বন্যার জল কমলেও দুর্ভোগ কমেনি ঘাটাল ব্লকের মনসুকা সহ কয়েকটি গ্রামের।বন্যার জল কমতেই গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের কঙ্কালসার চেহারার ছবি উঠে এসেছে।রাস্তা এতটাই বেহাল হয়ে উঠেছে হেঁটে চলাও ঝুঁকিপূর্ন বলে জানাচ্ছেন গ্রামের মানুষজন।বন্ধ হয়েছে বাস চলাচল ও পণ্যবাহী গাড়ি,ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে নিত্যদিনের পথ চলতি মানুষদের।এমনই ছবি ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েতের পালপুকুর থেকে মনসুকা পর্যন্ত ৫ কিমি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তার।

বন্যার জল কমতেই গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের কঙ্কালসার চেহারার ছবি উঠে এল ঘাটালে
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি বর্ষ উদযাপন কে কেন্দ্র করে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করল হরিপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। রতুয়া ২ ব্লকের আড়াইডাঙা গ্রাম পঞ্চায়েতের অধীনে অবস্থিত হরিপুর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী বর্ষ উদযাপন কে কেন্দ্র করে দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসনিক কর্তা থেকে শুরু করে জনপ্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা গেল। উপস্থিত ছিলেন রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখার্জি, রতুয়া দুই ব্লকের ভিডিও শেখর শেরপা, পুখুরিয়া থানার ওসি বাপন দাস, বিদ্যালয়ের পরিদর্শক আবু হাশেম তৌসিফ সহ অন্যান্যরা। বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে এই প্লাটিনাম জুবলি বর্ষ উদযাপনকে কেন্দ্র করে। উদ্বোধনের সূচনাতে ই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সংগীত পরিবেশন ভী কী গেই।
Malda: ঢালাই রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী
দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে এবার দ্বিতীয় বর্ষের দুর্গাপুর উৎসব হতে চলেছে। রবিবার খুঁটিপূজোর পর বক্তব্য রাখতে গিয়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি চন্দন দত্ত সহ শিল্পপতি ব্যবসায়ী,মন্ত্রী প্রদীপ মজুমদার সহ বিশিষ্ট জনদের সামনে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কড়া ভাষায় বলে দেন উৎসব কারো ব্যক্তিগত না হয় যেন,উৎসব হবে দুর্গাপুরের সবার জন্য।