Back
Purba Bardhaman713101blurImage

প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও বর্ধমানে অন্যায়ের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ

Partha Chowdhury
Aug 14, 2024 01:42:43
Bardhaman, West Bengal

বর্ধমানে প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। আয়োজক কানাইলাল বিশ্বাস জানান, বাংলাদেশে গণহত্যা, পশ্চিমবঙ্গে চিকিৎসক হত্যা, যাদবপুরে স্বপ্নদীপ হত্যাকাণ্ড-সহ বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বিশ্বজুড়ে সৃজনশীল মানুষদের হত্যা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধেও এই প্রতিবাদ। বিকেলে বর্ধমান শহরের বিজয় তোরণের সামনে কবি, সাহিত্যিক, শিল্পী ও সমাজকর্মীরা সমবেত হয়ে প্রতিবাদ জানান।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com