মেদিনীপুর সদর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন জেলা নির্বাচনী আধিকারিক খুরশীদ আলী কাদরী। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুক্রবার থেকে শুরু হবে এবং শেষদিন ২৫ অক্টোবর। ভোট গ্রহণ ১৩ নভেম্বর, গণনা ২৩ নভেম্বর এবং ভোট প্রক্রিয়া সমাপ্ত ২৫ নভেম্বর। মোট ভোট গ্রহণ কেন্দ্র ৩০৪ টি এবং মোট ভোটার ২৯১৬৪৩ জন। সব বুথেই CAPF এবং WEB CUSTING ব্যবস্থা থাকবে।
মেদিনীপুরে উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা! জানুন গুরুত্বপূর্ণ তারিখগুলো!
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
মালদা তথা বাংলার রূপকার প্রয়াত এ.বি.এ গনি খান চৌধুরীর ৯৮ তম জন্মদিন উপলক্ষে মালদায় এসে মঙ্গলবার সকাল ন'টায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী শুভঙ্কর সরকার মহাশয় কোতুয়ালি ভবনের পাশে এ.বি.গনি খান চৌধুরী সাহেবের মাজারে পুষ্পার্ঘ্য প্রদান করেন। শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর কোতুয়ালী ভবনে একটি সাংবাদিক সম্মেলন করেন। উক্ত সাংবাদিক সম্মেলনে তিনি ছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ ইশা খান চৌধুরী, প্রাক্তন সাংসদ আবু হাশেম খান চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্ববৃন্দ।
ভাতৃদ্বিতীয়ার সন্ধ্যায় নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার ধান জমি থেকে। খুনের আশঙ্কা স্থানীয়দের। কাঁকসার মলানদিঘি ফাঁড়ির নয়া কাঞ্চনপুরের বাসিন্দা। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ।