Back
Purba Bardhaman713104blurImage

আজিজ রহমান সেখ ও মিজানুর রহমান সেখ স্মৃতি উদ্দেশ্যে বামে চ্যালেঞ্জ ট্রফি ২০২৪

Prabir Mondal
Aug 12, 2024 07:57:17
Jotram, West Bengal

প্রতি বছরের মতো এবছরও বর্ধমান দুই নম্বর ব্লকের বয়ান গ্রামে বৈকুণ্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েত সদস্য ও সংগঠক আজাদ রহমান সেখের উদ্যোগে বায়ান ফুটবল মাঠের ব্যবস্থাপনায় একদিনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমরা সবাই সংঘ, যাকে গ্রাম পঞ্চায়েত বৈকুণ্ঠপুর-১ সমর্থন করেছিল। আজাদ রহমান শেখ ক্রীড়াপ্রেমী ভাই আজিজ রেহমান শেখ ও মিজানুর রহমান শেখের স্মরণে এই খেলার আয়োজন করেন। এই খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে এবং ফাইনালে টাইব্রেকারে মা ইলেভেন ও তালিত সেভেন স্টার জয়লাভ করে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com