Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
असम में 5.1 तीव्र भूकंप, लोगों में दहशत, अभी तक नुकसान नहीं
AGAyan Ghosal
Jan 05, 2026 04:29:26
Kolkata, West Bengal
হাড় কাঁপানো শীতের মাঝেই বড় ভূমিকম্প অসমে। সোমবার ভোরে ৫.১ মাত্রার কম্পনে রীতিমতো আতঙ্ক ছড়ায় অসম-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। ওই ভোরে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বহু মানুষ। বড় মাত্রার ভূমিকম্প হলেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষয়তির কোনও খবর পাওয়া যায়নি। ভারতের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ‘ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’র (এনসিএস) রিপোর্ট অনুযায়ী, সোমবার ভোর ৪টা ১৭ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় অসম-সহ উত্তর-পূর্বের বিস্তীর্ণ অঞ্চলে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও জেলা। তেজপুর থেকে ৫৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। মাটি থেকে প্রায় ৫০ কিলোমিটার নিচে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, যেখানে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সেটি কোপিলি ফল্ট লাইনের উপরে পড়ে। অতীতেও এই ফল্ট লাইনের জেরে একাধিক ছোট বড় ভূমিকম্পের ঘটনা ঘটেছে উত্তর-পূর্ব ভারতে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NSNabanita Sarkar
Jan 06, 2026 09:03:20
New Delhi, Delhi:

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি। সোমবার রাত ১০টা নাগাদ কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়। সংবাদ সংস্থা এএনআই (ANI)-এর তথ্য অনুযায়ী, তিনি শ্বাসকষ্ট অনুভব করছিলেন।

চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করার পর জানান যে,দিল্লির প্রচণ্ড ঠান্ডা এবং দূষণের জোরালো প্রভাবে তাঁর ব্রঙ্কিয়াল অ্যাজমা (Bronchial Asthma) বা শ্বাসকষ্টের সমস্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল। আপাতত তাঁদের পর্যবেক্ষণে চিকিৎসা চলবে কংগ্রেস নেত্রীর।

বর্তমান অবস্থা ও চিকিৎসা

স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং পর্যবেক্ষণে রাখার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করেন। সংবাদ সংস্থার খবর অনুযায়ী:

সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

তাঁকে অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে।

দীর্ঘ অসুস্থতা: 

দীর্ঘদিন ধরেই কাশির সমস্যায় ভুগছেন ৭৮ বছরের সোনিয়া গান্ধী (Sonia Gandhi health condition)। সেই কারণে রুটিন চেকআপের জন্য প্রায়ই তাঁকে হাসপাতালে যেতে হয়। কিন্তু সোমবার সন্ধ্যায় কাশি আরও বেড়ে যায়। দিল্লির চরম দূষণের কারণে তাঁর শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা আরও বেড়ে গেছে বলেই চিকিৎসকদের ধারণা। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর কিছু স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।

কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী গত কয়েক বছর ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। দু’বার করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সেরে ওঠার পরও দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো সমস্যা তাঁকে মাঝেমধ্যেই ভোগায়। গত বছর শিমলায় ছুটি কাটাতে গিয়ে একবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তখনও তাঁকে তড়িঘড়ি শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

দু'বার কোভিড

দেখতে গেলে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ৭৮ বছরের সোনিয়া। সংশ্লিষ্ট মহল থেকে জানা গিয়েছে, বিভিন্ন শারীরিক সমস্যার জন্য মোটামুটি চিকিৎসার মধ্যেই আছেন তিনি। করাচ্ছেনও চিকিৎসা। দু'বার কোভিডে আক্রান্ত হয়েছেন সোনিয়া গান্ধী। কোভিড থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় ভুগতে হচ্ছে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে।

হাসপাতালের চেয়ারম্যান ডাঃ অজয় স্বরূপ জানিয়েছেন, 'তাঁর শারীরিক উন্নতির ওপর ভিত্তি করে চিকিৎসকরা ছেড়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সম্ভবত আগামী এক বা দুই দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।'

