Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
सप्ताह के पहले दिन मेट्रो में गड़बड़ी, दक्षिनेश्वर से उत्तम कुमार तक यात्राएं बाधित
AGAyan Ghosal
Jan 05, 2026 03:36:51
Kolkata, West Bengal
সপ্তাহের প্রথম দিনেই মেট্রো গোলযোগ। মেট্রো চলছে দক্ষিনেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার অবধি
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PMPiyali Mitra
Jan 06, 2026 04:19:21
Kolkata, West Bengal:কোথায় কী কারণে জটিলতা? সুপ্রিম কোর্টের নির্দেশে অনুযায়ী রাজ্য পুলিশের প্রধান অবসরের তিন মাস আগে UPSC কে ডিজিপিদের প‍্যানেলের জন্য রাজ্যেকে প্রস্তাব পাঠাতে হয় সুপ্রিম কোর্টের সেই নির্দেশকে উল্লেখ করে চিঠিতে UPSC-র বক্তব্য, রাজ‍্য পুলিশের প্রধান নির্বাচনে ইসিএম ডাকার জন‍্য সরকারের তরফে চলতি year's ১৬ এবং ২৪ জুলাই চিঠি লেখা হয় UPSC কে রাজ্য়ের লেখা সেই চিঠিতে বাহিনীর প্রধানের পদে শূন্যপদ ২৩/১২/২৩ তৈরি হয় বলে উল্লেখ করা হয়েছে উল্লেখ‍্য, মনোজ মালব‍্যর অবসরের পর স্থায়ী ডিজিপি পরবর্তে ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে রাজীব কুমারকে নিয়োগ করে রাজ্য সরকার ২০২৩ সালের ডিসেম্বরে কমিশনের বক্তব্য, ২২ ডিসেম্বর ২০২১ সালে রাজ্যের ডিজিপি হিসেব যাকে নিয়োগ করা হয়েছিল দু বছরে মেয়াদ শেষে তিনি ২৮/১২/৩২ সালে অবসর নিয়েছেন ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই অবসরের তিন মাসে আগে অর্থাৎ ২০২৩ সালে সেপ্টেম্বর রাজ্য সরকারের সেই প্রস্তাব পাঠানোর কথা ছিল তা না করে রাজ্য সরকার নির্ধারিত সময়ের অনেক পড়ে , দেড় বছরেরও বেশি পরে চলতি year's জুলাই মাসে সেই প্রস্তাব পাঠায় তা সত্বেও গত ৩০ অক্টোবর এমপ‍্যানেল কমিটি মিটিং করে কিন্ত বৈঠকে রাজ‍্য প্রস্তাব পাঠাতে বিলম্ব এবং ওই পদে শূন্যপদ তৈরি সময় নিয়ে কমিটির সদস্য দের মধ্যে দ্বিমত তৈরি হয় ফলে এই বিষয়টি নিয়ে কমিশন নিয়ে ভারতের অ্যাটর্নি জেনারেলের (এজিআই) মতামত চাওয়ার সিদ্ধান্ত নেয়। অ্যাটর্নি জেনারেল জানান, …”এমপ্যানেলমেন্টের জন্য নাম পাঠাতে রাজ্য সরকারের বিলম্ব অত্যন্ত বেশি।” প্রযোজ্য নিয়ম এবং পূর্ববর্তী নজির পরীক্ষা করে, আমি এমন কোনো বিধান খুঁজে পাইনি যা ইউপিএসসি-কে এই ধরনের অস্বাভাবিক বিলম্ব ক্ষমা করার এবং এমনভাবে কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতা দেয় যেন কোনো অনিয়ম ঘটেনি, এবং অবশেষে ডিজিপি-দের একটি প্যানেল সুপারিশ করে...।” পশ্চিমবঙ্গ রাজ্যের প্রস্তাব গ্রহণ করলে গুরুতর অসঙ্গতি সৃষ্টি হবে, কারণ শূন্যপদের বিলম্বিত প্রতিবেদনের ফলে যোগ্য প্রার্থীরা এমপ্যানেলমেন্টের জন্য বিবেচনার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন...। কোনো অসুবিধা হলে রাজ্য সরকারের প্রথমে সুপ্রিম কোর্টে আসা উচিত ছিল...। অতএব, আরও উপযুক্ত পন্থা হবে রাজ্য সরকারকে সুপ্রীম কোর্ট থেকে অনুমতি বা ব্যাখ্যা চাইতে বলা। ৫।” রাজ্যকে লেখা চিঠিতে UPSC জানিয়েছে এই পরিস্থিতিতে, পশ্চিমবঙ্গ রাজ্যের ডিজিপিদের প্যানেল তৈরি বিষয়ে রাজ্য সরকারের প্রস্তাবটি এই পরামর্শসহ ফেরত পাঠানো হচ্ছে যে, এই বিষয়ে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের কাছ থেকে উপযুক্ত নির্দেশনা চাওয়া হোক۔
