রাজ্যে প্রথম ডিজিটাল লার্নিং, তাও আবার সরকারি স্কুলেই!
বর্ধমান শহরের শ্যামসায়রের পাড়ে অবস্থিত রামকৃষ্ণ সারদাপীঠ প্রাথমিক স্কুল এবার ডিজিটাল লার্নিংয়ের পথে যাত্রা শুরু করল। ২১০৪ সালে আই. সি. টি-তে রাজ্যের প্রতিনিধিত্বকারী প্রাক্তন ছাত্রের উদ্যোগে ও স্কুলের ছ' জন শিক্ষকের সহায়তায় এই স্কুলে প্রাথমিক স্তরের ডিজিটাল ক্লাস রুম চালু হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে তথ্যপ্রযুক্তি শেখানোর এই অভিনব উদ্যোগ বাংলায় একটি নতুন দিগন্ত উন্মোচন করল।
ইউ সি আর সি’র ৭ দফা দাবীতে ডেপুটেশন, কার্জনগেটে জমায়েত
পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ (ইউ সি আর সি) ৭ দফা দাবীতে কার্জনগেটে জমায়েত করে দাবী দিবস পালন করে। সভাপতি সুনীলকৃষ্ণ বনিকের সভাপতিত্বে শ্যামল বিশ্বাস ও প্রশান্ত দাস চৌধুরী বক্তব্য রাখেন। ভেষ্টে জমি সহ ৬০৭ ও ৯০৮ গ্রুপ এবং অন্যান্য সরকারি জমিতে গড়ে ওঠা কলোনীতে বসবাসকারী উদ্বাস্তুদের দলিল ও পরচা প্রদান এবং বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ না করার দাবী নিয়ে প্রতিনিধি দল অতিরিক্ত জেলাশাসক এর কাছে ডেপুটেশন দেয়।
ছবি এঁকে, গান গেয়ে, নাটকের মাধ্যমে প্রতিবাদ
মুখর নয়, মুক প্রতিবাদ
কালনা রোডে বোলেরো ও বাইকের সংঘর্ষে মৃত্যু এক বাইক আরোহীর
পূর্ব বর্ধমানের কালনা রোডের কাশিয়াড়াতে বোলেরো তেল ট্যাঙ্কারের সঙ্গে বাইকের সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটে শক্তিগড় থানার কাশিয়াড়া মোড়ে। প্রত্যক্ষদর্শী মলয় দাস জানান, দ্রুতগতির বোলেরো ব্রেক মারে এবং বাইক আরোহী গাড়ির নিচে পড়ে যায়। পুলিশ গাড়িটিকে আটক করেছে।
লাল হলুদ,সবুজ মেরুন মিলে গেল প্রতিবাদে
নান্দুরে তরুণীর গলাকাটা মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
নান্দুরের ঝাপানতলা এলাকায় তরুণী প্রিয়াঙ্কা হাঁসদার গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়েছে। গ্রামের বাড়িতে ফেরার পর সন্ধ্যায় বাথরুমে যাবার নাম করে ঘর থেকে বের হয় সে। পরে গলা কাটা অবস্থায় ১০০ মিটারের মধ্যে মৃতদেহ পাওয়া যায়। পুলিশ তদন্ত শুরু করেছে।
পূর্ব বর্ধমানে স্বাধীনতা দিবস উদযাপন
পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবস মর্যাদার সঙ্গে পালিত হল। পতাকা উত্তোলন করেন জেলাশাসক কে রাধিকা আইয়ার। গঙ্গাকিশোর ভাট্টাচার্য প্রেস কর্ণারে জাতীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অমিয়কুমার দাস, প্রসেনজিৎ দাস সহ অন্যান্য আধিকারিকরা।
বর্ধমানে সর্বোচ্চ উচ্চতায় তোলা হল সবচেয়ে বড় জাতীয় পতাকা
বর্ধমানের বিজয় তোরণের সামনে সবচেয়ে বড় জাতীয় পতাকা তোলা হল। পতাকার পরিধি ১০৬৬ স্কোয়ার ফুট এবং এটি মাটি থেকে ৫৫ ফুট উঁচুতে লাগানো হয়েছে। পতাকা তুলতে দুটি ক্রেন ব্যবহার করা হয়। পূর্ব বর্ধমান জেলা সাইক্লিং ক্লাব ও অন্যান্য সংগঠনের উদ্যোগে এই পরিকল্পনা বাস্তবায়িত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস। আয়োজক সন্দীপন সরকার জানান, এটি একটি রেকর্ড এবং তাঁরা যথাযথ জায়গায় দাবি জানাবেন।
জামালপুরে আরজিকর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি
