Back
Paschim Bardhaman713302blurImage

আর জি কর ঘটনার প্রতিবাদে আসানসোলে শিল্পীদের রং তুলিতে প্রতিবাদ

Santosh Kumar Mandal
Aug 28, 2024 00:50:43
Asansol, West Bengal

কলকাতার আর জি কর হাসপাতালে ঘটা নৃশংস হত্যা ও ধর্ষণের ঘটনায় আসানসোলে প্রতিবাদের ঢেউ উঠেছে। মঙ্গলবার প্রবল বৃষ্টি উপেক্ষা করে শহরের শিল্পীরা রং তুলি হাতে নিয়ে প্রতিবাদে নামলেন। ইতিপূর্বে ভগৎ সিং মোড় ও বিএন আর মোড়ে বিভিন্ন সংগঠন বিক্ষোভ, ধর্না ও মিছিল করেছে। চিত্রকর ইন্দ্রদীপ কোনার জানালেন, গত ৯ আগস্ট ঘটা এই নৃশংস ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে তাঁরা চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা বিশ্বে এই ঘটনার তীব্র নিন্দা হচ্ছে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com