Back
Purba Bardhaman713130blurImage

কাটোয়ায় নাটকের মঞ্চ থেকে বিচারের দাবি তুললেন সুপ্রিয় দত্ত

SANDIP GHOSH CHOWDHURY
Aug 25, 2024 23:52:29
Katwa, West Bengal

রবিবার সন্ধ্যায় কাটোয়া সংহতি মঞ্চে 'পরে পাওয়া ১৬ আনা' নাটকের অভিনয়ের পর চিত্রাভিনেতা ও নাট্যশিল্পী সুপ্রিয় দত্ত বর্তমান পরিস্থিতি নিয়ে বিচারের দাবি তোলেন। কাটোয়া উল্লাসের উদ্যোগে আয়োজিত এই নাটকে মুখ্য ভূমিকায় ছিলেন অভিনেতা খরাজ মুখার্জি ও সুপ্রিয় দত্তসহ অন্যান্য শিল্পীরা। বহু নাট্যপ্রেমী দর্শকের উপস্থিতিতে নাটক শেষে মঞ্চ থেকে 'we want Justice' স্লোগান তোলেন সুপ্রিয় দত্ত, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com