Back
Purba Bardhaman713101blurImage

আর জি কর কান্ডের প্রতিবাদে জামালপুরে চিকিৎসকদের বিক্ষোভ

Partha Chowdhury
Aug 14, 2024 01:37:26
Bardhaman, West Bengal

মঙ্গলবার জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আর জি কর কান্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি করে তাঁরা বিক্ষোভে অংশ নেন। রোগী ও চিকিৎসা পরিষেবায় তেমন প্রভাব না পড়লেও, রোগীদের পরিজনরা এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়েছেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই তাঁদের এই প্রতিবাদ। এই নারকীয় ঘটনার বিরুদ্ধে তাঁদের আন্দোলন চলবে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com