Back
Paschim Bardhaman713210blurImage

আরজি কর কাণ্ডে দুর্গাপুরে তৃণমূলের ধিক্কার সভা

MONAJ KUMAR SINGHA
Aug 17, 2024 18:28:28
Durgapur, West Bengal

কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা ডাক্তারের হত্যা ও ধর্ষণের প্রতিবাদে উত্তাল হয়েছে রাজ্য। ডাক্তার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারাদেশে কর্মবিরতি পালিত হচ্ছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুর্গাপুরের বিভিন্ন স্থানে ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে। দোষীদের ফাঁসির দাবি তুলেছে দল। দুর্গাপুর নগর নিগমের ৩২ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় ধিক্কার সভায় স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা বাম-বিজেপির যৌথ চক্রান্তের বিরুদ্ধে সরব হন।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com