Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
बंगाल में कानून-व्यवस्था पर ममता बनर्जी के बयान से इस्तीफे की मांग तेज़
MCMoumita Chakraborty
Oct 12, 2025 11:45:51
Kolkata, West Bengal
From the highest echelons of administration while directly handling the Home Department herself (serving as her own Police Minister) and above all, being a woman, her remark is utterly deplorable and shameful! The Chief Minister cannot possibly evade responsibility for the absolute collapse of law and order in West Bengal. Shockingly, even now, she has chosen to shift the blame onto the private medical college! This, despite the fact that just a few months ago, a young woman doctor was brutally raped and murdered inside a government medical college hospital. As the Chief Minister, Mamata Banerjee’s pronouncement is not merely an insult to every woman in Bengal but also a matter of grave concern. A comment of this nature from a woman Chief Minister once again exposes that law and order have completely slipped out of the government’s control. It is now Mamata Banerjee’s moral duty to step down without any further delay. — *Dr. Sukanta Majumdar*, Union Minister of State for Education and DoNER
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DGDebabrata Ghosh
Nov 11, 2025 12:55:26
Howrah, West Bengal:জোর তল্লাশী রাজধানী এক্সপ্রেসে.... দিল্লীতে বিস্ফোরণের ঘটনার পর হাই এলার্ট জারি করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে।লাগাতার তল্লাশী চালানো হচ্ছে ট্রেন ও প্ল্যাটফর্মে।আজ বিকালে রাজধানী এক্সপ্রেস ছাড়ার আগে স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে ট্রেনের ভিতর পরীক্ষা করেন জি আর পি আধিকারিকরা।দিল্লীগামী যাত্রীরা জানান তারা আতঙ্কে রয়েছেন।অনেকে সফর বাতিলের কথা ভেবে বলেছেন।কিন্তু কাজের সূত্রে যেতে হচ্ছে।সরকারের আরো বেশী সতর্ক থাকা উচিত বলে মনে করছেন যাত্রীরা।এদিকে হাওড়া স্টেশনে ক্যাব রোডে ঢোকার মুখে প্রতিটি গাড়িতে চলছে তল্লাশী।বাদ দেওয়া হচ্ছেনা সরকারি গাড়িও।এই অভিযান জারি থাকবে বলে জি আর পি আধিকারিকরা জানান।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 11, 2025 12:55:14
Howrah, West Bengal:জোর তল্লাশি রাজধানী এক্সপ্রেসে... দিল্লীতে বিস্ফোরণের ঘটনার পর হাই এলার্ট জারি করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে।লাগাতার তল্লাশী চালানো হচ্ছে ট্রেন ও প্ল্যাটফর্মে।আজ বিকেলে রাজধানী এক্সপ্রেস ছাড়ার আগে স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে ট্রেনের ভিতর পরীক্ষা করেন জি আর পি আধিকারিকরা।দিল্লীগামী যাত্রীরা জানান তারা আতঙ্কে রয়েছেন।অনেকে সফর বাতিলের কথা ভেবেছেন।কিন্তু কাজের সূত্রে যেতে হচ্ছে।সরকারের আরো বেশী সতর্ক থাকা উচিত বলে মনে করছেন যাত্রীরা।এদিকে হাওড়া স্টেশনে ক্যাব রোডে ঢোকার মুখে প্রতিটি গাড়িতে চলছে তল্লাশী।বাদ দেওয়া হচ্ছেনা সরকারি গাড়িও।এই অভিযান জারি থাকবে বলে জি আর পি আধিকারিকরা জানান।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 11, 2025 12:55:01
