर्ती मॉडल पर असर क्या? 6) छात्र-छात्राओं के लिए सुरक्षा-विधेयक पर केंद्र और विपक्ष के बीच टकराव। महिला सुरक्षा क्या भाजपा के एजेंडे में अधिक महत्त्वपूर्ण नहीं? यह सवाल टीएमसी से। बाइट - Shankar Ghosh (MLA Siliguri) बाइट: दीपक बর্মन (विधायक) रिपोर्ट - प्रद्युत दास (जलपाईगुড়ি)
3
comment0
Report
SCSaurav Chaudhuri
Oct 12, 2025 12:02:03
Jhargram, West Bengal:গেরুয়াShিবিরে ধস, ঝাড়গ্রামে তৃণমূলের বিজয়া সম্মেলনীতে শতাধিক বিজেপি কর্মীর যোগদান ঝাড়গ্রাম, ১২ অক্টোবরঃ সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান চলার মধ্যেই ঝাড়গ্রাম জেলায় দেখা গেল গেরুয়া শিবিরে বড় ধস। ঝাঠটামের নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানিতে রবিবার অনুষ্ঠিত তৃণমূলের ব্লক স্তরীয় বিজয়া সম্মিলনী সভায় বিজেপি ছেড়ে শতাধিক কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডা. খগেন্দ্রনাথ মাহাতো, নয়াগ্রাম ব্লক তৃণমূল সভাপতি রমেশ রাউৎ, জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র সহ অন্যান্য জেলা নেতৃত্ব। অনুষ্ঠানে এলাকার গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বিজয়া সম্মেলনের এই মঞ্চ থেকেই শতাধিক বিজেপি নেতা-কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব। আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সংগঠন মজবুত করতে তৎপর শাসকদল। এদিনের যোগদান তৃণমূলের মনোবল আরও বাড়াবে বলে মনে করছেন রাজনৈতিক মহল。
0
comment0
Report
STSrikanta Thakur
Oct 12, 2025 11:45:43
Dinajpur, Rangpur Division:২০১৯ সালে হারের কারণ চিহ্নিত করে বিজয়া সম্মিলনীতে সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। দলীয় কর্মীদের বিশেষ বার্তা তৃণমূল নেতার। তিনি বলেন, ‘আমাদের সংগঠন আছে। কর্মী আছে, কিন্তু আমাদের জনসংযোগ নেই। জেলায় বিজেপির সংগঠন না থাকলেও ভোট রয়েছে। যার কারণে আমরা ২০১৯ লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনে তৃণমূলের পরাজয় হয়েছে।’ তাই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মাঠে নেমে জনসংযোগ করার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। শনিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি বিধানসভার বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে এমনই মন্তব্য করেন রাজ্য তৃণমূলের সহ-সভাপতি। আসন্ন বিধানসভা নির্বাচনে ছয়টি আসন জয়লাভ করতে গেলে আমরা ওরা ছাড়তে হবে। প্রত্যেক জনপ্রতিনিধিকে মাঠে নেমে কাজ করতে হবে বলেও পরিষ্কার ভাবে জানান জয়প্রকাশ মজুমদার। এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন জয়প্রকাশ বাবু একদম বাস্তব কথা বলেছেন বিজেপির যে সংগঠনের কাছে তৃণমূলের সংগঠনের কোন অস্তিত্ব নেই। তার কারণ তাদের দল জনভিত্তি হারিয়েছে। চুরি দুর্বল প্রশাসন এবং নানা রকমের দুর্নীতির কারণে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা নেই তৃণমূলের। যে কারণে তাদের সংগঠন দুর্বল হয়েছে। চেষ্টা করলেও সাধারণ মানুষের মন জয় করতে পারবে না তারা।
0
comment0
Report
Advertisement
Back to top