Back
Paschim Bardhaman713216blurImage

শিক্ষকদের প্রতিবাদ দুর্গাপুরে

Sanatan Garai
Sep 06, 2024 05:30:19
Durgapur, West Bengal

অরিজিৎ সিং-র প্রতিবাদের গান দিয়ে শিক্ষক দিবসের দিনেই তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদে শিক্ষক শিক্ষিকারা। যতদিন না পর্যন্ত দোষীদের শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত চিকিৎসকদের পাশে শিক্ষক-শিক্ষিকারাও রাস্তায় থাকবে বলেও জানান। শিক্ষিকা মিতা চৌধুরী দেবযানী বসু বলেন,"এই নির্মম ঘটনা চরম আঘাত দিয়েছে সমাজের বুকে। দেরিতে বিচার কোন বিচার নয়। দিন দিন দেরি হচ্ছে বিভিন্ন কারণে। সঠিক যাতে বিচার হয় সেই দাবিতে শিক্ষক দিবসের দিনেই আমরা প্রতিবাদে নেমেছি।"

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com