Howrah, West Bengal:জোর তল্লাশী রাজধানী এক্সপ্রেসে.... দিল্লীতে বিস্ফোরণের ঘটনার পর হাই এলার্ট জারি করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে।লাগাতার তল্লাশী চালানো হচ্ছে ট্রেন ও প্ল্যাটফর্মে।আজ বিকেলে রাজধানী এক্সপ্রেস ছাড়ার আগে স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে ট্রেনের ভিতর পরীক্ষা করেন জি আর পি আধিকারিকরা।দিল্লীগামী যাত্রীরা জানান তারা আতঙ্কে রয়েছেন।অনেকে সফর বাতিলের কথা ভেবেছেন।কিন্তু কাজের সূত্রে যেতে হচ্ছে।সরকারের আরো বেশী সতর্ক থাকা উচিত বলে মনে করছেন যাত্রীরা।এদিকে হাওড়া স্টেশনে ক্যাব রোডে ঢোকার মুখে প্রতিটি গাড়িতে চলছে তল্লাশী।বাদ দেওয়া হচ্ছেনা সরকারি গাড়িও।এই অভিযান জারি থাকবে বলে জি আর পি আধিকারিকরা জানান।
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 11, 2025 12:32:54
Dinajpur, Rangpur Division:হিলির বাসুদেবপুর এলাকায় ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার চট্টগ্রাম এলাকার লক্ষীপুর গ্রামের বাসিন্দা এক বাংলাদেশী। সে মাস ৬ আগে ভারতে এসেছিল। বাংলাদেশ ফিরে যাওয়ার সময় আটক হয়েছে পুলিশের হাতে গতকাল। আজ বালুরঘাট আদালতে তোলা হয়েছে পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে থানা। পুলিশ সূত্রে খবর বিগত ছয় মাস আগে স্থানীয় এক দালালকে ধরে সে ভারতে চলে আসে এবং সরাসরি চলে যায় চেন্নাই এবং চেন্নাইয়ে একটি নির্মাণকারী সংস্থায় ওয়েল্ডিং মেকানিকের কাজ করেছে বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা মোহাম্মদ মাহমুদ। এরপর বাংলাদেশ যাবার উদ্দেশ্যে গত ১ তারিখে দক্ষিণ দিনাজপুর জেলায় আসে এবং দিল্লির বাসুদেবপুর গ্রামে আশ্রয় নেয় মঙ্গলবার দুপুরে রাস্তায় বেরোতেই পুলিশের গাড়ি দেখে ছুটে পালাতে গিয়ে ধরা পড়ে যায় বাংলাদেশের এই নাগরিক। সিজিএম বালুরঘাট তাকে পাঁচদিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে।
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 11, 2025 12:23:55
Dinajpur, Rangpur Division:হিলির বাসুদেবপুর এলাকায় ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার চট্টগ্রাম এলাকার লক্ষীপুর গ্রামের বাসিন্দা এক বাংলাদেশী। সে মাস ৬ আগে ভারতে এসেছিল। বাংলাদেশ ফিরে যাওয়ার সময় আটক হয়েছে পুলিশের হাতে গতকাল। আজ বালুরঘাট আদালতে তোলা হয়েছে পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে থানা। পুলিশ সূত্রে খবর বিগত ছয় মাস আগে স্থানীয় এক দালালকে ধরে সে ভারতে চলে আসে এবং সরাসরি চলে যায় চেন্নাই এবং চেন্নাইয়ে একটি নির্মাণকারী সংস্থায় ওয়েল্ডিং মেকানিকের কাজ করেছে বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা মোহাম্মদ মাহমুদ। এরপর বাংলাদেশ যাবার উদ্দেশ্যে গত ১ তারিখে দক্ষিণ দিনাজপুর জেলায় আসে এবং দিল্লির বাসুদেবপুর গ্রামে আশ্রয় নেয় মঙ্গলবার দুপুরে রাস্তায় বেরোতেই পুলিশের গাড়ি দেখে ছুটে পালাতে গিয়ে ধরা পড়ে যায় বাংলাদেশের এই নাগরিক। সিজিএম বালুরঘাট তাকে পাঁচদিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে।
0
comment0
Report
ABArup Basak
Nov 11, 2025 12:23:35
