Back
Champak Dutta
Paschim Medinipur721101blurImage

দুর্গা পুজোর সময় মেদিনীপুরে যানবাহন প্রবেশ নিষেধ

Champak DuttaChampak DuttaOct 04, 2024 16:27:14
Midnapore, West Bengal:

দুর্গা পুজোর দিন গুলিতে বিকেল ৩ টে থেকে ভোর ৩ টে অবধি মেদিনীপুর শহরে ঢুকতে পারবে না কোন বড় গাড়ির পাশাপাশি ৩ বা ৪ চাকার যানবাহন। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে শুক্রবার বিকেলে দুর্গাপূজার গাইডম্যাপ উদ্বোধন করে পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, "মুমূর্ষু রোগীদের জন্য গ্রীন করিডর এর ব্যবস্থা থাকছে। এর জন্য বিশেষ কন্ট্রোলরুম খোলা থাকছে। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার, সংশ্লিষ্ট থানার আইসি, ওসিরা দায়িত্বে থাকবেন। কন্ট্রোলরুম নম্বর যোগাযোগ করলে পুলিশ সহায়তা করবে।" 

0
Report
Paschim Medinipur721101blurImage

বন্যার জলে ডুবে রয়েছে ঘাটাল পৌর এলাকার একাধিক পুজো কমিটির পুজোর মন্ডপ

Champak DuttaChampak DuttaOct 03, 2024 04:52:57
Midnapore, West Bengal:

মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।কিন্তু এখনো ঘাটাল পৌরসভার একাধিক নিচু ওয়ার্ডে রয়েছে বন্যার জল।বন্যার জলে ডুবে রয়েছে ঘাটাল পৌর এলাকার একাধিক পুজো কমিটির পুজোর মন্ডপ,মহালয়ার দিনও তাই দুশ্চিন্তায় পুজো কমিটিগুলি।ঘাটালের সৎসঙ্গপল্লী সার্বজনীন,আড়গোড়া সার্বজনীন,রামচন্দ্রপুর সার্বজনীন,দশম পল্লী সার্বজনীন দুর্গোৎসব, শুকচন্দ্রপুর সার্বজনীনের মন্ডপের বাঁশের কাঠামো ডুবে রয়েছে বন্যার জলে। অনেক পুজো কমিটি নতুন করে উঁচু জায়গায় শুরু করেছেন মন্ডপ তৈরির কাজ। 

0
Report
Paschim Medinipur721101blurImage

মহালয়ার দিনে বন্যার্তদের পাশে মন্ত্রী শিউলি সাহা

Champak DuttaChampak DuttaOct 03, 2024 04:26:09
Midnapore, West Bengal:

মহালয়ার দিনে ঘাটালের কামারডাঙ্গায় বন্যা কবলিত মানুষের জন্য শুকনো খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা ও বিধায়ক অজিত মাইতি। বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার মনসুকা গ্রাম পঞ্চায়েতের এই এলাকায় কয়েকশো মানুষের হাতে সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মায়া আদক, সাংসদ প্রতিনিধি রামপদ মান্না এবং তৃণমূলের মহিলা নেতৃত্ব।

0
Report
Paschim Medinipur721101blurImage

দাসপুর ২ নম্বর ব্লকে বন্যা পরিদর্শন করতে এসে সুকান্ত মজুমদার বন্যার্তদের

Champak DuttaChampak DuttaSept 30, 2024 05:10:29
Midnapore, West Bengal:
পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ নম্বর ব্লকের দুধকোমড়া এলাকায় বন্যা পরিদর্শন করতে এলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতি মন্ত্রী সুকান্ত মজুমদার।এলাকায় এসে দাসপুরের বন্যা কবলিত মানুষজনের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী,এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান ও ঘাটালের বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ নিয়ে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারকে নিশানা করেন তিনি।
0
Report
Paschim Medinipur721101blurImage

ঘাটাল মহকুমা সেচ দপ্তর দখল করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে

Champak DuttaChampak DuttaSept 30, 2024 05:08:23
Midnapore, West Bengal:

ঘাটাল মহকুমা সেচ দপ্তর দখল করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। অভিযোগ সেচ দপ্তর দখল করে সেখানে ঘাটাল থানা বানিয়ে দেওয়া হয়েছে। এই নিয়েই ঘাটাল মহকুমা সেচ আধিকারিক বনাম পুলিশের চিঠি চালাচালি চলছে।ঘাটাল মহকুমা সেচ আধিকারিক চিঠি লিখছেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে ঘাটালে সেচ দপ্তর জোরপূর্বক দখল করেছে ঘাটাল থানা,এমনকি সেচ দপ্তরের আধিকারিকের রুমের নেমপ্লেট খুলে সেখানে এবার বন্যায় জলে ডুবে যায় ঘাটাল থানা,প্রতিবছর অন্যত্র থানা স্থানান্তরিত করতে হয়, এবারের বন্যাতেও একই অবস্থা হয়েছিল। 

0
Report
Paschim Medinipur721101blurImage

বন্যার জল কমতেই গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের কঙ্কালসার চেহারার ছবি উঠে এল ঘাটালে

Champak DuttaChampak DuttaSept 26, 2024 06:37:00
Midnapore, West Bengal:

বন্যার জল কমলেও দুর্ভোগ কমেনি ঘাটাল ব্লকের মনসুকা সহ কয়েকটি গ্রামের।বন্যার জল কমতেই গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের কঙ্কালসার চেহারার ছবি উঠে এসেছে।রাস্তা এতটাই বেহাল হয়ে উঠেছে হেঁটে চলাও ঝুঁকিপূর্ন বলে জানাচ্ছেন গ্রামের মানুষজন।বন্ধ হয়েছে বাস চলাচল ও পণ্যবাহী গাড়ি,ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে নিত্যদিনের পথ চলতি মানুষদের।এমনই ছবি ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েতের পালপুকুর থেকে মনসুকা পর্যন্ত ৫ কিমি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তার।

0
Report
Paschim Medinipur721101blurImage

মেদিনীপুরে ধর্মঘট সমর্থনকারীদের সামরিক ঝড়ের দিনের গল্প

Champak DuttaChampak DuttaAug 16, 2024 10:49:38
Midnapore, West Bengal:
শুক্রবার ছিল এসইউসিআই এর ডাকে সাধারণ ধর্মঘট। এদিন বনধ সমর্থনকারীরা মেদিনীপুর শহরের কালেক্টরেট অফিসের সামনে বাস আটকাতে যায়। বাস চালককে মারধর করে বাস থেকে নামানোর চেষ্টা করে। সেই সময় তাদের বাধা দেয় পুলিশ। এরপরই পুলিশকে ঘিরে ধরে ধর্মঘট সমর্থনকারীরা। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।এরপরই পুলিশ ছত্রভঙ্গ করে দেয় ধর্মঘট সমর্থনকারীদের। পরে পুলিশ তাদের আটক করে মেদিনীপুর কোতোয়ালি থানায় নিয়ে যায়।
0
Report
Paschim Medinipur721101blurImage

The junior doctors of Mednipur Medical College Hospital have joined the sit-in protest.

Champak DuttaChampak DuttaAug 11, 2024 16:59:26
Midnapore, West Bengal:

Junior doctors at Medinipur Medical College Hospital have staged a sit-in protest following the death of a student at R.G. Kar Medical College Hospital. The protest is taking place in front of the emergency ward and the hospital superintendent's office.

1
Report