মৈপীটে মহিলারা আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করলেন
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শনিবার কোচবিহার এ বি এন শীল কলেজ অডিটোরিয়ামের এবং গুড়িয়াহাটি গার্লস হাই স্কুলের রাস্তার কাজের সূচনা করেন। মন্ত্রী জানান, গত দুই দিনে প্রায় ১১০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ বি এন শীল কলেজের অডিটোরিয়াম নির্মাণে সাড়ে পাঁচ কোটি টাকা খরচ হবে। অনুষ্ঠানে কলেজের প্রিন্সিপালসহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন।
দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে মাত্র ১৪ মাসের মধ্যে মহকুমা আদালতে ট্রাক-মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হওয়া মোস্তাফিজুর রহমানের মামলার নিষ্পত্তি হয়। ২০২৩ সালের মার্চে দুর্ঘটনার পর ২৫ জুলাই ইন্সুরেন্স কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করা হয়। শনিবার গঙ্গারামপুর মহকুমা আদালতের নির্দেশে মোস্তাফিজুর রহমানের পরিবারকে ৫২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। আইনজীবী জানিয়েছেন, এটি একটি দ্রুত বিচার ও সুষ্ঠু রায়।
দুর্গাপুরের ইস্পাত নগরীর শরৎচন্দ্র এভিনিউতে দুর্গাপুর ইস্পাত কারখানার জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে এলাকাবাসীর বিরোধের মুখে পড়েন কর্তৃপক্ষ। জেসিবি দিয়ে উচ্ছেদ শুরু হলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিআইএসএফ ও দুর্গাপুর থানার পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। স্থানীয় সমাজসেবী লক্ষণ ঘোষাল দুর্গাপুজোর পর উচ্ছেদ করার অনুরোধ জানান, যা মান্য করে কর্তৃপক্ষ এলাকা ত্যাগ করে।
গভীর রাতে ইসলামপুর থানার বিজুখোর এলাকায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতি হয়। ১০ থেকে ১২ জনের ডাকাত দল বাড়ির জানালা দিয়ে ঢুকে লুটপাট শুরু করে। বাড়ির লোকজন বাধা দিতে গেলে ডাকাতরা বোমাবাজি করে পালিয়ে যায়, যার ফলে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি তাজা বোমা উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ডাকাত দল সোনার গহনা ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হন।
পুরুলিয়ার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে এসিড হামলায় আহত নাবালিকাকে দেখতে যান পুরুলিয়া পৌরসভার কাউন্সিলারদের একটি প্রতিনিধি দল। তৃণমূল কাউন্সিলার মৌসুমী ঘোষ দাবি করেছেন, বিজেপি রাজনৈতিক স্বার্থে কোনও ইস্যু খুঁজে পাচ্ছে না, তাই যেকোনো কিছু নিয়ে ইস্যু বানানোর চেষ্টা করছে। উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর পুরুলিয়ার টামনা থানার দুলমি মোড়ে এক নাবালিকার উপর এসিড হামলার ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।
শিল্প শহর হলদিয়ায় শুক্রবার রাত ১১:১৫ মিনিটে আকস্মিক ঝড়ের কারণে একাধিক গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়েছে। হলদিয়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। চকদ্বীপা এলাকায় রাস্তার ওপর অনেক গাছ পড়েছে এবং ৪টি ট্রান্সফরমার ও ২০টিরও বেশি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, ফলে গোটা এলাকা বিদ্যুতহীন হয়ে পড়েছে। পুরকর্মীরা আজ সকাল থেকে গাছ সরানোর কাজ শুরু করেছেন। শিল্পাঞ্চল চিরঞ্জীবপুর, টাউনশিপসহ বেশ কয়েকটি এলাকা প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে।
শুক্রবার বিকেল ৪:১০ মিনিটে ট্রেন নং 38824 DN মেদিনীপুর-হাওড়া লোকাল ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় এক বৃদ্ধা যাত্রী চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করছিলেন। ট্রেনের গতি বাড়লে বৃদ্ধা ট্রেনের চাকার তলায় পড়তে যাচ্ছিলেন। এ সময় কর্তব্যরত রেলওয়ে লেডি কনস্টেবল এস বিশ্বাস দ্রুত পদক্ষেপ নিয়ে বৃদ্ধাকে বিপদের মুখ থেকে উদ্ধার করেন। পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। স্টেশনের যাত্রী, রেলওয়ে কর্মী ও আধিকারিকরা কনস্টেবল বিশ্বাসকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাঁকে কুর্নিশ জানিয়েছেন।