0
comment0
Report
SGShreyasi Ganguly
Jan 06, 2026 04:19:06
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 06, 2026 02:34:44
Kolkata, West Bengal:RAIL APP ট্রেনে হোক বা বিমান কিংবা মেট্রো— অনলাইনে টিকিট কাটতে এখন অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। সে বিষয় মাথায় রেখে প্রতিনিয়ত নতুন সংযোজন করছে সংশ্লিষ্ট মন্ত্রক। ট্রেনে অসংরক্ষিত টিকিট কাটার ক্ষেত্রে একটি পরিচিত মোবাইল অ্যাপ রয়েছে— ইউটিএস। তবে আগামী মার্চ মাস থেকে আর এই অ্যাপ কার্যকর থাকবে না। রেল বোর্ডের সিদ্ধান্ত, নতুন ধাঁচে সাজানো তাদের পুরনো অ্যাপই শুধু সচল থাকবে। মার্চ থেকে একটি অ্যাপের মাধ্যমে কাটা যাবে সংরক্ষিত, অসংরক্ষিত বা প্ল্যাটফর্ম টিকিট! একই ছাদের নীচে আনা হয়েছে প্রায় সব কিছুকেই। ‘রেলওয়ান’ নামে এই মোবাইল অ্যাপটি আগেই ছিল। কিন্তু অসংরক্ষিত টিকিট কাটার ক্ষেত্রে ‘ইউটিএস’ যে ভাবে জনপ্রিয়তা পেয়েছিল, তার ধারেকাছে পৌঁছোতে পারেনি সেটি, দাবি যাত্রীদের একাংশের। তবে রেল অসংরক্ষিত আর সংরক্ষিত টিকিটের জন্য আলাদা মোবাইল অ্যাপ রাখতে চাইছে না। ‘রেলওয়ান’ অ্যাপের ছাতার তলাতেই সব সুবিধা এনে দিয়েছে রেল।
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 06, 2026 02:34:31
Kolkata, West Bengal:*আবহাওয়া পয়েন্টার ১) শৈত্য বলয়ের হattachment হা ম ধরে চলতি মরশুমের শীতলতম দিন কলকাতায়। রাতের তাপমাত্রা নামল ১০ এর ঘরে। গতকাল রাতে কলকাতার আলিপুরের তাপমাত্রা ১০.২ डिग্রি। সল্টলেক ৯ ডিগ্রি। কল্যানী ৮ ডিগ্রি। বারাকপুর ৯.৫ ডিগ্রি। ২) রাতের পারদ বুধবার ১১.৬ বৃহস্পতিবার ১৩.১ শুক্রবার ১৪.২ শনিবার ১৫.২ রবিবার ১২.৫ সোমবার ১০.২ ৩) ৭২ ঘণ্টায় কলকাতায় রাতের পারদ নামল ৫ ডিগ্রি। হিমশীতল ঠাণ্ডায় থরহরিকম্প বাংলা। সক্রিয় শৈত্য বলয় পাহাড়ি। রাজ্যের ৮ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা। দার্জিলিংয়ের পারদ ১.৩ ডিগ্রি। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায় শৈত্য প্রবাহের পরিস্থিতি। বহরমপুর এবং আলিপুরদুয়ার বাঁধা পড়ল একই তাপমাত্রায়। ৪) ২০২৫ সালের শেষ ৫ দিন ভেলকি দেখিয়েছিল শীত। তখনই পূর্বাভাস দেওয়া হয়েছিল ২৫ বনাম ২৬ শীতের হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলবে। কার্যক্ষেত্রে হলও তাই। ২০২৫ সালের শীতলতম দিন ৩১ শে ডিসেম্বর কে টেক্কা মেরে বেরিয়ে গেল ২০২৬ এর ৬ জানুয়ারি। ৫) মানেভঞ্জন সাণ্ডাকফু ঘুম ধোত্রে সহ রাজ্যের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের জোরালো সম্ভাবনা। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঘন কুয়াশার সতর্কতা। মধ্যবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম ঢাকবে ঘন থেকে মাঝারি কুয়াশায়। কুয়াশা বাড়বে সাগর দ্বীপ দীঘা ডায়মন্ড হারবার সহ উপকূল এলাকায়। ৬) দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা কম থাকায় উত্তরের ৪ এবং পশ্চিমাঞ্চলের ৪ অর্থাৎ মোট ৮ জেলায় আজ শীতল দিনের পরিস্থিতি। ৭) চরম শৈত্য প্রবাহের সতর্কতা দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় রাজস্থানে। শীতল দিনের পরিস্থিতি বিহার ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড রাজ্যে। অতি ঘন কুয়াশার সতর্কতা ওড়িশা দিল্লি মধ্যপ্রদেশে।
0
comment0
Report
AGAyan Ghosal
Jan 06, 2026 01:00:57
Kolkata, West Bengal:VENEZUELA বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত অপরিশোধিত তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়। বৈশ্বিক জ্বালানি খাতের অন্যতম প্রভাবশালী সাময়িকী ‘অয়েল অ্যান্ড গ্যাস জার্নাল’ বলছে, ২০২৩ সালের হিসাব অনুযায়ী ভেনেজুয়েলার মজুত তেলের পরিমাণ ৩০৩ বিলিয়ন ব্যারেল。 মজুতের দিক থেকে সৌদি আরবের অবস্থান দ্বিতীয়। দেশটিতে মজুত তেলের পরিমাণ ২৬৭ বিলিয়ন ব্যারেল। তৃতীয় অবস্থানে ইরান, মজুত ২০৮ বিলিয়ন ব্যারেল。 এরপর যথাক্রমে রয়েছে কানাডা (১৬৩ বিলিয়ন ব্যারেল), ইরাক (১৪৫ বিলিয়ন ব্যারেল), সংযুক্ত আরব আমিরাত (১১৩ বিলিয়ন ব্যারেল), কুয়েত (১০১ বিলিয়ন ব্যারেল), রাশিয়া (৮০ বিলিয়ন ব্যারেল), যুক্তরাষ্ট্র (৫৫ বিলিয়ন ব্যারেল) ও লিবিয়া (৪৮ বিলিয়ন ব্যারেল)。 তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের ‍হিসাবে, বিশ্বের মোট মজুত তেলের প্রায় ২০ শতাংশের মালিক ভেনেজুয়েলা। অর্থাৎ, বিশ্বব্যাপী মোট মজুত তেলের প্রায় এক-পঞ্চমাংশই রয়েছে ভেনেজুয়েলার মাটির নিচে। আর মজুতের দিক থেকে নবম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের চেয়ে পাঁচ গুণের বেশি তেল আছে ভেনেজুয়েলার হাতে。 ভেনেজুয়েলার এই সমৃদ্ধ তেলসম্পদই যে এখন দেশটির ‘মহাবিপদের’ কারণ হয়ে দাঁড়িয়েছে, বলে আন্তর্জাতিক মহল মনে করছে। ভেনেজুয়েলার তেল উৎপাদনের নিয়ন্ত্রণও যুক্তরাষ্ট্র গ্রহণ করবে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এ প্রসঙ্গে তিনি কোনো রাখঢাক না রেখে বলেন, ‘যেমনটা সবার জানা, ভেনেজুয়েলায় তেল ব্যবসা দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ ব্যর্থ, একেবারেই ব্যর্থ। আমরা আমাদের বৃহৎ তেল কোম্পানিগুলো, যেগুলো বিশ্বের মধ্যে সবচেয়ে বড়—সেগুলো সেখানে (ভেনেজুয়েলা) পাঠাব। তারা শত শত ডলার বিনিয়োগ করে দেশটির ভেঙে পড়া তেল–অবকাঠামো ঠিক করবে, দেশটির জন্য আয় শুরু করবে।’ ট্রাম্পের এই ঘোষণায় স্পষ্ট হয়ে যায়, তিনি কেন, কোন উদ্দেশ্যে ভেনেজুএলাকে নিশানা করেছেন। যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক; কিন্তু দেশটি মূলত হালকা অপরিশোধিত তেল উৎপাদন করে। তাই ভারী অপরিশোধিত তেলের চাহিদা আমদানির মাধ্যমে মেটায় যুক্তরাষ্ট্র। আর এ ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের কাছে ভেনেজুয়েলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ভেনেজুয়েলা হলো ভারী অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্ষেত্র。 