নব সত্যাগ্রহে নয়

গত বছরের ডিসেম্বরে ৭৮ বছরে পা দিয়েছেন সোনিয়া। ওই সময়েও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। কর্নাটকে অনুষ্ঠিত কংগ্রেসের নব সত্যাগ্রহ বৈঠকে যোগ দিতে পারেননি। গত তিন বছর ধরে মাঝেমধ্যেই সোনিয়ার অসুস্থতার খবর পাওয়া গিয়েছে। যদিও অসুস্থতার মধ্যেই পরিষদীয় রাজনীতিতে সক্রিয় থাকতেও দেখা গিয়েছে তাঁকে।

মেয়ের ডাকে

গতবছর শিমলা গিয়ে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী অসুস্থ হয়ে পড়েন। শিমলায় তাঁর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বাগানবাড়ি রয়েছে। সেখানেই ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তাঁর। কয়েকটি মন্দিরেও যাওয়ার পরিকল্পনা ছিল কংগ্রেসের সংসদীয় দলনেত্রীর। কিন্তু এই সব পরিকল্পনার মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি।

এর আগে আরও ২ বার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সোনিয়াকে। এ বছর ১২ জানুয়ারি ফুসফুসের সংক্রমণে অসুস্থ হয়ে এই গঙ্গারাম হাসপাতালেই ভর্তি হয়েছিলেন সোনিয়া। সে বার পাঁচ দিন ভর্তি থাকার পর ১৭ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। জ্বর হওয়ার কারণে ২ মার্চও হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী। 

উল্লেখ্য, গত ডিসেম্বর ২০২৫-এ সোনিয়া গান্ধী ৭৯ বছরে পদার্পণ করেছেন।

আরও পড়ুন: Nicolas Maduro first Picture at New York Court: তুলে নিয়ে গিয়ে মাদুরোকে ভয়ংকরতম নরকে রেখেছেন ট্রাম্প! প্রকাশ্যে জেলের ছবি, খোঁড়াচ্ছেন সস্ত্রীক ভেনে-প্রেসিডেন্ট...

আরও পড়ুন: Trump captured Venezuela President Nicolas Maduro: ভয়ংকর দুর্দিন! এবার কি মাদুরো স্টাইলে পুতিন-অপহরণ পালা? ট্রাম্পের কাছে নতজানু জেলেনস্কির কাতর আর্তিতে বিশ্বযুদ্ধের পদধ্বনি...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

