Back
Purulia723101blurImage

পথনাটিকার মধ্য দিয়ে অভিনব প্রতিবাদ পুরুলিয়ার ডাক্তারি পড়ুয়াদের

Manoranjan Mishra
Sep 04, 2024 16:29:09
Purulia, West Bengal
পুরুলিয়া: আরজিকরের ঘটনায় পুরুলিয়া শহরে পথনাটিকার মধ্য দিয়ে অভিনব প্রতিবাদ পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়াদের। এদিন বিকেলে শহরের মাঝে নাটক, আবৃত্তি ও গানের মাধ্যমে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানান ডাক্তারি পড়ুয়ারা । এদিনের প্রতিবাদ কর্মসূচীতে ডাক্তারি পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সব্যসাচী দাস এবং অন্যান্য অধ্যাপিকারা। পথনাটিকা দেখতে মানুষের জমায়েত ছিল চোখে পড়ার মতো ।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com