শুক্রবার রাত থেকে টানা বৃষ্টি চলছে কলকাতা এবং সংলগ্ন শহরতলিতে। কখনও বৃষ্টির বেগ বাড়ছে, কখনও কমছে। আলিপুর আবহাওয়া দফতর জানাল, শনিবার দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ঝড়বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি। শনিবার দক্ষিণের দু’টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ উপকূলে থাকা নিম্নচাপ ক্রমে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরেছে। গত ছ’ঘণ্টায় তার গতি ছিল ঘণ্টায় ২৩ কিলোমিটার।
দিঘায় প্রবল বৃষ্টি, সুনসান সমুদ্রতট
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
দিনাজপুরের হিলি থানা এলাকার ডাবরা-ত্রিমোহিনীর মধ্যে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক যুবক। হিলি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে এলে চালক ভুটভুট্টির দিকে ছুটে যান।
অন্ডালের কাজোড়া এরিয়ার ইস্ট কোলিয়ারির গোডাউনে সোমবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে। চোরেরা গোডাউনের ছাদ ফুটো করে এসডি এল-এর দামি যন্ত্রাংশ ও বেশ কয়েকটি দামি পাম্প চুরি করে নিয়ে যায়। অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। তবে, কোলিয়ারিতে বারবার চুরির ঘটনার কারণে খনি শ্রমিকরা আতঙ্কিত। কেন্দ্রীয় সংস্থা ইসিএল-এর সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিআইএসএফের হাতে থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটছে, যা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে।
সম্পত্তির লোভে বাবা এবং খুনের অভিযোগ উঠলো ছেলে বিপ্লব ব্যানার্জী এবং তার স্ত্রীর বিরুদ্ধে।দুর্গাপুরের সগড়ভাঙ্গা গ্রামের ঘটনা।মৃত নির্মলেন্দু ব্যানার্জীর আত্মীয় পরিজনদের অভিযোগ, সম্পত্তির লোভে বাবা মাকে খুব মানসিক এবং শারীরিক নির্যাতন করতো বিপ্লব ও তার স্ত্রী।টাকা না দিলেই মারধর করা হতো।বাড়ির বাথরুম থেকে ঝুলন্ত নির্মলেন্দু ব্যানার্জী এবং তার স্ত্রীর ইলা দেবীর মৃতদেহ উদ্ধার হয়।ছেলে বিপ্লব ও তার স্ত্রীকে গ্রেপ্তারের দাবিতে তুমুল বিক্ষোভ হয়।