Mal Bazar, West Bengal:৭ নভেম্বর "বন্দেমাতরম"-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে মাল আদর্শ বিদ্যাভবনে 46 BN SSB মালবাজার ইউনিটের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে জাতীয় সংগীত ও "বন্দেমাতরম" গেয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত "বন্দেমাতরম" ১৮৭৫ সালের ৭ নভেম্বর বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় এবং পরে আনন্দমঠ উপন্যাসে অন্তর্ভুক্ত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এর সুর সংযোজন করেন। "বন্দেমাতরম" ভারতের ঐক্য, ত্যাগ ও দেশপ্রেমের প্রতীক। এদিন এসএসবি আধিকারিক ও জওয়ানরা ছাত্রছাত্রীদের এই গানের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়, উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।
0
comment0
Report
PDPradyut Das
Nov 11, 2025 12:23:08
Jalpaiguri, West Bengal:স্কুলের মধ্যেই প্রধান শিক্ষিকাকে কান ধরে ওঠবস করাচ্ছেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি তথা বর্তমানে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। সিসি টিভির ফুটেজ দিয়ে এমনটাই দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর ওই পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়েছে। যদিও ভিডিও ভাইরাল হওয়া ভিডিও যাচাই করে নিজেই ২৪ ঘন্টা। ঘটনার জলপাইগুড়ি সুনীতিবালা সদর গার্লস হাইস্কুলের। যদিও এআই দিয়ে ভুয়ো ভিডিও তৈরি করে ছড়ানো হয়েছে বলে দাবি সৈকতের। স্কুলের প্রধান শিক্ষিকা সুতপা দাসের অবশ্য দাবি, ওই ফুটেজ সত্য। বিষয়টি ডি আইয়ের মাধ্যমে রাজ্যের শিক্ষা দপ্তরে জানিয়েছিলেন তিনি। কিন্তু কোনো সুরাহা হয়নি। সেকারণে আইনের দ্বারস্থ হয়েছে। ঘটনায় আসরে নেমেছে জেলা বিজেপি। এই ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 11, 2025 12:05:22
Dinajpur, Rangpur Division:গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর; রুগীকে ভুল রক্ত পরিবেশন!মৃত্যু রুগীর ,ঘটনার প্রতিবাদ জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী মানুষের।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা।প্রায় ৪৫ মিনিট জাতীয় সড়ক অবরোধ করার পর পুলিশি তৎপরতায় অবরোধ তুলে নেন পথ অবরোধকারীরা। জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার বোয়ালগাঁও গ্রামের বাসিন্দা মৌসুমী মার্ডি। বেশ কয়েকদিন আগে রক্ত জনিত সমস্যার জন্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজনেরা। পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে রক্তের নমুনা হাসপাতালে ব্লাড ব্যাংক পাঠানো হয় রক্তের গ্রুপ জানার জন্য এবং সেই রক্ত ব্যবস্থা করার জন্য।পরে হাসপাতালে থেকে বলা হয় তাদের রুগীর জন্য AB পজেটিভ রক্ত লাগবে।সেই অনুসারে পরিবারের লোকেরা AB পজেটিভ রক্ত দেন। পরিবারের অভিযোগ,পরবর্তীতে তারা জানতে পারেন হাসপাতাল থেকে ভুল রক্ত পরিবেশন করা হয়েছে তাদের রুগীকে।সেই রুগীর O পজেটিভ রক্তের প্রয়োজন ছিল।তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন সেই রুগীকে।ঘটনার একদিন পরেই মৃত্যু হয় মৌসুমী মার্ডির। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল acidente ভুল রক্ত পরিবেশন ও চিকিৎসার গাফলতির অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন রুগীর পরিজন o আদিবাসী সমাজের মানুষেরা।এরপর হাসপাতালের সামনেই জাতীয় সড়ক অবরোধ করেন তারা,ঘটনায় যানজটের সৃষ্টি হয়।ঘটনার খবর পেলে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী।প্রায় ৪৫ মিনিট পথ অবরোধের পর পুলিশি আশ্বাসে পথ অবরোধকারীরা। বাইট - অপূর্ব মন্ডল (পথ অবরোধকারী) বাইট - ভজন সরকার (পথ অবরোধকারী) বাইট - কৌশিক চক্রবর্তী (সুপার ,গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল) 1111ZG_SDIN_ROAD_BLOCKED
