পূর্ব বর্ধমানের কালনা রোডের কাশিয়াড়াতে বোলেরো তেল ট্যাঙ্কারের সঙ্গে বাইকের সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটে শক্তিগড় থানার কাশিয়াড়া মোড়ে। প্রত্যক্ষদর্শী মলয় দাস জানান, দ্রুতগতির বোলেরো ব্রেক মারে এবং বাইক আরোহী গাড়ির নিচে পড়ে যায়। পুলিশ গাড়িটিকে আটক করেছে।