0
comment0
Report
AGAyan Ghosal
Jan 06, 2026 07:52:54
Kolkata, West Bengal:প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন জেলমুক্ত। গোটা ২০২৪ এবং ২০২৫ এর একটা বড় অংশ যে দুজনের সম্পর্ক নিয়ে তুমুল জল্পনায় কেটে গেছিল রাজ্য রাজনীতির এবং নিয়োগ দুর্নীতির একটা অধ্যায়, সেই সম্পর্ক কি ২০২৬ এর নামতে থাকায় তাপমাত্রায় একবারেই শীতল? সম্পর্কে জমেছে বরফ? সেই জল্পনা উস্কে দিল আজ ব্যাঙ্কশাল কোর্টে স্বয়ং পার্থ বান্ধবী অর্পিতার বক্তব্য। অর্পিতাকে প্রশ্ন করা হলে প্রথমে এড়িয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেন। তারপর বলেন কোনো ফোন আসেনি। কেউ ফোন করেনি। বছরের শুরু থেকেই অর্পিতার শরীর খারাপ। নিজেই অন ক্যামেরা জানালেন সে কথা। তারপরেও কেন আসেনি ফোন? তাহলে কি জেলমুক্তির পর অর্পিতা অধ্যায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? বাইট অর্পিতা প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে ইডি র মামলায় আজ ব্যাঙ্কশাল বিশেষ ইডি আদালতে পিছিয়ে গেল শুনানি। ইডি স্পেশাল কোর্টের বিচারক শুভেন্দু সাহা বদলি হওয়ায় পিছিয়ে গেল শুনানি। পরবর্তী শুনানি ১৬ ফেব্রুয়ারি। এদিন আদালতে দেখা গেল অর্পিতা মুখোপাধ্যায় তাপস মন্ডল কে। অর্পিতার বক্তব্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডি ফ্রিজ করার আবেদন জানিয়েছেন তিনি। যে মামলার ৮ জানুয়ারি হওয়ার কথা। অ্যাকাউন্ট ফ্রিজ থাকলে তার জীবন নির্বাহ করতে অসুবিধা হচ্ছে বলে অর্পিতার দাবি। তিনি অসুস্থ। তার রক্তচাপ অনিয়মিত ওঠানামা হচ্ছে বলে জানান তিনি। রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা আজ আদালতে হাজিরার কথা থাকলেও শুনানি পিছিয়ে যাওয়ায় তিনি আসেন নি।
0
comment0
Report
PMPiyali Mitra
Jan 06, 2026 07:48:30
Kolkata, West Bengal:ভিভি গান্ধী আইন কার্যকরা…এই আইন নতুন সালে বাস্তবায়িত হবে রাজ্য সরকার ১০০ দিনের কাজ নিয়ে মানুষকে বিভ্রান্তি শুরু করার চেষ্টা করা যে টাকা পশ্চিমবঙ্গ বরাদ্দ হয়েছিল। সেই টাকা রাজ্য সরকারে কারণে লুড হয়েছে । তারপর থেকে প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে । বারবার বলা হয়েছে দেওয়াটা ফিরে আসছে না। কেন্দ্রের পক্ষ থেকে ৬৩ জায়গায় টিম আসে। ৩১টি জায়গায় অসঙ্গতি পাওয়া গিয়েছে । এর থেকে বোঝা যাচ্ছে এই প্রকল্পের বাস্তব পরিস্থিতি কী ছিল এই আইনের ফলে বিভিন্ন জায়গায় AI কাজে লাগানো হবে। বায়োমেট্রিক থাকে। জিও ট‍্য্যাগ থাকবে। যাতে দুই সরকারে স্বচ্ছতা থাকতে পারে। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ২৫ হাজার ভুয়ো জব কার্ড পাওয়া গিয়েছে । কৃষি কাজে বা ফসল তোলার কাজে মানুষ যাতে বন্চিত না হয় । তার জন্য ৬০ দিনের ছাড় দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার ১০০ দিনের কাজ নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং যে কোনো ভাবে লড়াই চালিয়ে যাবে। যে সরকার এভাডাফ্িড দিয়ে স্বীকার করেছে চারটে জেলায় দুর্নীতি হয়েছে । তাদের জন্য প্রকল্প ব্যহত হয়েছে । ১০০ দিনের কাজ পশ্চিমবঙ্গ যে দুর্নীতি হয়েছে তা নজিরবিহীন । অন‍্য কোনো রাজ্য যে তা হয়নি তা নয়। উত্তরপ্রদেশ হয়েচে। কিন্তু সেখানে সরকার ব‍্যবস্থা নিযেথে। এখানে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে । গরীব সাহায্য করা হয়। গরীবকে শক্তিশালী করা এই বিলের মূল লক্ষ্য ১৪ দিনের মধ্যে প্রাপ‍্য টাকা দিতে হবে সেটা নিশ্চিত করা হয়েছে এই বিলে পশ্চিমবঙ্গ আলু চাষিরা আত্মহত্যা করছে তখন বলা হচ্ছে মৃত্যুর কারণ বলা পারিবারিক কলহ, মানুষের অবসাদ। এই অবস্থা থেকে বের করতে হবে সারা ভারতে মানরেগা হয়েছে। কোথাও দুর্নীতি হয়নি এমন বলা নি। এই প্রকল্প বিজেপি রাজ্যেও দুর্নীতি হয়েছে । কিন্তু সব জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে । কিন্তু কোনো রাজ্য এমন কেন্দ্রের বন্চনার নামে বিরোধ চালিয়ে যাচ্ছে না পশ্চিমবঙ্গের মতো এরাজ‍্যে যত ভুয়ো কার্ড ইস‍্যু হয়েছিল তা মানরেগা যতদিন কার্যকর ছিল তাতে একটা কালো অধ্যায় হিসেবে উল্লেখ থাকবে। নজীরবিহীন
0
comment0
Report
PCPrabir Chakraborty
Jan 06, 2026 07:07:44
Kolkata, West Bengal:আজ বীরভূমে রাজনৈতিক সভা অভিষেক বন্দোপাধ্যায়ের। রামপুরহাটে সভা করবেন অভিষেক। রামপুরহাটের সোনালি খাতুনকে বাংলাদেশে পুশ ব্যাক করেছিল কেন্দ্র। আদালতের হস্তক্ষেপে তাকে ভারতে ফেরত আনা হয়। তৃণমূলের অভিযোগ বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী সন্দেহে আটক ও মারধর করা হচ্ছে। সোনালী খাতুনের রামপুরহাটেই তাই বিজেপিকে আক্রমণ করতে এই সভা। লোকসভা ভোটে এই জেলার দুই আসনেই জয় পেয়েছে তৃণমূল। কোর কমিটিকে দিয়েই জেলায় যাবতীয় সাংগঠনিক কাজ পরিচালনা হয়। মাঝে মধ্যে অনুব্রত-কেষ্ট দ্বন্দ্ব নিয়ে আলোচনা হলেও, শাসক দল মনে করে este জেলায় তাদের সংগঠন ভালো। তবে বেশ কয়েকটি বিধানসভার পুর অঞ্চল নিয়ে রাজনৈতিক লড়াই অব্যাহত। সেই আবহেই আজ প্রাক নির্বাচনী সভায় রামপুরহাটে যোগ দিচ্ছেন অভিষেক।
0
comment0
Report
SGShreyasi Ganguly
Jan 06, 2026 06:23:04
Kolkata, West Bengal:১৯১১ নির্বাচনের আগে দেখা গিয়েছিল বুদ্ধিজীবীদের বামফ্রন্টের বিরুদ্ধে সরব হতে। কিন্তু শেষ আরজিকর আন্দোলনের সেই বুদ্ধিজীবীদের একাংশকেই দেখা যায় যে তারা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন 。 এই 상황ের মধ্যে এবার তৃণমূলের তরফে সিদ্ধান্ত যে তারা উন্নয়নের পাঁচালীর বই সমাজের বিশিষ্ট মানুষদের কাছেও পৌঁছে দেবেন । অর্থাৎ ২০১১ এর পর থেকে সরকার কি কি উন্নয়নের কাজ করেছে তারই বিস্তারিত বিবরণ পৌঁছে দেওয়া হবে সমাজের বিশিষ্টদের মধ্যে ।। ইতিমধ্যে সুরকার,শিল্পপতি, ফুটবলার সহ একাধিক বিশিষ্ট মানুষের কাছে এই বই পৌঁছে দেওয়া হয়েছে ।। সংসদ বিধায়করা তারা নিজেদের বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের হাতে তুলে দিচ্ছেন উন্নয়নের পাঁচালি
0
comment0
Report
PMPiyali Mitra
Jan 06, 2026 04:19:21