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 11, 2025 12:05:00
Dihierench, West Bengal:*নন্দীগ্রামে রেলের চাকরির দাবিতে জমিদাতাদের পোস্টার হাতে বিক্ষোভ,বন্ধ করে দেওয়া হল রেলপথ সম্প্রসারণের কাজ* নন্দীগ্রাম: রেলের প্রতিশ্রুত চাকরি না পেয়ে পথ অবরোধ ও বিক্ষোভে ফুটে উঠলেন জমিদাতারা। চলতে থাকা রেলপথ সম্প্রসারণের কাজ বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ বাজকুল পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণের কাজ চলছিল দ্রুতগতিতে। এই প্রকল্পের জন্য নন্দীগ্রামের প্রায় ১২০০ পরিবার জমি দান করেছিলেন। ২০০৯ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের যোগাযোগ রক্ষা উন্নয়নের কথা ভেবে এই রেলপথ ঘোষণা করেছিলেন। তারপর থেকে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর ২০২৩ সালে কেন্দ্রীয় রেল মন্ত্রকের তত্ত্বাবধানে, বিশেষত এলাকার বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তৎপরতায় রেলমন্ত্রী অশ्वিনী বৈষ্ণবের উদ্যোগে, প্রকল্পের কাজ শুরু হয়। প্রায় ২২০ কোটি টাকার এই প্রকল্পে দ্রুত কাজ এগোচ্ছিল। জমিদাতাদের অভিযোগ—রেলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, জমি দেওয়া প্রতিটি পরিবারের একজন করে চাকরি পাবেন। কিন্তু বহু পরিবার এখনো সেই চাকরি পাননি। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অধিকাংশ পরিবার ইতিমধ্যেই চাকরি পেয়েছেন, বাকিদের নথি সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে, যা সমাধান হলে তারাও চাকরি পাবেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের অভিযোগ—স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী এ বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছেন না। এলাকার মানুষজন প্রতারণার শিকার হচ্ছেন। কেন্দ্রে বিজেপি শাসিত সরকার থাকা সত্ত্বেও মানুষ বঞ্চিত হচ্ছেন। ফলে ২০২৬ সালের ভোটের আগে রেলপথ সম্প্রসারণ ঘিরে নন্দীগ্রামে ফের রাজনৈতিক উত্তাপ বেড়েছে। আজ জমিদাতারা ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেললাইন সম্প্রসারণের কাজ বন্ধ করে দেন। বাইট ১) রবিন জানা। নন্দীগ্রাম দুই ব্লক তৃণমূল যুব সভাপতি। ২) প্রলয় পাল। শুভেন্দু ঘনিষ্ঠ নন্দীগ্রামের বিজেপি নেতা। ৩) সুজিত নস্কর। রেলের ইঞ্জিনিয়ার। ৪) মিতালী মাল।বিক্ষোভকারী মহিলা।
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 11, 2025 12:04:42
Dihierench, West Bengal:*নন্দীগ্রামে রেলের চাকরির দাবিতে জমিদাতাদের পোস্টার হাতে বিক্ষোভ,বন্ধ করে দেওয়া হল রেলপথ সম্প্রসারণের কাজ নন্দীগ্রাম: রেলের প্রতিশ্রুত চাকরি না পেয়ে পথ অবরোধ ও বিক্ষোভে ফেটে পড়লেন জমিদাতারা। চলতে থাকা রেলপথ সম্প্রসারণের কাজ বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ বাজকুল পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণের কাজ চলছিল দ্রুতগতিতে। এই প্রকল্পের জন্য নন্দীগ্রামের প্রায় ১২০০ পরিবার জমি দান