বারবার জমা জল নিষ্কাশনের দাবিতে জাতীয় সড়কের সার্ভিস রোডে আন্দোলন করলেও সমস্যার সমাধান হয়নি। আন্দোলনের পরও জাতীয় সড়ক কর্তৃপক্ষ আশ্বাস দিলেও কার্যত কোনো কাজ শুরু হয়নি, এবং সমস্যাটি এখনও রয়ে গেছে।
জাতীয় সড়কে জমা জল: আন্দোলনের পরও সমাধানহীন!
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
পিরোজপুর গ্রামে দুই ভাই আজ জলে ডুবে মারা যায়। তাদের বাবা-মা মুম্বাইতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। দুই ভাই দাদুর বাড়িতে থাকতো। আজ তারা বাড়ির পাশের পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। গ্রামের লোকেরা তাদের উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই খবর জানাজানি হতেই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
কুমারগঞ্জ থানার পুলিশ নেশা মুক্ত সমাজ গড়তে বিশেষ অভিযান শুরু করেছে। পরপর দুদিন অভিযান চালিয়ে প্রায় হাজার খানেক নিষিদ্ধ কফ সিরাপ আটক করা হয়েছে। IC রামপ্রসাদ চাকলাদারের নির্দেশে বিশেষ টিম গঠন করে তল্লাশি অভিযান চলছে। S.I অনন্ত মন্ডল একটি পিকআপ ধাওয়া করে ২৪৮ বোতল ফেনসিডিল সহ গাড়িটি বাজেয়াপ্ত করে এবং একজনকে গ্রেপ্তার করে। আদালত ধৃতকে ৪ দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। উত্রাইল গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
ষষ্ঠীতে মা দুর্গার মর্তে আবাহনের পর সপ্তমী, অষ্টমী, নবমীতে পূজো ও হোমযজ্ঞের ধুমধাম চলে। দশমীতে মা দুর্গার বিজয়া দশমী অর্থাৎ কৈলাশ যাত্রা হয়। পূজোর এই চারদিন মানুষ আনন্দে মেতে ওঠে। বিজয়া দশমীর দিন মা দুর্গার কৈলাশ যাত্রা হয়, যা মন খারাপের দিন হিসেবে পরিচিত। দুর্গাপুরের বিভিন্ন পূজো মন্ডপে শনিবার সকালে বিজয়া দশমীর পূজো শেষ হবার সঙ্গে সঙ্গে ঘট বিসর্জন হয়। শোভাযাত্রা সহকারে মা দুর্গার ঘট বিসর্জন হয় বিভিন্ন পূজো মন্ডপে।