Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
चुनाव आयोग के खिलाफ ममता बनर्जी का कड़ा पत्र: SIR में अव्यवस्था
PCPrabir Chakraborty
Jan 04, 2026 13:54:49
Kolkata, West Bengal
ভোটার তালিকা সংশোধনের নামে ‘অগণতান্ত্রিক তাণ্ডব’? নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক চিঠি মুখ্যমন্ত্রীর ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রRevision (SIR) ঘিরে ফের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে পশ্চিমবঙ্গ সরকার। নির্বাচন কমিশনের উদ্দেশে এক দীর্ঘ ও কড়া চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন— ভোটার তালিকা সংশোধনের নামে পশ্চিমবঙ্গে চলছে পরিকল্পনাহীন, খামখেয়ালি ও সংবিধানবিরোধী প্রক্রিয়া। ৩ জানুয়ারি ২০২৬ তারিখে পাঠানো ওই চিঠিতে মুখ্যমন্ত্রীর অভিযোগ, যথাযথ প্রস্তুতি, একরকম নিয়ম ও প্রশিক্ষণ ছাড়াই SIR চালানো হচ্ছে, যার ফলে গোটা প্রক্রিয়াটিই হয়ে উঠেছে ত্রুটিপূর্ণ ও অবিশ্বাসযোগ্য। কমিশনের নির্দেশ বারবার বদলাচ্ছে, কখনও হোয়াটসঅ্যাপ বা মেসেজে ‘অনানুষ্ঠানিক’ নির্দেশ দেওয়া হচ্ছে— যার কোনও লিখিত নোটিফিকেশন বা আইনি ভিত্তি নেই। মুখ্যমন্ত্রীর দাবি, এই অনিশ্চয়তা ও স্বেচ্ছাচারিতার ফলেই প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। তাঁর অভিযোগ, তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে ব্যাকএন্ড থেকে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে, যেখানে সংশ্লিষ্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের অনুমোদনই নেওয়া হয়নি। চিঠিতে আরও উল্লেখ, বিহারে যেখানে ফ্যামিলি রেজিস্টারকে পরিচয়পত্র হিসেবে মান্যতা দেওয়া হয়েছিল, সেখানে পশ্চিমবঙ্গে হঠাৎ করেই তা বাতির করা হচ্ছে— তাও আবার হোয়াটসঅ্যাপ বার্তায়। একইভাবে, রাজ্য সরকারের জারি করা ডোমিসাইল বা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটকেও অগ্রাহ্য করা হচ্ছে বলে অভিযোগ。 সবচেয়ে গুরুতর অভিযোগ— শুনানির নামে ভোটারদের হয়রানি। বহু ভোটারকে কেন শুনানিতে ডাকা হচ্ছে, তা জানানো হচ্ছে না। ২০–২৫ কিলোমিটার দূরে কেন্দ্রীয়ভাবে শুনানিতে হাজিরা দিতে বাধ্য করা হচ্ছে বৃদ্ধ, অসুস্থ ও সাধারণ মানুষকে। নথি জমা দিলেও মিলছে না কোনও রসিদ বা প্রমাণ。 এছাড়াও, রাজ্যের প্রস্তাবিত প্যানেল উপেক্ষা করে অবজারভার নিয়োগ, প্রশিক্ষণহীন মাইক্রো অবজারভারদের দায়িত্ব দেওয়া এবং শুনানির সময় বুথ লেভেল এজেন্টদের (BLA) প্রবেশাধিকার না দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। চিঠির শেষেই নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট দাবি— এই ‘অপরিকল্পিত ও স্বেচ্ছাচারী’ SIR অবিলম্বে বন্ধ করে ত্রুটি সংশোধন করতে হবে। নচেৎ এর পরিণতি হবে ভয়াবহ— ব্যাপক ভোটার বঞ্চনা এবং গণতন্ত্রের মূল কাঠামোর উপর সরাসরি আঘাত।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Jan 05, 2026 10:09:46
Kolkata, West Bengal:নিজের সিদ্ধান্তে অনড় ডাক্তার অনিকেত মাহাতো। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এর ট্রাস্টের সভাপতি পদ ছাড়ার পর,সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছিলেন এস আর পোস্টিং ছাড়বে। পাশপাশি বন্ড এর ৩০ লাখ টাকা তোলার জন্য ক্রাউড ফান্ডিং করবেন। শনিবার তিনি স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্দা, স্বাস্থ্য অধিকারকে মেইল করে এসআর সিপ ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দেন। এরই মাঝে শনিবার বিকাল থেকে, ৩১.১২.২০২৫ এ বের হওয়া একটি ভাইরাল অর্ডারে দেখা যায়, আগামী সাত দিনের মধ্যে সুপ্রিম কোর্টের নিয়ম মেনে, আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে,কাজে যোগদান করতে বলা হচ্ছে। যদি অনিকেত জানান, নিজের সিদ্ধান্তই অনড় থাকছেন তিনি।ছেড়ে দিচ্ছেন এসআর সিপ। সেইমতো আজ সকালে, স্বাস্থ্য ভবনে এসে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তাকে তার এস আর সিপ এর পদত্যাগ পত্র জমা দেন। তিনি জানান,যে ৩১ .১২ ২০২৫ সালে যে অর্ডার বার হয়েছিল আর জি করে জমা করার জন্য।সেই অর্ডার তিনি মানেন না।তিনি ছেড়ে দিচ্ছেন এসআর সিপ । আর জি করে অভয়া মৃত্যুতে, আলাদা করে আন্দোলন করবেন。