বুধবার জামালপুর ব্লক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে আরজিকর ঘটনায় প্রতিবাদ জানাতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়। সাদিপুর স্বাস্থ্যকেন্দ্রে পদযাত্রা ও অবস্থান-বিক্ষোভ হয়। আন্দোলনকারীরা ঘটনার বিহিত দাবি করেন।
বর্ধমান মেডিকেল কলেজে আউটডোরে ভিড়, সেবা স্বাভাবিক
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোরে আজ প্রচুর ভিড় হলেও রোগী পরিষেবা মোটের ওপর স্বাভাবিক রয়েছে। জুনিয়র ডাক্তারের আন্দোলনের জন্য আউটডোর বন্ধ রাখা হলেও, সঙ্কটজনক রোগীদের জন্য সিনিয়র ডাক্তাররা রোগী দেখছেন। সময় বেশি লাগছে, তবে রোগীরা বিরক্ত নন।
বর্ধমানে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ৩ দুর্বৃত্ত গ্রেপ্তার
বর্ধমানে প্রতিবন্ধী এক তরুণী ও তার বন্ধু ৭ আগস্ট ঘুরতে গিয়ে তিন দুর্বৃত্ত দ্বারা আক্রান্ত হয়। দুর্বৃত্তরা তাদের টাকা দাবি করে এবং টাকা না পাওয়ায় তরুণীকে নিগ্রহ করে। ছেলেটিকে মারধর করে মেয়েটিকে ধর্ষণ করা হয়। পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে জেল হেফাজতে রেখেছে।
প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও বর্ধমানে অন্যায়ের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ
বর্ধমানে প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। আয়োজক কানাইলাল বিশ্বাস জানান, বাংলাদেশে গণহত্যা, পশ্চিমবঙ্গে চিকিৎসক হত্যা, যাদবপুরে স্বপ্নদীপ হত্যাকাণ্ড-সহ বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বিশ্বজুড়ে সৃজনশীল মানুষদের হত্যা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধেও এই প্রতিবাদ। বিকেলে বর্ধমান শহরের বিজয় তোরণের সামনে কবি, সাহিত্যিক, শিল্পী ও সমাজকর্মীরা সমবেত হয়ে প্রতিবাদ জানান।
আর জি কর হত্যাকান্ডে বর্ধমানে নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল
মঙ্গলবার বর্ধমানে আর জি কর হত্যাকান্ডের বিচার দাবিতে নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। কোর্ট কম্পাউন্ড থেকে শুরু হয়ে বিসিরোড হয়ে মিছিলটি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে শেষ হয়। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও মেডিকেল প্রতিনিধিরা কালো ব্যাজ পরে মিছিলে অংশ নেন। তাঁরা দাবি করেন, সিভিক ভলান্টিয়ার নয়, আসল অপরাধীদের গ্রেফতার করতে হবে। জেলা উপ স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন, প্রভাবশালী মহলের যোগসাজশে আসল অপরাধীদের আড়াল করা হচ্ছে বলে তাঁদের ধারণা।
আর জি কর কান্ডের প্রতিবাদে জামালপুরে চিকিৎসকদের বিক্ষোভ
মঙ্গলবার জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আর জি কর কান্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি করে তাঁরা বিক্ষোভে অংশ নেন। রোগী ও চিকিৎসা পরিষেবায় তেমন প্রভাব না পড়লেও, রোগীদের পরিজনরা এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়েছেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই তাঁদের এই প্রতিবাদ। এই নারকীয় ঘটনার বিরুদ্ধে তাঁদের আন্দোলন চলবে।
১৩৭ টি হারিয়ে পাওয়া মোবাইল ফেরত দিল পুলিশ
