Back
Uttar Dinajpur733129blurImage

কালিয়াগঞ্জ প্রেসক্লাবের দশম দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত

BHASKAR ROY
Sept 13, 2024 11:46:21
Kaliyaganj, West Bengal

বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কালিয়াগঞ্জ প্রেসক্লাবের দশম দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হল শুক্রবার হাসপাতাল পাড়ায় অবস্থিত প্রেসক্লাবের নিজস্ব সভাগৃহে। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি অমিত সরকার, সাধারণ সম্পাদক অলিপ মিত্র, ইসলামপুর মহকুমা প্রেসক্লাবের মেহেদী হেদায়েতুল্লা ও শান্তনু মন্ডল। কালিয়াগঞ্জ প্রেসক্লাবের সম্মেলনের প্রকাশ্য অধিবেশনের পর সর্ব সম্মতিক্রমে ২০২৫-২৬ সালের জন্য সভাপতি পদে অনুপ জয়সোয়াল এবং সম্পাদক পদে অর্ণিবান চক্রবর্তীকে,কোষাধক্ষ্য ভাস্কর রায় মনোনীত করা হয়।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com