যুক্তরাষ্ট্রের বেশিরভাগ পরিশোধনাগার ভেনেজুয়েলার ভারী তেল প্রক্রিয়াকরণের জন্য নির্মিত। এগুলোCalibrated for heavy crude processing, ভেনেজুয়েলার heavy oil যুক্তরাষ্ট্রের খুবই দরকার। ভৌগোলিক অবস্থান, তুলনামূলক সস্তা দাম, কম পরিবহন খরচ, দ্রুত সরবরাহসহ নানা দিক বিবেচনায় ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে তেল আনাটা বেশি সুবিধাজনক। তাই মুখে বিশ্বশান্তির বার্তা প্রচার করলেও আগ্রাসী মার্কিন অর্থনীতির চাপে এই দেশের দিকে ট্রাম্প হাত বাড়িয়েছেন বলে মনে করছে বিশ্ব।
0
comment0
Report
ASAyan Sharma
Jan 05, 2026 14:09:28
Kolkata, West Bengal:# বন্দে মাতরম এর দেড়শ বছর পূর্তি উপলক্ষে। অনুষ্ঠানে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে দেখা যায়, বাংলার মাটি বাংলার জল রাজ্য সংগীত গাইছেন রবীন্দ্রভারতীর পড়ুয়ারা। আর খোশ মেজাজে, তা দেখতে দেখতেই বসে চা খাচ্ছেন রাজ্যপাল। এমনই ছবি ধরা পরল জি চব্বিশ ঘন্টার ক্যামেরায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। # অনুষ্ঠানের শেষে রাজ্যপালকে প্রশ্ন করা হলে তিনি জানান....*আপনি দেখেননি, আমি উঠে দাঁড়িয়ে গান করছিলাম। এভাবেই উত্তর এড়িয়ে যান তিনি। # এ বিষয়ে প্রশ্ন করা হয় রবীন্দ্রভারতীর উপাচার্য সোনালী চক্রবর্তী ব্যানার্জিকে। ক্যামেরা দেখে তিনি গোটা বিষয়টা এড়িয়ে যান।কিছুই বলতে চান নি তিনি।
0
comment0
Report
NHNantu Hazra
Jan 05, 2026 14:08:47
Salt Lake City, Utah:Kunal ghosh press confarance on several issue. কুনাল ঘোষ প্রেস কনফারেন্স ঐতিহাসিক পদক্ষেপ, গঙ্গা সাগর সেতু। যেটা যুগ যুগ ধরে কেউ ভাবেনি কেউ করেনি। বিজেপি सहयोगিতা করেনি। রাজ্যের নিজস্ব কষাগারের ব্যবহারে শিলান্যাস হয়েছে। দল মত নির্বিশেষে সকলের উচিত ধন্যবাদ দেওয়া।যারা বাংলার ভালো চায় উন্নতি চায় তাদের উচিত ধন্যবাদ দেওয়া। **বিরোধী দলনেতা বলছেন পারমিশন নেওয়া হয় নি। ***মুখ্যমন্ত্রীর পাল্টা জ্ঞানেশ কুমারকে চিঠি শুভেন্দুর। SIR নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্বেগ কল্পনাপ্রসূত। ভুয়ো ভোটার থেকে অবৈধ ভোটার। আগলে রেখেছে তৃণমূল। চিঠি বিরোধী দলনেতার। ****জ্ঞানেস কুমার কে ভ্যানিস কুমার বলা এটা আপমান জনব কোনো রাজ্যে বলা হয় না একমাত্র এই রাজ্যে বলা হয়.. ****৬০ বছর বয়সে বার্থ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যাকে তাকে, এগুলো কমিশনের ai স্ক্যানে ধরা পড়ছে নাম বাদ চলে যাচ্ছে। বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীদের যতই চেষ্টা করুন রাখতে পারবে না শুভেন্দু অধিকারী বলছেন **** শুভেন্দু অধিকারী বলছেন ১৫ই ফেব্রুয়ারী ভোটার লিস্ট বেরোবে, দেখবি আর জলবি লুচির মতো ফুলবি উনি সিএম যেভাবেই হোক এপ্রিল মাস পার করাতে চাইছে, **** সুভেন্দু অধিকারী বলছেন সিএ এ চালু করার