আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাগরিকদের উদ্যোগে একটি মোমবাতি ও মোবাইলের ফ্ল্যাশলাইট মিছিল অনুষ্ঠিত হয়। রাত ৮টায় সুকান্ত মোড় থেকে শুরু হয়ে মিছিলটি বিবেকানন্দ মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে মোমবাতি জ্বালিয়ে শেষ হয়। তাঁদের দাবি, দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। নাগরিকরা প্রশ্ন তোলেন, যেখানে দেশে নারী-পুরুষের সমান অধিকার রয়েছে, সেখানে কেন নারীরা সর্বক্ষেত্রে নির্যাতিত হবেন।
আর জি কর কান্ডের প্রতিবাদে কালিয়াগঞ্জে মোমবাতি মিছিল
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে যখন গোটা জেলা মেতে ওঠে, তখন অন্য চিত্র দেখা যায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের ফুলঘরা গ্রামে। কারণ এই গ্রামের মানুষরা দুর্গাপুজোর সময় মনসা পুজোয় মেতে ওঠেন। এই গ্রামের মানুষরা দেবী দুর্গার আসনে মা মনসাকেই বসিয়ে দীর্ঘদিন পুজো করে আসছেন। দুর্গাপুজোর নিয়ম মেনেই এখানে মা মনসা পূজিতা হন। মূলত এখানে মনসা রূপেই দেবী দুর্গার আরাধনা করা হয়। পুজোর কয়েকটা দিন গ্রামে সকলে মিলে আনন্দ উল্লাসে মেতে ওঠেন।
হাসপাতালের নিরাপত্তা বাড়াতে বৃহস্পতিবার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে হাসপাতাল কর্তৃপক্ষ এর সঙ্গে বৈঠক করল পুলিশ। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, হাসপাতালের ডেপুটি সুপার অরিন্দম রায়, বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলের প্রিন্সিপাল অনিন্দিতা দাস সহ অন্যান্যরা। মূলত হাসপাতালের নিরাপত্তার বিষয় গুলি নিয়ে বৈঠক হয়। হাসপাতালে সিসিটিভি বাড়ানো সহ একাধিক বিষয় বৈঠকে উঠে আসে।
পাঁশকুড়াঃ ব্যারেজের জল ও ক্রমাগত কয়েকদিনের বৃষ্টিতে কার্যত বানভাসি বাংলা। বাংলার একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ডিভিসির বিরুদ্ধে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ডিভিসির সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন করবেন বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার ওপর অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে আগামী দিনে আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
পাঁশকুড়াঃমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল বিজেপি তরফ থেকে রাজ্যের একাধিক বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বন্যা পরিদর্শনে বেরিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়লেন তিনি। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার মানুর এলাকায় মানভাসি মানুষদের সাথে দেখা করতে আসেন সুকান্ত। সেখানে সাধারণ মানুষজনের হাতে জল ও খাওয়ার তুলে দেন তিনি।
পুরুলিয়ায় এসে আরজিকর প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। পুরুলিয়া শহরের সার্কিট হাউসে এক সরকারি কর্মসূচীতে যোগ দেন তিনি । বৈঠক শেষে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি । বাকি যে সমস্ত হাসপাতালগুলিতে আরও সন্দ্বীপ ঘোষ রয়েছে, যারা এভাবে সাম্রাজ্য গেড়ে বসে আছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সে নিয়ে প্রশ্ন ছুঁড়লেন নওশাদ সিদ্দিকী।
বংশীহারী, দক্ষিণ দিনাজপুর থেকে খবর এসেছে যে, জেলা প্রশাসনের পক্ষ থেকে মহা বাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্কুল ও হাটগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য স্বচ্ছতা অভিযান শুরু হয়েছে। আজ পাথরঘাটা হাই স্কুল এবং কুসকারী হাই স্কুলসহ বিভিন্ন হাটে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার টারজান আলী এবং ব্লকের অন্যান্য কর্মকর্তাগণ। এই অভিযান এক মাস ধরে চলবে এবং এর উদ্দেশ্য হলো পতঙ্গ বাহিত রোগ নির্মূল করা।
এই দুর্গাপূজায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বংশীহারী ব্লকের টাঙ্গণ সভা পক্ষে সমস্ত ক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনা শিবিরের ব্যবস্থা করে। এখানে উপস্থিত ছিল বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বল, পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, গঙ্গারামপুর মহাকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, বংশীহারী থানার ভারপ্রাপ্ত অধিকারী ক অসীম গোপ, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার সহ বিভিন্ন কর্মকর্তারা।