করেছিলেন। ২০০৯ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের যোগাযোগ রক্ষা উন্নয়নের কথা ভেবে এই রেলপথ ঘোষণা করেছিলেন। তারপর থেকে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর ২০২৩ সালে কেন্দ্রীয় রেল মন্ত্রকের তত্ত্বাবধানে, বিশেষত এলাকার বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তৎপরতায় রেলমন্ত্রী অশ্বিনি বৈষ্ণবের উদ্যোগে, প্রকল্পের কাজ শুরু হয়। প্রায় ২২০ কোটি টাকার এই প্রকল্পে দ্রুত কাজ এগোচ্ছিল। জমিদাতাদের অভিযোগ—রেলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, জমি দেওয়া প্রতিটি পরিবারের একজন করে চাকরি পাবেন। কিন্তু বহু পরিবার এখনো সেই চাকরি পাননি। BJP-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, অধিকাংশ পরিবার ইতিমধ্যেই চাকরি পেয়েছেন, বাকিদের নথি সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে, যা সমাধান হলে তারাও চাকরি পাবেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের অভিযোগ—স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী এ বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছেন না। এলাকার মানুষজন প্রতারণার শিকার হচ্ছেন। কেন্দ্রে বিজেপি শাসিত সরকার থাকা সত্ত্বেও মানুষ বঞ্চিত হচ্ছেন। ফলে ২০২৬ সালের ভোটের আগে রেলপথ সম্প্রসারণ ঘিরে নন্দীগ্রামে ফের রাজনৈতিক উত্তাপ বেড়েছে। আজ জমিদাতারা ক্ষতিপূরণ ও চাকরির দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য রেললাইন সম্প্রসারণের কাজ বন্ধ করে দেন। বাইট ১) রবিন জানা। নন্দীগ্রাম দুই ব্লক তৃণমূল যুব সভাপতি। ২) প্রলয় পাল। শুভেন্দু ঘনিষ্ঠ নন্দীগ্রামের বিজেপি নেতা। ৩) সুজিত নস্কর। রেলের ইঞ্জিনিয়ার। ৪) মিতালী মাল।বিক্ষোভকারী মহিলা।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 11, 2025 11:08:57
Kolkata, West Bengal:SIR মামলা सुप्रीम কোর্ট। * অনেক রাজ্যের অনেক রকম পরিস্থিতি। যেমন বৃষ্টির সময় তামিলনাড়ু অবস্থা। কিন্তু অনেক জায়গায় হচ্ছে না। নর্থ ইস্ট খুব বৃষ্টির আশঙ্কা আছে। - কপিল সিব্যাল (পশ্চিমবঙ্গের করা মামলা) * অনেক স্কুলে ছুটির সময়। ঘুরতে যাবেন। বাড়িতে থাকবেন না। এটাও সমস্যা। এত দ্রুততা কিসের?- কপিল সিব্বল * বাংলা#region অবস্থা খারাপ। অনেক গ্রামে 4 বা 5জি নেই। তামিলনাড়ুতে এটা সমস্যা নেই* - কপিল সিব্বল * এটা ডেফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন হতে পারে! তার বাইরে কি হতে পারে? কমিশনকে তাদের করতে দিন*- বিচারপতি * আপনি এমন করে বলছেন যেন এই প্রথম ভোটার লিস্ট সংশোধনের কাজ হচ্ছে! আমরা যেন দেখিনি! একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এটা করছে। তাদের ডেফিসিয়েন্সি নিয়ে বলতে পারেন। পয়েন্ট বলুন, তাহলে তারা সংশোধন করতে পারে!* - সুপ্রিম কোর্ট * নতুন মামলার নথি কমিশনকে দিতে হবে। তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নোটিশ ইস্যু করল সুপ্রীম কোর্ট। * দু সপ্তাহ পর শুনানি।। * কলকাতা হাইকোর্ট বা অন্য হাইকোর্টে মামলা হলে তাদের বলব সেই মামলার নিষ্পত্তি না করে পিছিয়ে দিতে বা স্থিতাবস্থা বজায় রাখতে* - সুপ্রিম কোর্ট * 26 তারিখ শুনানি।। সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে। SIR সুপ্রীম কোর্ট/ এনজিও মামলা * নির্বাচন কমিশনকে নির্দেশ দিন যে, গণনার ফর্ম জমা দেওয়া সকল ভোটারকে স্বীকৃতি স্লিপ দেওয়া হোক। ফর্মগুলি ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে না। তাই লোকজনের কাছে প্রমাণ নেই যে তারা গণনার ফর্ম জমা দিয়েছেন। - স্বেচ্ছাসেবী সংস্থার তরফে দায়ের করা একটি মামলা। * ভারতীয় নাগরিকদের তথ্যের সম্মিলিত সুরক্ষার বিষয়টি রয়েছে তথ্য সুরক্ষা। তথ্য নিজেই মূল্যবান সম্পদ এবং নির্বাচন কমিশন বিশ্বাস করে। - জয়মাল্য বাগচী * নির্বাচন কমিশনকে এই বিষয়ের ওপর উত্তর দিতে হবে - সুপ্রিম কোর্ট।।
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 11, 2025 11:08:08
Dinajpur, Rangpur Division:কুমারগঞ্জ, ১১ নভেম্বর: দক্ষিণ দিনাজপুরে ফের সার আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। মৃতের পরিবার এবং তৃণমূলের দাবি, সার চালু হওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন কুমারগঞ্জ থানার ডাঙ্গার আগাছা এলাকার বাসিন্দা ওছমান মন্ডল (৬৫)। সোমবার গভীর রাতে বাড়ির মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। মঙ্গলবার বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিবারের দাবি এসআইআর আতঙ্কের কারণেই আত্মহত্যা করেছেন ওছমান। কারণ ওছমানের ভোটার কার্ডে ওছমান মন্ডল থাকলেও ভোটার লিস্টে ওছমান মোল্লা রয়েছে৷ যা নিয়ে তিনি মানসিক ভাবে অস্থির ও আতঙ্কে ছিলেন। বিভিন্ন জায়গায় যেতেন কি করে এই সমস্যার সমাধান করা যায়। এদিকে সার আতঙ্কে মৃত্যুর খবর জানাজানি হতেই জেলার রাজনীতিতে জোর তরজা শুরু হয়েছে।
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 11, 2025 11:07:45
Dihierench, West Bengal:*ময়না ব্লক অফিসে বিজেপির বিক্ষোভ ডেপুটেশন। তুমুল উত্তেজনা। মহিলারা অধিকাংশ এই বিক্ষোভে সামিল হয়েছে।দাবি হলো ময়নার অধিকাংশ মহিলাদের লক্ষী ভান্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী হুশিয়ারি দিয়েছিলেন অবিলম্বে মায়েদের লক্ষী ভান্ডারের টাকা চালু করতে হবে। যার জন্য বিডিওর কাছে ডেপুটেশন দেবেন মহিলা। এরপল কোন সূরাহ না হলে কান ধরে কি ভাবে টাকা আদায় করতে হয় সেটা তিনি পথে নেমে দেখাবেন।* পুলিশের সাথে ধস্তাধস্তি। উত্তেজনা ধরনা বিক্ষোভে মহিলারা। নেতৃত্ব দিচ্ছেন ময়লার বিধায়ক অশোক দিন্দা সুমিতা সিনা সহ area's বিজেপি নেতৃত্বরা।
0
comment0
Report
CDChittaranjan Das
Nov 11, 2025 11:07:30
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 11, 2025 10:38:05
Dihierench, West Bengal:লালকেল্লা বিস্ফোরণের পর কড়া নজরদারি! পাঁশকুড়ায় জাতীয় সড়কে জোরকদমে নাকা চেকিং,বাদ পড়ছে না নেতাদের গাড়িও। চলছে তল্লাশি। গতকাল দিল্লির লাল কেল্লার সামনে হওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। রাত থেকেই জেলায় দীঘা পর্ডার সহ বিভিন্ন জায়গায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় জাতীয় সড়কে চলছে জোরকদমে নাকা চেকিং। চলছে দীঘা বর্ডারেও চেকিং। সরকারি বাস, প্রাইভেট বাস থেকে শুরু করে ছোট গাড়ি— কোনও যানবাহনই বাদ যাচ্ছে না পুলিশের নজর থেকে। চলছে চিরুনি তল্লাশির মতো চেকিং অভিযান। কোনরকম বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পরিবহন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশি এই উদ্যোগে নিরাপত্তা বোধ করছেন সাধারণ যাত্রীরাও。
0
comment0
Report
Advertisement
Back to top