Back
Uttar Dinajpur733129blurImage

রায়গঞ্জে আবর্জনা ফেললে ১ লক্ষ টাকা জরিমানা, পুরসভার নতুন উদ্যোগ

BHASKAR ROY
Aug 11, 2024 09:25:06
Kaliyaganj, West Bengal

রায়গঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখতে পুরসভা নতুন উদ্যোগ নিয়েছে। শহরের ২৭টি ওয়ার্ড ও ১১টি প্রধান স্থানে সতর্কতামূলক ব্যানার টাঙানো হয়েছে। এতে লেখা রয়েছে, "এখানে আবর্জনা ফেলিবেন না। অন্যথায় ১ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হইবে।" রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে শহরকে পরিষ্কার রাখার চেষ্টা করা হচ্ছে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com