দুর্গাপুরে এসে ডিভিসির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
সুবর্ণরেখা নদী পারাপারের সময় একটি হস্তি শাবক জলে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের মহাপাল এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা যায়, ভোররাতে প্রায় ৩০ থেকে ৩৫টি হাতির একটি দল নয়াগ্রামের দিক থেকে নদী পেরিয়ে মহাপালের দিকে আসছিল। নদী পার হতে গিয়ে একটি শাবক ডুবে যায়। স্থানীয়রা জানান, গত কয়েকদিনের বৃষ্টির কারণে নদীর জল বেড়ে ছিল, যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
আজ মালদা জেলার রতুয়া ১নং ব্লকের বিলাইমারি ও কাহালা অঞ্চলের বন্যা দুর্গত মানুষদের কে খাদ্য সামগ্রিক ও ত্রাণ বিতরণ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সহ উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক মাননীয় আব্দুর রহিম বক্সী সহ উপস্থিত মালদা জেলা পরিষদের মৎস ও প্রাণী সম্পদ কর্মাধক্ষ বাবু বক্সী ব্লক প্রশাসনের আধিকারিক , ব্লক সভাপতি অজয় সিনা সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্বগন।
পাণ্ডবেশ্বর:- তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও "বসন পরো মা" অনুষ্ঠানের মাধ্যমে পাণ্ডবেশ্বর বিধানসভার কেন্দ্রা অঞ্চলে প্রায় ৪২০০ জন মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি রামনগর তিন নম্বর কোলিয়ারি ময়দানে অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আর্থিকভাবে অস্বচ্ছলসহ প্রায় সকল মহিলাদের নতুন শাড়ি উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ব্লক সভাপতি কিরিটি মুখার্জি, এবং কেন্দ্রা অঞ্চল তৃণমূল সভাপতি জীবন ধীবর প্রমুখ।
মহানন্দার পানিতে ইংগ্রেসবাজার পৌরসভার 8, 9, 10 ও 12 নম্বর ওয়ার্ডের উপকূলীয় এলাকার হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে। 8 নং ওয়ার্ডের বালুচর বাবলা ঘাট ফ্ল্যাট সেন্টারে প্রায় 200 পরিবারকে মুখ্যমন্ত্রী ত্রিপল জামাকাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএম নীতিন সিংহানিয়া সদরের এসডিএম পঙ্কজ তমা, ইংরেজবাজার পৌরসভার সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও স্থানীয় কাউন্সিলর কাকলি চৌধুরী। ত্রাণ পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন বন্যা দুর্গতরা।
চলতি মাসেই অন্ডালের দুটি জায়গায় পর পর ধসের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। এবার আবার সেই ধসের ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম গ্রামের মুসলিম পাড়ায়। একেবারে ঘরের মেঝেতে বড় আকারের দুটি গর্ত সৃষ্টি হয়েছে। বাড়ীর মালিক ছবি খাতুন, শেখ রসু জানান, বুধবার রাতে হটাৎ করে একটা শব্দ হয় তারপরই দেখা যায় ঘরের মেঝেতে দুটি জায়গায় বড় আকারের দুটি গর্তের সৃষ্টি হয়।বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত ঘরটির সামনে দাঁড়িয়ে সিরাজ বলেন শেখ রাসুর বাড়িতে ধসের ঘটনাটি সোনপুর বাজারি প্রজেক্টের আধিকারিকদের জানানো হয়েছে।