
রাজ্যে প্রথম ডিজিটাল লার্নিং, তাও আবার সরকারি স্কুলেই!
বর্ধমান শহরের শ্যামসায়রের পাড়ে অবস্থিত রামকৃষ্ণ সারদাপীঠ প্রাথমিক স্কুল এবার ডিজিটাল লার্নিংয়ের পথে যাত্রা শুরু করল। ২১০৪ সালে আই. সি. টি-তে রাজ্যের প্রতিনিধিত্বকারী প্রাক্তন ছাত্রের উদ্যোগে ও স্কুলের ছ' জন শিক্ষকের সহায়তায় এই স্কুলে প্রাথমিক স্তরের ডিজিটাল ক্লাস রুম চালু হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে তথ্যপ্রযুক্তি শেখানোর এই অভিনব উদ্যোগ বাংলায় একটি নতুন দিগন্ত উন্মোচন করল।
ইউ সি আর সি’র ৭ দফা দাবীতে ডেপুটেশন, কার্জনগেটে জমায়েত
পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ (ইউ সি আর সি) ৭ দফা দাবীতে কার্জনগেটে জমায়েত করে দাবী দিবস পালন করে। সভাপতি সুনীলকৃষ্ণ বনিকের সভাপতিত্বে শ্যামল বিশ্বাস ও প্রশান্ত দাস চৌধুরী বক্তব্য রাখেন। ভেষ্টে জমি সহ ৬০৭ ও ৯০৮ গ্রুপ এবং অন্যান্য সরকারি জমিতে গড়ে ওঠা কলোনীতে বসবাসকারী উদ্বাস্তুদের দলিল ও পরচা প্রদান এবং বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ না করার দাবী নিয়ে প্রতিনিধি দল অতিরিক্ত জেলাশাসক এর কাছে ডেপুটেশন দেয়।
ছবি এঁকে, গান গেয়ে, নাটকের মাধ্যমে প্রতিবাদ
মুখর নয়, মুক প্রতিবাদ
কালনা রোডে বোলেরো ও বাইকের সংঘর্ষে মৃত্যু এক বাইক আরোহীর
পূর্ব বর্ধমানের কালনা রোডের কাশিয়াড়াতে বোলেরো তেল ট্যাঙ্কারের সঙ্গে বাইকের সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটে শক্তিগড় থানার কাশিয়াড়া মোড়ে। প্রত্যক্ষদর্শী মলয় দাস জানান, দ্রুতগতির বোলেরো ব্রেক মারে এবং বাইক আরোহী গাড়ির নিচে পড়ে যায়। পুলিশ গাড়িটিকে আটক করেছে।