সময় এনআরসি বলে ভুল বুঝিয়েছেন মমতা মতুয়াদের নাগরিকত্বের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন ঠিক একইভাবে এস আই আর এর বিরোধিতা করে মানুষকে ভুল বোঝাচ্ছেন। ****শুভেন্দু::CAA কে এনআরসি বলে মুসলিম ভোট পকেটে নিয়ে ক্ষমতায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। CAA আইন এর মাধ্যমে ভারতে নাগরিকত্ব পাচ্ছে । এরাজ্যে ৬০ হাজার এর বেশি দরখাস্ত হয়েছে CAA তে ১ হাজার এর বেশি সার্টিফিকেট পেয়েছে । CAA কার্যকর হওয়ার পর প্রমাণ হয়েছে এটা এনআরসি নয়। **** শুভেন্দু অধিকারী আজকে বলেছেন আপনি কমিশনকে বিজেপির দালাল বলতেই পারেন কিন্তু সুপ্রিম কোর্টে আপনার পরিণতি কি হলো জেসব আইনজীবীদের দাঁড় করান তারা মুখ খুললেই পঞ্চাশ লাখ লাখ দিতে হয় কাদের টাকা এগুলো আমরা ট্যাক্স প্লেয়ার আমরা জানতে চাইবো না বিহারের কেসে পার্টি হয়েছেন সুপ্রিম কোর্ট কি বলল জেনুইন ভোটার বাদ পরলে সুপ্রিম কোর্ট চলে আসবেন আমরা প্রটেকশন দেবো। **** অবসরপ্রাপ্ত আমলা দের পরামর্শদাতা নিয়োগ নিয়ে কটাক্ষ করে শুভেন্দু বলছেন দেহত্যাগ না করলে পদত্যাগ নবান্ন হয় না সবাইকে পরামর্শদাতা করে রেখেছে বাংলার ছেলেদের চাকরির পথ বন্ধ করে রেখেছে। **** মুখ্যমন্ত্রী আজকে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন বিপত্তারিণী রক্ষাকালী যাদের নাম বলছে তাদের সবাই সনাতনী আপনি হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলেছেন আপনার ডাক মান নিশ্চয়ই শুনবেন সেই জন্যই আপনি নজরুল মঞ্চে গিয়েছেন আমার যাওয়ার সময় হলো। ****** শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ৱ্যাম্প শো নিয়ে বলেছেন এইসব করতে ঠিক কত খরচ হয়েছে ঠিক নেই যেখানে আমার বক্তব্য শোনা হচ্ছে এটা যে ওর বিরুদ্ধে গেল ও নিজেও জানে না। কলেজে প্রোগ্রাম প্রোগ্রাম করতাম জানি কত খরচ হতে পারে ****বাংলার মাটি বাংলার জল রাজ্য সংগীতের সময়, উঠে না দাঁড়িয়ে বসে চা খেলেন রাজ্যপাল। তাকে প্রশ্ন করতে, এড়িয়ে যান গোটা বিষয়টি। তিনি জানিয়েছেন you don't see,I was standing and signing also* ***ছাব্বিশের ভোটে পাল্টা মারের নিদান লকেট চট্টোপাধ্যায়ের। নির্বাচনে মারের বদলা মার হবে। অত্যাচার হলে মহিলারা চুপ করে বসে থাকবে? খানাকুলে গিয়ে নিদান বিজেপি নেত্রীর। *** সিএমকে আক্রমণ করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলছেন আজকে মহিষাদলের সরস্বতী মূর্তি ভাঙ্গা হয়েছে উনি যেখানে গিয়েছেন আজকে যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছেন সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে কোটেশ্বর রাও পিজন ভ্যানে তুলেছিলেন মা কালীকে গলায় বস্ত্র দিয়ে ক্ষমা চাওয়া উচিত *** শুভেন্দু তৃণমূলকে আক্রমণ করেছে এরা ভাবছে এই সরকার থাকবে এরা ভাবছে মুসলিমরা আগের মত ভোট দেবে ভাবছে দিনহাটা শীতলকুচে ভাঙ্গরে আবার ভোট লুট করবে এটা সিপিএমও ভাবতো । আইপ্যাড বলছে আরে আমরা তো আছি উনি পুরনো ভোটার লিস্টে ভোট করাতে চান এই 58 লক্ষ ভোটার মেরে