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Jan 05, 2026 09:02:05
0
comment0
Report
PMPiyali Mitra
Jan 05, 2026 09:01:51
0
comment0
Report
VDVikram Das
Jan 05, 2026 08:47:00
Kolkata, West Bengal:সাৎসকালে পার্ক সার্কাস লোহাপুল, শামশুল huda রোড ৬৫ নম্বর ওয়ার্ড এ বাড়ির ঢালাই ছাদ ভেঙে মৃত্যু এক বৃদ্ধার আহত একই পরিবারের আরও ৪ জন । অভিযোগ বার বার বাড়ির মালিক কে বাড়িটিকে মেরামত করতে বলা হলেও তা করা হয়নি । ঘটনার দায় কার তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে করেয়া থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর ঘটনায় ১. ৬১ বছর বয়সী রাবিয়া খাতুন মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন এবং তাকে সিএনএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ২. ৫৫ বছর বয়সী ওয়াহিদ আব্দুল, পিতা এ. আহিদ, পায়ে আঘাত পেয়েছেন। ৩. ১৬ বছর বয়সী উমর আলম ওরফে দানিশ আলম সামান্য আঘাত পেয়েছেন। ৪. ৯ বছর বয়সী আয়েশা খাতুন মাথায় সামান্য আঘাত পেয়েছে।
0
comment0
Report
SGShreyasi Ganguly
Jan 05, 2026 07:06:55
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 05, 2026 04:29:26
Kolkata, West Bengal:হাড় কাঁপানো শীতের মাঝেই বড় ভূমিকম্প অসমে। সোমবার ভোরে ৫.১ মাত্রার কম্পনে রীতিমতো আতঙ্ক ছড়ায় অসম-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। ওই ভোরে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বহু মানুষ। বড় মাত্রার ভূমিকম্প হলেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষয়তির কোনও খবর পাওয়া যায়নি। ভারতের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ‘ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’র (এনসিএস) রিপোর্ট অনুযায়ী, সোমবার ভোর ৪টা ১৭ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় অসম-সহ উত্তর-পূর্বের বিস্তীর্ণ অঞ্চলে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও জেলা। তেজপুর থেকে ৫৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। মাটি থেকে প্রায় ৫০ কিলোমিটার নিচে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, যেখানে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সেটি কোপিলি ফল্ট লাইনের উপরে পড়ে। অতীতেও এই ফল্ট লাইনের জেরে একাধিক ছোট বড় ভূমিকম্পের ঘটনা ঘটেছে উত্তর-পূর্ব ভারতে।
0
comment0
Report
SGShreyasi Ganguly
Jan 05, 2026 03:37:22
Kolkata, West Bengal:কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা ইস্যুতে একাধিক যে যে বিষয়ে মুখ্যমন্ত্রী সরব হয়েছেন তার মধ্যে গঙ্গাসাগরের ব্রীজ অন্যতম ।। কেন্দ্রের কাছে আবেদনে কোনও সাড়া না পেয়ে শেষ পর্যন্ত রাজ্য সরকার এই ব্রিজ তৈরি করছে ।। আজই এই ব্রীজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী ।। গত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী বলে আসছেন গঙ্গাসাগরে যাওয়ার জন্য একটি ব্রিজ প্রয়োজন ।। তা নিয়ে বারবার তিনি কেন্দ্রের কাছে আবেদন করেছেন ।। শেষ পর্যন্ত গত বছরের বাজেটে সরকার স্থির করে ব্রীজ তারা নিজেদেরাই তৈরি করবে ।। আর সেই অনুযায়ী বাজেটে বরাদ্দও হয় টাকা ।। প্রায় ১৭০০ কোটি টাকা খরচা হবে ।। মুড়ি গঙ্গা নদীর উপরে তৈরি হবে এই ব্রীজ ।। যে ব্রীজে গাড়ি চলাচলের রাস্তার পাশাপাশি পথচারীরাও যাতে হেঁটে পারাপার করার জন্য ফুটপাথ থাকবে ।। 4.78 km লম্বা হবে এই ব্রীজ ।। ব্রীজ হবে চার লেনের।।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Jan 04, 2026 15:55:09
0
comment0
Report
Advertisement
Back to top