Kolkata, West Bengal:কোথায় কী কারণে জটিলতা? সুপ্রিম কোর্টের নির্দেশে অনুযায়ী রাজ্য পুলিশের প্রধান অবসরের তিন মাস আগে UPSC কে ডিজিপিদের প‍্যানেলের জন্য রাজ্যেকে প্রস্তাব পাঠাতে হয় সুপ্রিম কোর্টের সেই নির্দেশকে উল্লেখ করে চিঠিতে UPSC-র বক্তব্য, রাজ‍্য পুলিশের প্রধান নির্বাচনে ইসিএম ডাকার জন‍্য সরকারের তরফে চলতি year's ১৬ এবং ২৪ জুলাই চিঠি লেখা হয় UPSC কে রাজ্য়ের লেখা সেই চিঠিতে বাহিনীর প্রধানের পদে শূন্যপদ ২৩/১২/২৩ তৈরি হয় বলে উল্লেখ করা হয়েছে উল্লেখ‍্য, মনোজ মালব‍্যর অবসরের পর স্থায়ী ডিজিপি পরবর্তে ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে রাজীব কুমারকে নিয়োগ করে রাজ্য সরকার ২০২৩ সালের ডিসেম্বরে কমিশনের বক্তব্য, ২২ ডিসেম্বর ২০২১ সালে রাজ্যের ডিজিপি হিসেব যাকে নিয়োগ করা হয়েছিল দু বছরে মেয়াদ শেষে তিনি ২৮/১২/৩২ সালে অবসর নিয়েছেন ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই অবসরের তিন মাসে আগে অর্থাৎ ২০২৩ সালে সেপ্টেম্বর রাজ্য সরকারের সেই প্রস্তাব পাঠানোর কথা ছিল তা না করে রাজ্য সরকার নির্ধারিত সময়ের অনেক পড়ে , দেড় বছরেরও বেশি পরে চলতি year's জুলাই মাসে সেই প্রস্তাব পাঠায় তা সত্বেও গত ৩০ অক্টোবর এমপ‍্যানেল কমিটি মিটিং করে কিন্ত বৈঠকে রাজ‍্য প্রস্তাব পাঠাতে বিলম্ব এবং ওই পদে শূন্যপদ তৈরি সময় নিয়ে কমিটির সদস্য দের মধ্যে দ্বিমত তৈরি হয় ফলে এই বিষয়টি নিয়ে কমিশন নিয়ে ভারতের অ্যাটর্নি জেনারেলের (এজিআই) মতামত চাওয়ার সিদ্ধান্ত নেয়। অ্যাটর্নি জেনারেল জানান, …”এমপ্যানেলমেন্টের জন্য নাম পাঠাতে রাজ্য সরকারের বিলম্ব অত্যন্ত বেশি।” প্রযোজ্য নিয়ম এবং পূর্ববর্তী নজির পরীক্ষা করে, আমি এমন কোনো বিধান খুঁজে পাইনি যা ইউপিএসসি-কে এই ধরনের অস্বাভাবিক বিলম্ব ক্ষমা করার এবং এমনভাবে কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতা দেয় যেন কোনো অনিয়ম ঘটেনি, এবং অবশেষে ডিজিপি-দের একটি প্যানেল সুপারিশ করে...।” পশ্চিমবঙ্গ রাজ্যের প্রস্তাব গ্রহণ করলে গুরুতর অসঙ্গতি সৃষ্টি হবে, কারণ শূন্যপদের বিলম্বিত প্রতিবেদনের ফলে যোগ্য প্রার্থীরা এমপ্যানেলমেন্টের জন্য বিবেচনার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন...। কোনো অসুবিধা হলে রাজ্য সরকারের প্রথমে সুপ্রিম কোর্টে আসা উচিত ছিল...। অতএব, আরও উপযুক্ত পন্থা হবে রাজ্য সরকারকে সুপ্রীম কোর্ট থেকে অনুমতি বা ব্যাখ্যা চাইতে বলা। ৫।” রাজ্যকে লেখা চিঠিতে UPSC জানিয়েছে এই পরিস্থিতিতে, পশ্চিমবঙ্গ রাজ্যের ডিজিপিদের প্যানেল তৈরি বিষয়ে রাজ্য সরকারের প্রস্তাবটি এই পরামর্শসহ ফেরত পাঠানো হচ্ছে যে, এই বিষয়ে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের কাছ থেকে উপযুক্ত নির্দেশনা চাওয়া হোক۔
0
comment0
Report
SGShreyasi Ganguly
Jan 06, 2026 04:19:06
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 06, 2026 02:34:44
