মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।কিন্তু এখনো ঘাটাল পৌরসভার একাধিক নিচু ওয়ার্ডে রয়েছে বন্যার জল।বন্যার জলে ডুবে রয়েছে ঘাটাল পৌর এলাকার একাধিক পুজো কমিটির পুজোর মন্ডপ,মহালয়ার দিনও তাই দুশ্চিন্তায় পুজো কমিটিগুলি।ঘাটালের সৎসঙ্গপল্লী সার্বজনীন,আড়গোড়া সার্বজনীন,রামচন্দ্রপুর সার্বজনীন,দশম পল্লী সার্বজনীন দুর্গোৎসব, শুকচন্দ্রপুর সার্বজনীনের মন্ডপের বাঁশের কাঠামো ডুবে রয়েছে বন্যার জলে। অনেক পুজো কমিটি নতুন করে উঁচু জায়গায় শুরু করেছেন মন্ডপ তৈরির কাজ।