চুরি যাওয়া বা খোওয়া যাওয়া ১৩৭ টি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। শুক্রবার দুপুরে এক পুলিশ লাইনের এক অনুষ্ঠানের মাধ্যমে মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয়। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, আজ ১৩৭ টি মোবাইল মালিকদের ফিরিয়ে দেওয়া হল। আমাদের আলাদা টিম আছে এক কাজ করার জন্য। অনেক সময় খুঁজে পেতে দেরি হলেও বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয় পুলিশ।
পূর্ব বর্ধমানে দুটি টোটোর সংঘর্ষে আহত ৬
পূর্ব বর্ধমানের জামালপুর বাসস্ট্যান্ড বাইপাস সংলগ্ন এলাকায় দুটি টোটোর সংঘর্ষে ২ স্কুলছাত্রী ও ১ স্কুলছাত্র সহ ৬ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে ঘটে এই ঘটনা। স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান এবং জামালপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। একটি টোটোতে চারজন স্কুলছাত্রী ও এক স্কুলছাত্র পরীক্ষা দিতে আসছিলেন, অন্য টোটোতে দুইজন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় টোটো উল্টে গেলে একজন যুবকও আহত হন। আহতদের জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা করানো হচ্ছে।
বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রীর কাছে শ্যালকের আবদার
ভারতের সাথে সম্পর্ক মধুর করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আবদার জানিয়েছেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী মহম্মদ ইউনুসের শ্যালক মহম্মদ আসফাক হোসেন। জন্মসূত্রে বর্ধমানের বাসিন্দা আসফাকের বাড়ি রাণীগঞ্জ বাজারের কাছে লস্করদিঘিতে। আসফাক জানান, দুই পরিবারের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। প্রতিবারই তাঁরা বাংলাদেশে যান এবং ইউনুস সাহেবের সাহায্যে আসফাকের ভাগ্নের হার্টের চিকিৎসা হয়। না গেলে দিদি রাগ করেন বলে জানান আসফাক।
বর্ধমানে মর্মান্তিক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, আহত ২
বর্ধমান বাইপাসে রাম মুদী কলোনীর কাছে বুধবার সকালে দুর্ঘটনায় এক বাইক আরোহী নিহত ও দুজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইক আরোহীরা হাত দেখিয়ে রাস্তা পার হতে চাইলে একটি গ্যাসের গাড়ি গতি কমিয়ে দাঁড়ায়। তবে পিছন থেকে আসা একটি ডাম্পার গ্যাসের গাড়িকে ধাক্কা দিলে বাইক আরোহী গাড়ির তলায় চাপা পড়ে মারা যান। অন্য জনকে আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্যাসের গাড়ির চালক অল্পের জন্য রক্ষা পান এবং ডাম্পারের চালক আহত হন।
বিশিষ্ট সঙ্গীত গবেষক মানস বসু প্রয়াত
বিশিষ্ট সঙ্গীত গবেষক মানস বসু প্রয়াত। তিনি অকৃতদার ছিলেন ও বর্ধমান শহরের নীলপুরের একটি আবাসনে একা থাকতেন। ঠাকুরবাড়ির সঙ্গীতচর্চা সহ বিভিন্ন বিষয়ে তার মৌলিক গবেষণা ছিল। মঙ্গলবার রাতে আবাসিকরা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। অনুমান করা হচ্ছে, দু-তিনদিন আগেই তার মৃত্যু হয়েছে। শেষবার শুক্রবার বাইরে দেখা গেছে এবং শনিবার দুজনের সঙ্গে ফোনে চ্যাট করেছেন। মৃত্যুর খবর পেয়ে বর্ধমানের শিল্পী ও সাহিত্যপ্রেমীরা আবাসনে ছুটে আসেন। পুলিশ দরজা ভেঙে তার দেহ উদ্ধার করে।