Kolkata, West Bengal:RAIL APP ট্রেনে হোক বা বিমান কিংবা মেট্রো— অনলাইনে টিকিট কাটতে এখন অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। সে বিষয় মাথায় রেখে প্রতিনিয়ত নতুন সংযোজন করছে সংশ্লিষ্ট মন্ত্রক। ট্রেনে অসংরক্ষিত টিকিট কাটার ক্ষেত্রে একটি পরিচিত মোবাইল অ্যাপ রয়েছে— ইউটিএস। তবে আগামী মার্চ মাস থেকে আর এই অ্যাপ কার্যকর থাকবে না। রেল বোর্ডের সিদ্ধান্ত, নতুন ধাঁচে সাজানো তাদের পুরনো অ্যাপই শুধু সচল থাকবে। মার্চ থেকে একটি অ্যাপের মাধ্যমে কাটা যাবে সংরক্ষিত, অসংরক্ষিত বা প্ল্যাটফর্ম টিকিট! একই ছাদের নীচে আনা হয়েছে প্রায় সব কিছুকেই। ‘রেলওয়ান’ নামে এই মোবাইল অ্যাপটি আগেই ছিল। কিন্তু অসংরক্ষিত টিকিট কাটার ক্ষেত্রে ‘ইউটিএস’ যে ভাবে জনপ্রিয়তা পেয়েছিল, তার ধারেকাছে পৌঁছোতে পারেনি সেটি, দাবি যাত্রীদের একাংশের। তবে রেল অসংরক্ষিত আর সংরক্ষিত টিকিটের জন্য আলাদা মোবাইল অ্যাপ রাখতে চাইছে না। ‘রেলওয়ান’ অ্যাপের ছাতার তলাতেই সব সুবিধা এনে দিয়েছে রেল।
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 06, 2026 02:34:31
Kolkata, West Bengal:*আবহাওয়া পয়েন্টার ১) শৈত্য বলয়ের হattachment হা ম ধরে চলতি মরশুমের শীতলতম দিন কলকাতায়। রাতের তাপমাত্রা নামল ১০ এর ঘরে। গতকাল রাতে কলকাতার আলিপুরের তাপমাত্রা ১০.২ डिग্রি। সল্টলেক ৯ ডিগ্রি। কল্যানী ৮ ডিগ্রি। বারাকপুর ৯.৫ ডিগ্রি। ২) রাতের পারদ বুধবার ১১.৬ বৃহস্পতিবার ১৩.১ শুক্রবার ১৪.২ শনিবার ১৫.২ রবিবার ১২.৫ সোমবার ১০.২ ৩) ৭২ ঘণ্টায় কলকাতায় রাতের পারদ নামল ৫ ডিগ্রি। হিমশীতল ঠাণ্ডায় থরহরিকম্প বাংলা। সক্রিয় শৈত্য বলয় পাহাড়ি। রাজ্যের ৮ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা। দার্জিলিংয়ের পারদ ১.৩ ডিগ্রি। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায় শৈত্য প্রবাহের পরিস্থিতি। বহরমপুর এবং আলিপুরদুয়ার বাঁধা পড়ল একই তাপমাত্রায়। ৪) ২০২৫ সালের শেষ ৫ দিন ভেলকি দেখিয়েছিল শীত। তখনই পূর্বাভাস দেওয়া হয়েছিল ২৫ বনাম ২৬ শীতের হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলবে। কার্যক্ষেত্রে হলও তাই। ২০২৫ সালের শীতলতম দিন ৩১ শে ডিসেম্বর কে টেক্কা মেরে বেরিয়ে গেল ২০২৬ এর ৬ জানুয়ারি। ৫) মানেভঞ্জন সাণ্ডাকফু ঘুম ধোত্রে সহ রাজ্যের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের জোরালো সম্ভাবনা। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঘন কুয়াশার সতর্কতা। মধ্যবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম ঢাকবে ঘন থেকে মাঝারি কুয়াশায়। কুয়াশা বাড়বে সাগর দ্বীপ দীঘা ডায়মন্ড হারবার সহ উপকূল এলাকায়। ৬) দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা কম থাকায় উত্তরের ৪ এবং পশ্চিমাঞ্চলের ৪ অর্থাৎ মোট ৮ জেলায় আজ শীতল দিনের পরিস্থিতি। ৭) চরম শৈত্য প্রবাহের সতর্কতা দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় রাজস্থানে। শীতল দিনের পরিস্থিতি বিহার ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড রাজ্যে। অতি ঘন কুয়াশার সতর্কতা ওড়িশা দিল্লি মধ্যপ্রদেশে।
0
comment0
Report
Advertisement
Back to top