Back
Purba Bardhaman742122blurImage

দক্ষিণ দিনাজপুরে পূজা পারমিশনের অনলাইন ব্যবস্থা করলো জেলা পুলিশ প্রশাসন

Anup Biswas
Sept 18, 2024 12:24:03
Chhota Bainan, West Bengal
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন পূজা কমিটির জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে পারমিশনের ফরম ফিলাপের ব্যবস্থা করেছে। সোমবার জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, আগের মতো বিভিন্ন দপ্তরে ঘুরতে হবে না; এবার পূজা কমিটিগুলি অনলাইনে সহজেই পারমিশন নিতে পারবে। এছাড়াও, পারমিশনের ফি সবকিছুই অনলাইনে মেটানোর সুযোগ রয়েছে। এভাবে প্রশাসন পূজা কমিটিগুলির সুবিধার্থে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com