নীরবে চলে গেলেন রবীন্দ্র গবেষক, শহরে শোকের ছায়া
বিশিষ্ট সঙ্গীত গবেষক মানস বসু চলে গেলেন। তিনি অকৃতদার ছিলেন। বর্ধমান শহরের নীলপুরের একটি আবাসনের ঘরে তিনি একাই থাকতেন।ঠাকুরবাড়ির সঙ্গীতচর্চাসহ বিভিন্ন বিষয়ে তার মৌলিক গবেষণা রয়েছে। মঙ্গলবার রাতে আবাসনের আবাসিকরা দুর্গন্ধ পেয়ে সবাইকে জানান। খবর পেয়ে পুলিশ আসে। পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙ্গে উদ্ধার করা হয় মৃতদেহ।অনুমান করা হচ্ছে, তিনি দু তিনদিন আগেই মারা গেছেন। আবাসিকরা জানিয়েছেন, গত শুক্রবার তাকে শেষবার বাইরে দেখা গেছে। শনিবার দু একজনকে ফোনে চ্যাট করেছেন।তারপর আজ তার দেহ উদ্ধার হল।
কেন জল জমল বর্ধমানে, পুরপতির বয়ানে
বর্ধমান শহরের নিকাশী বেহাল,দুর্ভোগ নানা এলাকায়
কয়েক ঘন্টার বৃষ্টিতেই জল জমে নাকাল বর্ধমান শহরের একটা বড় অংশ। গতকাল রাতে টানা তিন ঘন্টা মুষলধারে বৃষ্টি হয়। যার জেরেই জলমগ্ন বর্ধমান শহরের একাধিক এলাকা। বে- আব্রু হয়ে পড়েছে পুরসভা এলাকার নিকাশী ব্যবস্থা। পুরপ্রধান জানিয়েছেন, দুর্ভোগ কাটাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার কারণেই এলাকার বড় অংশ জলমগ্ন হয়ে পড়েছে বলে দাবি করেছেন সুভাষপল্লী সহ অন্যান্য এলাকার বাসিন্দারা ।
রায়নগর জলমগ্ন, ক্ষতির আশঙ্কা
অরবৃষ্টির ফলে বাঁকা নদীর জল বৃদ্ধি পাওয়ায় বৈকুন্ঠপুর ২ পঞ্চায়েতের রায়নগর জলমগ্ন হয়ে গেছে। সোমবার রাত থেকে জল বাড়তে শুরু করে, ফলে রাস্তাঘাটও জলমগ্ন হয়। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৩০০ বাড়ি ক্ষতির মুখে পড়তে পারে। মঙ্গলবার পঞ্চায়েত সদস্যা রেণুকা দাস ও অন্যান্যরা পরিস্থিতি পর্যালোচনা করেন। বিডিওকে অবহিত করে আশ্রয় ব্যবস্থার কথা বলা হয়েছে। স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
দামোদরে জলবৃদ্ধি: শম্ভুপুর ঘাটে ফেরি চলাচল বন্ধ, গ্রামবাসীদের দুর্ভোগ
পূর্ব বর্ধমানের জেলাশাসক রাধিকা আইয়ার গতকাল নৌকা পারাপার নিয়ন্ত্রণের কথা জানিয়েছিলেন। সোমবার থেকে দামোদর নদীর শম্ভুপুর ঘাটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। এই সিদ্ধান্তের ফলে প্রায় ৩৫টি গ্রামের মানুষ সমস্যায় পড়বেন। জামালপুর ও বর্ধমান সদর ২ ব্লকের মধ্যে অবস্থিত এই ঘাট রায়না ও জামালপুর ব্লকের বাসিন্দাদের যোগাযোগের প্রধান মাধ্যম। নিকটবর্তী স্থায়ী সেতুগুলি ১৮-১৯ কিলোমিটার দূরে থাকায় গ্রামবাসীরা চরম দুর্ভোগে পড়েছেন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পারাপার বন্ধ থাকবে।
ছুটির ঠিকানায় হোমের মেয়েরা
পূর্ব বর্ধমান জেলার হোমের শিশু ও কিশোরীদের এক দিনের জন্য ছুটির স্বাদ দিল 'চান্দু চ্যাম্পিয়ন' সিনেমা দেখিয়ে। বামচান্দাইপুর গ্রামে অবস্থিত সরকারি হোমে ৫০ জন কন্যাসন্তান নিরাপত্তার মধ্যে বেড়ে উঠছে, যাদের অনেকেই অনাথ বা পরিবার থেকে পরিত্যক্ত। হোমের সুপার, মাদার ও অন্যান্য দায়িত্বে থাকা সদস্যরা প্রতিদিনই তাদের যত্ন নেন। তবে একঘেয়ে জীবনের বাইরে মেয়েরা একটি দিনের সেলিব্রেশন চেয়েছিল। সেই জন্য সভাধিপতি ও অন্যান্যরা এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।