গ্রিলগেটের তালা ভেঙে স্কুলে চুরি র ঘটনায় এলাকায় চাঞ্চল্য। গুরুত্বপূর্ণ নথি সহ নগদ টাকা, একটি মনিটর এবং হার্ড ডিস্ক নিয়ে চম্পট দিল দুষ্কৃতীর দল।স্কুলের দুটো আলমারি ও ড্রয়ার ভেঙে তল্লাশি চালিয়েছে দুষ্কৃতীর দল। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মঙ্গলকোটের যজ্ঞেশ্বরডিহি ভুবনমোহিনী স্মৃতি বিদ্যানিকেতন উচ্চমাধ্যমিক স্কুলে। দাস বৈরাগ্য নামে এক শিক্ষিকা জানান,সকালে স্কুলে এসে দেখি গ্রিলগেটের তালা ভাঙা, অফিসঘরের দরজা খোলা আলমারি দুটো খোলা। সকালেই স্কুলের চুরির ঘটনা মঙ্গলকোট থানাকে জানানো হয়।
মঙ্গলকোটে গ্রিল গেটের তালা ভেঙে স্কুলে চুরি
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
CPI(M) পূর্ব মেদিনীপুর জেলা কমিটি উদ্যোগে তমলুকের নিমতৌড়িতে জেলাা কেন্দ্রে সংবিধান ও ধর্মনিরপেক্ষতা রক্ষার অতন্দ্র প্রহরী CPI(M) এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সিতারাম ইয়েচুরির স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শোক মিছিল।
আরজিকর কান্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে। শুক্রবার পূর্ব মেদিনীপুর এগরা 1 ব্লকের বরিদা অঞ্চলে তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বরিদা গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি খামারি বাজারে গিয়ে শেষ হয়। কয়েকশো কর্মী ও সমর্থক এতে অংশ নেন। মিছিলকারীরা দোষীদের চিহ্নিত করে সিবিআইয়ের মাধ্যমে গ্রেফতার করার দাবি জানান এবং মূল অভিযুক্তকে ফাঁসি দেওয়ার দাবি তোলেন। এছাড়া রাজ্যের সমস্ত হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
দিল্লীর রেলের কন্ট্রাক্টরের এককোটি একলাখ টাকা দুর্গাপুরের জাতীয় সড়ক থেকে ছিনতাই এর ঘটনায় দুর্গাপুর থানার পুলিশ আরো একজনকে রাঁচি থেকে গ্রেপ্তার করে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে। আদালতে হাজির হবার সময় উপস্থিত সাংবাদিকদের বলেন আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে। এই ছিনতাই এর ঘটনায় দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তার কড়া মানসিকতা এবং সদর্থক ভূমিকায় খুশি শিল্প ব্যবসায়ী মহল।জানা গেছে এখনো পর্যন্ত দুই পুলিশ কর্মী সহ আটজনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।
বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কালিয়াগঞ্জ প্রেসক্লাবের দশম দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হল শুক্রবার হাসপাতাল পাড়ায় অবস্থিত প্রেসক্লাবের নিজস্ব সভাগৃহে। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি অমিত সরকার, সাধারণ সম্পাদক অলিপ মিত্র, ইসলামপুর মহকুমা প্রেসক্লাবের মেহেদী হেদায়েতুল্লা ও শান্তনু মন্ডল। কালিয়াগঞ্জ প্রেসক্লাবের সম্মেলনের প্রকাশ্য অধিবেশনের পর সর্ব সম্মতিক্রমে ২০২৫-২৬ সালের জন্য সভাপতি পদে অনুপ জয়সোয়াল এবং সম্পাদক পদে অর্ণিবান চক্রবর্তীকে,কোষাধক্ষ্য ভাস্কর রায় মনোনীত করা হয়।
কোচবিহার :- ৯ জন বাংলাদেশী যুবককে আটক করল নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে কর্তব্যরত আরপিএফের সিপিডিএস টিম। আরপিএফ সূত্রে খবর, গতকাল রাতে নিউ কোচবিহার স্টেশন এলাকা থেকে এই ৯ জন যুবক কে আটক করা হয়েছে । এরা হল বাংলাদেশের দৌলতপুর থানার, কুষ্টিয়া জেলার বাসিন্দা--আব্দুল করিম, শাহিন আলম, সাজিব মণ্ডল, জুয়েল মন্ডল, মোহম্মদ আলী, কামরুল ইসলাম, আব্বাস শেখ, সুমন হোসেন এবং রুকন মন্ডলী । তারা দালালের মাধ্যমে ভুয়ো নথি বানিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে কেরল রাজমিস্ত্রির কাজে উদ্যেশ্যে যাচ্ছিল
স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক কিশোরীর। ১৫ বছর বয়সী কিশোরীর বাড়ী গুড়গুড়িপালের এলাবনী গ্রামে। চাঁদড়া হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল ঐ কিশোরী।* স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে, ৩রা সেপ্টেম্বর থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল কিশোরী। গত বুধবার বিকেল নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় কিশোরীর। জানা গেছে, ট্রম্বিকিউলিড মাইটস বা পরজীবী পোকার কামড় থেকে মানব দেহে ছড়ায় স্ক্রাব টাইফাসের জীবাণু। এই রোগের উপসর্গ গুলি হলো তীব্র মাথাব্যথা, গা হাত পায়ে ব্যাথা