Back
Purulia723101blurImage

জলের তোড়ে আটকে থাক নাবালককে উদ্ধার করলো পুলিশ

Manoranjan Mishra
Sept 17, 2024 09:19:23
Purulia, West Bengal
গতকাল সন্ধ্যায় বান্দোয়ানের কুইলাপাল থেকে ঝাড়গ্রামের ঝিলিমিলি যাওয়ার রাস্তার উপর যমুনা নদীর ব্রিজ দিয়ে পারাপার করার সময় জলের তোড়ে আটকে যায় এক নাবালক । কোনরকমে ব্রিজের খুঁটি ধরে থাকে দীর্ঘক্ষণ । প্রত্যক্ষ দর্শীরা তা দেখতে পেয়ে খবর দেয় স্থানীয় থানায় । কুইলাপাল ফাঁড়ির পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে। ওই নাবালকের নাম মাইকেল টুডু, বাড়ি বাঁকুড়া জেলার হারামগড়া গ্রামে । ব্রিজের উপর দিয়ে জল বয়ে চলার পরেও ঝুঁকি নিয়ে পারাপার করার সময় জলের তোড়ে আটকে যায় নাবালক ।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com