দিতে চান ক্যামেরা বন্ধ করে ছাপ্পা দিতে চান কিন্তু আমরা করতে দেবো না। ***ব্রিগেড পরিদর্শনের সময় হুমায়ুন কবীরকে বাধা। হুমায়ুনকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূলের। সাংবাদিক বৈঠকে বাধা। হুমায়ুনকে বিজেপির দালাল বলে আক্রমণ। চলতি মাসেই ব্রিগেডে সমাবেশ করার ডাক সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের। *** পুরো নিয়োগ দুর্নীতিতে চারসিট হয়েছে এজেন্সি সূত্রে খবর নিয়োগ পরীক্ষায় সাদা খাতা দিয়ে জমা করেছে অনেক আজ শুভেন্দু বলেছেন সুজিত বসু থেকে গোপাল সাহা উত্তম দাস সহ ১৭ টা চেয়ারম্যান কেউ ছাড়া পাবে না বিজেপি কে আনোন মে মাসে ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেব। ***SIR শুনানির নোটিস পেয়ে কোমায় বৃদ্ধা! হৃদরোগে আক্রান্ত উত্তর ২৪ পরগনার বিলকান্দার বাসিন্দা আশি বছরের বৃদ্ধা। আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি। *** ভোট কবে জল্পনা হলো এবার তিন দফায় ভোট হবে রেজাল্ট বেরোবে এপ্রিলের মাঝে অমিত শাহ এসে কলকাতার বইটাকে বলেছিলেন ১৫ই এপ্রিলের পরে সরকার তৈরি করবে বিজেপি। এখান থেকে জল্পনা উসকে উঠেছে এবার সাঁতার দফার নয় তিন দফার নির্বাচন হবে। ****যখন বাংলাদেশের হিন্দু শরণার্থীরা আক্রান্ত হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কোনো কথা বের হয় না।  একইভাবে বামেদের মুখ থেকেও কোনো শব্দ শোনা যায় না।----SUVENDU *** সিপিএমের কাজ ভেনেজুয়েলায় বোম পড়লে জবাব চাই জবাব দাও আর আমাদের কাজ বাংলায় চাকরি নেই নারী সুরক্ষা নেই অভয়া তামান্নার বিচার পাবে না শুভেন্দু অধিকারী দাবী করেছেন。
0
comment0
Report
NHNantu Hazra
Jan 05, 2026 14:08:21
Salt Lake City, Utah:Bikash Bhaban Abhiyan called SLST-2 Deprived Freshers job candidates. Bikash Bhaban Abhiyan by marching from Karunamayi. Clashes with police around the campaign. Arrested protestors. SLST-2 বঞ্চিত ফ্রেশার্স চাকুরি প্রার্থীদের ডাকে বিকাশ ভবন অভিযান।করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবন অভিযান।অভিযান ঘিরে পুলিশ এর সাথে ধস্তাধস্তি। আটক আন্দোলনকারী। আন্দোলন কারীদের দাবি: ১. অভিজ্ঞতার ১০ নম্বর কোনোভাবেই দেওয়া যাবে না; সংবিধানের ১৪ ও ১৬ অনুচ্ছেদ অনুযায়ী সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে। ২. SLST-2 পরীক্ষার মাধ্যমে UP-TO-DATE শূন্যপদের সংখ্যা প্রকাশ করে তাতে নিয়োগ করতে হবে। ৩. মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে SLST-2 (২০২৫)-এর সকল পরীক্ষার্থীর অরিজিনাল OMR জনসমক্ষে প্রকাশ করতে হবে। 8. SLST-2016 সালের EXPIRED প্যানেলের পূর্ণ তালিকা অবিলম্বে জনসমক্ষে আনতে হবে। ৫. ইন্টারভিউ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও কোনোপ্রকার বৈষম্য রোধে বাধ্যতামূলক ভিডিওগ্রাফির ব্যবস্থা করতে হবে।
0
comment0
Report
NHNantu Hazra
Jan 05, 2026 14:08:03
0
comment0
Report
Advertisement
Back to top